Breaking News
Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

KolkataAirport

Firing: কলকাতা বিমানবন্দরে চলল গুলি, সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী! মৃত্যু সিআইএসএফ জওয়ানের

আবারও খবরের শিরোনামে কলকাতা বিমানবন্দর। এবার সিআইএসএফ জওয়ানের সার্ভিস রাইফেল থেকে চলল গুলি। বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ারে ঘটেছে ঘটনাটি। পুলিসের প্রাথমিক অনুমান, আত্মহত্যার উদ্দেশ্যেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়েছেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ান। পরবর্তীতে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই জওয়ানকে। তবে শেষরক্ষা হল না। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থলে যায় সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিস। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে বিমানবন্দরজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটে গুলির আওয়াজ পাওয়া যায়। তাতেই কর্তব্যরত অন্যান্য সিআইএসএফ থেকে শুরু করে সকলে সতর্ক হয়ে যান। তারপর জানা যায় ৫ নম্বর গেটের যে টাওয়ার, সেখান থেকেই গুলির আওয়াজ এসেছে। এরপর অন্যান্য কর্মীরা টাওয়ারের উপর ওঠেন। ততক্ষণে লুটিয়ে পড়েছেন ওই সিআইএসএফ কর্মী। নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সিআইএসএফ জওয়ান।

পুলিস সূত্রে খবর, কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিস। ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন ওই জওয়ান।

yesterday
Kolkata: ঘন কুয়াশার জের, দমদম বিমানবন্দরে বাতিল একাধিক ফ্লাইট, বিঘ্ন পরিষেবা

সংক্রান্তির সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। চারিদিক কুয়াশায় ঢেকেছে। বেলা বাড়লেও ঘন কুয়াশার আস্তরণে ঢেকে রয়েছে কলকাতার অধিকাংশ এলাকা। যার জেরে সোমবার ভোর রাত থেকে কলকাতা  বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়। একাধিক বিমান ওঠানামায় দেরি করছে। এদিন রাত আড়াইটা নাগাদ দৃশ্যমানতা ২৫ মিটারে নেমে আসে। এরপর ভোর সাড়ে পাঁচটা নাগাদ দৃশ্যমান্যতা বেড়ে ১৫০ মিটার হয়। এর ফলে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান ওঠা নামায় বিলম্ব হচ্ছে। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন যাত্রীরা। যদিও সকাল আটটা নাগাদ দৃশ্যমানতা বেড়ে ৩০০ মিটার হয়েছে। বেলা বাড়তেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একটা ছোট্ট স্পেলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত জানুয়ারি মাসের ১৮ এবং ১৯ তারিখ, এই দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে। বিশেষ করে উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং-এর উচু জায়গায় বরফ পড়তে পারে।

তবে হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা এদিনও কমতে পারে বলে দাবি করা হচ্ছে।

2 months ago
Airport: জানলার কাঁচে ফাটল, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বইগামী বিমানের

মুম্বইগামী বিমানের (Flight) জরুরি অবতরণ (Emergency Landing) কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। বিমানের জানলার কাঁচে চিড় দেখা গিয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।

সূত্রের খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ বুধবার সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতার আকাশে থাকাকালীনই বিমানের জানলার কাঁচে ফাটল দেখতে পায় কেবিন ক্রু। তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন। পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান। সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতিতে ৭ঃ৪৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আসা হয়। সমস্ত যাত্রীরাই সুরক্ষিত। বিমানের মেরামতির কাজ চলছে।

6 months ago


Arrest: কলকাতা বিমানবন্দর থেকে দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রীকে গ্রেফতার করল এসটিএফ

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে বড়সড় সাফল্য পেল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। বৃহস্পতিবার সন্ধে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় বাজি কারখানার মূল চক্রী মহম্মদ নজরুল ইসলামকে। ঘটনার পর থেকেই ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দিয়েছিল সে।

জানা গিয়েছে, বিস্ফোরণের পরেই রাজ্য ছাড়ার পরিকল্পনা করে অভিযুক্ত নজরুল ইসলাম। তারপরেই চেন্নাই পালিয়ে যায়। সেই সঙ্গে প্রচুর পরিমাণে বেআইনি বাজি রাজ্যের বাইরে পাচার করার চেষ্টা করেছিল। যদিও আগেই সেগুলি আটক করে পুলিশ। এবং দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই মূল চক্রীর হদিশ পাওয়া সম্ভব হয়।

মহম্মদ নজরুল ইসলামের ফের রাজ্য ফিরে আসার বিষয়ে জানতে পারে পুলিশ। সেইমতো পরিকল্পনা শুরু হয়। আগে থেকেই কলকাতা বিমানবন্দরে তৈরি ছিলেন পুলিশ আধিকারিকরা। বিমানবন্দরের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে তাঁকে নজরুলকে গ্রেফতার করা হয়।

দিন কয়েক আগে দত্তপুকুরে একটি অবৈধ বাজি কারখানার ব্যাপক বিস্ফোরণ হয়। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। ঘটনার পরে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা।

7 months ago
Gold: ৩৪৬ গ্রাম সোনার গুঁড়ো-সহ কলকাতা বিমানবন্দরে আটক ১! বাজেয়াপ্ত সোনার মূল্য ২ লক্ষ

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) সোনার বাট কিংবা সোনার গুঁড়ো উদ্ধার যেন নিত্য ঘটনা। শুক্রবার ব্যাংকক থেকে কলকাতায় (Bangkok to Kolkata) আসা নূর সেলিম মহম্মদ নামে এক যাত্রীর থেকে প্রায় ৩৫০ গ্রাম সোনার গুঁড়ো (Gold Paste) উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এক বেসরকারি সংস্থার বিমানে কলকাতায় নামলে, নূরকে দেখে শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হয়।

তাঁকে আটক করে তল্লাশি চালালে ৩৪৬ গ্রাম সোনার গুঁড়ো উদ্ধার হয়। যাত্রীর গেঞ্জির মধ্যে থেকে ওই সোনা উদ্ধার হয়। যার বাজারমূল্য ২ লক্ষ টাকা। ইতিমধ্যেই সেই সোনার গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় শুল্ক দফতর।

এদিকে, গত মাসে কলকাতা বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে আটক হয়েছিলেন দুই যাত্রী। অন্তর্বাসের ভিতরে অভিনব কৌশলে লুকিয়ে সোনার পেস্ট পাচারের চেষ্টা করছিলেন তাঁরা। তাদের মধ্যে এক যাত্রীর নাম খালিল আব্দুল। জানা গিয়েছিল, দুবাইয়ের বিমান FZ459 করে ভারতীয় যাত্রী খালিল দুবাই থেকে কলকাতায় আসেন।

ইমিগ্রেশনের তথ্য যাচাইয়ের পর গ্রিন চ্যানেল পেরোনোর সময় শুল্ক দফতরের আধিকারিকরা খালিলকে প্রথমে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালান। এরপর জামা-কাপড়ে তল্লাশির সময় সন্দেহজনকভাবে নিজেকে আড়ালের চেষ্টা চালান খালিল। আরও কিছুক্ষণ তল্লাশি চালানোর পর ওই যাত্রীর অন্তর্বাসের ভিতরে কাগজের মোড়কে যত্ন করে লুকিয়ে রাখা সোনার পেস্ট উদ্ধার হয়।

one year ago


Gold: অন্তর্বাসের ভিতর রেখে সোনার পেস্ট পাচারের চেষ্টা, কলকাতা এয়ারপোর্টে আটক ২

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) সোনা পাচারের অভিযোগে আটক দুই যাত্রী। অন্তর্বাসের ভিতরে অভিনব কৌশলে লুকিয়ে সোনার পেস্ট(Gold Paste) পাচারের চেষ্টা। তাদের মধ্যে এক যাত্রীর নাম খালিল আব্দুল। সূত্র থেকে জানা গিয়েছে, দুবাইয়ের বিমান FZ459 করে ভারতীয় যাত্রী খালিল দুবাই থেকে কলকাতায় (Dubai to Kolkata) আসেন।

ইমিগ্রেশনের তথ্য যাচাইয়ের পর গ্রিন চ্যানেল পেরোনোর সময় শুল্ক দফতরের আধিকারিকরা খালিলকে প্রথমে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালান। এরপর জামা-কাপড়ে তল্লাশির সময় সন্দেহজনকভাবে নিজেকে আড়ালের চেষ্টা চালান খালিল। আরও কিছুক্ষণ তল্লাশি চালানোর পর ওই যাত্রীর অন্তর্বাসের ভিতরে কাগজের মোড়কে যত্ন করে লুকিয়ে রাখা সোনার পেস্ট উদ্ধার হয়। বাজেয়াপ্ত সোনার পরিমাণ ৫২৬ গ্রাম। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩০ লক্ষ ২০ হাজার টাকা।

এর পাশাপাশি ব্যাংকক থেকে কলকাতাগামী স্পাইসজেটের বিমান SG46-এ কলকাতায় আসা অপর এক ভারতীয় যাত্রী আবু বাক্কার সিদ্দিকিকে বিমানবন্দরে একইভাবে তল্লাশি চালান আধিকারিকেরা। তার ব্যাগের থেকেও ৫৫৩ গ্রাম সোনার পেস্ট উদ্ধার করে এয়ার ইন্টেলিজেন্সের আধিকারিকেরা। যার বর্তমান বাজার মূল্য ৩১ লক্ষ ৭৫ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদের পর ওই দুই যাত্রীকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে বলে শুল্ক দফতর সূত্রে খবর। এই জোড়া ঘটনার পর বিমানবন্দরের সুরক্ষা ও সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

one year ago
Shah: শুভেন্দুর গলায় এবার 'টাইম হো গায়া'! শাহকে ছাড়তে এসে বিরোধী দলনেতার কণ্ঠে কীসের ইঙ্গিত

অমিত শাহকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ছাড়তে এসে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) গলায় 'টাইম হো গায়া' প্রসঙ্গ। কীসের 'সময় হয়েছে'? এই প্রশ্নের উত্তর খুঁজতে জোর চর্চা শুরু বাংলার রাজনীতিতে (Bengal politics)। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের তোলা প্রশ্নের জবাব খানিকটা শুভেন্দুর গলা থেকেই বেড়িয়েছে। শনিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে (Amit Shah at Kolkata) কলকাতা বিমানবন্দরে ছাড়তে আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পল প্রমুখ। সেই কর্মসূচির পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু-সুকান্ত। শুক্রবার বিজেপির রাজ্য অফিসে অমিত শাহের উপস্থিতিতে কী বৈঠক হয়েছে?

সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, 'কালকের (শুক্রবার) বৈঠকের শুধু একটা কথা আমি বলতে পারি, কেউ একজন বলেছে টাইম হো গায়া! কে বলেছে বলছি না, টাইম হো গায়া। অর্থাৎ বাংলার বড় ডাকাতরা, চোররা, অত্যাচারীরা, পরিবারবাদ এবং তোষণবাদে আমদানি করা লোকেরা, তাঁদের বিরুদ্ধে আইন এবং সংবিধান মেনে যা যা ব্যবস্থা করা উচিৎ, সেটা করা হবে। এই ব্যাপারে আমার বৈঠকে আশ্বাস পেয়েছি।'

তিনি জানান, 'মঙ্গলবার দিল্লিতে অমিতজির সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার সাংসদদের সঙ্গে বৈঠক রয়েছে, সেই বৈঠকে আমারও ডাক পড়েছে। কিন্তু অমিতজি আমাকে বলেছেন, তুমি সোমবার ফিরবে না, মঙ্গলবার তোমাকে আধ ঘণ্টা সময় দিচ্ছি সংসদে আমার অফিসে এসে সাক্ষাৎ করবে। অনেকগুলো বিষয়ে আলোচনা করার আছে। তাই রাজ্য সভাপতি আর তোমার সঙ্গে আলোচনা করবো।' 

এদিকে, শুধু শুভেন্দু অধিকারী নয়, ভালো দিনের প্রসঙ্গ উঠে এসেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তিনি এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেন, 'শুক্রবারের বৈঠকে সাংগঠনিক বিষয় এবং দলের আগামি কর্মসূচি নিয়ে জানতে চান অমিত শাহ। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, যার তর্জমা কিছুটা দাঁড়ায় আগামি দিনে বাংলার জন্য ভালো দিন বা আচ্ছে দিন।'

one year ago
Governor: কলকাতায় এলেন নতুন রাজ্যপাল, বুধবার শপথ গ্রহণ

প্রসূন গুপ্ত: সকাল সাড়ে ৯টা বাজতেই নেতাজি সুভাষ বিমানবন্দর (Kolkata Airport) ছুঁল নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ববি হাকিম এবং শিল্প-বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্য সচিব প্রমুখ। বিমানবন্দরেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় পুলিসের তরফে। শশী পাঁজা অনায়াস ভঙ্গিতে দক্ষিণ ভারতীয় ভাষায় বোসের সঙ্গে আলাপচারিতা করেন। এরপর রাজ্যপাল রাজ্ভবনে (Raj Bhawan) যান, সেখানেই তিনি আজকের দিনটি থাকবেন কিনা জানা না গেলেও জানা গিয়েছে বুধবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন।

দিল্লি থেকে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যে মুহূর্তে ডক্টর বোস শপথ নেবেন, সেই মুহূর্ত থেকে তিনি রাজ্যের ৫ বছরের স্থায়ী রাজ্যপাল হবেন। অবশ্যই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা হয়েছে এবং শাহ জানিয়েছেন যে এই নতুন রাজ্যপাল আনন্দ বোস ভালো লোক মুখ্যমন্ত্রীর পছন্দ হবে। অন্যদিকে জানা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীর প্রিয়পাত্র এই বোস। যিনি দীর্ঘদিন সংবিধানের নানা কাজে যুক্ত। এই আইএএস প্রাক্তনী তাঁর কর্মজীবন শুরু করেন কলকাতা থেকেই। নেতাজি সুভাষচন্দ্রের পদবি বোস নিয়েই তাঁর নাম বোস, অবশ্য নামের আগে একটি আনন্দও আছে।

তাঁর আগমনে খুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ইচ্ছা পূর্বতন রাজ্যপাল (ধনকর) মতোই সক্রিয় থাকবে বাংলার রাজ ভবন। যদিও রাজ্যপাল হওয়ার আগে বোস জানান, তিনি সংবিধান মেনেই সরকারকে সহযোগিতা করবেন। তাঁর সঙ্গে মমতার ফোনে কথা হয়েছে। বোসও মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। ২৯টি পুরস্কারপ্রাপ্ত বোসকে জ্ঞানের আধার বলা হয়। দেখার বিষয় বাংলা, প্রকৃত সাংস্কৃতিক রুচিবান আদর্শে অচল এবং ৪০টি বই লেখা আনন্দ বোসকে কতটা কাছে পাবে আগামীতে।

one year ago


Airport: মাঝআকাশে অসুস্থ যাত্রী, তুরস্ক-সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ কলকাতায়

কলকাতা বিমানবন্দরে (Kolkata AIrport) ইস্তানবুল থেকে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ (Emergency Landing)। সেই বিমানে অসুস্থ হয়ে পড়েন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ হাঙ্গেরিয়ান নাগরিক (Hungary Citizen)। সে কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। এরপরে ওই যাত্রীকে ভিআইপি রোড হলদিরামের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন।

বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ডাঃ পিটার কনজাথ নামে এক হাঙ্গেরিয়ান নাগরিক ইস্তানবুল থেকে সিঙ্গাপুরগামী বিমানে একাধিকবার খিঁচুনি অনুভব করেন। এরপরে TK0054 ওই বিমানটি কলকাতায় বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং অসুস্থ ওই চিকিৎসককে আচ্ছন্ন অবস্থায় ওই বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে ওই যাত্রীর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। এরপর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করে ওই হাঙ্গেরিয়ান নাগরিককে হাসপাতালের আইসিইউতে নিউরো কনসালটেন্টের অধীনে ভর্তি করা হয়েছে।

one year ago
Airport: কলকাতা বিমানবন্দরে ১ হাজার গ্রামের বেশি সোনা সহ আটক সিঙ্গাপুর ফেরত ভারতীয় নাগরিক

ফের কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) উদ্ধার সোনা। শুল্ক দফতরের (Excise) হাতে প্রায় ১ হাজার গ্রামের বেশি ওজনের সোনা (Gold) সহ আটক সিঙ্গাপুর (Singapore) ফেরত ভারতীয় নাগরিক। ধৃত যাত্রীর নাম মুকেশ আগরওয়াল।

শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে সিঙ্গাপুর ফেরত এক ভারতীয় নাগরিককে আটক করেন। এরপরে তল্লাশি চালিয়ে ওই যাত্রী থেকে ২৭ টি গোল্ড কয়েন (Gold Coin) ও তিনটি গোল্ড বার (Gold Bar) উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১১৪০ গ্রাম। এর বাজার মূল্য ৫৬লক্ষ ৭৮হাজার ৬৯৪টাকা।

উল্লেখ্য, গত শুক্রবার ইন্ডিগোর (Indigo) ৬ ই  ৮২২ ইম্ফলগামী বিমানে ওঠার সময় অভিযুক্ত সঙ্গীতা দেবীর লাগেজ চেকিং করা হয়। সেসময় স্ক্যানারে ব্যাগের মধ্যে প্যাকেট দেখা যায়। লাগেজ খুলতেই ১৩ টি প্যাকেট উদ্ধার করা হয়। আর সেই প্যাকেট গুলির মধ্যে মেলে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১ কোটি ২৩ লক্ষ ১ হাজার টাকা।

2 years ago


Fighter Plane: কলকাতা বিমানবন্দরে একসঙ্গে ৯ টি যুদ্ধবিমান!

হঠাৎ করেই যুদ্ধ বিমানের (Fighter Plane) দেখা মিলল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের (Kolkata Airport) অ্যাপ্রন এরিয়াতে সার দিয়ে দাঁড়িয়ে একাধিক যুদ্ধ বিমান। একটি, দুটি বা তিনিটি নয়। একসাথে ৯ টি যুদ্ধ বিমান। সবগুলিই কোরিয়ান যুদ্ধবিমান (টি৫০বি)। কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ঈগলস।

তবে কি কোথাও কোন যুদ্ধ (War) বাধল? এই প্রশ্ন যখন উঁকি মারছে বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের মধ্যে, তখন অভয় দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধ বিমানগুলি কলকাতা বিমানবন্দরে নেমেছে জ্বালানি ভরার জন্য এবং পাইলটদের বিশ্রামের জন্য। এটি আসলে যাঁরা যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন, মূলত তাঁদের জন্য এই এয়ার ক্র্যাফট ব্যবহার করা হয়। কোরিয়ার এই ৯ টি বিমান ইংল্যন্ড গিয়েছিল ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে। এরা মঙ্গলবার কলকাতায় নামে জ্বালানি ভরতে এবং বিশ্রাম নিতে।

2 years ago