Breaking News
ED: শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে লুকআউট নোটিস জারি ইডির, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি     

Khatiya

Charpai: সাধারণ খাটিয়ার দাম ১ লক্ষ ১২ হাজার টাকা! মার্কিন ওয়েবসাইটের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা

এখনও হয়তো গ্রামে গেলে বাড়িতে বাড়িতে দেখা যাবে চারপেয়ে (Charpai) খাটিয়া (Khatiya)। আর কিছু হাজার দামের ভারতীদের এই খাটিয়া নাকি আমেরিকাতে (America) বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কী এমন আছে এই কাঠের খাটিয়ায়? এক ওয়েবসাইটে খাটিয়া বিক্রি হওয়া কিছু ছবি ভাইরাল হচ্ছে। যা দেখে সমাজমাধ্যমে হইহই পড়ে গিয়েছে।


সমাজমাধ্যমে দেখা গিয়েছে, 'ইটসি' নামক আমেরিকার এক ই-কমার্স সাইটে এই কাঠের খাটিয়া বিক্রি করা হচ্ছে। তাও আবার ১ লক্ষ টাকায়। ঐতিহ্যবাহী ভারতীয় চারপেয়ে বা খাটিয়া সাধারণত ১০ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু আমেরিকার এই ওয়েব সাইটে এটা বিক্রি করা হচ্ছে ১ লক্ষ ১২ হাজার ১৬৮ টাকায়। ওয়েবসাইটে নীচে আবার লেখা রয়েছে, ঐতিহ্যবাহী ভারতীয় বিছানা। আবার এও লেখা যে, এটি কাঠ ও পাট দিয়ে তৈরী করা হয়েছে। কিছু রং করা খাটিয়ার দাম আবার ১ লক্ষ ১২ হাজারেরও বেশি। ফলে অতি সাধারণ এক খাটিয়ার আকাশছোঁয়া দাম দেখে মাথায় হাত নেটিজেনদের।

12 months ago