Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

Kantara

Kantara2: কান্তারার প্রিক্যুয়াল ছবি শ্যুটিং-এর আগেই 'ভুতা কোলা'য় পরিচালক ঋষভ

লকডাউনের পর দক্ষিণ ভারতের এক সিনেমা সারা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। করোনা পরিস্থিতির পর হয়তো কোনও ছবিই দর্শকদের মনে তেমন জায়গা করে নিতে পারেনি। কিন্তু এরপর চলতি বছরের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টির (Rishab Shetty) ছবি 'কান্তারা' (Kantara)। দক্ষিণ ভারতের ছবি হলেও সারা দেশজুড়ে দর্শকদের থেকে প্রশংসা পেয়েছে। এরই মধ্যে শুরু হতে চলেছে কান্তারার প্রিক্যুয়ালও। এই কথা ঋষভ নিজেই ঘোষণা করেছিলেন। ফলে ছবির শ্যুটিং-এর জন্য ঋষভ শেট্টিকে ফের 'ভুতা কোলা'-এর উৎসবে দেখা গিয়েছে।

View this post on Instagram

A post shared by Rishab Shetty (@rishabshettyofficial)

দক্ষিণ ভারতের এক জনপ্রিয় লোকগাথা 'ভুতা কোলা', যার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল এই ছবি। এই উৎসবে পানজুরলি দেবতার পুজো করা হয়। ফলে কান্তারার প্রিক্যুয়াল তৈরির জন্য ঋষভ ফের এই উৎসবে অংশগ্রহণ করেছেন। প্রথম ছবির শ্যুটিং-এর আগেও তাঁকে এই উৎসবে দেখা গিয়েছিল। ঋষভ শেট্টি সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে, পানজুরলি দেবতার থেকে আশীর্বাদ নিচ্ছেন তিনি।

কান্তারার পর যে এই ছবির দ্বিতীয় ভাগও আসতে চলেছে, তা জেনে বেজায় খুশি কান্তারার অনুরাগীরা। জানা গিয়েছে, প্রিক্যুয়াল ছবি পরের বছরের মুক্তি পেতে পারে।

12 months ago
Kantara: বক্স অফিসে সাফল্যের মধ্যেও কান্তারার পরিচালকের বিরুদ্ধে চুরির অভিযোগ

২০২২ সালের অন্যতম সফল ছবি 'কান্তারা' (Kantara)। বক্স অফিসে আকাশছোঁয়া সাফল্যের পাশাপাশি, দর্শক মহলের মন জয় করে নিয়েছিল ঋষভ শেঠির (Rishabh Shetty) এই ছবি। করোনা অতিমারির পর ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন ফলক গড়েছে ‘কান্তারা’। ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে কন্নড় এই ছবি। টানা ১০০ দিন প্রেক্ষাগৃহে চলেছে কান্তারা। তবে এত সাফল্য পাওয়া ঋষভের নামে উঠল চুরির অভিযোগ। দক্ষিণ ভারতের এক জনপ্রিয় ব্যান্ড 'থাইকুডম ব্রিজ' তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ আনে। অভিযোগ, ঋষভ তাঁদের থেকে একটি গান চুরি করেছেন। আর এই অভিযোগের ভিত্তিতেই কান্তারার পরিচালক ও প্রযোজককে তলব করল কেরল পুলিস (Kerala Police)। ইতিমধ্যেই আদালতেই উঠেছে এই মামলা। ঋষভের অন্তর্বতী জামিন মঞ্জুর করেছে আদালত।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ‘কান্তারা’ ছবির সঙ্গীত পরিচালক। ‘থাইকুডম ব্রিজ’-এর দাবি করেছিল, ‘কান্তারা’-তে ব্যবহৃত ‘বরাহ রূপম’ গানটির সঙ্গে তাঁদের স্বরচিত গান ‘নবরসম’-এর পুরো মিল রয়েছে। গানটি ছবি রিলিজের পাঁচ বছর আগে মুক্তি পেয়েছিল। ফলে তাঁদের গান নকল করেছে বলে অভিযোগ করেন।

সঙ্গীত পরিচালক বলেন, গান দুটির মধ্যে মিল রয়েছে, কারণ দুটি গানে এক রাগ ব্যবহৃত হয়েছে। প্রসঙ্গত, মাত্র ১৬ কোটির বাজেটে তৈরি হয়েছিল এই ছবি। বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটিরও বেশি আয় করেছে এই ছবি। শোনা যাচ্ছে, দর্শকদের জন্য আসতে চলেছে 'কান্তারা ২'।

one year ago