Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

KRK

Manoj: মনোজ বাজপেয়ীর দায়ের মানহানি মামলায় কমল খানের বিরুদ্ধে পরোয়ানা

চিত্রসমালোচক কমল রশিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইন্দোরের জেলা আদালত। ২০২২ সালে অভিনেতা মনোজ বাজপেয়ী, কমল রশিদ খান ওরফে কেআর কে-র বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, 'কেআর কে মাদকাসক্ত। ট্যুইটারে অভিনেতার সামাজিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন কমল।' তারপর নানা চেষ্টা করেও এই মামলা থেকে ছাড় পায়নি কমল।

২০২২ সালের জুলাই মাসে কমলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিযোগ, '২৬ জুলাই তাঁকে দু’টি ট্যুইটে হেনস্থা করেছিলেন কমল।' কমলের আইনজীবী জানান, যে টুইটার হ্যান্ডেল থেকে সেই টুইটগুলি করা হয়েছিল, সেটি ২০২০-র ২২ অক্টোবরে বিক্রি হয়ে গিয়েছে। তার দায়ভার কেন নেবেন কমল? অভিযোগ, মনোজ একা নয় টুইটারে একাধিকবার বলিউড অভিনেতাদের হেনস্থা করেছেন কমল। সলমন খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা—কেউই বাদ যাননি। মনোজের আইনজীবীর দাবি, টুইটার হ্যান্ডেল বিক্রির অজুহাত দিয়ে মামলায় শেষ হতে পারে না। তাই এই মামলা চলতে থাকবে। এই মামলার পরবর্তী শুনানি ১০-ই মে। 

one year ago
Aryan: নিউ ইয়ার পার্টিতে আরিয়ানের সঙ্গে কে? জল্পনা উসকে দিলেন কমল আর খান

২০২২ সাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে চর্চার বিষয় শাহরুখ পুত্র। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মাথাব্যাথার শেষ নেই অনুরাগীদের মধ্যে। একটি পার্টিতে নোরা ও আরিয়ানের ছবি একসঙ্গে দেখে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল সামাজিক মাধ্যমে। এখন আবার সাদিয়ার সাথে উঠে আসা ছবি নিয়ে চলছে ওই একই গুঞ্জন।

নিউ ইয়ারের দিন একটি পার্টিতে মেরুন টি-শার্ট ও সাদা জ্যাকেট এবং কালো পোশাকে একসঙ্গে উপস্থিত ছিলেন আরিয়ান-সাদিয়া। একসঙ্গে দু'জনের একটি ছবি সাদিয়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন সাদিয়া। বিষয়টি নিয়ে লাইমলাইটে উঠে এসেছেন বলিউড ছবির চিরাচরিত সমালোচক কমল রশিদ খান ওরফে কেআরকে। এর আগে বহুবার তিনি বলিউড বাদশাহকেও বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেছেন।

কেআরকে আরিয়ান ও সাদিয়ার ছবি নিজের ট্যুইটার একাউন্টে পোস্ট করেছেন। কটাক্ষের সম্মুখীনও হন। একজন ট্যুইটার ব্যবহারকারী পাল্টা লেখেন ‘কিছু মানুষের কোনও কাজ নেই। তাঁদের কীসে অসুবিধা বুঝতে পারছি না। এই ছবিটা সাদিয়া পোস্ট করেছেন। আর আরিয়ানের যদি পাকিস্তানি বান্ধবী হয়েও থাকে ক্ষতি কী।’ 

উল্লেক্ষ, খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন আরিয়ান খান। তার আগেই বলিউড বাদশাহর ছেলেকে নিয়ে চর্চায় মাতলো নেটপাড়া।

one year ago
Uluberia: উলুবেড়িয়া জাতীয় সড়কে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, ট্রাক ড্রাইভারকে বেহুঁশ করে লুট

ঝাড়খণ্ডের অভিনেত্রী (Jharkhand Actress Murder) হত্যা রহস্যের মধ্যেই ফের জাতীয় সড়কে (Nationbal highway) দুষ্কৃতী তাণ্ডব, চুরি। ১৬ নম্বর জাতীয় সড়কে বীরশিবপুরে রাতের অন্ধকারে এবার দুষ্কৃতীদের খপ্পরে এক ট্রাক ড্রাইভার  (Truck driver Looted)। অভিযোগ, শুক্রবার রাতে তিনি যখন ট্রাকের ভিতর ঘুমিয়ে ছিলেন, তখন ঘুমের ওষুধ স্প্রে করে ট্রাকের কাঁচ ভেঙে টাকা, মোবাইল, মানিব্যাগ লুট করেছে আততায়ীরা। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে জাতীয় সড়কের নিরাপত্তা।

বাগনান জাতীয় সড়কে সাতসকালে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুনে এখনও অথৈ জলে পুলিস। সেই ঘটনার তিনদিন কাটতে না কাটতেই আবার বীরশিবপুর শিল্প বিকাশ কেন্দ্রের সামনে এই লুটের ঘটনা। জানা গিয়েছে, আইটিসি সংস্থার একটি কন্টেনার ট্রাকে মাল লোড করতে জাতীয় সড়ক সংলগ্ন সার্ভিস লাইনে দাঁড়িয়ে ছিল। শুক্রবার রাতের দিকে গাড়ির চালক যখন ঘুমিয়ে ছিলেন, তখন দুষ্কৃতীরা তাঁকে ঘুমের স্প্রে জাতীয় কিছু ছিটিয়ে অচৈতন্য করে। অঘোরে চালক ঘুমিয়ে পড়লে গাড়ির বাঁদিকের সাইডের কাঁচ ভেঙে গাড়ির ভেতরে থাকা চালকের মোবাইল, চালকের মানি পার্স, কাগজপত্র এবং গাড়ির ভাড়ার টাকা-সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শনিবার সকাল দশটা নাগাদ চালকের ঘুম ভাঙলে বিষয়টি নজরে আসে।

সঙ্গে সঙ্গে কন্টেনার চালক উলুবেড়িয়া থানার দ্বারস্থ হলে পুলিস ঘটনাস্থলে এসে সরেজমিনে খতিয়ে দেখে। জিজ্ঞাসাবাদ করা হয় চালককেও। 

one year ago