Breaking News
Summon: বাবা, মা ও অভিষেকের পরে অভিষেকের স্ত্রীকেও তলব ইডির      Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

JharkhandIncident

Crime: লক্ষ টাকার বিনিময়ে মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, পুলিসি ধরপাকড়

টাকার বিনিময়ে সদ্যোজাত শিশুকে অন্যের কাছে বিক্রি করে দিলেন মা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) চতরা জেলায়। শিশু বিক্রির খবর পেয়ে তদন্তে নামে পুলিস (Police)। বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিস। জানা গিয়েছে, অভিযুক্তর নাম আশা দেবী। তিনি এক শিশুপুত্রের জন্ম দেন। প্রসবের পরেই তিনি পুত্র সন্তানকে অন্যের হাতে তুলে দেন ১ লক্ষ টাকার বিনিময়ে। 

পুলিস জানায়, উদ্ধার করা হয়েছে শিশুকে। প্রথমেই অভিযুক্ত মাকে গ্রেফতার করা হয়। পরে তাঁর কাছ থেকেই ডিম্পল দেবী নামে অন্য এক মহিলার সন্ধান পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই বাকি ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।  

সাব-ডিভিশনাল পুলিস অফিসার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বোকারো থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিহারের হাজারিবাগের এক যুগলের সঙ্গে শিশুটি কেনার জন্য সাড়ে চার লক্ষ টাকায় চুক্তি হয়েছিল। ১ লক্ষ টাকা শিশুটির মাকে দেওয়া হয়েছিল এবং বাকি টাকা ভাগ হয়েছিল অন্য অভিযুক্তর মধ্যে।


6 months ago