Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Jharkhand

Champai Soren: জল্পনার অবসান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে শপথ চম্পাই সোরেনের

জমি দুর্নীতি মামলায় বুধবার ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার ঠিক দু'দিনের মাথায় মুখ্যমন্ত্রীর আসনে বসেন চম্পাই সোরেন। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ রাঁচির রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ চম্পাইকে শপথবাক্য পাঠ করান।

৬৭ বছর বয়সে চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ বৃহস্পতিবার চম্পাইকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার তাঁর শপথ নেওয়া হয়নি। তারপরই মুখ্য়মন্ত্রীর পদ গড়া নিয়ে শুরু হয় জল্পনা। এরপর রাজ্যের পরিবহণমন্ত্রী তথা চম্পাই সোরেন, জেএমএম প্রধান শিবু সোরেনের অনুগত হিসাবে বিবেচিত হন। নয়া মুখ্য়মন্ত্রীর আসন পান তিনি। জেএমএম আইনসভা দলের নেতা নির্বাচিত হওয়ার পর, চম্পাই সোরেন বলেন, আমি আমার বাবার সঙ্গে মাঠে কাজ করতাম। এখন ভাগ্য আমাকে একটি ভিন্ন ভূমিকা পালন করার সুযোগ দিয়েছে।

হেমন্তের জায়গায় চম্পাইকে বেছে নেন জেএনএম। বুধাবার রাতে হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর চম্পাই রাজভবনে গিয়ে নতুন সরকার নিয়োগ দাবি জানিয়ে এসেছেন। রাজভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিস মোতায়েন করা হয়েছে।

3 months ago
Moaists: ঝাড়খন্ডে ফের মাও হামলা! রেললাইন ওড়াল মাওবাদীরা, ব্যাহত হাওড়া-মুম্বই শাখার ট্রেন পরিষেবা

আবারও ঝাড়খন্ডে মাওবাদী হামলা। ঝাড়খণ্ডের চক্রধরপুরে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। যার জেরে হাওড়া-মুম্বই শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।মাওবাদীদের সমর্থনে লাগানো হয়েছে রেললাইনে ব্যানার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, চক্রধরপুর রেলওয়ে বিভাগের অধীন হাওড়া-মুম্বই প্রধান রেলওয়ে বিভাগের মনোহরপুর থানা এলাকায় পোসাইতা স্টেশনের মাঝে একটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ৭০ মিটার রেল লাইন উড়িয়ে দেয় মাওবাদীরা। এছাড়া ঘটনাস্থলে একটি লাল রঙের ব্যানার পোস্টারও লাগানো হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতির কাজ শুরু করেন।

জানা গিয়েছে, বুধবারও নকশালরা পোস্টার দিয়েছিল মনোহরপুর শহুরে এলাকার কলেজ মোড়ে। ২২ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার আয়োজিত বনধ সফল করার আহ্বান জানিয়েছিল। পোস্টারে, ঝাড়খণ্ড এবং কোলহান মুক্তের নামে আদিবাসী এবং জনগণের উপর পুলিসের দমন অভিযানের বিরুদ্ধে ১৬ থেকে ২১ ডিসেম্বর প্রচারাভিযান সফল করার জন্য একটি আবেদন করা হয়েছিল। বনধকে সফল করতে হাওড়া-মুম্বই রেলপথের গোইলকেরা এবং পোসাইতা রেলওয়ে স্টেশনের মধ্যে পোল নম্বর ৩৫৬/২৯এ এবং ৩১এ-এর মধ্যে তৃতীয় লাইনে একটি বিস্ফোরণ ঘটিয়ে রেলপথ উড়িয়ে দেয়।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ছত্তিশগড়ের সুকমা জেলার জাগারগুন্দা এলাকায় নাশকতা চালায় মাওবাদীরা। নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে মৃত্যু সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের। ঝাড়খণ্ডেও মাঝে মাঝেই নাশকতা চালাচ্ছে নকশালপন্থীরা।

4 months ago
Hemant Soren: ফের অস্বস্তিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী! ষষ্ঠবার হেমন্ত সোরেনকে তলব ইডির

এই নিয়ে ছয়বার! ঝাড়খণ্ডের (Jharkhand )মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ১২ ডিসেম্বর হেমন্ত সোরেনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজির হতে হবে বলে ইডির তরফে জানানো হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, রাঁচীতে জমি কেনাবেচায় আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা হেমন্ত সোরেনকে তলব করেছে ইডি। এই নিয়ে ষষ্ঠবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হল বলে খবর। হেমন্তের বিরুদ্ধে জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই মামলায় এক আইএএস-সহ ১১ জনকে গ্রেফতার করেছে ইডি। দুটি পৃথক মামলায় তাঁর বিরুদ্ধে মামলা শুরু করেছে ইডি। ফলে ফের তাঁকে সমন করায় আরও বিপাকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

5 months ago


Nabanna: পুজোর মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক করল নবান্ন

ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টিতে প্রভাব পড়তে পারে রাজ্যেও। এবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পুজোতেই বন্যা পরিস্থিতির আশঙ্কা নবান্নের। সেই মত সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনকে। সূত্রের খবর, ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির প্রভাব পড়তে পারে এরাজ্যেও। প্রবল বৃষ্টিতে ক্রমশ জলধারনের ক্ষমতা হারাচ্ছে মাইথন ও পাঞ্চেত জলাধার। এর জেরে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি, তাই পুজোর মুখে চার জেলায় বন্যার আশঙ্কা। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার একাংশে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও ঝাড়খন্ড পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার নিচু এলাকা থেকে তড়িঘড়ি বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির জন্য কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেই নিয়ে সোমবারই বৈঠক করেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে , মাইকিং করে সতর্কতা জারি করা হবে। নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে হবে। ত্রিপল, শুকনো খাবারের ব্যবস্থা রাখতে হবে দুর্যোগপ্রবণ এলাকায়।

7 months ago
Robbery: মুরি এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি, গুলি চালিয়ে লুটপাট দুষ্কৃতীদের

সম্বলপুর থেকে জম্মুতাওয়াইগামী মুরি এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। ঘটনার জেরে বেশ কয়েকজন রেল যাত্রী আহত হয়েছেন। সমস্ত দামী সামগ্রী নেওয়ার পাশাপাশি গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের লাতেহারে।

জানা গিয়েছে, শনিবার রাতে লাতেহারের দিকে রওনা হয়েছিল ট্রেনটি। যাত্রীরা জানিয়েছেন, আগে থেকেই কামরায় বসে ছিল ডাকাত দলের সদস্যরা। লাতেহার স্টেশন ছাড়ার পরেই অপারেশন শুরু করে তারা। এস ৯ কামরাতেই লুঠপাট চালিয়েছে বলে জানা গিয়েছে।

রেলপুলিশ সূত্রে খবর, যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, গয়না, ফোন সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী কেড়ে নিয়েছে তারা। বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। ট্রেনটি ডালটনগঞ্জ স্টেশনে থামলে আহত য়াত্রীরা অভিযোগ দায়ের করেন।

7 months ago


ED: খনি সংক্রান্ত কয়েকটি অর্থ তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির

এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন একটি মামলার জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে। যদিও ঠিক কী কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

ঝাড়খণ্ডের খনি সংক্রান্ত কয়েকটি অর্থ তছরুপের মামলার তদন্ত চালাচ্ছে ইডি। তার জন্যই ডেকে পাঠানো হয়েছে হেমন্ত সোরেনকে। তবে তাঁর কাছ থেকে কী জানতে চাওয়া হবে সেবিষয়ে কোনও তথ্যই পাওয়া যায়নি। এর আগেও গত নভেম্বর মাসে এই সংক্রান্ত একটি মামলায় হেমন্তের বয়ান রেকর্ড করেছিল ইডি।

যদিও হেমন্তকে নোটিস পাঠানোর পরেই ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগে বিরোধীরা। বেছে বেছে অ-বিজেপি রাজ্যগুলির উপর বারবার আঘাত করা হচ্ছে বলে অভিযোগ।

9 months ago
Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব ইডির, ১৪ অগাস্ট হাজিরার নির্দেশ

ফের ইডির তলব ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেনকে (Hemant Soren)। গতবছরও ইডি (Enforcement Directorate) তলব করেছিল হেমন্ত সোরেনকে। তবে সেবার অন্য এক মামলায় তলব করা হয়েছিল। এবারে আর্থিক তছরুপের অভিযোগে (Money Laundering Case) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৪ অগাস্ট তাঁকে রাঁচির ইডির দফতরে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত এক আইএএস অফিসারকে গ্রেফতারও করা হয়েছে। এরপর তার বয়ানের ভিত্তিতেই হেমন্ত সোরেনকে আর্থির তছরুপের অভিযোগে জেরা করতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গতবছর নভেম্বর মাসে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্তকে তলব করা হয়েছিল খনি কেলেঙ্কারি কাণ্ডে। সেসময়, তাঁকে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এবারে তাঁকে জমি কেলেঙ্কারি মামলায় ফের তলব করল ইডি। ফলে এখন এটাই দেখার যে, তিনি ১৪ অগাস্ট ইডির দফতরে হাজিরা দেবেন নাকি এড়িয়ে যাবেন।

লোকসভার ভোটের আগে অ-বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে বিরোধী দলের। এছাড়াও হেমন্ত সোরেন 'ইন্ডিয়া' জোটের সক্রিয় সদস্য, তাই তাঁকে তলব করা হয়েছে বলে দাবি তাঁর দলের নেতা-নেত্রীদের।

9 months ago
Jharkhand: ইনস্টাগ্রামে আলাপ, এরপরই প্রেমিকের ভালোবাসার টানে ভারতে এলেন পোল্যান্ডের মহিলা

ভালোবাসার টানে মানুষ কত কিছুই না করেন! একদিকে যেমন সীমা হায়দার তাঁর প্রেমিকের টানে সীমানার কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে এসেছেন। তেমনি আরও এক বিদেশিনী নিজের দেশ ছেড়ে সাত সমুদ্র পেরিয়ে এসেছেন ভারতে, একমাত্র ভালোবাসার টানে। পোল্যান্ডের (Poland) এক মহিলা বারবারা পোল্যাক (Barbara Polak) ঝাড়খণ্ডের (Jharkhand) এক যুবকের ভালোবাসার টানে ভারতে এসেছেন। তবে এবারে পাবজি নয়, ইনস্টাগ্রামে হয়েছে তাঁদের আলাপ। জানা গিয়েছে, এনারা নাকি খুব শীঘ্রই বিয়েও করতে চলেছেন।

জানা গিয়েছে, ইনস্টাগ্রামের মাধ্যমে পোল্যান্ডের মহিলা বারবারার সঙ্গে ২০২১ সালে ঝাড়খণ্ডের যুবক শাদাব মালিকের সাক্ষাৎ হয়। এরপর তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেম-ভালোবাসায় পরিণত হয়। ফলে সম্প্রতি বারবারা সেখানকার সব কিছু ফেলে শুধুমাত্র তাঁর কন্যাসন্তানকে নিয়ে এদেশে আসেন শাদাবের সঙ্গে সংসার করতে। বর্তমানে ঝাড়খণ্ডের বারাতুয়া গ্রামে শাদাবের সঙ্গেই থাকেন বারবারা ও তাঁর ৬ বছরের মেয়ে অনন্যা। আর খুব শীঘ্রই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

ইতিমধ্যেই হাজারিবাগ সাব ডিভিশনাল মেজিস্ট্রেটের কাছে বিয়ের জন্য আবেদনও করে ফেলেছেম শাদাব এবং বারবারা। বর্তমানে তিনি বিবাহ বিচ্ছিন্না। শোনা যায়, মেয়ে অনন্যা এখন থেকেই শাদাবকে বাবা বলে ডাকতেও শুরু করেছে। গ্রামেও তাঁদের বিয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

9 months ago


Rail: আদিবাসীদের ডাকা ১২ ঘন্টার বনধ, ট্রেন বাতিলে সমস্য়ায় পড়েছেন যাত্রীরা

আদিবাসীদের ডাকে ১২ ঘণ্টার বনধ। নাজেহাল ট্রেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঝাড়খণ্ডে (Jharkhand) চিরুগড়া স্টেশন লাগুয়া ট্রেনপথ অবরোধ (blockade) করা হয়েছে। সেই অবরোধের ফলে খড়্গপুর টাটা লাইনে বিভিন্ন ট্রেন বন্ধ হয়ে পড়েছে। এর ফলে সমস্যায় পড়েছে ট্রেন (train) যাত্রীরা। 

জানা গিয়েছে, হাওড়া-বড়বিল জন শতাব্দী এক্সপ্রেস হাওড়া ছাড়ার পর খড়্গপুরে এসে থেমেছে। সেখানেই ট্রেন ক্যান্সেল করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাতেই সমস্যায় পড়েছেন ট্রেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরই কেন রেলের তরফ থেকে জানানো হয়নি আদিবাসীদের বনধ চলছে খড়্গপুরে। তাহলে তাঁরা হাওড়া ছাড়ার আগেই কোনও ব্য়বস্থা নিত।

যাত্রীদের দাবি, হঠাৎ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এতে সমস্যায় পড়েছেন ট্রেন যাত্রীরা। ফলে যাত্রীদের যাত্রাপথে ব্য়ঘাত ঘটে। যদি ট্রেন বন্ধ হয়ে থাকে তাহলে অন্য কোন ব্যবস্থা করল না কেন রেল প্রশাসন তা নিয়েই প্রশ্ন তুলেছেন রেলের বিরুদ্ধে।

10 months ago
Election: তবে কি পাশের রাজ্য থেকে বাহিনী নিয়েই পঞ্চায়েত ভোট!

রাজ্যের চাহিদা মতো কেন্দ্র ৮২২ কোম্পানি সেন্ট্রাল ফোর্স (Central Force) না দিতে পারলে পাশের রাজ্য থেকে বাহিনী নিয়ে আসবে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। মূলত, ঝাড়খন্ড (Jharkhand) এবং ওড়িশা থেকে বাহিনী আনার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, শনিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে একটি বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এমনকি শনিবার বিকালেও রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমের সঙ্গেও একটি বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই পার্শ্ববর্তী রাজ্য থেকে বাহিনী আনার বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর সোমবারের মধ্যেই রাজ্যে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য থাকছে ৬০ হাজার রাজ্য পুলিশ এবং ১৫ হাজার কলকাতা পুলিশ। তবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠানো হয়েছিল।

সূত্রের খবর, নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। কোনও কারণে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী না এলে পাশের রাজ্য থেকে বাহিনী নিয়ে এসে ভোট করাবে তারা।

10 months ago


Coal: বেআইনি কয়লা খাদানে ধস, মৃত্যু তিন জনের, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

বেআইনি কয়লা (Coal) খাদানে ধস। মৃত্যু (Death) হয়েছে তিন জনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে। জায়গাটি ধানবাদ শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। ধসে বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা প্রশাসনের। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন। তিনি বলেন, ধসের পর স্থানীয় মানুষ ভিতর থেকে ৩টি দেহ উদ্ধার করতে পেরেছে। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। 

বেআইনি খাদান থেকে কয়লা উত্তোলন এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। অপরিকল্পিত খননের জেরে এলাকা যেমন অতিধসপ্রবণ হয়ে উঠছে, পাশাপাশি খোলামুখ খনি থেকে বেআইনি ভাবে কয়লা পাচারের কারণে এলাকায় অসামাজিক গতিবিধিও মাথাচাড়া দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন পদক্ষেপ নিলে এ সব বেআইনি কাজ মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রশাসনেরই উদ্যোগের অভাব।

11 months ago
Elephant: হাতির হানায় মৃত একই পরিবারের ৩ সদস্য, আতঙ্ক ঝাড়গ্রামে

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু বেড়েই চলেছে। হাতির (Elephant) দল পিষে (crushed) দিল একই পরিবারের তিন সদস্যকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) লাতেহার জেলায়। ঘুমের মধ্যে থাকাকালীনই মৃত্যু (Death) হয়েছে তাঁদের। ঘটনাস্থলে গিয়ে পুলিস মৃতদেহগুলিকে উদ্ধার করে। তিন জনের দেহ ময়না তদন্তের জন্য লাতেহার হাসপাতালে পাঠায় পুলিস।

জানা গিয়েছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রী সহ এক তিন বছরেরে মেয়ের। মৃত স্বামী-স্ত্রীর নাম ফানু ভুঁইয়া (৩০), ববিতা দেবী (২৫)। গাড়োয়া জেলা থেকে কাজ করতে এসেছিল ওই শ্রমিক পরিবার। মালহান পঞ্চায়েতের একটি ইটভাটায় কাজ করতেন ফানু ভুঁইয়া। তাই ওই ইটভাটা এলাকার কাছাকাছিতেই থাকতেন তাঁরা।  

লাতেহার ডিভিশনের বন আধিকারিক রৌশন কুমার জানান, বেশ কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ১৮ টি হাতির একটি দল। আর এই নিয়ে সতর্কও করা হয়েছিল এলাকাবাসীদের। তিনি আরও বলেন, রাত দেড়টা নাগাদ ইটভাটা এলাকায় ঢুকে পড়েছিল ওই হাতির দলটি। সেই সময় সবাই ঘুমিয়ে পড়ায় কেউ টের পাননি। বন আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় মৃতদের পরিবারের সদস্যকে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে সাহায্য করা হয়েছে।

12 months ago
DA: বাংলায় যখন আন্দোলন, তখন পড়শি এই রাজ্যে ৪২ শতাংশ বাড়লো মহার্ঘ ভাতা

ঝাড়খণ্ডে সরকারি চাকুরীদের জন্য সুখবর। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাত্ ডিএ (DA) বাড়ানোর সিদ্ধান্ত নিলেন ঝাড়খণ্ড (Jharkhand) সরকার। এত দিন যাবত্ ওই রাজ্যের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পেতেন। এবার থেকে তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই ৪২ শতাংশ হারে ডিএ পাবেন। 

২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট এ রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, হাইকোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের পক্ষে তা বহন করা কঠিন। ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার থেকে কখনওই বঞ্চিত করা যাবে না তাঁদের। এরপর গত বছর ৫ ডিসেম্বর মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠলেও বারবার পিছিয়ে দেওয়া হয় এই ডিএ মামলার শুনানি। 

এই ডিএ মামলার শুনানি নিয়ে বৃহস্পতিবার, ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠক বসেছিল রাঁচিতে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে। সিদ্ধান্ত কার্যকর করে বলা হয়, ২০১৭ সালের জানুয়ারি মাসের পর থেকে যে সমস্ত সরকারি কর্মচারীর বেতন পরিবর্তিত হয়েছে, তাঁরা সপ্তম বেতন কমিশন অনুসারে ৪২ শতাংশ হারে ডিএ পাবেন।

12 months ago


Covid: করোনা পরবর্তী সমস্যা, চেন্নাইয়ের হাসপাতালে মৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী

মৃত্যু (Death) হল ঝাড়খণ্ডের (Jharkhand) শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতোর (৫৬)। করোনা পরবর্তী উপসর্গ নিয়েই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার ভোরেই চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। জানা গিয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রথম সারির নেতা জগন্নাথ মাহাতো। গিরিডি জেলার ডুমরি বিধানসভা কেন্দ্রে ২০০৫ সাল থেকে টানা ৪ বার ভোটে জিতেছিলেন জগন্নাথ। তবে প্রায় আড়াই বছর ধরে রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না তিনি। ২০২০ সালের নভেম্বরে ফুসফুস প্রতিস্থাপন হয়েছিল তাঁর। পরিবার সূত্রে খবর, গত আড়াই বছর ধরে শারীরিক অসুবিধায় ভুগছিলেন তিনি। এছাড়াও তাঁর কো-মর্বিডিটি ছিল।  

চেন্নাই বেসরকারি হাসপাতালের চিকিৎসক অপার জিন্দল জানিয়েছেন, ফুসফুস প্রতিস্থাপনের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। এমনকি মার্চ মাসে করোনা ভাইরাস সংক্রমণের পরে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে চেন্নাইয়ও আনা হয়েছিল। তারপরেই বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। জগন্নাথের মাহাতোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

one year ago
Jharkhand: মদের আসরে বচসার জেরে ১২ তম স্ত্রীকে পিটিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত স্বামী

১২ তম স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি জেলার তারাপুর গ্রামের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস (Police)। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার (Arrest) করেছে পুলিস। পাশাপাশি মৃত মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। জানা গিয়েছে, মৃতার নাম সাবিত্রী দেবী (৪০)। অভিযুক্তের নাম রামচন্দ্র তুরি। সাবিত্রী রামচন্দ্রের ১২ তম স্ত্রী। এর আগে আরও ১১ জন মহিলাকে বিয়ে করেছিলেন অভিযুক্ত রামচন্দ্র। সাবিত্রী ও রামচন্দ্রের তিন পুত্র এবং এক কন্যা সন্তানও আছে। 

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় ঘরেই মদের আসর বসিয়েছিলেন রামচন্দ্র এবং সাবিত্রী। তখনই কোনও এক বিষয়কে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয় দু'জনের মধ্যে। বচসা চলাকালীনই মদের নেশায় বুঁদ হয়ে স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন রামচন্দ্র। মারের চোটেই প্রাণ হারিয়েছেন ওই মহিলা, এমনটাই অভিযোগ। এমনকি আগের পক্ষের স্ত্রীদের সঙ্গেও তাঁর আচরণ ভাল ছিল না। তাই রামচন্দ্রের বিরুদ্ধে প্রায় প্রত্যেক স্ত্রী যৌন হেনস্থার অভিযোগও তুলেছেন।  

পুলিস সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। তবে এই খুনের বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

one year ago