Breaking News
Summon: বাবা, মা ও অভিষেকের পরে অভিষেকের স্ত্রীকেও তলব ইডির      Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

JamesMarape

Modi: নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম রাষ্ট্রনেতার, নিয়ম ভেঙে বিশেষ অভ্যর্থনা প্রধানমন্ত্রীকে

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বিশ্বের জনতার কাছে তিনি জনপ্রিয় তো বটেই। কিন্তু এবারে তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পিছপা হলেন না এক রাষ্ট্রনেতা। দেখা গিয়েছে, পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পা ফেলতেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন সেদেশের প্রধানমন্ত্রী জেমস মারাপে (James Marape)। এই মুহূর্ত পুরো বিশ্ববাসীর নজর কেড়েছে। সূত্রের খবর, জাপানের হিরোসিমায় জি-৭ সামিটের পরই রবিবার সন্ধ্যায় পাপুয়া নিউ গিনি যান তিনি। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীই প্রথম পাপুয়া নিউ গিনিতে গিয়েছেন। আর তখনই এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরে বেরিয়েছেন। সোমবার ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন ফোরামের তৃতীয় সামিট হবে পাপুয়া নিউ গিনিতে। তাই রবিবারই পাপুয়া নিউ গিনিতে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি যখন বিমান থেকে নামেন তখনই তাঁকে অভ্যর্থনা জানান জেমস মারাপে। এরপর তাঁকে আলিঙ্গন করে তাঁর সঙ্গে করমর্দন করেন ও তাঁর পা স্পর্শ করে প্রণাম জানান জেমস মারাপে। এক দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশের প্রধানমন্ত্রীর এই পা ছুঁয়ে প্রণাম, বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে বিশেষজ্ঞমহল।

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী মোদীর জন্য পাপুয়া নিউ গিনির নিয়মেও আনা হয়েছে পরিবর্তন। সেদেশের নিয়ম, সূর্যাস্তের পর কোনও নেতা পাপুয়া নিউ গিনিতে পৌঁছলে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় না। কিন্তু, প্রধানমন্ত্রী মোদীর ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হয়। রবিবার স্থানীয় সময় রাত ১০টায় সেখানে পৌঁছন মোদী। কিন্তু তারপরেও তাঁকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর এমন উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইটে লিখেছেন, 'বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানানোর জন্য প্রধামন্ত্রী জেমস মারাপেকে ধন্যবাদ। বিশেষ এই অভ্যর্থনা আমি সারাজীবন মনে রাখব। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আমি চেষ্টা করব।'

4 months ago