Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

Isl

Theft: মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, সিসিটিভিতে বন্দি গোটা ঘটনা

রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরি মন্দিরে। ঘটনায় চাঞ্চল্য ইসলামপুর শহরের লোহারপট্টি এলাকায়। গোটা চুরির ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মন্দিরের পুরোহিতের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি এসে খুলে দেয় সেই দরজা। তখনই তাঁদের চোখে পড়ে মন্দিরের দরজা ভাঙা। তারপর মন্দিরের ভিতরে গিয়ে দেখা যায় লুটপাট হয়েছে সোনা ও রূপার অলংকার। যা পুরোটাই সিসিটিভি ক্যামেরা বন্দি হয়েছে। খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস। ইতিমধ্য়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


a month ago
Bhangar: আরাবুলকে গ্রেফতারির পরই তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, লাঠিচার্জ পুলিসের

আরাবুল ইসলামকে গ্রেফতারের পরদিনই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। একদিকে যেমন উদ্ধার হয়েছে তাজা বোমা, অন্যদিকে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। আর তা রীতিমতো সংঘর্ষে পৌঁছয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উওর কাশীপুর থানার পুলিস। পরিস্থিতি সামাল দিতে  পুলিসকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। শুক্রবার সকালে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয় ভাঙরের কোচপুকুর এলাকা। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা ফেস্টুন ব্যানার লাগাচ্ছিলেন এলাকায়। আর তা কেন্দ্র করে আইএসএফ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরবর্তীতে বচসা পৌঁছয় হাতাহাতিতে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সমর্থকদের পক্ষ থেকে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানানো হয়েছে।

উল্লেখ্য, কোচপুকুরে সংঘর্ষের ঘটনায় আহতদের জিরানগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এঁদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করে দেয় চিকিৎসকেরা।

3 months ago
Arabul Islam: পঞ্চায়েত নির্বাচনে খুনের মামলায় গ্রেফতার 'তাজা নেতা' আরাবুলকে পুলিসি হেফাজতের নির্দেশ

পঞ্চায়েত নির্বাচনে খুনের মামলায় গ্রেফতার ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানার পুলিস আরাবুলকে গ্রেফতার করে। পুলিস সূত্রে খবর, খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বাভাবিকভাবেই আরাবুলকে গ্রেফতারের ঘটনায় ভাঙড়ে শোরগোল পড়ে গিয়েছে। আজ, শুক্রবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হয়। ১২ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিস সূত্রে খবর, আরাবুল ইসলাম ও তাঁর ছেলে আসেন উত্তর কাশীপুর থানায়। সেখানে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে ঝামেলার ঘটনায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আরাবুল ইসলামকে। ভাঙরের দাপুটে এই তৃণমূল নেতা ও তাঁর ছেলে আসেন উত্তর কাশীপুর থানায়। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে অশান্তির পাশাপাশি আইএসএফ কর্মী খুনের ঘটনাতেও আরাবুল ইসলামের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। অর্থাৎ বিজয়গঞ্জ বাজারে গণ্ডগোলের ঘটনায় খুন, অস্ত্র আইন, খুনের চেষ্টা, সরকারি কর্মচারীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা হয়। তার প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সাত মাসের পুরনো মামলায় ধৃত তাজা নেতা আরাবুল ইসলাম। যদিও একই মামলায় এখনও মুক্ত বিধায়ক শওকত মোল্লা। কান পাতলেই ভাঙরে শোনা যাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের কথা।

3 months ago


Arrest: গ্রেফতার আরাবুল ইসলাম, ভাঙড়ে থেকেই গ্রেফতার

গ্রেফতার ভাঙ্গড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। উত্তর কাশীপুর থানার পুলিস তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় লালবাজারে। সূত্রের খবর, গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় রাজনৈতিক হিংসার বলি হন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। খুনের অভিযোগে মামলা দায়ের হয় আরাবুল ইসলামের নামে। সেই মামলাতেই আজ, বৃহস্পতিবার ভাঙড়ের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

3 months ago
Rupam Islam: রূপমের শোতে চরম বিশৃঙ্খলা! সময়ের আগেই শো শেষ করে কী জানালেন সঙ্গীতশিল্পী

ফসিলস বা রূপম ইসলাম, এই দুটো নামই বাঙালিদের কাছে এক 'ইমোশন'। আর রূপম ইসলামের যে কতটা ফ্যান ফলোয়িং, তা ফের একবার দেখা গেল মঙ্গলবার মধ্যমগ্রামের এক অনুষ্ঠানে। মধ্যমগ্রামের এক মেলায় রূপম ইসলামের শো ছিল। আর সেখানে উপচে পড়ে মানুষের ভিড়। মানুষের ঢল এতটাই নেমে পড়েছিল যে, বিশৃঙ্খলার সৃষ্টি হয় অনুষ্ঠানে ও এমনকি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করা হয় রূপম ইসলামের শো। আবার অনুষ্ঠানে আসা ভক্তদের চাপে একসময় যশোর রোড-সহ মধ্যমগ্রাম সোদপুর রোডে যান চলাচলও স্তব্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার সেই অনুষ্ঠানকে নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই নিয়ে বুধবার রূপম ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, যে কেন গতকালের অনুষ্ঠান মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় মধ্যমগ্রামে হাজির হয়েছিলেন রূপম ইসলাম। তাঁকে দেখার জন্য ভিড় করেছিলেন অগুনতি ভক্ত। মঞ্চে দাঁড়িয়ে যখন একের পর এক হিট গান করছিলেন গায়ক, তখনই কাতারে কাতারে মানুষ প্রবেশ করতে থাকে সেই জায়গায়। মুহূর্তের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনার। এর পর গতকালের অনুষ্ঠানের এক ভিডিও শেয়ার করে এদিন রূপম ইসলাম লিখেছেন, 'গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিসের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন। ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।'

4 months ago


Jafikul Islam: নিয়োগ দুর্নীতিতে এবারে বিধায়কের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল কোটি কোটি টাকা। এবারে তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার করা হল লক্ষ লক্ষ টাকা। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সিবিআই তল্লাশি চালিয়ে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করেছে ২৪ লক্ষ টাকার বেশি।

শাহী সভার পরই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। এদিন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দেয় সিবিআই। এর পর বেলা গড়াতেই সেখানে আনা হয় টাকা গোনার মেশিন। এর পরই সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে নগদ ২৪ লক্ষ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে বিধায়ক জাফিকুল ইসলাম আগেই স্বীকার করেছিলেন যে, তাঁর কাছে বর্তমানে ২৪লক্ষ ১২ হাজার টাকা ছিল। এই টাকা তিনি তাঁর জমি বিক্রি করে জমা করে রেখেছিলেন বাড়িতে। আর সিবিআই সূত্রেও জানা গিয়েছে যে, আনুমানিক সেই পরিমাণ টাকাই উদ্ধার হয়েছে। কাউন্টিং মেশিনটি আবার পুনরায় ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

5 months ago
Islampur: জাল বিদেশি মদের কারখানা চালানোর অভিযোগে গ্রেফতার গোডাউনের মালিক সহ মোট ১২ জন

ইসলামপুরের একটি বাড়ি থেকে জাল বিদেশি মদ কারখানার হদিশ পেল ইসলামপুর থানার পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ জাল বিদেশি মদ। কারখানাটি অবস্থিত ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর রবীন্দ্রপল্লীর একটি বাড়িতে। বিদেশি মদের কারখানা চালানোর অভিযোগে গ্রেফতার গোডাউনের মালিক সহ মোট ১২ জন। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হয়। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিস।

ইসলামপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার কার্তিক চন্দ্র মণ্ডল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ইসলামপুর থানার পুলিস এবং রামগঞ্জ ফাঁড়ির পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার রবীন্দ্রপল্লী এলাকার একটি গোডাউনে হানা দেয়। তারপর গোডাউন থেকে উদ্ধার হয় জাল বিদেশি মদ। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় ২১৩৬ বোতল বিদেশি মদ। এছাড়াও বিদেশি মদ তৈরীর নানা সরঞ্জাম। যেমন ১২০০ লিটার স্পিরিট, খালি বোতল, বিভিন্ন ধরনের রঙ, বোতলের ছিপি, খালি পাউচ, বিভিন্ন বিদেশী কোম্পানীর স্টিকার, বোতল সিল করার মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিস।

6 months ago
ISL: হায়দরাবাদকে ২-১ গোলে হারিয়ে আইএসএলের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল

এক ব্রাজিলিওর পায়ে স্বস্তি পেলেন এক স্প্যানিশ। শনিবার যুবভারতীতে আইএসএল-এর ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। এই প্রথম তাঁরা হারাল হায়দরাবাদ এফসি-কে। ম্যাচের ফল ২-১।  জোড়া গোলের নায়ক ক্লেটন সিলভা।

এদিন আইএসএল-এর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল লাল হলুদ , প্রথম ম্যাচে জামশেদপুরের সঙ্গে ড্র।  এই অবস্থায় নিজেদের ডিফেন্সের ভুলে গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল , ম্যাচের ৮ মিনিটে হায়দ্রাবাদকে এগিয়ে দেন হিতেশ শর্মা। ৯০ সেকেন্ডের মধ্যে গোল শোধ করে ইস্টবেঙ্গল।  গোলদাতা ক্লেটন।

এরপর ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ক্লেটনের ফ্রিকিক থেকে এই আইএসএল-এ প্রথম ৩ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল।  মাঝের সময়টুকু শুধু ‘ওঠা আর নামা’ আর ‘বিরক্তিকর’ ফুটবলের নমুনা রাখল দুই দল।ইস্টবেঙ্গলের পরের ম্যাচে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।

7 months ago


EastBengal: জামশেদপুরের বিরুদ্ধে ড্র করে আইএসএল সফর শুরু ইস্টবেঙ্গলের

সুযোগ এসেছিল একগুচ্ছ। কিন্তু গোল হল না। ফলে ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। জামশেদপুরকে অচেনা শক্র বলেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। কিন্তু যুবভারতীতে দেখে মনে হল এ যেন অচেনা ইস্টবেঙ্গল।

তাই ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ জানালেন, এখনও দল তৈরি নয়। আরও উন্নতি চান কুয়াদ্রাত। তবে কী ভাবে, তা স্পষ্ট করতে পারলেন না। শুধু এইটুকু দাবি করলেন, আগামী দিনে এই দলই জয়ের রাস্তায় ফিরবে। তবে হতাশ পরপর গোলের সুযোগ নষ্ঠের জন্য।

লাল-হলুদ সমর্থকদের আশা ছিল প্রথম ম্যাচ থেকেই এবার আইএসএল মশাল জ্বলবে। কিন্তু সোমবারের যুবভারতীতে তা হল না। অনেকেই মনে করছিলেন, গত তিন মরশুমের পর এবার হয়তো নতুন কিছু পাওয়া যাবে। কিন্তু এবার সেই ছবির পুনরাবৃত্তিই হল।

7 months ago
ISL: অচেনা জামশেদপুরের বিরুদ্ধে আইএসএল মরশুম শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল

সোম সন্ধ্যায় যুবভারতী থেকে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। একে দলের মধ্যে সমস্যা। অন্যদিকে পড়শি জামশেদপুর সম্পর্কে কোনও তথ্য না থাকা, এই দুটো বিষয় মাঠে নামার আগে ভাবচ্ছে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতকে। তবুও, তিনি আশাবাদী প্রথম ম্যাচ থেকে তাঁর দল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বেন।

গত তিন মরশুমে ট্রফি খরার পাশাপাশি আইএসএলে হতাশজনক পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ জানিয়েছেন, এটা ঠিক যে তাঁদের কাছে জামশেদপুর সম্পর্কে খুব বেশি তথ্য নেই। তবে তাঁরা তিন পয়েন্টের জন্যই মাঠে নামবেন। কারণ, এবার প্রথম ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে।

এই ম্যাচে কম্বিনেশন বদলের ইঙ্গিত দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। কারণ মরশুমের শুরুতেই এক বিদেশি ছিটকে গিয়েছেন। আর এক ডিফেন্ডার রয়েছেন ভারতীয় দল। তাই জামশেদপুর ম্যাচে বেশ কিছু বদলের কথাও ভাবছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।

সাত বছর পর আবার ইস্টবেঙ্গলে ফিরেছেন হরমনজ্যোত খাবরা। এবার তিনি অধিনায়ক। তাঁর মতে, আইএসএলের প্রথম ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, সমর্থকদের জন্য এই ম্যাচ তাঁরা জিততে চান। এই মাঠেই গত শনিবার পঞ্জাবকে তিন-এক গোলে হারিয়ে আইএসএল শুরু করেছে মোহনবাগান।

7 months ago


ISL: পঞ্জাবকে ৩-১ গোলে হারিয়ে আইএসএল সফর শুরু মোহনবাগানের

পঞ্জাবকে তিন-এক গোলে হারিয়ে দশম মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ম্যাচে ১০, ৩৫ এবং ৬৪ মিনিটে গোল করে মোহনবাগান। আইএসএলের অভিষের ম্যাচেই গোল করলেন মোহনবাগানের বিশ্বকাপার জেসন কামিন্স। তাঁর গোলে মরশুমের প্রথম ম্যাচে এগিয়ে যায় সবুজ-মেরুন।

এদিন নির্ধারিত সময়ে প্রায় আধ ঘণ্টা পর শুরু হয় কলকাতায় মোহনবাগান-পঞ্জাব ম্যাচ। কারণ, ভুবনেশ্বরে ঝড়-জলের জেরে আধ ঘণ্টা বন্ধ থাকে ওড়িশা বনাম চেন্নাই ম্যাচ। ডুরান্ড কাপে প্রথম দেখা হয়েছিল গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন এবং আই লিগ চ্যাম্পিয়নদের। সেই ম্যাচ জিতেছিল মোহনবাগান।

প্রথম দশ মিনিট পঞ্জাবকে দেখার পরেই ম্যাচে জাঁকিয়ে বসেন পেত্রাতোসরা। এই ম্যাচেও তিন-পাঁচ-দুই ছকে শুরু করেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। তাতে ১০ মিনিটের মধ্যেই কামিন্সের গোল। ৩৫ মিনিট লিড দ্রিমির গোলে। বদলি হিসাবে মাঠে নেমেই তৃতীয় গোল করেন মনভীর।যুবভারতীতে ২৮ হাজার দর্শকের সামনে তিন-এক গোলে পঞ্জাব বধ হয়ে গেল। ম্যাচের সেরা পেত্রাতোস। দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।

7 months ago
East Bengal: পুরোনো রং, নতুন নকশায় আইএসলের আগে নয়া জার্সিতে ইস্টবেঙ্গল

দশম আইএসএল-এর (Indian Super League) আগে নতুন রূপে ইস্টবেঙ্গল। নয়া জার্সি প্রকাশ্যে আনল লাল-হলুদ শিবির। পুরনো রং, নতুন নকশায় তৈরি হল ইস্টবেঙ্গলের (East Bengal) আইএসএল-এর জার্সি।

সম্প্রতি, ইস্টবেঙ্গলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর মাধ্যমে নতুন জার্সি প্রকাশ্যে এনেছে লাল-হলুদ। যেখানে, দেখা গেল আলো-আঁধারিতে নতুন জার্সির যেন আগুনের মতো তেজ। নতুনত্ব কী রয়েছে জার্সিতে? দেখা গেল, রং একই আছে, ডিজাইন পরিবর্তন করা হয়েছে। হাতের অংশে দু’রকম রং-ই ব্যবহার করা হয়েছে। জার্সির দু’পাশের নকশাতেও আনা হয়েছে পরিবর্তন। নতুন স্পনসর ‘ব্যাটারি’র নাম লেখা থাকছে। জার্সির পিছনে স্পনসর হিসেবে থাকছে ইমামির নাম।

7 months ago
ISL: প্রকাশিত আইএসএলের প্রথম পর্বের সূচি, জানুন ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলার সূচি

ঘোষণা হল আইএসএলের প্রথম পর্বের সূচি। লক্ষ্মীপুজোর দিন মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ২৮ অক্টোবর আইএসএলের প্রথম লেগের ডার্বি। এদিন বিশ্বকাপে ইডেন গার্ডেন্সেও ম্যাচ আছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। যুবভারতীতে রাত ৮টা থেকে শুরু হবে কলকাতা ডার্বির এই হাইভোল্টেজ ম্যাচ।

আইএসএলে ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে মোহনবাগাান। এবার আইএসএলে অভিষেক হয়েছে পঞ্জাব এফসি। তাঁদের বিরুদ্ধেই নামবে মোহনবাগান। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর তাঁদের প্রথম ম্যাচ।

আইএসএলে মোহনবাগানের সূচি

১. মোহনবাগান সুপার জায়ান্টস বনাম পঞ্জাব এফসি – ২৩ সেপ্টেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

২. মোহনবাগান সুপার জায়ান্টস বনাম বেঙ্গালুরু এফসি – ২৭ সেপ্টেম্বর (বুধবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৩. মোহনবাগান সুপার জায়ান্টস বনাম চেন্নায়িন এফসি – ৭ অক্টোবর (শনিবার), জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সময় – রাত – ৮।

৪. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি – ২৮ অক্টোবর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৫. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি – ১ নভেম্বর (বুধবার), জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, সময় – রাত – ৮।

৬. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি – ২ ডিসেম্বর (শনিবার), বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম, সময় – রাত – ৮।

৭. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি – ৬ ডিসেম্বর (বুধবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৮. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি – ১৫ ডিসেম্বর (শুক্রবার), ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, সময় – রাত – ৮।

৯. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি – ২০ ডিসেম্বর (বুধবার), মুম্বই ফুটবল এরিনা, সময় – রাত – ৮।

১০. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া – ২৩ ডিসেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

১১. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্স এফসি – ২৭ ডিসেম্বর, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

আইএসএলে ইস্টবেঙ্গলের সূচি

১. ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি – ২৫ সেপ্টেম্বর (সোমবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

২. ইস্টবেঙ্গল এফসি বনাম হায়দরাবাদ এফসি – ৩০ সেপ্টেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৩. ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি – ৪ অক্টোবর (বুধবার), শ্রী কান্তারাভা স্টেডিয়াম, সময় – রাত – ৮।

৪. ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া – ২১ অক্টোবর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – বিকেল ৫.৩০।

৫. ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট – ২৮ অক্টোবর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৬. ইস্টবেঙ্গল এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি – ৪ নভেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৭. ইস্টবেঙ্গল এফসি বনাম চেন্নায়িন এফসি – ২৫ নভেম্বর (শনিবার), জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সময় – বিকেল – ৫.৩০।

৮. ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি – ৪ ডিসেম্বর (সোমবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৯. ইস্টবেঙ্গল এফসি বনাম মুম্বই সিটি এফসি – ১৬ ডিসেম্বর (শনিবার), মুম্বই ফুটবল এরিনা, সময় – রাত – ৮।

১০. ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি – ৯ ডিসেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

১১. ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি – ২২ ডিসেম্বর (শুক্রবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

8 months ago


Doctor: প্রাইভেট চেম্বারে রোগী চিকিৎসার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে

প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ সরকারি হাসপাতালের (Hospital) চিকিৎসকের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে অভিযোগ, বিক্ষোভ তোলেন রোগীর পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা এক মহিলা সুস্থ হয়ে শনিবার ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায়। কিন্তু রবিবার শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। সেই সময় কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরিবর্তে কিছু ওষুধ লিখে দেয় এবং তাঁর ব্যক্তিগত চেম্বারে নিয়ে গিয়ে রোগীকে দেখানোর প্রস্তাব দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর পরিজনেরা। হাসপাতালে প্র‍য়োজনীয় চিকিৎসা প্রদানের পরিবর্তে ব্যক্তিগত চেম্বার করে সেখানে রোগী চিকিৎসার অনৈতিকতার অভিযোগ এনে বিক্ষোভ দেখান তাঁরা। 

 যদিও পরে পুলিস হাসপাতালে এসে বিক্ষোভে সামিল হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে সরকারি চিকিৎসকদের অনৈতিকভাবে প্রাইভেট প্র‍্যাকটিস বন্ধের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ পরিজনেরা।


8 months ago
Mohammedan sporting: মহামেডান স্পোর্টিং ক্লাবও আইএসএল খেলুক, ইচ্ছা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

এবার আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। অন্তত এমনটাই ইচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মহমেডানকেও আইএসএল খেলতে হবে। এমনকি গ্যালারি সংস্কারের জন্য ক্লাবকে ৬০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

রাজবাড়ির আদলে লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে মহমেডানের নতুন তাঁবু। সেখানে রয়েছে, ট্রফি ক্যাবিনেট, ক্লাবের নানা সাফল্যের ছবি, নতুন সাজঘর।

এই তাঁবুর উদ্বোধনে গিয়েই ক্লাবকে আইএসএল খেলার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএলে খেলছে। মহমেডান কেন খেলবে না? এমনকি ক্লাবের দেশ-বিদেশে থাকা সমর্থকদের টাকাতেই ক্লাবকে আইএসএল খেলার পরামর্শ দেন তিনি। এরপর তিনিও ক্লাবের হাতে ৬০ লক্ষ টাকা তুলে দেওয়ার ঘোষণা করেন।

8 months ago