Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Icc

Srilanka: ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ সরকারের, আইসিসি থেকে সাসপেন্ড শ্রীলঙ্কা

বিশ্বকাপের (World Cup 2023) মাঝে নজিরবিহীন ঘটনা। ক্রিকেটীয় কাজকর্মে সরকারের পদক্ষেপের জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি। ওই দেশের ক্রিকেট বোর্ডে অতিরিক্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলায় এই সিদ্ধান্ত সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার। আইসিসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একটি বৈঠকে শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা হয়েছে। সদস্য হিসেবে শ্রীলঙ্কা গুরুতর অপরাধ করেছে।

আগামী ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিং হবে হায়দরাবাদে। সেই বোর্ড মিটিংয়েই শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করবেষ ২০২৪ সালের শুরুতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের কথা তাঁদের। নির্বাসন না উঠলে সেই দায়িত্ব পাবে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শুক্রবারই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। দেশে ফিরতেই বোর্ডের প্রধান নির্বাচন উইকরামাসিঙ্ঘে জানান, শ্রীলঙ্কার এই খারাপ ফলের জন্য যড়যন্ত্র দায়ী। তিনি জানান, তাঁকে ২ দিন সময় দিতে। সব ষড়যন্ত্র ফাঁস করবেন তিনি।

6 months ago
Mathews: নিয়মের জেরে একটি বল না খেলেও সাজঘরে ফিরতে হল ম্যাথিউসকে

নিয়মের জেরে একটি বল না খেলেও সাজঘরে ফিরতে হল ম্যাথিউসকে। পৃথিবীর এই প্রথম খেলোয়াড় যে নিয়মের জেরে একটি বল না খেলেও রুল আউট হয়ে ফিরলেন সাঝঘরে। ঘটনার সূত্রপাত, আজ অর্থাৎ সোমবার দিল্লিতে। তখন বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ চলছিল। সাকিবের বলে তখন সবে চার উইকেট খুইয়েছে শ্রীলংকা। তখন সাদিরা ৪১ রান করে সাকিবের বলে ঘরে ফেরে। ঠিক তখনই মাঠে আসার কথা ম্যাথিউসের। কিন্তু ম্যাথিউস মাঠে এলেও নিয়ম অনুযায়ী সাকিবের আবেদনে তাঁকে তুলে দেন আম্পায়াররা। মাঠেই ম্যাথিউস যদিও আবেদন করে বিষয়টা কম্প্রোমাইজ করার। তাতে অবশ্য রাজি হননি শাকিব।

জানা গিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় আউট হওয়ার ৩ মিনিটের মধ্যে অপর প্লেয়ারকে মাঠে নামতে হবে। অভিযোগ ম্যাথিউস ৩ মিনিটের মধ্যে মাঠে আসেনি। পাশাপাশি এও অভিযোগ মাঠে ঢোকার পর তিনি হেলমেট নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। কারণ স্পষ্ট দেখা গিয়েছে, তিনি যে হেলমেটটি নিয়ে মাঠে এসেছিলেন সেটি পরিবর্তনের জন্য ইশারাও করেন। ঠিক তখনি আইসিসির নিয়মে নিয়ে সরব হন শাকিব। ৩ মিনিট অতিক্রান্ত হওয়ায় তাকে ম্যাথ ছাড়তে বলেন আম্পায়াররা। এর পরই নিয়ম অনুযায়ী মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। যদিও তাতে তিনি অখুশি ছিলেন।

জানা গিয়েছে, ম্যাথিউসের যে হেলমেটটা নিয়ে আসার কথা ছিল, সেই হেলমেটটা আনতে ভুলে যান, তাঁর বদলে অন্য হেলমেট নিয়ে ঢুকে পড়েন তিনি। সচরাচর আইসিসির নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি ওভার, প্রত্যেকটি ম্যাচ একটি নিয়ম, সময় ও শৃঙ্খলাবদ্ধ ভাবে হয়। এর পূর্বে সময় জনিত কাঁরণে দেখা গিয়েছে রান ফাইন হয়েছে, কখনও কখনও ৩০ ইয়ার্ড সার্কেলের ভিতরে ফিল্ডার আন্তে হয়েছে। কিন্তু এই ব্যাটিং করতে এসে টাইম আউট হয়ে ফিরে যাওয়া, এ ঘটনা প্রথম। যদিও মাঠের বাইরে এসে ম্যাথিউস নিজের হেলমেটটিকে ছুড়ে ফেলে দেন। 

6 months ago
Bangladesh: দিল্লিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের ভবিষ্যৎ কি! বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে আইসিসি

দিল্লিতে দূষণ পরিস্থিতি ভয়াবহ। অবস্থা এতটাই খারাপ যে, আদৌ বিশ্বকাপের শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ হবে কি না তাই নিয়েই সংশয় তৈরি হয়েছে। ম্যাচ আয়োজনের বিষয়ে বিখ্যা পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ায় পরামর্শ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

মঙ্গলবার পর্যন্ত দিল্লির দূষণ পরিস্থিতি মারাত্মক অবস্থায় থাকার সম্ভাবনা৷ আদৌ ম্যাচ করা যাবে কিনা, মঙ্গলবার সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি ও আম্পায়াররা৷ স্টেডিয়ামের আশেপাশে জল ছিটিয়ে এবং ড্রেসিংরুমে এয়ার পিউরিফায়ার বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আইসিসি জানিয়েছে, বিশিষ্ট চিকিৎসক গুলেরিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটার ও সাপের্ট স্টাফদের রাখা হয়েছে। স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাতাসের গুণমাণ পরীক্ষা করা হচ্ছে।

6 months ago


WC2023: হার্দিক কি বিশ্বকাপের বাইরে?

প্রসূন গুপ্তঃ একেবারে অন্দরের খবর যে বাংলাদেশ ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান হার্দিক পাণ্ড্য। বিশ্বকাপে ভারতের পক্ষে এটি মোটেই সুবিধার বিষয় নয়। এখনও পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপের যে খেলা হয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে যে টিম ইন্ডিয়াই সেরা। ৫টি ম্যাচের প্রতিটিতে জিতেছে ভারত এবং দাপটের সঙ্গে। কখনওই সমস্ত উইকেট হারায়নি তারা। এক নিউজিল্যান্ডের সঙ্গে ৪৮ ওভার অবধি খেলা গড়িয়েছিল। ভারতের পরেই নিউজিল্যান্ডের অবস্থান। এবারে দুটি কঠিন দল অপেক্ষা করছে, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ঠিক এই সময়ে হার্দিকের প্রয়োজন ছিল দলে, কিন্তু জানা যাচ্ছে তাঁর পায়ের চোট অনেকটাই। সারতে অন্তত দিন কুড়ি সময় ন্যূনতম লাগা উচিত বলেই সূত্রের খবর।

যে কোনও দল কতটা শক্তিশালী তা নির্ণয় হয় দলে কতজন অলরাউন্ডার আছে তার উপরে। ১৯৮৩-তে ভারতীয় দল তেমন আহামরি ছিল না কিন্তু দলে নিয়মিত ৬জন অলরাউন্ডার ছিল। ২০১১ তে যুবরাজ সিং সহ বেশ কয়েকজন ব্যাটার বল করতে পারতেন। এবারের ভারতীয় দলে সঠিক অলরাউন্ডার রয়েছেন হার্দিক পাণ্ড্য ও জাদেজা। এর মধ্যে হার্দিক যদি মাঠের বাইরে থাকেন তবে তাঁর জায়গা নেবে কে?  ৫জন বোলার কি যথেষ্ট? কোনও একজন ফ্লপ করলে ষষ্ঠ বোলার কোথায়? শার্দুল ঠাকুর অনেকটা দলের বোঝা। ব্যাট পরীক্ষিত নয়, বোলিং খুব কাজের নয় কাজেই হার্দিকের জায়গা নেবে কে। হার্দিক চোট পাওয়াতে দুটি পরিবর্তন করতে হয়েছিল কিউইদের সঙ্গে। মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদব। এবারে শামি অসাধারণ বল করতে ম্যাচ উৎরে গিয়েছিলো কিন্তু এরপর নকআউট পর্যায়ে ষষ্ঠ বোলার তো দরকার। ভারতীয় বোর্ড আরও অপেক্ষা করতে চাইছে। যদি আগামী সপ্তাহে ঠিক না হয় তবে হয়তো খেলোয়াড় বদল হতে পারে। কিন্তু কে হবেন সেই খেলোয়াড়? জানা যায়নি।

6 months ago
Arijit Singh: অপেক্ষাই সার! অরিজিৎ-কে দেখতেই পেলেন না টিভিতে, তবে দেখুন এখানে

মুখিয়ে ছিলেন প্রত্যেকের 'প্রিয়' গায়ক অরিজিতের (Arijit Singh) গান শোনার জন্য। কিন্তু অপেক্ষাই সার হল। টিভিতে অরিজিৎ সহ বাকি সংগীতশিল্পীদের পারফরম্যান্স দেখতেই পেলেন না সাধারণ মানুষ। শনিবার দুপুর সাড়ে ১২ টায় প্রি-ম্যাচ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রথমে মনে করা হয়, হয়তো কিছুটা দেরিতে শুরু হবে অনুষ্ঠান। কিন্তু এর পরই আইসিসির তরফে দেওয়া হয় এক বিবৃতি। সেই বিবৃতিতে লেখা হয়, এই অনুষ্ঠান শুধুমাত্র ইনস্টেডিয়া ফ্যানদের জন্যই।

শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর ২টো ৩০ মিনিটে শুরু হয় ভারত-পাকের মহারণ। তার আগেই অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহান, সুখবিন্দর সিং-এর পারফর্ম করার কথা ঠিক ছিল। কিন্তু সাড়ে ১২ টার পরও টিভিতে দেখা যাচ্ছিল না অনুষ্ঠান। হতাশ হয়ে পড়েন সাধারণ মানুষ। এর পরই আইসিসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি ইনস্টেডিয়া ফ্যানদের জন্য। ব্রডকাস্ট করা হবে না।" অর্থাৎ যারা ওখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র তাঁদের জন্যই এই অনুষ্ঠান। টিভি বা ওটিটিতে দেখানো হবে না এই অনুষ্ঠান।

তবে মনে খারাপ করার দরকার নেই। এরই মধ্যে প্রি-ম্যাচ অনুষ্ঠানে সংগীতশিল্পীদের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে। একটি ভাইরাল ভিডিও-তে চার জন সংগীতশিল্পীকেই একসঙ্গে গান করতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, সবার পছন্দের গায়ক অরিজিতকেও।

View this post on Instagram

A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

6 months ago


Pakistan: ভিসা সমস্যায় আটকে পাকিস্তানের সাংবাদিক-সমর্থকরা, ফের আইসিসিকে চিঠি

বিশ্বকাপের আগে ভারতে আসা নিয়ে সমস্যায় পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। আইসিসি-কে চিঠি লিখেই সমাধান হয়। হায়দরাবাদে ইতিমধ্যে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে ফেলেছেন পাকিস্তান। এখনও ভারতে আসতে পারেননি পাকিস্তানের সাংবাদিক, সমর্থকদের একাংশ। শনিবার এই নিয়ে ফের আইসিসি-কে চিঠি লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সমর্থক ও সাংবাদিকদের ভিসা পাস করানোর আবেদন করে আইসিসিকে এবার আবেদন করল পিসিবি। জানা গিয়েছে, পাকিস্তান থেকে প্রায় ৫০ জন সাংবাদিকের বিশ্বকাপ উপলক্ষে ভারতে আসার কথা।

বিসিসিআই সূত্রে খবর, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিকদের নাম জানতে চাওয়া হয়েছে। সেই আবেদন বিদেশমন্ত্রক মঞ্জুর করলেই তাঁদের অ্যাক্রিডিয়েশন পাশ করাবে বিসিসিআই। আইসিসি-কে চিঠি লিখে পিসিবি জানিয়েছে, ভিসা না পাওয়ায় সমর্থক ও সাংবাদিকরা হতাশ। আইসিসি যেন বিষয়টি খতিয়ে দেখে।

7 months ago
ICC: অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি, জানুন কে কোন গ্রুপে

আগামী বছর অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে শ্রীলঙ্কার মাটিতে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আসন্ন এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি ২০২৪ সালে। ভারত প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হবে।

আসন্ন মরশুমের প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিলেও ফরম্যাটে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। এই ফরম্যাট অনুযায়ী, যে ১৬টি দল রয়েছে তাদের মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। যে চারটি দলের মধ্যে এক একটি গ্রুপ থেকে সেরা তিনটি দল পৌঁছে যাবে সুপার সিক্স পর্বে। সেরা তিন দল সুপার সিক্সে যাওয়ার পর যে দলটি পড়ে থাকবে তারা অপর টিমের চতুর্থ স্থানাধিকারিদের সঙ্গে লড়াই করবে। এরপর গ্রুপ পর্ব শেষে মোট ১২টি দল সুপার সিক্সে পৌঁছবে।

এরপর ১২টি দলকে ভাগ করে ছয়টি দলের দুটি গ্রুপ তৈরি করা হবে। এই ছয়টি দলের আবার দুটি গ্রুপ হবে। গ্রুপ 'এ' ও 'ডি' থেকে সেরা তিনটি দল একটি গ্রুপ গঠন করবে। গ্রুপ 'বি' ও 'সি' থেকে সেরা তিনটি দল আরেকটি গ্রুপ গঠন করবে। অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপের গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ 'বি' তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। 'সি' এবং ' তে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, নামিবিয়া, আয়োজক শ্রীলঙ্কা রয়েছে এবং পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।

7 months ago
ICC: আইসিসির তালিকায় এখনও শীর্ষে পাকিস্তান, কোন অঙ্কে শীর্ষে যেতে পারে ভারত!

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করেছে ভারত। মহম্মদ সিরাজের স্বপ্নের স্পেল। একাই ৬ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেটে ফাইনাল জিতে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। সেদিনই আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের তালিকা ঘোষণা হয়। একে উঠতে পারেনি ভারত। শীর্ষে রয়ে গিয়েছে পাকিস্তানই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া হারতেই পাকিস্তান এক নম্বরে উঠে আসে।

আগামী সপ্তাহের শেষে কিন্তু শীর্ষে উঠে আসতে পারে রোহিত ব্রিগেড। সুযোগ থাকছে তাঁদের। শুক্রবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। অন্যদিকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ম্যাচ আছে। বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচে ভারত জিতলেই এক নম্বরে উঠে যাবেন বিরাটরা। যদি অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজে হারায় ভারত, বিশ্বকাপের আগে এক নম্বরেই থেকে যাবে ভারত।

7 months ago


India: বিশ্বকাপের আগে সুখবর, ওয়ানডে ক্রিকেটে আইসিসির তালিকায় প্রথম দশে ভারতের ৩

ওয়ানডে ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে টিম ইন্ডিয়া। ছন্দ ফিরে পেয়েছে টপ অর্ডার। রোহিত শর্মা, শুভমান গিল, কে এল রাহুল, বিরাট কোহলি। চার ব্যাটসম্যানই গত দুটি ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন। তার ফলও পেলেন তাঁরা। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০-এর মধ্যে ঢুকে গেলেন তিন ব্যাটসম্যান। কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং শুভমান গিলের।

বুধবার আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে দুই নম্বরে শুভমান গিল। আট নম্বরে বিরাট কোহলি। নয় নম্বরে উঠে এলেন অধিনায়ক রোহিত শর্মা। এক নম্বরে এখনও বাবর আজম। তাঁর পয়েন্ট ৮৬৩। শুভমানের পয়েন্ট ৭৫৯।

এশিয়া কাপে শুভমান গিল পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানের ইনিংস খেলেন। রোহিতের সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ করেন বিরাট। এদিকে এশিয়া কাপে পরপর তিনটি হাফসেঞ্চুরি করেছেন রোহিতও।

7 months ago
AR Rahman: এআর রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, প্রতারণার অভিযোগ শ্রোতাদের

সারা ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম জনপ্রিয় এআর রহমান (AR Rahman)। শুধু সিনেমায় নয়, তাঁর গান সামনে থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরা। দেশের যে কোনও প্রান্তে তাঁর লাইভ অনুষ্ঠান হলে, সেখানে ছুটে যান রহমানের ভক্তরা। সম্প্রতি চেন্নাইতে আয়োজিত করা হয়েছিল তেমনই একটি লাইভ অনুষ্ঠান, 'মারাক্কুমা নিনজম'-এর। এআর রহমানের কনসার্ট শুনতে লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হয়েছিল। সেই কনসার্টেই চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ।   

বিশৃঙ্খলার দৃশ্যে মাত্র দুটি বিবরণেই বোঝা যায়। প্রথম দৃশ্য, গেটের বাইরের। রহমানের গান শোনার জন্য ২ হাজার টাকা দিয়েও টিকিট কেটেছিলেন ভক্তরা।  নির্ধারিত সময়ের আগেই কনসার্ট স্থলে পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু গিয়ে দেখেন অনুষ্ঠানের গেট বন্ধ হয়ে গিয়েছে। গার্ডদের বারংবার অনুরোধ করা হলেও তাঁরা কনসার্টের দরজা খোলেননি।

পরের দৃশ্য কনসার্টের ভিতরের। সেখানে শ্রোতারা প্রায় একে অপরের গায়ের উপর উঠে বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন। যে পরিমাণ শ্রোতা সেই কনসার্টে ছিলেন, সেই তুলনায় জায়গা এতটাই ছোট ছিল যে দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনার জন্য, কনসার্টের আয়োজকদের দায়ী করছেন শ্ৰোতারা। টাকা দিয়ে টিকিট কিনে কনসার্ট দেখতে না পেয়ে, আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছেন অনেকে। 

এই অবস্থায় মর্মাহত হয়েছেন খোদ গায়ক। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি দর্শকদের কাছে আবেদন করেছেন, যারা টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি, তাঁরা যেন টিকিটের একটি ছবি আপলোড করেন সামাজিক মাধ্যমে। এরপর এআর রহমান কি পদক্ষেপ করবেন, সেইটাই দেখার।

8 months ago


ODI: এশিয়া কাপের মধ্যেই আইসিসির ক্রমতালিকা প্রকাশ, শীর্ষে অস্ট্রেলিয়া, ভারত কত নম্বরে!

এশিয়া কাপের মধ্যেই একদিনের ক্রিকেটের তাজ হারাল পাকিস্তান। রবিবার কলম্বোতে মাঠে নামার আগে প্রকাশিত হয়েছে আইসিসি ক্রমতালিকা। তাতে বাবরদের সিংহাসনচ্যুত করে ফের একদিনের ক্রিকেটের সিংহাসন দখল করল অস্ট্রেলিয়া। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যাট কামিন্সরা।

সিংহাসন হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল পাকিস্তান। তাদের পয়েন্ট ১২০। আর ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোহিত শর্মার ভারত। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৩ রানে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। সেই জয়ের কারণেই বিশ্বকাপের আগে ফের শীর্ষে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেই ভারতে আসছেন প্যাট কামিন্সরা। ভারতের বিরুদ্ধে চেন্নাই থেকে বিশ্বকাপের অভিযান শুরুর আগে তিনটি একদিনের ম্যাচ খেলবেন তারা। ২২ সেপ্টেম্বর মোহালি থেকে শুরু হচ্ছে এই সিরিজ।

8 months ago
Ranking: আইসিসি ওয়ানডে ব্যাটারের তালিকায় শীর্ষে পাকিস্তানের বাবর, তালিকায় ভারতের কারা!

ওয়ানডে বিশ্বকাপের আগে স্বস্তি টিম ইন্ডিয়া শিবিরে। এশিয়া কাপে তুখোড় ফর্মে থেকে ওয়ানডে ক্রমতালিকায় উঠে এলেন দুই ব্যাটার শুভমান গিল ও ইশান কিষাণ। শীর্ষ স্থানে আছেন পাক অধিনায়ক বাবর আজম।

শুভমান গিল ও ইশান কিষাণ দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। এশিয়া কাপের ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন তাঁরা। দুই ব্যাটসম্যানের ভাল ফর্মে স্বস্তি পেল ভারতের ড্রেসিংরুমও। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন ইশান কিষাণ। সেই ইনিংসের সুবাদে ১২ ধাপ উঠে আসেন তিনি। বর্তমানে তিনি ২৪ নম্বরে। এদিকে নেপালের বিরুদ্ধে ৬৭ রানের অপরাজিত থাকার ইনিংস আসে শুভমানের ব্যাটে। তিনি তিন নম্বর স্থান ধরে রাখলেন। অলরাউন্ডারদের মধ্যে পাঁচ নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া।

ব্যাটিং ক্রমতালিকায় ১০ জনের মধ্যে পরিবর্তন হয়নি। শীর্ষে পাক অধিনায়ক বাবর আজম। শুভমান ছাড়াও প্রথম ১০ জনের মধ্যে আছেন বিরাট কোহলি। ১০ নম্বরে আছেন তিনি। ১১ নম্বরে রোহিত শর্মা। ইমাম উল হক ও ফখর জামানও পাকিস্তানের প্রথম দশে আছেন।

8 months ago
India: এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের দল গঠন ভারতীয় বোর্ডের, নেই নতুন চমক

শ্রীলঙ্কার মাটি থেকেই ঘরের মাঠে বিশ্বকাপের জন্য দল তৈরি করে ফেলল টিম ইন্ডিয়া। চমকহীন এই দল থেকে বাদ গিয়েছেন সঞ্জু স্যামসন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং তিলক ভার্মা। আইসিসি-র নিয়ম অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে ক্রিকেটারদের নাম জানতে হবে। সেই মতো ১৫ জনের তালিকা তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সরকারি ভাবে এখন দলের ঘোষণা করা হয়নি।

ফিটনেস পরীক্ষায় পাস করিয়ে বিশ্বকাপের দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। দ্বিতীয় উইকেট কিপার হিসাবে থাকছেন ইশান কিশান। মিডল অর্ডারে বিরাটের সঙ্গে থাকবেন শ্রেয়স আইয়ার, সূর্য যাদবরা।তবে এই দলে সূর্য কতটা উদয় হবেন, তা নিয়ে সন্দেহ থাকছে। কারণ, রাহুল খেললে ইশানের খেলা হবে না। আর চার নম্বরে নামবেন শ্রেয়স।

রোহিতের পার্টনার শুভমন গিল। চার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেদা, শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেল। তিন পেসার বুমরা, সামি এবং সিরাজ। একজন স্পিনার কুলদীপ যাদব। মনে করা হচ্ছে চার তারিখ ভারত-নেপাল ম্যাচের পরেই সরকারি ভাবে বিশ্বকাপে ভারতীয় দলের ঘোষণা করা হবে। ইতিমধ্যে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর।

ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

8 months ago


ICC: অক্টোবরে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ, প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ আইসিসি

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু একদিনের বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচের বিস্তারিত সূচি প্রকাশ করল আইসিসি। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে কোনও দুই টিমের সঙ্গে, আর কবে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারত।

আইসিসি জানিয়েছে, ভারতের প্রস্তুতি ম্যাচ রয়েছে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। প্রথম দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। আর ৩ অক্টোবর তিরুঅনন্তপুরমে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ভারতের পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে দলগুলি, সেই কারণেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, ১০টি দেশ প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রত্যেক দেশের জন্য দু'টি ম্যাচ। গুয়াহাটি, হায়দরাবাদ ও তিরুবনন্তপুরম মোট তিনটি শহরে খেলা হবে। ভারতীয় সময় দুপুর ২টো থেকে ম্যাচ শুরু হবে।

প্রস্তুতি ম্যাচের সূচি একনজরে দেখে নিন...

২৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন গুয়াহাটিতে খেলবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান এবং তৃতীয় ম্যাচ রয়েছে হায়দরাবাদে, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।

৩০ সেপ্টেম্বর খলবে ভারত ও ইংল্যান্ড। গুয়াহাটিতে ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসের খেলা রয়েছে তিরুবনন্তপুরমে।

ইংল্যান্ড ও বাংলাদেশের খেলা রয়েছে গুয়াহাটিতে, ২ অক্টোবর। একই দিনে তিরুবনন্তপুরমে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ভারতের খেলা রয়েছে ৩ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে। এছাড়া, বাকি ম্যাচ রয়েছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (হায়দরাবাদ)।

8 months ago
ICC: অক্টোবরে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ, জানুন কবে শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিট বিক্রি

বিশ্বকাপ ক্রিকেটের দামামা বেজে গিয়েছে। সূচিও ঘোষণা করে দিয়েছে আইসিসি। ভারত তথা আপামর বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মূল আগ্রহ ছিল একটি জায়গাতেই। কবে থেকে শুরু হবে এই রাজসূয় যজ্ঞের টিকিট বিক্রি? সেই চিন্তার অবসান ঘটাল আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেট। তার টিকিট বিক্রি শুরু হবে চলতি মাসেই ২৫ অগাস্ট থেকে।

উল্লেখ্য, ইতিমধ্যেই আইসিসি জানিয়ে দিয়েছে, ৯টি ম্যাচে সূচি বদলেছে। ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচ হবে ১৪ অক্টোবর। আহমেদাবাদে।

শুধু ২৫ অগাস্টই নয়, টিকিট পাওয়া যাবে অন্যান্য তারিখেও। দেখে নিন কোন কোন তারিখে পাওয়া যাবে টিকিট

২৫ অগাস্ট: ভারতের ম্যাচ বাদে অন্য়ান্য ম্যাচগুলির টিকিট।

৩০ অগাস্ট: গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের (India war-up match) ওয়ার্ম-আপ ম্যাচের টিকিট

৩১ অগাস্ট: চেন্নাই ( বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর), দিল্লি (বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর) এবং পুনে (বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর) 

১ সেপ্টেম্বর: ভারতের বিশ্বকাপ ম্যাচের (India world cup) টিকিট ধর্মশালা (বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর), লখনউ (বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর) এবং মুম্বই (বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর)

২ সেপ্টেম্বর: ভারতের বিশ্বকাপ ম্যাচের টিকিট কলকাতা (বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর) এবং বেঙ্গালুরু (বনাম নেদারল্যান্ডস, ১২ নভেম্বর)

৩ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট (আহমেদাবাদ, ১৪ অক্টোবর)

১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট।

9 months ago