
বিশ্বকাপের আগে ভারতে আসা নিয়ে সমস্যায় পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। আইসিসি-কে চিঠি লিখেই সমাধান হয়। হায়দরাবাদে ইতিমধ্যে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে ফেলেছেন পাকিস্তান। এখনও ভারতে আসতে পারেননি পাকিস্তানের সাংবাদিক, সমর্থকদের একাংশ। শনিবার এই নিয়ে ফের আইসিসি-কে চিঠি লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সমর্থক ও সাংবাদিকদের ভিসা পাস করানোর আবেদন করে আইসিসিকে এবার আবেদন করল পিসিবি। জানা গিয়েছে, পাকিস্তান থেকে প্রায় ৫০ জন সাংবাদিকের বিশ্বকাপ উপলক্ষে ভারতে আসার কথা।
বিসিসিআই সূত্রে খবর, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিকদের নাম জানতে চাওয়া হয়েছে। সেই আবেদন বিদেশমন্ত্রক মঞ্জুর করলেই তাঁদের অ্যাক্রিডিয়েশন পাশ করাবে বিসিসিআই। আইসিসি-কে চিঠি লিখে পিসিবি জানিয়েছে, ভিসা না পাওয়ায় সমর্থক ও সাংবাদিকরা হতাশ। আইসিসি যেন বিষয়টি খতিয়ে দেখে।
আগামী বছর অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে শ্রীলঙ্কার মাটিতে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আসন্ন এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি ২০২৪ সালে। ভারত প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হবে।
আসন্ন মরশুমের প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিলেও ফরম্যাটে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। এই ফরম্যাট অনুযায়ী, যে ১৬টি দল রয়েছে তাদের মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। যে চারটি দলের মধ্যে এক একটি গ্রুপ থেকে সেরা তিনটি দল পৌঁছে যাবে সুপার সিক্স পর্বে। সেরা তিন দল সুপার সিক্সে যাওয়ার পর যে দলটি পড়ে থাকবে তারা অপর টিমের চতুর্থ স্থানাধিকারিদের সঙ্গে লড়াই করবে। এরপর গ্রুপ পর্ব শেষে মোট ১২টি দল সুপার সিক্সে পৌঁছবে।
এরপর ১২টি দলকে ভাগ করে ছয়টি দলের দুটি গ্রুপ তৈরি করা হবে। এই ছয়টি দলের আবার দুটি গ্রুপ হবে। গ্রুপ 'এ' ও 'ডি' থেকে সেরা তিনটি দল একটি গ্রুপ গঠন করবে। গ্রুপ 'বি' ও 'সি' থেকে সেরা তিনটি দল আরেকটি গ্রুপ গঠন করবে। অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপের গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ 'বি' তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। 'সি' এবং ' তে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, নামিবিয়া, আয়োজক শ্রীলঙ্কা রয়েছে এবং পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করেছে ভারত। মহম্মদ সিরাজের স্বপ্নের স্পেল। একাই ৬ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেটে ফাইনাল জিতে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। সেদিনই আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের তালিকা ঘোষণা হয়। একে উঠতে পারেনি ভারত। শীর্ষে রয়ে গিয়েছে পাকিস্তানই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া হারতেই পাকিস্তান এক নম্বরে উঠে আসে।
আগামী সপ্তাহের শেষে কিন্তু শীর্ষে উঠে আসতে পারে রোহিত ব্রিগেড। সুযোগ থাকছে তাঁদের। শুক্রবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। অন্যদিকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ম্যাচ আছে। বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচে ভারত জিতলেই এক নম্বরে উঠে যাবেন বিরাটরা। যদি অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজে হারায় ভারত, বিশ্বকাপের আগে এক নম্বরেই থেকে যাবে ভারত।
ওয়ানডে ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে টিম ইন্ডিয়া। ছন্দ ফিরে পেয়েছে টপ অর্ডার। রোহিত শর্মা, শুভমান গিল, কে এল রাহুল, বিরাট কোহলি। চার ব্যাটসম্যানই গত দুটি ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন। তার ফলও পেলেন তাঁরা। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০-এর মধ্যে ঢুকে গেলেন তিন ব্যাটসম্যান। কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং শুভমান গিলের।
বুধবার আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে দুই নম্বরে শুভমান গিল। আট নম্বরে বিরাট কোহলি। নয় নম্বরে উঠে এলেন অধিনায়ক রোহিত শর্মা। এক নম্বরে এখনও বাবর আজম। তাঁর পয়েন্ট ৮৬৩। শুভমানের পয়েন্ট ৭৫৯।
এশিয়া কাপে শুভমান গিল পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানের ইনিংস খেলেন। রোহিতের সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ করেন বিরাট। এদিকে এশিয়া কাপে পরপর তিনটি হাফসেঞ্চুরি করেছেন রোহিতও।
সারা ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম জনপ্রিয় এআর রহমান (AR Rahman)। শুধু সিনেমায় নয়, তাঁর গান সামনে থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরা। দেশের যে কোনও প্রান্তে তাঁর লাইভ অনুষ্ঠান হলে, সেখানে ছুটে যান রহমানের ভক্তরা। সম্প্রতি চেন্নাইতে আয়োজিত করা হয়েছিল তেমনই একটি লাইভ অনুষ্ঠান, 'মারাক্কুমা নিনজম'-এর। এআর রহমানের কনসার্ট শুনতে লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হয়েছিল। সেই কনসার্টেই চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ।
বিশৃঙ্খলার দৃশ্যে মাত্র দুটি বিবরণেই বোঝা যায়। প্রথম দৃশ্য, গেটের বাইরের। রহমানের গান শোনার জন্য ২ হাজার টাকা দিয়েও টিকিট কেটেছিলেন ভক্তরা। নির্ধারিত সময়ের আগেই কনসার্ট স্থলে পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু গিয়ে দেখেন অনুষ্ঠানের গেট বন্ধ হয়ে গিয়েছে। গার্ডদের বারংবার অনুরোধ করা হলেও তাঁরা কনসার্টের দরজা খোলেননি।
পরের দৃশ্য কনসার্টের ভিতরের। সেখানে শ্রোতারা প্রায় একে অপরের গায়ের উপর উঠে বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন। যে পরিমাণ শ্রোতা সেই কনসার্টে ছিলেন, সেই তুলনায় জায়গা এতটাই ছোট ছিল যে দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনার জন্য, কনসার্টের আয়োজকদের দায়ী করছেন শ্ৰোতারা। টাকা দিয়ে টিকিট কিনে কনসার্ট দেখতে না পেয়ে, আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছেন অনেকে।
এই অবস্থায় মর্মাহত হয়েছেন খোদ গায়ক। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি দর্শকদের কাছে আবেদন করেছেন, যারা টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি, তাঁরা যেন টিকিটের একটি ছবি আপলোড করেন সামাজিক মাধ্যমে। এরপর এআর রহমান কি পদক্ষেপ করবেন, সেইটাই দেখার।
এশিয়া কাপের মধ্যেই একদিনের ক্রিকেটের তাজ হারাল পাকিস্তান। রবিবার কলম্বোতে মাঠে নামার আগে প্রকাশিত হয়েছে আইসিসি ক্রমতালিকা। তাতে বাবরদের সিংহাসনচ্যুত করে ফের একদিনের ক্রিকেটের সিংহাসন দখল করল অস্ট্রেলিয়া। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যাট কামিন্সরা।
সিংহাসন হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল পাকিস্তান। তাদের পয়েন্ট ১২০। আর ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোহিত শর্মার ভারত। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৩ রানে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। সেই জয়ের কারণেই বিশ্বকাপের আগে ফের শীর্ষে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেই ভারতে আসছেন প্যাট কামিন্সরা। ভারতের বিরুদ্ধে চেন্নাই থেকে বিশ্বকাপের অভিযান শুরুর আগে তিনটি একদিনের ম্যাচ খেলবেন তারা। ২২ সেপ্টেম্বর মোহালি থেকে শুরু হচ্ছে এই সিরিজ।
ওয়ানডে বিশ্বকাপের আগে স্বস্তি টিম ইন্ডিয়া শিবিরে। এশিয়া কাপে তুখোড় ফর্মে থেকে ওয়ানডে ক্রমতালিকায় উঠে এলেন দুই ব্যাটার শুভমান গিল ও ইশান কিষাণ। শীর্ষ স্থানে আছেন পাক অধিনায়ক বাবর আজম।
শুভমান গিল ও ইশান কিষাণ দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। এশিয়া কাপের ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন তাঁরা। দুই ব্যাটসম্যানের ভাল ফর্মে স্বস্তি পেল ভারতের ড্রেসিংরুমও। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন ইশান কিষাণ। সেই ইনিংসের সুবাদে ১২ ধাপ উঠে আসেন তিনি। বর্তমানে তিনি ২৪ নম্বরে। এদিকে নেপালের বিরুদ্ধে ৬৭ রানের অপরাজিত থাকার ইনিংস আসে শুভমানের ব্যাটে। তিনি তিন নম্বর স্থান ধরে রাখলেন। অলরাউন্ডারদের মধ্যে পাঁচ নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া।
ব্যাটিং ক্রমতালিকায় ১০ জনের মধ্যে পরিবর্তন হয়নি। শীর্ষে পাক অধিনায়ক বাবর আজম। শুভমান ছাড়াও প্রথম ১০ জনের মধ্যে আছেন বিরাট কোহলি। ১০ নম্বরে আছেন তিনি। ১১ নম্বরে রোহিত শর্মা। ইমাম উল হক ও ফখর জামানও পাকিস্তানের প্রথম দশে আছেন।
শ্রীলঙ্কার মাটি থেকেই ঘরের মাঠে বিশ্বকাপের জন্য দল তৈরি করে ফেলল টিম ইন্ডিয়া। চমকহীন এই দল থেকে বাদ গিয়েছেন সঞ্জু স্যামসন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং তিলক ভার্মা। আইসিসি-র নিয়ম অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে ক্রিকেটারদের নাম জানতে হবে। সেই মতো ১৫ জনের তালিকা তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সরকারি ভাবে এখন দলের ঘোষণা করা হয়নি।
ফিটনেস পরীক্ষায় পাস করিয়ে বিশ্বকাপের দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। দ্বিতীয় উইকেট কিপার হিসাবে থাকছেন ইশান কিশান। মিডল অর্ডারে বিরাটের সঙ্গে থাকবেন শ্রেয়স আইয়ার, সূর্য যাদবরা।তবে এই দলে সূর্য কতটা উদয় হবেন, তা নিয়ে সন্দেহ থাকছে। কারণ, রাহুল খেললে ইশানের খেলা হবে না। আর চার নম্বরে নামবেন শ্রেয়স।
রোহিতের পার্টনার শুভমন গিল। চার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেদা, শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেল। তিন পেসার বুমরা, সামি এবং সিরাজ। একজন স্পিনার কুলদীপ যাদব। মনে করা হচ্ছে চার তারিখ ভারত-নেপাল ম্যাচের পরেই সরকারি ভাবে বিশ্বকাপে ভারতীয় দলের ঘোষণা করা হবে। ইতিমধ্যে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর।
ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু একদিনের বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচের বিস্তারিত সূচি প্রকাশ করল আইসিসি। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে কোনও দুই টিমের সঙ্গে, আর কবে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারত।
আইসিসি জানিয়েছে, ভারতের প্রস্তুতি ম্যাচ রয়েছে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। প্রথম দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। আর ৩ অক্টোবর তিরুঅনন্তপুরমে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ভারতের পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে দলগুলি, সেই কারণেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
আইসিসি জানিয়েছে, ১০টি দেশ প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রত্যেক দেশের জন্য দু'টি ম্যাচ। গুয়াহাটি, হায়দরাবাদ ও তিরুবনন্তপুরম মোট তিনটি শহরে খেলা হবে। ভারতীয় সময় দুপুর ২টো থেকে ম্যাচ শুরু হবে।
প্রস্তুতি ম্যাচের সূচি একনজরে দেখে নিন...
২৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন গুয়াহাটিতে খেলবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান এবং তৃতীয় ম্যাচ রয়েছে হায়দরাবাদে, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।
৩০ সেপ্টেম্বর খলবে ভারত ও ইংল্যান্ড। গুয়াহাটিতে ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসের খেলা রয়েছে তিরুবনন্তপুরমে।
ইংল্যান্ড ও বাংলাদেশের খেলা রয়েছে গুয়াহাটিতে, ২ অক্টোবর। একই দিনে তিরুবনন্তপুরমে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের খেলা রয়েছে ৩ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে। এছাড়া, বাকি ম্যাচ রয়েছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (হায়দরাবাদ)।
বিশ্বকাপ ক্রিকেটের দামামা বেজে গিয়েছে। সূচিও ঘোষণা করে দিয়েছে আইসিসি। ভারত তথা আপামর বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মূল আগ্রহ ছিল একটি জায়গাতেই। কবে থেকে শুরু হবে এই রাজসূয় যজ্ঞের টিকিট বিক্রি? সেই চিন্তার অবসান ঘটাল আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেট। তার টিকিট বিক্রি শুরু হবে চলতি মাসেই ২৫ অগাস্ট থেকে।
উল্লেখ্য, ইতিমধ্যেই আইসিসি জানিয়ে দিয়েছে, ৯টি ম্যাচে সূচি বদলেছে। ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচ হবে ১৪ অক্টোবর। আহমেদাবাদে।
শুধু ২৫ অগাস্টই নয়, টিকিট পাওয়া যাবে অন্যান্য তারিখেও। দেখে নিন কোন কোন তারিখে পাওয়া যাবে টিকিট
২৫ অগাস্ট: ভারতের ম্যাচ বাদে অন্য়ান্য ম্যাচগুলির টিকিট।
৩০ অগাস্ট: গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের (India war-up match) ওয়ার্ম-আপ ম্যাচের টিকিট
৩১ অগাস্ট: চেন্নাই ( বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর), দিল্লি (বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর) এবং পুনে (বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর)
১ সেপ্টেম্বর: ভারতের বিশ্বকাপ ম্যাচের (India world cup) টিকিট ধর্মশালা (বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর), লখনউ (বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর) এবং মুম্বই (বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর)
২ সেপ্টেম্বর: ভারতের বিশ্বকাপ ম্যাচের টিকিট কলকাতা (বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর) এবং বেঙ্গালুরু (বনাম নেদারল্যান্ডস, ১২ নভেম্বর)
৩ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট (আহমেদাবাদ, ১৪ অক্টোবর)
১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট।
নিকো পার্কে (Nicco Park) রাইড চড়াকে কেন্দ্র করে বচসা। আর তার ফলেই নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকে মারধর (Beaten)। গুরুতর আহত (Injured) অবস্থায় সেই অফিসারকে ভর্তি করা হয়েছে বিধান নগর সাব ডিভিশনাল হাসপাতালে। এই ঘটনায় পাঁচজন মূল অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস (Police)। রবিবার ধৃতদের বিধাননগর আদালতে তোলা হয়েছে।
পুলিস সূত্রে খবর, পার্কের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম মুক্তার আলম, মোহাম্মদ শাহজাদ আলম, আফরোজ আলম, মোহাম্মদ ফিরোজ আলম এবং মোহাম্মদ সেলিম।
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার পাঁচজন যুবক নিকো পার্কে রাইড চড়তে যাওয়ার সময় লাইনে দাঁড়াতে অস্বীকার করে। সেই সময়ই নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার মলয় চ্যাটার্জি তাদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় ওই পাঁচজন যুবক মলয় চ্যাটার্জিকে বেধড়ক মারধর করে। যার ফলে গুরুতরভাবে জখম হয় মলয় চ্যাটার্জী। তারপরেই তাঁকে আহত অবস্থায় বিধান নগর সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়, এমনটাই জানা গিয়েছে।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। শুরু হয়েছে জোড় প্রচার। দেশের বিশ্বকাপে মিলে গেল খেলা আর বিনোদনের দুনিয়া। আইসিসি বিশ্বকাপের প্রচারে দেখা গেল বলিউড বাদশাহ শাহরুখ খানকে।
বিশ্বকাপের ক্যাচলাইন রাখা হয়েছে ‘ইট টেক্স ওয়ান ডে’। শাহরুখ ছাড়াও প্রচারে দেখা যাবে শুভমন গিল, প্রাক্তন ক্রিকেটার জেপি ডুমিনি, দীনেশ কার্তিক সহ প্রমুখদের। ইতিমধ্যেই ভিডিয়ো প্রকাশ করে প্রচারের ঝলক শেয়ার করেছে আইসিসি। দশর্কদের আবেগের নয়টি দফাও রাখা হয়েছে বিশ্বকাপের থিমে।
উল্লেখ্য, ২৬ জুন আইসিসি বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয়। পৃথিবী থেকে এক লক্ষ ২০ হাজার ফিট উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ট্রফিটিকে লঞ্চ করা হয়। সেই ট্রফিটি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে। এখন বিশ্ব সফরে রয়েছে ওয়ার্ল্ড কাপ ট্রফিটি। মোট ১৮ টি দেশ ভ্রমণ করবে ট্রফিটি।
আইসিসির বড় ঘোষণা। এবার থেকে আইসিসি প্রতিযোগিতায় পুরুষদের সমান পুরষ্কার মূল্য পাবেন নারীরা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির একটি বৈঠক হয়। সেই বৈঠকেই বলা হয়েছে আইসিসি টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলা দলের প্রাইজ মানি একই। অর্থাৎ এখন থেকে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে ছেলে-মেয়েদের। এছাড়া, ম্যাচ ফি-ও সমান দেওয়া হবে। জয় শাহ টুইট করে আইসিসি-কে ধন্যবাদ জানিয়েছেন।
আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, 'ক্রিকেটের ইতিহাসে এটি ঐতিহাসিক মুহূর্ত। আমি অত্যন্ত খুশি যে পুরুষ ও মহিলাদের দল আইসিসি-র ইভেন্টে এবার প্রাইজ মানি হিসেবে একই অর্থ পাবে। ২০১৭ সাল থেকে প্রতি বছর আমরা মহিলাদের ইভেন্টের প্রাইজ মানি বাড়িয়ে এসেছি। উদ্দেশ্য ছিল একটাই। মহিলাদের বিশ্বকাপ জয় এবং পুরুষদের বিশ্বকাপ জয়ের আর্থিক পুরস্কার এক হবে।এবার থেকে তাই হবে।'
আইসিসির ঘোষণার পরেই জয় শাহ টুইট করে লেখেন, "নতুন ভোরের শুরু। এই যুগে ছেলে এবং মেয়েরা সমান। আইসিসির এই সিদ্ধান্ত সেই দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।" উল্লেখ্য,গত বছরই ছেলে এবং মেয়েদের সমান ম্যাচ ফি দেওয়া হবে বলে ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবার ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপের (One Day World Cup) আসর। ভারতে তিনটি মাঠে খেলা নিয়ে আপত্তি তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। মাঠ বদলের জন্য আইসিসির (ICC) কাছে চিঠিও লেখেন তারা। আগেই তাদের আবেদন নাকচ করে দিয়েছিল বিসিসিআই (BCCI)। এবার সেই আবেদন খারিজ করল আইসিসিও।
একটি ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, পাকিস্তানের সূচিবদলের এই দাবির কোনও যথাযথ কারণ জানা যায়নি। বিশ্বকাপে কোন মাঠে কোন দল খেলবে, তা সিদ্ধান্ত নেয় আয়োজক দেশ। কোনও বদল হলে আইসিসি-র অনুমতি নিতে হয়। সুরক্ষা নিয়ে প্রশ্ন হলেই সূচি বদল হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই ও আইসিসি।
আমেদাবাদে ভারত, চেন্নাইয়ে আফগানিস্তান বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে রাজি নয় পাকিস্তান। আমেদাবাদে নিরাপত্তার কারণ দেখিয়েই খেলতে চায় না পাকিস্তান। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে এই নিরাপত্তার কারণ দেখিয়েই ধর্মশালা থেকে ইডেনে সরেছিল ভারত-পাক ম্যাচ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) ফাইনালে প্রথম দিনের খেলা শেষ। শুরুতে উইকেট হারালেও ভারসাম্য সামলে নিল অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ও স্টিভ স্মিথের অনবদ্য পার্টনারশিপ। ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করল অস্ট্রেলিয়া। হেড করে ১৪৬ রান। স্টিভ স্মিথ করে ৯৫ রান। অপরাজিত হয়ে দু'জনই ক্রিজে রয়েছেন।
বুধবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম থেকে বাদ পড়েন রবিচন্দ্রন অশ্বিন ও ইশান কিষাণ। চার পেসার নিয়ে খেলতে নামেন রোহিত। শুরুতে উসমান খোয়াজাকে ফেরান মহম্মদ সিরাজ। শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ফেরেন ডেভিড ওয়ার্নারও। শামির ডেলিভারিতে ফেরেন লাবুশান। কিন্তু এরপরই মারকাটারি ব্যাটিং ট্রেভিস হেডের। আর তাঁকে যোগ্য সঙ্গ দেন স্মিথ। প্রথম দিন আর এই পার্টনারশিপ ভাঙতে পারেনি ভারত।
ওভালের পিচে প্রথম দিনই ব্যাটিং সাফল্য অস্ট্রেলিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার অশ্বিনকে বাইরে রেখে মাঠে নামা কতটা ভুল, তা যেন প্রথম দিনের শেষে টের পেলেন রোহিতরা। অধিনায়কের প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
আইপিএলের ক্লান্তি যে ভারতীয় ক্রিকেটারদের কাটেনি, তা যেন সাফ দেখা গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ম্যাচেই। ওভালের এই পিচে যেভাবে ব্যাট করল অস্ট্রেলিয়া, তা কোনও ভাবেই বোলিং সহায়ক উইকেট নয়। টিমে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে জাদেজাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে টিমে শার্দুল বাদে ছিলেন উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। এই পিচে অশ্বিন থাকলে, অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলা যেত। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।