Breaking News
Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

Hunting

Hunted: হরিণ শিকার করে পিকনিক! সেই ভিডিও পোস্ট করে রাজস্থানে প্রশাসনকে চ্যালেঞ্জ

হরিণ শিকার (Hunting) করে আবার তার মাংস দিয়ে বনভোজন (Picnic) করার অভিযোগ উঠল এক শিকারি দলের বিরুদ্ধে। সমাজমাধ্যমে সেই বনভোজনের একটি ভিডিও পোস্ট করে পুলিস ও বন দফতরকে সরাসরি চ্যালেঞ্জ করে একদল শিকারি।

সোমবার সমাজমাধ্যমে এক নির্মম জীব হত্যার (Animals Kills) ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যায়, একটি হরিণ শিকার করে পরে সেটিকে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। তারপর সেই হরিণের চামড়া ছাড়িয়ে মাংস কেটে সেই মাংস দিয়েই আবার বনভোজনও করা হচ্ছে। ভিডিওটি দেখামাত্র প্রাথমিক তদন্তে পুলিস অনুমান করে জানায়, ঘটনাটি ঘটেছে লুনি থানা এলাকার পান্নে সিংহ নগরের কালিজলের কাছাকাছি। 

বন্যপ্রাণ সুরক্ষাকর্মী ওম প্রকাশ জানিয়েছেন, জোধপুর-বারমের সীমানায় চোরাশিকারিদের যাতায়াত শুরু হয়েছে। ০০৯ নামে একটি শিকারির দল কয়েকদিন ধরেই এই অঞ্চলে আসা যাওয়া করছিল। সেই শিকারির দলটিই এই হরিণ শিকার করছে এবং সেই দলেরই এক সদস্য ভবানী সিংহ সমাজমাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করে পুলিসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন। 

অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে দ্য বিষ্ণোই টাইগার ফোর্স। তারা পুলিস কমিশনার, ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছে। বন্যজীব বাঁচানোর জন্য ওই অঞ্চলে বিশেষ নিরাপত্তাবাহিনীর দাবি করেন। ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিস। বিষ্ণোই টাইগার ফোর্সের প্রধান রাম পাল ভাওয়ার বলেন, আগামী দু’দিনের মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হবে। 


12 months ago
Deer: তাক করা বন্দুকের দিকেই এগিয়ে গেল হরিণ! হত্যার বদলে ভালবাসার ভিডিও ভাইরাল

আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই আশ্চর্যজনক ঘটনা সামনে আসে। যা দেখে অনেকেই ভাবতে বসেন, এটাও বাস্তবে সম্ভব? আবার অনেকে অবাক হয়ে যান। তেমনই এক বিস্ময়কর ঘটনা প্রকাশ্যে এসেছে, যা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন নেটপাড়ার বাসিন্দারা।

ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে গাছের আড়াল থেকে একটি হরিণ এগিয়ে আসছে শিকারির দিকে। আর শিকারির মুখ দেখা না গেলেও ছায়া দেখা গিয়েছে ভিডিওতে। শিকারি, হরিণের দিকে বন্দুক তাক করে ধরে, কিন্তু হরিণটি ভয় না পেয়ে বন্দুকের কাছে চলে যায়। আর তাতে মত পরিবর্তন করেন শিকারি। হরিণের তাকানো দেখে বন্দুকের ট্রিগারে চাপ দিতে পারলেন না। যে প্রাণীর দিকে বন্দুক তাক করতে কিছুক্ষণ আগেও যাঁর হাত কাঁপেনি, এবার সেই শিকারিই স্নেহের হাত উঠে এল হরিণের মাথায়। বার কয়েক হরিণটির মাথায় হাত বোলাতেও দেখা গেল শিকারিকে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দার ভিডিওটি শেয়ার করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল। বুধবার শেয়ার করার পর থেকে ক্লিপটি টুইটারে ৯,০০০-র বেশি ভিউ হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ভালবাসা দিয়ে সব জয় করা যায়। হরিণের সরল তাকানো দেখে শিকারি কী করে বন্দুক চালায়?


one year ago
Arms: বৈকুন্ঠপুরে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, বন্যপ্রাণী শিকারই ছিল মূল লক্ষ্য

বন্যপ্রাণী শিকারের (Wildlife hunting) লক্ষ্যে মজুত করা হয়েছিল আগ্নেয়াস্ত্র (firearms)। তবে সেই ছক ভেস্তে দিল বৈকুন্ঠপুর (Baikunthpur) বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। সূত্র মারফৎ খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক চোরা শিকারীকে গ্রেফতার (arrest) করল ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃতের নাম অঞ্জোন মিশ্রা। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, আলেকসজেন্দ্রিয়া প্যারাকিট প্রজাতির একটি টিয়া। ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হয়। 

সম্প্রতি, ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের জালে ধরা পড়েছিল শহর শিলিগুড়ি সংলগ্ন নেপালী বস্তি এলাকার বাসিন্দা কৃষ্ণ ছেত্রী। আগ্নেয়াস্ত্র, তীর-ধনুক, ময়ূর এবং একটি কচ্ছপের খোল বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর কাছ থেকে থেকে। বনবিভাগ সূত্রে খবর, ধৃত কৃষ্ণ ছেত্রীকে জেরা করে অঞ্জন মিশ্রা সহ আরও দু'জনের নাম উঠে আসে। এরপরই বৃহস্পতিবার গভীর রাতে পৃথক তিনটি জায়গায় অভিযান চালানো হয়। তবে বাকি দু'জন ধড়া না পড়লেও রাজ ফাঁপড়ি এলাকায় অভিযান চালিয়ে অঞ্জনকে গ্রেফতার করেন বনকর্মীরা।

বনকর্মীরা জানিয়েছেন, ধৃত অঞ্জনকে জেরা করে ইতিমধ্যে আরও বেশ কিছু নাম সামনে এসেছে। সেই সূত্র ধরে আগামীতে ফের অভিযান চালানো হবে। 

one year ago