Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

HighRise

Dehradun: বহুতলের আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৪ শিশু! ঝলসে গেলেন একাধিক

ভয়াবহ অগ্নিকান্ড (Fire)। একটি বহুতলে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Blast) মৃত্যু (Death) চার শিশুর। এমনকি আগুনে ঝলসে গেলেন বেশ কয়েক জন। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) দেহরাদুনে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে দমকল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন দমকলকর্মীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলির বিস্ফোরণ ঘটেছে, এমনটাই অনুমান। জানা গিয়েছে, মৃত এই চার শিশুর নাম  সোনম, ঋদ্ধি, মিষ্টি এবং সেজল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। সুরত রাম জোশী নামে এক ব্যক্তির বাড়িতেই ঘটেছে এই ঘটনা। তাঁর বাড়িতে মোট ছটি পরিবার ভাড়ায় থাকতেন। এমনকি বাড়ির নিচে একটি আসবাপত্রের দোকান ও একটি রেশন দোকান রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতলের একটি ঘরে আগুন লাগে। পরে সেই আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তারপরই বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণ হয়। দমকল সূত্রে খবর, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাঁচানো যায়নি চার শিশুকে। ওই চার শিশু ছাড়া আরও কয়েক জন আগুনে ঝলসে গিয়েছেন। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই দাবি দমকলবাহিনীর।

12 months ago
Fire: রাতের আগুনে হায়দরাবাদের বহুতলে মৃত ছয়, আবাসিকদের আটকে থাকার শঙ্কা

হায়দাবাদের একটি বহুতল কমপ্লেক্সে আগুন(Fire) লাগায় মৃত্যু (Death) দুই মহিলা-সহ ছয় জনের। বৃহস্পতিবার রাতে এক বহুতলের পাঁচতলায় আগুন লাগে। আগুন লাগার খবরে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। পুলিস সূ্ত্রে খবর, বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত জনকে উদ্ধার করা হয়। দুই মহিলা-সহ আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

দমকল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরবেলা পর্যন্ত কাজ চালিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন এসে কাজ শুরু করে। সূ্ত্রের খবর, কাজ চলাকালীন বেশকিছু জন ওই বহুতলে আটকে পড়েছে বলে খবর ছড়ায়। ফলে মৃতের সংখ্যা বাড়তে পাড়ে।প্রাথমিক তদন্তের পর পুলিস জানায় পাঁচতলা থেকেই আগুন লাগে তারপর তা ছড়িয়ে পড়ে।

one year ago