Breaking News
Summon: বাবা, মা ও অভিষেকের পরে অভিষেকের স্ত্রীকেও তলব ইডির      Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

HairyTongue

Tongue: জিভে গজিয়েছে চুল! চিকিৎসকরা এর আসল কারণ জানতেই অবাক

জিভের উপরও গজাতে পারে চুল, এমনটাও কখনও ভেবেছেন কি? হয়তো অনেকই মনে করতে পারেন, এমনটা কখনও সম্ভনই নয়। কিন্তু এবারে এমনটাই ঘটেছে এক মহিলার সঙ্গে। সব চিকিৎসকদের কাছে গেলেই জিভ দেখাতে গেলে প্রথমেই জিভ দেখাতে বলে। জাপানের এক মহিলা চিকিৎসকের কাছে গিয়েছেন, সেখানেও সেই চিকিৎসক জিভ দেখতে চাইলে হতবাক চিকিৎসক। জিভ খুলতেই দেখেন তাতে চুল। তবে কেন এমন ঘটে?

জানা গিয়েছে, ৬০ বছর বয়সী সেই বৃদ্ধা রেকটাল ক্যান্সার বা মলদ্বারের ক্যানসারে আক্রান্ত। ফলে গত ১৪ মাস ধরে নানা রকম চিকিৎসার পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁকে 'মিনোসাইক্লিন' নামে একটি অ্যান্টিবায়োটিক ওষুধও খেতে দেওয়া হয়েছিল। আর সেই অ্যান্টিবায়োটিক থেকেই এই রকম রোগের উৎপত্তি। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল কেস রিপোর্টে জানানো হয়েছে, কেমোথেরাপির খারাপ প্রতিক্রিয়া থেকে বাঁচতে এই ওষুধ দেওয়া হলে তাঁর উপর উল্টো প্রভাব পড়ে ও 'ব্ল্যাক হেয়ার টাং' নামক রোগ দেখা যায়।

এরপরেই চিকিৎসকরা তাঁকে সেই অ্যান্টি-বায়োটিক দেওয়া বন্ধ করে ও অন্য চিকিৎসা করা হয় তাঁকে। এরপর তা ধীরে ধীরে তাঁর জিভ ঠিক হতে থাকে।

5 months ago