Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

HSExam

HS Exam: অশান্তি কমাতে পুলিসি ধরপাকড় সন্দেশখালিতে, পরীক্ষার্থীদের আটক! আতঙ্কে পরীক্ষা খারাপ, দায় কার?

দীর্ঘ অত্যাচার আর বঞ্চনার প্রতিবাদের আগুন ছড়িয়েছে সন্দেশখালি ছাড়িয়ে ঝুপখালি, বেড়মজুর এলাকাতেও। কিন্তু এলাকায় আয়ত্তে আনতে পুলিসি আচরণও প্রশ্নের মুখে ফেলছে। বাড়ি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। জীবনের বড় একটা পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। শুক্রবার বেড়মজুরের কাঠপোল এলাকায়  প্রবল অশান্তি ছড়ায়, এলাকা শান্ত করতে ১৪৪ ধারা জারি করে পুলিস। কিন্তু দীর্ঘ বছরের অন্যায় আর জমে থাকা ক্ষোভ শান্ত হতে চায়নি সহজে। অগত্যা শুরু হয় পুলিসি ধরপাকড়। গ্রামের বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিস। তার মধ্যে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও। অভিযোগ, বহু অনুরোধেও ছাড়েনি পুলিস। 

শনিবার ছিল সংস্কৃত পরীক্ষা। আগের রাতে পড়াশোনা করার ছিল। কিন্তু তার বদলে হয়েছে পুলিসি জেরা, পড়াশোনা হয়নি কিছুই। আশানুরূপ হয়নি পরীক্ষা। পরীক্ষার্থীদেরও আটক? শুক্রবার দিনভর এই খবর দেখিয়েছে সিএন। সিএন খবরের জেরেই পরীক্ষার্থীকে ছাড়ে পুলিস, বলছেন স্থানীয়রাই।   

পুলিসের হাত থেকে বাঁচতে সারারাত পালিয়ে রাত কাটাতে হয় আর এক পরীক্ষার্থীকে।  একদিন ঝড় থেমে যাবে, শান্ত হবে সন্দেশখালি। কিন্তু জীবনের এই ধাপে যে অভিজ্ঞতা ও ক্ষতির সম্মুখীন হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তা কী পূরণ হবে? 

2 months ago
Nadia: আত্মহত্যা নাকি আক্রমণ? উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন শৌচালয় থেকে উদ্ধার রক্তাক্ত ছাত্রী

সকল ছাত্রছাত্রীর মুখে একটাই কথা, ভীষণ কঠিন হয়েছে উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যার প্রশ্ন। বৃহস্পতিবার ক্লাসরুমে পরীক্ষা চলছে। অন্যদিকে গলায় ওড়নার ফাঁস, হাত কাটা অবস্থায় বাথরুম থেকে উদ্ধার ছাত্রী। আত্মহত্যার চেষ্টা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর? স্বভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার সেনপাড়া স্কুলে।

জানা গিয়েছে, নদিয়া সেনপাড়া স্কুলে উচ্চমাধ্যমিকের সিট পড়েছিল নদিয়ার জগন্নাথ স্কুলের ওই ছাত্রীর। বিগত কয়েকদিনে পরীক্ষা সুষ্ঠুভাবে মিটলেও বাধ সাধে বৃহস্পতিবার। জানা যায়, ওইদিন, পদার্থবিদ্যার পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে প্রায় এক ঘণ্টা বাদে শৌচালয়ে যেতে চায় ওই ছাত্রী। শৌচালয়ে গেলেও, প্রায় ১৫ মিনিট পরও খোঁজখবর না আসায় খুঁজতে বেরোয় পরীক্ষকেরা। শৌচালয়ের দরজা খুলে উদ্ধার হয় গলায় ওড়নার ফাঁস, হাত কাটা অবস্থায় ওই ছাত্রীকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় করিমপুর গ্রামীণ হাসপাতালে। খবর দেওয়া হয় অভিভাবকদের কাছে। আপাতত স্থিতিশীল ছাত্রী।

যদিও, আত্মহত্যার কথা অস্বীকার পরিবারের। পরীক্ষার হলে আক্রোশ থেকেই ওই ছাত্রীকে মারধরের অভিযোগ পরিবারের। তবে ঠিক কী কারণে হল এই ঘটনা। আত্মহত্যা নাকি আক্রমণ? সেই সব নিয়েই তদন্তে নেমেছে করিমপুর থানার পুলিস।

2 months ago
HS Exam: উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষার আগে শব্দবাজির তাণ্ডব! প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ

রাজ্যে শুরু হয়েছে ২০২৪-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষার ঠিক আগের রাতে শব্দদূষণে কেঁপে উঠলো নিউটাউন সিটি সেন্টার টু এলাকা। প্রতিবাদ করায় চলল ব্যাপক মারধর।

জানা গিয়েছে, নিউটাউনের বিশ্ববাংলা সরণির পাশেই একটি বিয়ে বাড়ি উপলক্ষে গভীর রাত পর্যন্ত চলছিল শব্দবাজির তাণ্ডব। এছাড়াও এই বাজির আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছিল পাশের একটি অভিজাত আবাসনে। আবাসনের আবাসিকরা এই ঘটনার প্রতিবাদ করলে, বিয়ে বাড়ির লোকজন আবাসনের গেট দিয়ে ভিতরে ঢুকে নিরাপত্তারক্ষী ও আবাসিকদের মারধর করেন বলে অভিযোগ।

এই ঘটনায় গভীর রাতেই ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত  আবাসিকরা। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিস।

2 months ago


HS Exam: শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে আক্রান্ত! দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিস ও র‍্যাফ

রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে শুধুই অরাজকতার ছবি। একদিকে যখন অশান্তির আগুনে জ্বলছে সন্দেশখালি, তখন নোদাখালিতে দুষ্কতীদের আক্রমণে গুরুতর জখম স্থানীয় ক্লাবের সদস্যরা। সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিতে যাওয়ার পথেই এলাকার সাউথ বাওয়ালীর শক্তি সংঘ ক্লাবের সদস্যদের উপর চড়াও হয় কয়েকজন যুবক।শুরু হয় বেধড়ক মারধর। গুরুতর জখম হন ৪ জন। ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছে নোদাখালি। সন্দেশখালির অশান্তির ছবি কি এবার দেখবে নোদাখালিও? আজ ক্লাব সদস্যের উপর চড়াও হয়েছে। কাল কি তাহলে এলাকার মেয়েদের উপরও হামলা হবে? প্রশাসনের কাছে জবাব চায় গ্রামের মহিলারা। দোষীদের শাস্তির দাবিতে মূলত বিক্ষোভ দেখায় এলাকাবাসী।ইতিমধ্যে অভিযুক্তের শাস্তির দাবিতে নোদাখালি থানায় দায়ে হয় অভিযোগ।

আহত এক সদস্যের দাবি পুরনো আক্রোশের জেরেই এই দুষ্কৃতী আক্রমণ।তবে অভিযুক্তের খোঁজে পুলিসের তৎপরতা ছিল রীতিমতো চোখে পড়ার মতো।জানালেন আহত সদস্যের বাবা।

দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির  নোদাখালি থানার একাধিক পুলিস আধিকারিকসহ বিশাল বাহিনী ও র‍্যাফ। কিন্তু বার বার কেন সাধারণ মানুষের উপরই ধেয়ে আসছে দুষ্কৃতীদের আক্রমণ।কেন পুলিসের এই সক্রিয়তা হামলার আগে চোখে পড়েনা। সন্দেশখালির ঘটনার পরও কি তবে হুঁশ ফেরেনি সরকারের? প্রশ্ন একাধিক কিন্তু উত্তর অধরা।

2 months ago
Exam: রাস্তায় উদ্ধার উচ্চমাধ্যমিকের রাষ্ট্র বিজ্ঞানের উত্তরপত্র! বিতর্কে সংসদের ভূমিকা

শিক্ষা দুর্নীতির মাঝেই রাস্তা থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা। ৫ প্যাকেট খাতা কুড়িয়ে পেয়েছেন এক প্রাতঃভ্রমণকারী। খাতাগুলি কুড়িয়ে পেলেন কোচবিহারের মহাকালী নয়ারহাট KNB হাইস্কুলের পার্শ্বশিক্ষক দুলাল বর্মন। জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের যেই খাতাগুলি পাওয়া গিয়েছে সেগুলি মূলত রাষ্ট্রবিজ্ঞানের। যে বিষয়ে পরীক্ষা গত ১৮-ই মার্চ হয়েছে।   

জানা গিয়েছে, কোচবিহারের মহাকালী নয়ারহাট KNB হাইস্কুলের পার্শ্ব শিক্ষক দুলাল বর্মন শনিবার সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই তিনি রাস্তার পাশে পড়ে থাকা ৫টি উচ্চ মাধ্যমিকের খাতার বান্ডিল কুড়িয়ে পেয়েছিলেন। পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের প্রতিনিধিদের হাতে খাতার বান্ডিলগুলি তুলে দিয়েছেন তিনি। তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার আগেই এই ঘটনা সাধারণের মনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, রেজাল্ট বেরোনোর আগে কীভাবে খাতাগুলি রাস্তায় এল? যদি কোনওভাবে খাতাগুলি নষ্ট হয়ে যেত, তাহলে কী ব্যবস্থা গ্রহণ করা হত? রাজ্যের শিক্ষাব্যবস্থার এই বেহাল দশার মধ্যে খাতাগুলির নিরাপত্তা নিয়েও বারবার প্রশ্ন তুলছে বিরোধী শিবির। 

যদিও শিক্ষা সংসদ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোথা থেকে এই খাতা এল? কার অধীনে এই খাতা ছিল? কোন জেলা পরিদর্শকের অধীনে এই পুরো বিষয়টি ছিল? তা তদন্ত করে দেখা হচ্ছে।        

one year ago


Education: উচ্চ মাধ্যমিকের পরে পড়বে কী, চাকরির মন্দার বাজারে এখন থেকেই ভাবা উচিৎ

প্রসূন গুপ্ত: আজকাল বাঙালিদের মধ্যে একটা রীতিই হয়ে গিয়েছে সরকারি চাকরির জন্য জান লড়িয়ে দেওয়া। কারণ, নিশ্চিত চাকরি, সঙ্গে একাধিক সুযোগ-সুবিধা। অবসর নিলে পেনশন, মারা গেলে নিকটতম স্বজন পাবেন অর্ধেক পেনশন। এ রকম সুখের মধ্যেই ডিএ নিয়ে আন্দোলন, উপলক্ষ্য বেতন একটু বাড়িয়ে নেওয়া। বর্তমান কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে সরকারি প্রতিষ্ঠানগুলি বেসরকারিকরণের পথে হাঁটছে। অলাভজনক সংস্থা হাতে রাখছে চাইছে না কেন্দ্র। হয়তো এমন দিন আসবে, সরাসরি প্রশাসনিক অফিস ছাড়া সরকারি চাকরি আর থাকবেই না। বার্তা পরিষ্কার, দক্ষতা দেখাও, শ্রম দাও, বেতন নাও। বার্তা এটাই যে, ব্যবসা করাটা সরকারের কাজ নয়। এই পদ্ধতিই নাকি চলে প্রথম বিশ্বের দেশগুলিতে। সেখানে পুলিস প্রশাসন চালায় কিছু বেসরকারি সংস্থা।

বাংলায় এ সব কিছু হবে না। বামেরা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্কৃতির দিকে জোর দিয়েছিল। ব্যতিক্রম নয় মমতা সরকার। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীর এমন কিছু কোর্স করা বা পড়া উচিত যেখানে চাকরি প্রায় নিশ্চিত। এই মুহূর্তে বাংলায় অজস্র বেসরকারি কারিগরি ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হয়েছে। যেখানে ইঞ্জিনিয়ারিং কোর্সের সমস্ত দফতর রয়েছে। ডিগ্রি কোর্স না পড়তে পারলে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতেই পারে।

ম্যানেজমেন্ট কোর্স যে কত-শত হয়েছে তা নিয়ে ভাবতেই পারেন পড়ুয়ারা। বিজ্ঞান বিভাগ থেকে কলা বিভাগের যে কেউই এই কোর্স পড়তে পারে। হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট থেকে মিডিয়া সায়েন্স। জানেন কি ডাক্তারির সমতুল্য একটি কোর্স এসেছে, বিপিটি। অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিও থেরাপি। এই কোর্স অবশ্যই বিজ্ঞানের পড়ুয়াদের জন্য। পাশ করলে নামের আগে ডাক্তার লিখতেই পারেন। এরকম বহু অজানা কোর্স এসেছে। এই কোর্সের ধারক মৌলনা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউ। সেখানেই বিশদ জানা যাবে। পরীক্ষার্থীদের উচিত ২৭ মার্চ পরীক্ষা শেষের পর গিয়ে খোঁজ নেওয়া।

one year ago
Kharagpur: মৌমাছির কামড়ে অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতাল থেকে পরীক্ষা

মৌমাছির (Bee Attack) কামড়ে আক্রান্ত এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত পড়ুয়ার (HS Student)। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর (Kharagpur) শহরে। জানা গিয়েছে, আক্রান্ত উচ্চমাধ্যমিক ছাত্রীর নাম রিচা শর্মা। ছত্রিশগড় হাইস্কুলের ছাত্রী, খড়গপুর মহকুমা হাসপাতাল থেকেই পরীক্ষা দিচ্ছে সে।

ছাত্রীর মা পুনম শর্মা জানান, 'শনিবার সকালে হিজলী হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই রিচাকে মৌমাছি কামড়ায়। পরে পুলিসের সহযোগিতায় রিচাকে প্রথমে আইআইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়। তারপরেই স্কুলে পরীক্ষা দিতে যায়। তবে স্কুলের মধ্যে সে আবার অসুস্থতা বোধ করে। তখনই তড়িঘড়ি করে ছাত্রীকে খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাই হাসপাতের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় রিচা।'

one year ago
HS: ঘরের বউকে উচ্চমাধ্যমিক দিতে বাধা, থানার সাহায্যে পরীক্ষায় বসলেন তরুণী

এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বধূকে (Higher Secondary Student) পরীক্ষা দিতে বাধা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা। ঘটনার জেরে পুলিস (Police) প্রশাসনের দ্বারস্থ ওই পরীক্ষার্থী। পরে পুলিস সেই পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড(Admit Card) ও ব্যাগ-সহ নিউ ফরাক্কা হাইস্কুলের পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয়।

জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীর নাম সুলতানা খাতুন। ফরাক্কা ব্লকের তিলডাঙ্গার বাসিন্দা তিনি। এক বছর আগে বিয়ে হয় ফরাক্কার বিন্দুগ্রামে। তরুণীর অভিযোগ, 'উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না শ্বশুরবাড়ির লোক। তাই বৃহস্পতিবার সকালে স্বামী, শ্বশুর-সহ অন্যরা তাঁকে বাড়িতেই তালাবন্দি করে রাখেন। এমনকি তাঁর অ্যাডমিট কার্ড-সহ সব নথি জঙ্গলে ফেলে দেন শ্বশুরবাড়ির সদস্যরা। সেই সময়ই সুলতানা খাতুন শ্বশুরবাড়ি থেকে পালিয়ে ফরাক্কা থানার দ্বারস্থ হয়েছিলেন।'   

উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীর বাবা বলেন, 'মেয়ের পড়ার খুবই ইচ্ছা। বুধবার একটা পরীক্ষা দিয়েছে। কিন্তু বৃহস্পতিবার জামাই ও শ্বশুর সুলতানাকে পরীক্ষা দিতে দেবে না বলে বাড়িতে তালাবন্ধ করে রেখেছিলেন। সুলতানা শ্বশুরবাড়ি থেকে পালিয়ে থানায় গিয়ে পুলিসকে সব বলে। পরে পুলিসই মেয়ের অ্যাডমিট কার্ড উদ্ধার করে তাঁকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়।'   

এই বিষয়ে ফারাক্কা থানার আইসি বলেন, 'সরকারি সব সাহায্যই মেয়েটি পেয়েছেন। আমরা ওর পাশে থাকব। আমরা খুশি মেয়েটিকে নিয়ে আমরা পরীক্ষা কেন্দ্রে পাঠাতে সফল হয়েছি। মেয়েটির স্কুল ইউনিফর্ম, ব্যাগ, অ্যাডমিট সব নিয়ে চলে গিয়েছিল শ্বশুরবাড়ির লোক। পরে আমরা মেয়েটিকে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে বাড়ির বাইরে তালাবন্ধ দেখি। তারপর অনেক খোঁজাখুজি করতে জঙ্গলের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখি। ব্যাগের মধ্যে থেকে আমরা মেয়েটির অ্যাডমিট কার্ড পাই। কিন্তু স্কুলের ইউনিফর্ম উদ্ধার করতে পরিনি। পরে পরীক্ষাকেন্দ্রের শিক্ষককে অনুরোধ জানালে তিনি পরীক্ষা দেওয়ার জন্য সম্মতি দেন।' 

one year ago


Suicide: হস্টেলের ঘর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার, পরিবারের খুনের অভিযোগ

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর (HS Student) ঝুলন্ত দেহ উদ্ধার। বীরভূমের (Birbhum) লাভপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্কুলের মধ্যেই বিক্ষোভ ছাত্রীর পরিবারের। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে লাভপুর থানার পুলিস। ইতিমধ্যেই এই পুরো বিষয়টির তদন্ত শুরু করছে লাভপুর থানার পুলিস।

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম রাণীজা পারভীন। ময়ূরেশ্বরের দোগাছি গ্রামের বাসিন্দা। লাভপুর জওহর নবোদয় বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল রাণীজা পারভীন। সূত্রের খবর, রাণীজাকে হস্টেলের ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থাতে দেখে স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুল কর্তৃপক্ষ তাঁকে লাভপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিত্সকেরা ওই পরীক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

তবে ছাত্রীর পরিবারের দাবি, বুধবার সকাল ৬টা নাগাদ স্কুল থেকে ফোন করে রাণীজার শরীর খারাপের খবর জানানো হয়। এমনকি রাণীজাকে লাভপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করার কথাও জানায় স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলে নাবালিকাকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। ছাত্রীর পরিবারের অভিযোগ, রাণীজাকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছে। এরপরই স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করেন মৃতার আত্মীয়-পরিজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিস।

one year ago
Metro: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ মেট্রো পরিষেবা, জানুন সূচি

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় যাতায়াতের সুবিধায় বিশেষ মেট্রো (Kolkata Metro) পরিষেবা। ২৩ ফেব্রুয়ারি-৪ মার্চ এবং ১৪ মার্চ-২৭ মার্চ পরীক্ষার আগে এবং পরে ৫-৬ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, সকাল ৯টা থেকে রাত ৮.১৮ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিটের ব্যবধানে এই বিশেষ পরিষেবা সপ্তাহের কাজের দিনগুলোতে পাওয়া যাবে। এতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার (Madhyamik Exam 2023) সঙ্গে যুক্ত সবাই যানজট এড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন। পাশাপাশি একইভাবে বাড়ি ফিরতে পারবেন।

জানা গিয়েছে, এই পরীক্ষাগুলো চলাকালীন চারটি শনিবার (২৫/০২,০৪/০৩/,১৮/০৩/,২৫/০৩) আপ এবং ডাউন মিলিয়ে ৮টি বিশেষ ট্রেন পাওয়া যাবে। এই ৮টি বিশেষ ট্রেনের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুটি আপ এবং দুটি ডাউন ট্রেন চলবে। পাশাপাশি বিকেল ৩টে-৫টা পর্যন্ত দুটি আপ এবং ডাউন ট্রেন চলবে। এমনি সময়ে শনিবার আপ-ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো চলে। উল্লেখ করা ৪টি শনিবারে আরও ৮টি অতিরিক্ত ট্রেন চলবে।

one year ago