Breaking News
Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

GuneetMonga

Oscar: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর মাহুত দম্পতির হাতে অস্কার, উচ্ছ্বাসে ভাসল নেটদুনিয়া

ইতিহাস তৈরি করেছে কার্তিকী গনসালভেস পরিচালিত 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে সেরার শিরোপা অর্জন করেছে এটি। এই প্রথম কোনও ভারতীয় তথ্যচিত্র অস্কার (Oscar) জিতল। আর এবারে এই অস্কারের ট্রফি সেই আসল মানুষের হাতে তুলে দিলেন পরিচালক ও প্রযোজক। বোমান ও বেলি (Bomman and Belli), এই দম্পতির কথা এখন শুধুমাত্র দেশেই নয়, বিশ্বজুড়ে ছেয়ে গিয়েছে। আর বলাই বাহুল্য যে, এই মাহুত দম্পতির জীবন কাহিনীর হাত ধরেই ভারতে এসেছে অস্কার। তাঁদের হাতে অস্কারের ট্রফি তুলে দিয়ে ছবি পোস্ট করেছেন ছবির প্রযোজক ও পরিচালক। বৃহস্পতিবার এই ছবি সমাজমাধ্যমে শেয়ার করতেই তাঁদের হাসি যেন নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। সঙ্গে বয়ে গিয়েছে নেটিজেনদের শুভেচ্ছাবার্তার বন্যা।

দেশে ফিরেই পরিচালক কার্তিকী অস্কার তুলে দিয়েছেন বোমান ও বেলির হাতে। পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে বোমান এবং বেলি হাতে ধরে রয়েছেন অস্কার, আর সঙ্গে চওড়া হাসি। কোথায় যেন এই হাসি ট্রফির উজ্জ্বল ভাবকেও ফিকে করে দিচ্ছে। ফলে এই হাসির সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। এই ছবি শেয়ার করে পরিচালক লেখেন, 'প্রায় চার মাস হয়ে গেল যে আমি ওনাদের থেকে আলাদা ছিলাম। এবার মনে হচ্ছে যেন আমি বাড়ি ফিরে এলাম।'

অন্যদিকে একই ছবি পোস্ট করেছেন প্রযোজক গুণীত মোঙ্গাও। ক্যাপশনে লেখেন, 'সকাল সকাল এই হাসিটারই প্রয়োজন ছিল। ধন্যবাদ, বোমান ও বেলি, 'এলিফ্যান্ট হুইস্পারার্স', তোমাদের অসাধারণ এই গল্প সকলকে বলতে দেওয়ার জন্য! অনেক ভালোবাসা আমাদের নিষ্পাপ দুই জায়েন্ট, রঘু ও আম্মুকে।'

উল্লেখ্য, তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি অনাথ হস্তীশাবক রঘুর গল্প দেখানো হয়েছে ছবিতে। রঘুকে যেন এক নতুন জীবন দিয়েছেন এই দম্পতি। রঘুর পর আরও এক হস্তীশাবক আম্মুকেও দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। এছাড়াও তুলে ধরা হয়েছে বোমান এবং বেলির জীবন যুদ্ধের কথাও।

12 months ago