Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

Govermentemployee

Nabanna: নীতি না বদলালে সরকার ফেলে দেওয়ার হুমকি রাজ্য কো-অর্ডিনেশন কমিটির

সরকার নীতি না বদলালে রাজ্য সরকারি কর্মচারীরা (Goverment Employee) সরকার বদলের ক্ষমতা রাখে। হাওড়ার সভা থেকে এমনি হুঙ্কার রাজ্য সরকারি কর্মচারীদের। পূর্বেই তিন দফা দাবিতে নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি (CO-Ordination Comitee)। বৃহস্পতিবার সেই কর্মসূচি থেকেই সরকারকে ফের হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মচারীরা।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি, শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ ও প্রতিহিংসামূলক বদলি নীতি-এই তিন ইস্যুকে সামনে রেখেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। বাম সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে এই কর্মসূচিতে ছিল যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ হাওড়া স্টেশনের বাইরে জমায়েত শুরু হয়। সেখান থেকে বঙ্কিম সেতু ধরে আন্দোলনকারীরা হাওড়া ময়দানে পৌঁছন। পুলিসের অনুমতি না মেলায় হাওড়া ময়দানে সভা করেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। সেখানে মঞ্চ থেকেই সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেন আন্দোলনকারীরা।

নবান্ন যেতে না দিলেও এই কর্মসূচি পুরোপুরি সফল বলে দাবি করেন রাজ্য সরকারি কর্মচারী যুক্ত কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার ত্রিপাঠী। তিনি বলেন, 'আজ মিছিল করে প্রমাণ করে দিয়েছি, সরকার নীতি না বদলালে রাজ্য সরকারি কর্মচারীরা সরকার বদলের ক্ষমতা রাখে।' আজ জনসভা চলাকালীন তিনজন প্রতিনিধিকে নবান্নে ডেপুটেশনের অনুমতি দেওয়া হয়। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে যৌথ মঞ্চ। শহিদ মিনারের সামনে অবস্থান চলছে। আন্দোলনরত সরকারি কর্মচারীরা সেখান থেকেই একাধিক কর্মসূচি নিয়েছেন।

12 months ago
DA: ডিএ জট কাটাতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক রাজ্য সরকারের

ডিএ (DA) জট কাটাতে এবার আন্দোলনরত সরকারি কর্মচারীদের (Goverment Employee) সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার (State)। একটি নির্দেশিকা দিয়ে তাঁদের এ কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় তাঁদের দু'জন প্রতিনিধিদের ডাকা হয়েছে নবান্নের ১৩ তলায়। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ঠিক ওখানেই অর্থ সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হবে সংগ্রামী যৌথ মঞ্চের আধিকারিকদের।

প্রসঙ্গত, বলে রাখা ভালো দীর্ঘ ২ মাসের উপর এই আন্দোলন চলছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। মহার্ঘ্য ভাতা বা ডিএ বৃদ্ধির দাবিতে, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলনের পথ বেছে নেন। সূত্রের খবর, ওই সরকারি কর্মচারীদের আরও বেশ কিছু দাবি নিয়ে শুক্রবার আলোচনা হতে পারে। সরকারি কর্মচারীদের পক্ষে সংগ্রামী যৌথ মঞ্চের এক কর্তা বলেন, ডিএ ধর্মঘট পালন করায়, চার জন সরকারি কর্মচারীকে নবান্ন থেকে বদলি করা হয়। এদিন তাঁদের পুনরায় নবান্নে ফেরানো নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এছাড়া সংগ্রামী যৌথ মঞ্চের সূত্রে আরও খবর, ডিএ ছাড়াও আরও বেশ কিছু বিষয় মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, সম্প্রতি হাইকোর্ট একটি নির্দেশ দেয় যেখানে বলা হয়, ১৭ ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে, ডিএ জট কাটাতে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। সেই নির্দেশ মানা না হলে ফের আদালতে যায় সংগ্রামী যৌথ মঞ্চ। তারপরে আদালত নির্দেশ দেয় ১০ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। সেইমতো শুক্রবার বিকেল সাড়ে চারটের পর, নবান্নের ১৩ তলায় একটি বৈঠক ডাকা হয়েছে। যেখানে ওই সংগ্রামী যৌথ মঞ্চের দুজন কর্তাকে ওই বৈঠকে ডাকা হয়েছে।

12 months ago
DA: 'জুতো মেরে গরু দান, চাই না।' মুখ্যমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা প্রত্যাখ্যান সংগ্রামী যৌথ মঞ্চের

'জুতো মেরে গরু দান, চাই না।' মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নববর্ষের শুভেচ্ছাকে প্রত্যাখ্যান (Rejection) করে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নববর্ষের শুভেচ্ছাকে প্রত্যাখ্যান করল সরকারি কর্মচারীরা (Goverment Employee)। তারপর এমনটাই বললেন ডিএ আন্দোলনকারীরা। ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘ আড়াই মাস ধরে শহীদ মিনারের নিচে আন্দোলন চলছে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের।

এই ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির আন্দোলন যেমন গড়িয়েছে অনেক দূর, ঠিক তেমনই মমতা বন্দোপাধ্যায়ের মুখে তাদের নিয়ে তীর্যক আক্রমণ বেড়েছে। সম্প্রতি রেড রোডের ধরণা মঞ্চ থেকে ওই কর্মচারীদের 'চোর-ডাকাত' বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার এই বক্তব্যের পর আন্দোলনের উত্তাপ ছড়ায় কলকাতা-সহ শহরতলি এলাকাগুলিতেও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষক কর্মচারীদের নতুন বছরের শুভেচ্ছা ম্যাসেজ পাঠিয়েছেন। এই শুভেচ্ছা গ্রহণ করেননি ওই সংগ্রামী যৌথ মঞ্চের কেউই। এবিষয়ে শনিবার অর্থাৎ নববর্ষের দিন ওই সংগ্রামী মঞ্চের পক্ষে কিঙ্কর অধিকারী বলেন, 'অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমা চাওয়া, উনি ক্ষমা না চেয়ে, জুতো মেরে গরু দান করছেন। এই শুভেচ্ছা বার্তা আমরা প্রত্যাখ্যান করেছি।' এছাড়া শনিবার তিনি জানিয়ে দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

12 months ago


Da: নবান্ন থেকে বদলি হওয়া কর্মীর শো-কজের জবাব, ধর্মঘট করেছি

মনি ভট্টাচার্য: সচিবালয়ের কর্মী ব্লকে গিয়ে কাজ করবে এটা নজিরবিহীন। এমনটাই দাবি নবান্ন (Nabanna) থেকে বদলি হওয়া, ভূমি দফতরের (Land department) কর্মচারী অপূর্ব রায়ের। অপূর্ব বাবু সহ গোটা রাজ্য জুড়ে বহু সরকারি কর্মী (Goverment employee) , কেন্দ্রীয় হারে ডিএ বা ডিএ বৃদ্ধির দাবিতে ১০ই মার্চ ধর্মঘটে নামেন। নবান্নের নির্দেশ না মেনে সিংহ ভাগ সরকারি কর্মীই ধর্মঘটে যোগ দেন। সে জন্য রাজ্য জুড়ে বেশ কিছু সরকারি কর্মচারীকে শো-কজ করা হয়। পাশাপাশি ২৩ হাজার শিক্ষক-শিক্ষিকাকেও শো-কজ করা হয়েছে। শো-কজের জবাব সন্তোষজনক না হওয়ায় ওই সরকারি কর্মীদের একদিনের বেতন কাটা হবে বলে জানায় নবান্ন কর্তৃপক্ষ। এরপরেও ২৪ মার্চ, শুক্রবার রাতেই নবান্ন থেকে বদলি করা হয়েছে সচিবালয়ের ৬ জন কর্মীকে। এ বিষয়ে শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের যুক্ত আন্দোলন মঞ্চের দাবি, 'ন্যায্য আদায়ের আন্দোলনে সমর্থন করার জন্যই হয়ত, এমন প্রতিহিংসা পরায়ণ আচরণ সরকারের।'

নবান্নের নির্দেশনামাতে নাম রয়েছে অপূর্ব রায়ের। অপূর্ব বাবু উত্তর ২৪ পরগনার বিরাটির বাসিন্দা। নিজের অধিকারের দাবিতে যোগ দিয়েছিলেন ডিএ আদায়ের ধর্মঘটে। চলতি মাসের ২৪ তারিখ অপূর্ব বাবুকে, নবান্ন থেকে বদলি করে বাঁকুড়ার তালড্যাংরা ব্লকে পাঠানো হয়েছে। রবিবার সিএন ডিজিটালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, অপূর্ব বাবু বলেন, 'আমার পরিবারে কেউ কেউ অসুস্থ। আমার বাচ্ছা মেয়ে আছে। ডিএ আদায়ের আন্দোলনে যোগ দিয়েছিলাম।'  রবিবার তিনি আরও বলেন, 'আমাকে শো-কজ করা হয়েছিল। আমার উত্তর ছিল, ন্যায্য দাবি আদায়ের জন্য ধর্মঘট করেছি। সেই উত্তর অসন্তোষজনক ছিল সরকারের কাছে।' রবিবার তাঁর বদলির কারণ জানতে চাইলে তিনি জানান, 'আমরা ধর্মঘট করেছি, তারপর এই ঘটনাগুলি ঘটেছে। এবার কারণটা সাধারণ মানুষ ও কর্মচারীরা ঠিক করুক।' পাশাপাশি আন্দোলন নিয়ে অপূর্ব বাবু বলেন, 'যা সব চলছে, তার একমাত্র সমাধান কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসুক সরকার।'


ওই একই তালিকায় নাম আছে বরুণ মিত্রের। বরুণ বাবুও উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। নবান্ন থেকে পুরুলিয়া জেলার মানবাজার ২ ব্লকে পাঠানো হয়েছে তাঁকে। বরুণ বাবু রবিবার সিএন-ডিজিটালকে বলেন, 'আমরা সরকারি কর্মচারী। সরকারি নির্দেশ মেনে কাজ করব। ডিএ-এর ন্যায্য দাবিতে ধর্মঘট করেছিলাম। জানিনা কেন আমাকে বদলি করা হলো। '

পাশাপাশি, শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের যুক্ত আন্দোলন মঞ্চের দাবি, ওই একই তালিকায় ৪ জন তৃণমূল ঘনিষ্ঠদের অন্যত্র থেকে বদলি করে নবান্নে আনা হয়েছে। আরও খবর যে, এই মঞ্চের তরফে, ৬ জন কর্মচারীর বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে, নবান্নে সংশ্লিষ্ট দফতরে চিঠি করা হবে। সম্প্রতি কেন্দ্র সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। শনিবার ডিএ আদায়ের যৌথ মঞ্চের অনশন আন্দোলন ভাঙলেও তাঁদের অবস্থান বিক্ষোভ এখনও চলবে বলে জানিয়েছেন তাঁরা।

one year ago