Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

Google

Google: ইন্ডিয়া-ভারত বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ গুগলের, ম্যাপ খুললেই চমকে যাবেন আপনিও

দেশের নাম ‘ইন্ডিয়া’ না 'ভারত'? এই নিয়ে বিতর্ক যতদিন যাচ্ছে আরও জোরালো হচ্ছে। তার উপর বড় চমক দিল গুগুল। আচমকাই গুগল ম্যাপে  ‘ভারত’ লিখে সার্চ করলেই চলে আসছে তেরঙা পতাকা-সহ দক্ষিণ এশিয়ার এই দেশটি। দেশের পতাকার ‘ডিজিটাল কোড’ সহ তা ফুটে উঠছে মোবাইল স্ক্রিনে। আবার ‘ইন্ডিয়া’ লিখলেও একইভাবে দেশের মানচিত্র (Indian map) খুলে যাচ্ছে। যা বর্তমান সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ।

আগে গুগল ম্যাপে ‘ইন্ডিয়া’ লেখা হলে দেখা যেত আমাদের দেশের মানচিত্র। এখন গুগল ম্যাপে হিন্দি বা ইংরেজিতে 'ভারত' লিখলেই দেখা যাচ্ছে ইন্ডিয়া। একই সঙ্গে এটা যে ‘দক্ষিণ এশিয়ার একটি দেশ’ তাও দেখা যাচ্ছে। সাধারণত, দেশের নাম বাংলায় 'ভারত ও ইংরেজিতে 'ইন্ডিয়া' বলা হয়। সম্প্রতি অবিজেপি জোট 'ইন্ডিয়া' নাম রাখার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মে ভারত নাম ব্যবহার করার প্রবণতা দেখা যায়। সম্প্রতি রেলমন্ত্রী দেশের নাম 'ইন্ডিয়া'-র পরিবর্তে 'ভারত' ব্যবহার করার ব্যাপারে মন্ত্রিসভায় প্রস্তাবও দিয়েছেন।

বলা যায়, কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে অফিসিয়াল তথ্যে "ইন্ডিয়া" এর পরিবর্তে "ভারত" এর ব্যবহার বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে হোমওয়ার্কও করছে গুগল। এর প্রভাব শুধু গুগল ম্যাপে নয়, গুগলের সব পণ্যেই দেখা যায়। গুগল ট্রান্সলেট থেকে শুরু করে গুগল সার্চ এবং গুগল নিউজ, ব্যবহারকারীদের "ইন্ডিয়া" এবং "ভারত" উভয়ই ব্যবহার করার বিকল্প দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

6 months ago
Google: নতুন রূপে গুগল! লোগোর মধ্যে লেখা '25', কিন্তু কেন?

সার্চ ইঞ্জিন হিসাবে জনপ্রিয় 'গুগল' (Google)। সবকিছুর উত্তর রয়েছে তার কাছে। গুগল ছাড়াও যেন কোনও কাজ করা যায় না বর্তমানে। ফলে আজও নিশ্চয় আপনারা সকালে উঠতেই কোনও কিছু সার্চ করার জন্য গুগল খুলে বসেছেন। কিন্তু আজ গুগল খুলতেই দেখতে পাচ্ছেন Google-এর মধ্যে '25' লেখা। কিন্তু কেন এমনটা, এই নিয়ে প্রশ্ন জাগছে। এর পর তাতে ক্লিক করতেই জানা যায়, আসল রহস্য। আসলে আজ গুগলের ২৫ তম জন্মদিন (Google Birthday)। দেখতে দেখতে ২৫ বছরে পা দিয়েছে গুগল। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগলের পথ চলা শুরু হলেও ২৭ সেপ্টেম্বরকেই গুগলের জন্মদিন হিসাবে পালন করা হয়।

১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর পথ চলা শুরু হয়েছিল গুগলের। ক্যালিফোর্নিয়ার ছোট্ট একটি গ্যারেজের মধ্যেই কম্পিউটার নিয়ে বসে ফেলেছিলেন ল্যারি পেজ এবং সার্জি ব্রিন। তার পরই যাত্রা শুরু গুগলের। সময়ের সঙ্গে ধীরে ধীরে নিজেকে বদলে ফেলেছে গুগল। এসেছে একাধিক আকর্ষণীয় ফিচার। সব মিলিয়ে ২৫ বছর ধরে ব্যবহারকারীদের ভালোবাসাতে জনপ্রিয়তার শীর্ষে এসে পৌঁছেছে গুগল। ফলে বুধবার জন্মদিনে মেতে উঠেছে গুগল। আর এই আনন্দের দিনে প্রত্যাশিতভাবেই বদলে গিয়েছে ডুডল। এক অভিনব ডুডলের মাধ্যমে গুগলের ২৫ তম জন্মদিন পালন করা হচ্ছে। আবার ইউজারদেরও ধন্যবাদ জানিয়েছেন এই সার্চ ইঞ্জিন সংস্থা।

7 months ago
Android: অ্যান্ড্রয়েডের রিব্র্যান্ডিং করছে গুগল, বদল ভিসুয়াল আইডেন্টিটিও

গত এক দশক ধরে অ্যান্ড্রয়েডের ব্যবহার বাড়ছে। একাধিক ব্র্যান্ড অ্যান্ড্রয়েডের উপর কাজ করছে। একের পর এক আপডেট আসছে। এবার অ্যান্ড্রয়েডের রিব্র্যান্ডিং করছে গুগল। ভিসুয়াল আইডেন্টিটি পরিবর্তন হচ্ছে।

জানা গিয়েছে, ডায়নামিক অ্যান্ড্রয়েড রোবট ব্যক্তি, সম্প্রদায় বা কোনও বিশেষ মুহূর্তের সঙ্গে সংযোগস্থাপন করতে পারবে। নতুন ভিসুয়াল এলিমেন্ট স্বয়ংক্রিয় অভিব্যক্তি, ব্যক্তিগত প্যাশন ও কনটেক্সকেও নিয়ন্ত্রণ করতে পারবে। গুগলের সঙ্গে জোট বেঁধে এই কাজ করছে অ্যান্ড্রয়েড। গুগল অ্যাপের সঙ্গে এই প্ল্যাটফর্ম ও পরিষেবা সম্পূর্ণ বদলে যাবে। এই যৌথ উদ্যোগের লোগো ঠিক করা হয়েছে ইংরেজি ক্যাপিটাল লেটার। গুগলের লোগোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই লোগোয় থ্রিডি এফেক্ট আনা হয়েছে। এর নাম বাগড্রয়েড। অ্যান্ড্রয়েড কমিউনিটির জন্য যা অত্যন্ত কার্যকর হতে চলেছে।

আগামী বছর অ্যান্ড্রয়েডের নতুন এই লোগো থ্রিডি রূপে ধরা দিতে পারে। অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে এই ক্যাপিটাল এ লেখা লোগো দেখা যেতে পারে।

7 months ago


Salary: স্বেচ্ছায় চাকরি ছাড়লে পাওয়া যাবে এক বছরের বেতন! ঘুরিয়ে ছাঁটাই কোন সংস্থার

সারা বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। ট্যুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক (Elon Musk) শুরু করেছিলেন গণছাঁটাই (Layoffs)। ইলনের পথেই হাঁটতে শুরু করেছে মেটা, গুগল (Google), অ্যামাজন (Amazon), ডিজনি হটস্টার। Layoffs.fyi-এর ওয়েবসাইট অনুসারে মোট ৫৭০টি কোম্পানি থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ৬৮ হাজার ৯১৮ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই হলেও ইউরোপিয়ান দেশগুলো থেকে কর্মী ছাঁটাই করতে সমস্যায় পড়ছে সংস্থাগুলি। তাই এক অভিনব পন্থা নিয়েছে কর্মী বরখাস্ত করতে।

জানা গিয়েছে, ইউরোপিয়ান দেশে গুগল, অ্যামাজন কর্মী ছাঁটাই করতে চাইলেও তা করতে পারছে না। কারণ সেখানকার 'লেবর প্রোটেকশন ল' অন্য জায়গার তুলনায় কঠোর। সেখানে বরখাস্ত করার আগে কর্মীদের সঙ্গে এক আলোচনায় বসতে হয়। ফলে স্বাভাবিকভাবেই গণ ছাঁটাইয়ে দেরি হয়েই চলেছে। তাই কর্মী ছাঁটাইয়ের উপায় হিসেবে গুগল, অ্যামাজন থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, কর্মীদের এক বছরের স্যালারি বা বেতন দেওয়া হবে। যদি তাঁরা স্বেচ্ছায় তাঁদের পদ থেকে ইস্তফা দেন।

জানা গিয়েছে, ফ্রান্সে গুগলের প্যারেন্ট কোম্পানি 'অ্যালফাবেট' থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে দিলে তাঁকে এক বছরের বেতন দেওয়া হবে। আবার জার্মানিতে অ্যামাজনও গুগলের পথেই হেঁটেছে। সেখানেও প্রস্তাব দেওয়া হয়েছে যে, স্বেচ্ছায় চাকরি থেকে সরে এলে এক বছরেরে বেতন-সহ বোনাসও দেওয়া হবে।

12 months ago
Scam: নিয়োগ দুর্নীতির তল পেতে গুগলকে চিঠি সিবিআইয়ের! মিলেছে ২টি ভুয়ো ওয়েবসাইট

নিয়োগ দুর্নীতির (Scam) নাগাল পেতে, এবার গুগলকে (Google) চিঠি দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের (Cbi)। সূত্রের খবর, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া কাগজ, হার্ডডিস্ক ঘেটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। যা গোটা তদন্ত প্রক্রিয়াকে আলাদা করে বেগ দেবে দাবি, গোয়েন্দাদের।

সিবিআই সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের নামে নকল দু’টি ওয়েবসাইট তৈরি করার তথ্যপ্রমাণ এসেছে সিবিআইয়ের হাতে। অবশ্য পরে ওই ওয়েবসাইটগুলিকে উড়িয়ে দেওয়া হয়। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে, এগুলি সম্ভবত কুন্তলের নামেই করা। এ বিষয়ে সম্পূর্ণ তথ্যের জন্য গুগলকে চিঠি দেওয়ার পরিকল্পনাও করেছে তদন্তকারী সংস্থা। কোন আইপি অ্যাড্রেস এবং মেল আইডি ব্যবহার করে ওই নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, কবে তা মুছে ফেলা হল। তদন্তকারীদের একাংশ মনে করছেন, ওই তথ্য হাতে এলে নিয়োগ দুর্নীতির শিকড় যে কতটা গভীর পর্যন্ত ছড়িয়েছিল, তা স্পষ্ট হয়ে যাবে।

সিবিআই সূত্রের খবর, ওই দু’টি ওয়েবসাইট ব্যবহারের নেপথ্যে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং মধ্যশিক্ষা পর্ষদের এক বা একাধিক ‘বড় মাথা’ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, তা ছাড়া এই কাজ সম্ভব হত না। আপাতভাবে সাইটটি আসল না নকল, তা দেখে বোঝার উপায় ছিল না। যে সব চাকরিপ্রার্থী টাকা দিতেন, তাঁদের নাম নকল ওয়েবসাইটে তুলে দেওয়া হত। ওয়েবসাইটটি দেখিয়ে তাঁদের বোঝানো হত যে, চাকরি পাকা। সিবিআই সূত্রে এ-ও জানা গিয়েছে যে, চাকরিপ্রার্থীরা নিজেদের নাম দেখে নিশ্চিন্ত হওয়ার পর কোনও একটা সময় ওই ওয়েবসাইট দু’টি মুছে ফেলা হয়। কবে এবং কী ভাবে ওই ওয়েবসাইট দু’টি মুছে ফেলা হল, তা নিয়ে তদন্ত চলছে।

one year ago


UPI: আর ফ্রি-তে নয় ইউপিআই লেনদেন, বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সংস্থার

বড় ধাক্কা খেল সাধারণ মানষ। এবারে ইউপিআই পেমেন্টের (UPI Payments) উপরে বসতে চলেছে চার্জ। অর্থাৎ গুগল পে, পেটিএম ইত্যাদির সাহায্যে ২০০০ টাকার উপরে লেনদেন করা হলে ১.১ শতাংশ হারে চার্জ দিতে হবে, এমনটাই বুধবার ঘোষণা করল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এদিন এনপিসিআই-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চলতি বছরের ১ এপ্রিল থেকেই ২০০০ টাকার উপরে লেনদেনের সময় ১.১ শতাংশ হারে সারচার্জ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


তবে কিছুটা হলেও স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। কারণ, এই নিয়ম একমাত্র ব্যবসায়ীদের জন্য করা হয়েছে। অর্থাৎ যাঁরা পিপিআই মার্চেন্ট অ্যাকাউন্টের ব্যবহারী তাঁদেরকেই এই চার্জ দিতে হবে। এক্ষেত্রে গ্রাহকদের কোনও রকমের চার্জ দিতে হবে না।

এনসিপিআইই-এর তরফে আরও জানানো হয়েছে, কোনওরকমের লেনদেন করতে যদি কোনও ব্যবসায়ী অনলাইনে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন করে। তবে তার জন্য কোনও চার্জ নেওয়া হবে না। যদি কোনও ইউপিআই ওয়ালেট ব্যবহার করে দু'হাজার টাকার বেশি লেনদেন করা হয়, সেক্ষেত্রে ১.১ শতাংশ হারে চার্জ দিতে হবে।

one year ago
Bengaluru: গুগলে চাকরি পরীক্ষায় পাশ করলেও ভাড়াটিয়া ইন্টারভিউতে ফেল! মজাদার অভিজ্ঞতার কথা জেনে নিন

আপনারা নিশ্চয় মনে করেন কোনও চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ (Interview) পাশ করা খুবই কঠিন। তবে আপনি ভুলও ভাবতে পারেন। কারণ এর থেকেও কঠিন ইন্টারভিউ হল ঘরভাড়া পাওয়ার ইন্টারভিউ (Tenant Interview)। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, ভাড়ার জন্যও আবার ইন্টারভিউ দিতে হয় নাকি? তবে এমনটাই অবাক করা ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। এক ব্যক্তি জানিয়েছেন, তিনি গুগলের ইন্টারভিউ পাশ করে গুগলে চাকরি পেয়েছেন। কিন্তু ভাড়াটিয়ার ইন্টারভিউ পাশ করতে না পারায় বাড়ি ভাড়া পাননি তিনি।

কোনও নতুন জায়গায় গিয়ে সেখানে থাকার জন্য বাড়ি পাওয়া কোনও যুদ্ধের থেকে কম নয়। বাড়ি খোঁজা, দালালকে টাকা দেওয়া, জিনিস গোছানো, নতুন অফিসে জয়েন করা-এ যেন এক লড়াই। আর সেই বাড়ি খোঁজা নিয়েই এক ব্যক্তি তাঁর অভিজ্ঞতা লিঙ্কডইন-এ শেয়ার করেছেন। 


তিনি একটি পোস্ট করে জানিয়েছেন, তিনি গুগলে চাকরি করেন। বাইরে থেকে ২০২২ সালে বেঙ্গালুরুতে এসে থাকার জন্য বাড়ি খোঁজেন। কিন্তু তখন কোভিড পরিস্থিতির জন্য বাড়ির মালিকরা ঘর ভাড়া দেওয়ার জন্য ইন্টারভিউ নিতে শুরু করেন। তখন তিনি তাঁর প্রথম ইন্টারভিউ পাশ করতে পারেননি। বুঝতে পারেন যে, গুগলের ইন্টারভিউ থেকেও কঠিন ভাড়াটিয়ার ইন্টারভিউও হতে পারে। তিনি জানিয়েছেন, এক বাড়ির মালিক তাঁকে বলেছেন, তিনি যখন গুগলে চাকরি করেন, তবে তাঁর নিজের বাড়ি কেনার যোগ্যতা রয়েছে। এই কথা শুনে তিনি জানান যে, তিনি কখনও ভাবতে পারেননি, গুগলে কাজ করাটাও এত বড় সমস্যায় ফেলতে পারে তাঁকে।

তিনি আরও জানিয়েছেন, এভাবে তিনি বারবার ইন্টারভিউ পাশ করতে না পারলে পরে তিনি বাড়ির মালিকদেরকেই সরাসরি জিজ্ঞেস করতেন তাঁর ইন্টারভিউ দেওয়ার উপরে ফিডব্যাক দিতে। যাতে পরের বারের জন্য আরও ভালো করে তৈরি হয়ে যেতে পারেন। তিনি মজা করে বলেছেন, যে কেউ ঘর ভাড়া পাওয়ার জন্য ইন্টারভিউ অভিজ্ঞতার জন্য আসতে পারেন তাঁর কাছে। 

তবে এই পোস্ট দেখে সবার মনে প্রশ্ন উঠছিল যে, শেষপর্যন্ত তিনি থাকার জন্য কোনও বাড়ি পেয়েছেন কিনা, ফলে সেই ব্যক্তি জানিয়ে দেন যে তিনি পরে একটি ইন্টারভিউ পাশ করে শেষপর্যন্ত থাকার জন্য ঘর খুঁজে পান।

one year ago
Google: গুগলের অফিসে বোমা রাখা! ফোন পেয়েই তৎপর পুনে পুলিস, বম্ব স্কোয়াড, তারপর

পুণে গুগলের (Google Pune) এক অফিসে বোমা রাখার ভুয়ো হুমকি কলের অভিযোগে হায়দরাবাদ থেকে গ্রেফতার এক। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সন্ধ্যার দিকে মুম্বইয়ের বিকেসি-তে গুগলের একটি শাখায় হুমকি দিয়ে ফোন করা হয়। ফোনে এক ব্যক্তি দাবি করেন, পুণেতে এই বহুজাতিক সংস্থার আর একটি অফিস চত্বরে বোমা রাখা। এই ফোন পেয়েই সঙ্গে সঙ্গে বিকেসি থানায় খবর জানানো হয়।

খবর যায় পুনে পুলিসে। বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজ়াল স্কোয়াড নিয়ে পুলিস পৌঁছয় গুগল পুনের অফিসে। পুন পুলিসে এক কর্তা বলেন, 'রবিবার গভীর রাতে গুগ্‌লের পুণে অফিসে পৌঁছে তন্নতন্ন করে খুঁজেও বোমা পাওয়া যায়নি। তদন্তে নেমে ওই ফোন কলের সূত্রে হায়দরাবাদ থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে।'

পুলিসের দাবি, 'ধৃত স্বীকার করেছেন যে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ওই ফোন করেছেন।' এদিকে ধৃতের নাম পরিচয় প্রকাশ্যে আনেনি পুনে পুলিস।

one year ago


Google: বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে গুগল-অ্যামাজন, কতটা প্রভাব ভারতীয় বাজারে?

বিশ্বের বড় বড় প্রযুক্তিক্ষেত্রগুলিতে এখন ঘন কালো মেঘ। কিছুদিন আগে ইলন মাস্ক টুইটার (Twitter) থেকে বহু কর্মী ছাটাই করেছেন। এবার সেই পথে হাটছে গুগুল-অ্যামাজন (Google-Amazon)। মূলত গুগলের মূল সংস্থা অ্যালফাবেট থেকে কর্মী ছাঁটাই হবে। যার কোপ কিছুটা হলেও পড়বে বিশ্বের অন্যতম বৃহৎ এই সার্চ ইঞ্জিন প্রযুক্তি সংস্থায়। জানা গিয়েছে, প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই (Lay Off) করার সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেট।

শতাংশের বিচারে সারা বিশ্বে অ্যালফাবেটের মোট কর্মী সংখ্যার ৬%। গুগুলের প্রধান সুন্দর পিচাই এক সংবাদ সংস্থাকে এমন কথা জানান। কিছুদিন আগে মাইক্রোসফটও ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা প্রকাশ্যে এনেছে। এরপরই শোনা গেল গুগুল অ্যালফাবেটের এই কড়া সিদ্ধান্তের কথা।

পাশাপাশি আরও এক দফা কর্মী ছাটাইয়ের পথে হাঁটবে অ্যামাজনও। এখনও পর্যন্ত অ্যামাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, মাইক্রোসফট ১০ হাজার, টুইটার ৩৭০০ কর্মী ছাঁটাই করেছে। জানা গিয়েছে, করোনা পরবর্তী সময়ে বাজারের স্থবিরতা এবং মন্দাভাবই আন্তর্জাতিক এই সংস্থাগুলোকে কর্মী ছাটাইয়ের পথে হাঁটতে বাধ্য করেছে। ভারতীয় চাকরি বাজারে সেই ছাঁটাইয়ের প্রভাব কতটা পড়বে, সেই উদ্বেগ এখন অর্থনীতিবিদদের মনে।

one year ago
Sundar Pichai: পদ্মবিভূষণ হাতে পেলেন সুন্দর পিচাই, বললেন, 'ভারত আমার জীবনের অংশ'

পদ্ম ভূষণ (Padma Award) সম্মান তুলে দেওয়া হল গুগল সিইও সুন্দর পিচাইকে (Sundar Pichai)। ব্যবসা-শিল্প বিভাগে পিচাইয়ের অবদানের জন্য তাঁকে এই সম্মান দিয়েছে ভারত সরকার (Indian Government)। শুক্রবার সান ফ্রান্সিসকোয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরের হাতে এই সম্মাননা তুলে দেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত (Indian Ambassador to USA) তরণজিৎ সিংহ সান্ধু। এই সম্মান প্রদান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন,'সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক। উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ তিনি।'

টুইটারে সিন্ধু যোগ করেন, 'সান ফ্রান্সিসকোয় গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী করেছে। তিনি বিশ্বব্যাপী উদ্ভাবনে ভারতীয় প্রতিভার অবদানকে নিশ্চিত করেছেন।'

এই সম্মান পেয়ে অভিভূত খড়্গপুর আইআইটির প্রাক্তনী পিচাই লেখেন, 'ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে। আমি ভাগ্যবান যে, এমন একটি পরিবারে জন্মেছি যাঁরা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন। আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের কাছে। আমার ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁদের। এই সম্মানের জন্য ভারত সরকার এবং প্রতিটি ভারতবাসীর কাছে আমি কৃতজ্ঞ। যে দেশ আমায় তৈরি করেছে, তার কাছে এমন সম্মান পাওয়া বিরাট ব্যাপার।'

সুন্দর পিচাইয়ের নাম পিচাই সুন্দর রাজন, তাঁর জন্ম ১৯৭২-র ১২ জুলাই তামিলনাড়ুর মাদুরাইয়ে। খড়্গপুর আইআইটির এই প্রাক্তনীর গুগলে যাত্রা শুরু ২০০৪ সালে। প্রথমে গুগল ক্রোম, ক্রোম ওএস ইত্যাদি নিয়ে কাজ শুরু করে পরে ওই সংস্থারই সিইও নিযুক্ত হন। পদ্মভূষণে সম্মানিত পিচাই বলেন, 'ভারত এবং গুগল সংস্থার মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার উদ্যোগ অব্যাহত থাকবে।'

one year ago


Google Map: গুগল ম্যাপের ভরসায় সপরিবারে বাড়ি ফেরার পথে খালে গিয়ে পড়লেন চিকিৎসক

আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে গুগল (Google)। প্রায়শই অনেকেই গুগল ম্যাপ (Google Map)-এর ভরসায় বেরিয়ে পড়েন। বিশেষ করে অজানা জায়গায় যাওয়ার জন্য ভরসা সেই গুগল ম্যাপই। কিন্ত গুগল ম্যাপ কি সবসময় সঠিক রাস্তাই (Right navigation) দেখায়? একেবারেই না। অন্ধের মত গুগলের ম্যাপের উপর ভরসা করে ম্যাপে দেওয়া ডিরেকশনে এগোতে এগোতে ভুল রাস্তায় এসে পড়েন এক মহিলা। গাড়ি গিয়ে পড়ে খালে। ঘটনাটি ঘটেছে কেরলে (Kerala)।

পুলিস সূত্রে খবর, রাত সাড়ে ১০টায় এই দুর্ঘটনাটি ঘটে। এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন সোনিয়া নামের ওই মহিলা। পেশায় তিনি একজন চিকিৎসক। সঙ্গে ছিল তাঁর তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। তিনি পথ ভুলে যেতেই গুগল ম্যাপের সাহায্য নেন। আর সেটাই হয়েছে কাল। গাড়ি সোজা গিয়ে পড়ে খালে।

তবে গাড়িতে বিপদকালীন সঙ্কেত হওয়া মাত্রই স্থানীয়রা ছুটে আসেন। উদ্ধার করেন সকলকে। তবে ডুবে যায় গাড়িটি। তবে এই দুর্ঘটনা প্রথমবার নয়। গুগল ম্যাপ-এর ভরসায় বেশ কয়েকবার একই রকম সমস্যায় পড়েছেন মানুষজন।

2 years ago