Breaking News
Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

Girl

Accident: ঠাকুরপুকুরে বহুতল থেকে পড়ে মৃত্যু কিশোরীর

শহরের বুকে অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর। পুলিস সূত্রে খবর, ঠাকুরপুকুর জোকার ডায়মন্ড হারবার রোডের পাশে অন্তরা অ্যাপার্টমেন্ট। এই অন্তরা অ্যাপার্টমেন্টের ১০ তলা থেকেই শনিবার সকালে পড়ে মৃত্যু ১৮ বছরের ওই কিশোরীর।

জানা গিয়েছে, ওই কিশোরী একাদশ শ্রেণীতে পাঠরত ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত আত্মহত্যা করেছে ওই ছাত্রী। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পারিবারিক তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিস।

2 months ago
Siliguri: টিউশনি পড়ানোর নামে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা্র চেষ্টা, গ্রেফাতর শিক্ষক

নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিস। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হয়। অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষকের কঠোর শাস্তির দাবি তুলে তার চাকরি থেকে বরখাস্ত করার আর্জি জানিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করলেন এবিভিপির সদস্যরা। 

অভিযোগ, মহম্মদ আলম নামে ওই স্কুল শিক্ষক টিউশনি পড়ানোর নামে এক স্কুল ছাত্রীকে ডেকে যৌন হেনস্তার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে চলতি বছরের ৩ রা জানুয়ারি। বেশ কিছুদিন বিষয়টি ধামাচাপা থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে, অভিযুক্ত ওই শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে শিলিগুড়ি শহরের সেবক রোড এলাকার একটি নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিস তাকে গ্রেফতার করে। 

শুক্রবার নার্সিংহোমের তরফে অভিযুক্ত ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হলে তৎক্ষনাৎ তাকে আদালতে পেশ করা হয়। এরপর এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এবিভিপির তরফে। তাদের দাবি অবিলম্বে ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

2 months ago
Maldah: নিখোঁজের দু'দিন পর উদ্ধার নাবালিকা ছাত্রীর মুণ্ডহীন মৃতদেহ, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

দু'দিন নিখোঁজ থাকার পর উদ্ধার নাবালিকা ছাত্রীর মুন্ডুহীন মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার হয়েছে মালদহের ইংরেজ বাজারের এলাকা থেকে। উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় মালদহ সফরে গিয়েছিলেন। তার আগের দিন ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। ব্যবসায়ীর নাবালিকা কন্যা খুনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের শাস্তির দাবিতে মালদহ শহরের পোস্ট অফিস মোড় ও রথবাড়ি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকা একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। বাড়ি মালদহের ইংরেজবাজারের উত্তর বালুচরে। ব্য়বসায়ী এই বিষয়ে জানিয়েছেন, সোমবার বিকেলে বাড়ির সামনেই খেলাধুলো করছিল তাঁর নাবালিকা মেয়ে। কিছুক্ষণ পর বাড়ির সামনে থেকে আচমকাই উধাও হয়ে যায় ওই নাবালিকা। এরপর বাড়ির সবাই উত্তেজিত হয়ে খোঁজাখুজি শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুজির পরে অবশেষে উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ওই নাবালিকার এক আত্মীয়কে পুলিস গ্রেফতার করেছে। পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে পুলিসের অনুমান। বাড়ির সামনে থেকেই ওই নাবলিকাকে অপহরণ করা হয়। তারপর মালদহ শহর থেকে কিছুটা দূরত্বে আম বাজার এলাকার থেকে ওই নাবালিকার মৃতদেহটি উদ্ধার হয়। 

2 months ago


Maldah: বাড়ির সামনে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ৪ বছরের খুদের, বিক্ষোভ এলাকাবাসীর

বেপরোয়া গতির বলি এবারে চার বছরের এক শিশু কন্যা। মঙ্গলবার বাড়ির সামনেই রাস্তার উপর দাঁড়িয়েছিল ফুটফুটে মেয়েটি। আচমকা অনিয়ন্ত্রিত গতিতে ছুটে আসা ১৬ চাকার লরিটি পিষে দিয়ে গেল শিশুটিকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙি গ্রামে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

জানা গিয়েছে, মৃত শিশুটির নাম মরিয়ম নেশা (৪)। সাতসকালে এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ছুটে আসলে পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নিত্যদিন ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা লরিগুলি বেপরোয়া ভাবে রাজ্যসড়কের উপর দিয়ে যাতায়াত করে। গতির উপর কোনও নিয়ন্ত্রণ থাকেই না চালকদের। আর তাদের এই বেপোরায় মনোভাবের জন্যই প্রাণ চলে গেল ছোট মরিয়মের।

3 months ago
Siliguri: হোমের শৌচাগার থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ, প্রশ্নের মুখে শিলিগুড়ি হোম

শিলিগুড়ির হোমে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু। বুধবার ভোরে হোমের শৌচাগার থেকে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হোমের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিয়ে হোমের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনস্থলে পুলিস গিয়ে নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে নকশালবাড়ির বাসিন্দা ওই নাবালিকা যৌন নিগ্রহের শিকার হয় বলে অভিযোগ। তারপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলে ওই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে জেল হেফাজতে আনা হয়। আর নির্যাতিতার নিরাপত্তার জন্য় তাকে রাখা হয় শিলিগুড়ির ওই হোমে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, নাবালিকার ব্যবহারে অস্বাভাবিক কিছু ছিল না। নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল তার। দিন কয়েকের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি ফেরার আগেই ঘটে গেল চাঞ্চল্য়কর ঘটনা। 

পরিবারের অভিযোগ হোমের গাফিলতিতে এই মৃত্যু হয়েছে।‌ যার জেরে মেয়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে হোমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। আত্মহত্য়া নাকি এর পিছনে রয়েছে অন্য় কোনো কারণ তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিস।


3 months ago


Jalpaiguri: খাবারের লোভ দেখিয়ে ১২ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, পলাতক অভিযুক্ত বৃদ্ধ

ষষ্ঠ শ্রেণির নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ভোরের আলো থানা এলাকায়। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয়। ইতিমধ্য়ে যৌন নিগ্রহের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবার। 

জানা গিয়েছে, ১২ বছরের ওই নাবালিকা তর ঠাকুরদার বাড়িতেই থাকত। অভিযুক্ত ওই বৃদ্ধ কার্তিক রায় (৬৫) ওই এলাকারই বাসিন্দা। নাবালিকা ওই অভিযুক্ত বৃদ্ধকে দাদু বলে ডাকত। অভিযোগ, রবিবার সন্ধ্যায় ওই বৃদ্ধ টাকা এবং খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা জমিতে নিয়ে যায় নাবালিকাকে। সেখানে একটি খড়ের গাদার আড়ালে নাবালিকার উপর যৌন নিগ্রহ শুরু করে। 

তখন নাবালিকার আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। ঘটনার জেরে ভীষণভাবে ভেঙ্গে পড়েন নাবালিকার ঠাকুরদা। সোমবার স্থানীয় মিলনপল্লী ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার ঠাকুরদা। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত এবং বৃদ্ধের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। 

4 months ago
Murshidabad: বিয়ের প্রস্তাব দিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, আত্মঘাতী নির্যাতিতা

বাড়ি থেকে জোরপূর্বকভাবে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে রাতভোর যৌন নির্যাতনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ির থেকে জোর করে তুলে নিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কান্দি থানা এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক খড়গ্রাম থানার বাসিন্দা। 

নাবালিকার পরিবারের অভিযোগ, শুক্রবার বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে নিজের বাড়িতে রাখে অভিযুক্ত ওই যুবক। তারপর সেখানেই রাতভোর যৌন নির্যাতন করা হয় এবং শনিবার ভোরবেলায় নাবালিকাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর সেখান থেকে নির্যাতিতা নাবালিক তার নিজের বাড়িতে যান এবং সম্মানহানির কারণে গায়ে আগুন দেয় বলে অভিযোগ নাবালিকার পরিবারের। এরপর স্থানীরা আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্ত ওই যুবক সহ মোট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিস। ঘটনার জেরে মৃতার পরিবার সহ প্রতিবেশীরাও ক্ষোভে ফুঁসছে।  

4 months ago
Sexual abuse: তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল বিদ্য়ালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্য়ালয়ের মধ্য়ে এই নিশংস ঘটনা ঘটনো হয়েছে বলে অভিযোগ। এই খবর চাউর হতেই বিক্ষোভে দেখান স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরা। ইতিমধ্য়ে যৌন নিগ্রহের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস। চাঞ্চল্য়কর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়িতে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম সুজিত দে। তিনি একটি বেসরকারি প্রাথমিক বিদ্য়ালয়ের প্রধান শিক্ষক। অভিযোগ, দীর্ঘ কয়েকমাস ধরে বিদ্যালয়ে‌র তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন চালাচ্ছিল ওই শিক্ষক। এরপর কাউকে কিছু না বলে হঠাৎ বিদ্য়ালয় যাওয়া বন্ধ করে দেয় নির্যাতিত  ওই ছাত্রী। পরিবারের সকলে বারবার কারণ জানতে চাইলে বলতে নারাজ হলেও পরে পুরো বিষয়টি জানায় ওই ছাত্রী। 

সমস্ত বিষয়টি জানতে পেরে শনিবার রাতেই পুণ্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে ওই নির্যাতিত ছাত্রীর বাড়ির লোক। এরপর অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুণ্ডিবাড়ি থানার পুলিস। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করছে পুলিস। 

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ওই শিক্ষক শুধু ছাত্রী নয় শিক্ষিকাদের সঙ্গেও এমন কান্ড ঘটানোর চেষ্টা করেছিল। তবে বিদ্য়ালয়ে প্রধান শিক্ষকের এই ব্য়বহারের কারণে বেশ আতঙ্কিত এবং চিন্তিত অভিভাবকেরা।  

4 months ago


Mathurapur: মথুরাপুরে নাবালিকা নিগ্রহের অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত যুবক

মন্দির বাজারের পর এবার মথুরাপুরে নাবালিকা নিগ্রহের অভিযোগ। এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে নিগ্রহের অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানা এলাকায়। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাসুদেব জাতুয়াকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের বিরুদ্ধে যৌন নিগ্রহ সহ পকসো আইনে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিস। বৃহস্পতিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। 

অন্যদিকে, এদিন নির্যাতিত ওই ছাত্রীর মেডিকেল করানো হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। যৌন নিগ্রহের সময় অভিযুক্তের এক সঙ্গী পাহারা দিচ্ছিল বলে অভিযোগ। পুলিস তাকেও কেন গ্রেফতার করল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। যেহেতু অভিযুক্ত বাসুদেব জাতুয়া তৃণমূলের ঘনিষ্ঠ। তাই অভিযোগ তুলে নেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত রয়েছে নির্যাতিতা ছাত্রীর বাবা ও মা। 

নির্যাতিতার মা জানিয়েছেন, বুধবার বিকেলে বাড়ির পাশেই খেলা করছিল পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, অন্ধকার নামার ঠিক আগেই বছর এগারোর ওই ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে গ্রামের নির্জন জায়গায় একটি খড়ের স্তুপের পিছনে যৌন নির্যাতন করে বাসুদেব। ঘটনার পর ছাত্রী বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়েন। রাতে অসুস্থ হয়ে পড়লে ছাত্রীকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজনেরা। এরপর ছাত্রীর মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনে রাতেই পুলিসের দ্বারস্থ হন তার বাবা ও মা।

6 months ago
Birbhum: আর্থিক অনটন! চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রাখেন বাবা-মা

অর্থের অভাবে মানসিক ভারসাম্যহীন মেয়েকে চিকিৎসা করাতে না পেরে বেঁধে রাখতে বাধ্য় হলেন মা-বাবা। ঘটনাটি দুবরাজপুর ব্লকের হালসোত কলোনিপাড়ার। ১৪ বছরের ওই নাবালিকাকে প্রায় ৭-৮ বছর ধরে বাড়িতে থাকা বাঁশের খুটির সঙ্গে বেঁধে রাখা হত। অভিযোগ, বারংবার গ্রামের প্রধান, মেম্বার এবং বিডিও অফিসে জানিয়েও কোনো লাভ হয়নি। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্য়হীন ওই নাবালিকার জন্মের পর অল্প অল্প কথা বলতে পারলেও পরে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকেই মানসিক ভারসাম্য়হীনতার কারণে দিন-রাত বেঁধে রাখতে হয় তাঁকে। কারণ বেঁধে না রাখলে সে যেখানে সেখানে পালিয়ে যায় বলে পরিবারের দাবি। 

অসুস্থ নাবালিকার বাবা কার্তিক বাগদি ভিক্ষা করে কোনওক্রমে সংসার চালান। দিনে আয় বলতে ২-৩ কেজি চাল। আর এভাবে দিন চলে যাচ্ছে। মা শকুন্তলা বাগদি বাড়িতেই থাকেন। তাঁর অসুস্থ মেয়ের জন্য কোথাও কাজে যেতে পারেন না সে। আর্থিক অনটনের কারণে চোখের সামনে মেয়ের অসহায়তা দেখছে তাঁর বাবা-মা। 

জানা গিয়েছে, তাঁরা কোনো সরকারি ভাতা কিংবা সাহায্য পাননা। যদি সরকারিভাবে কোনও সাহায্য পাওয়া যায় তাহলে অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে পারবেন বলে তাঁরা জানান। তবে এই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে ব্লক আধিকারিক। 


6 months ago


Murshidabad: প্রতিবেশী শিশুর গয়না চুরি করে শিশুকে গঙ্গায়, চাঞ্চল্য মুর্শিদাবাদে

লোনের টাকা মেটাতে পারছিলেন না। সেই কারণে প্রতিবেশীর ২ বছরের বাচ্চার গয়না চুরি করে তাকে গঙ্গায় ভাসিয়ে অভিযোগ উঠল মায়ামান বিবি নামে এক মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। চাপের মুখে নিজের অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার সিকদারপুর এলাকায়।

নিজের বাড়ির সামনেই খেলছিল ২বছরের ওই শিশুকন্যা। আচমকাই শিশুটির মা সুমা খাতুন দেখেন তাঁর মেয়ে নেই। খোঁজাখুঁজি শুরু হলে এক প্রতিবেশী জানান, অভিযুক্তের কোলে দেখা গিয়েছে বাচ্চাটিকে। প্রথমে অস্বীকার করলেও পরে ওই মহিলা অপরাধের কথা স্বীকার করে নেন।

জানা গিয়েছে, লোনের কিস্তির টাকা জোগাড় করতে শিশুটির গায়ের গয়না খুলে নেন তিনি। এরপর প্রমাণ লোপাট করতেই শিশুটিকে শমসেরগঞ্জের গঙ্গায় ভাসিয়ে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির দেহ উদ্ধারেও চেষ্টা চলছে।

6 months ago
Malda: পরপর তিন কন্যাসন্তান, স্ত্রী ও কন্যাদের বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

পরপর তিন কন্যাসন্তান। স্ত্রী ও কন্যাদের বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। পুত্রসন্তানের জন্ম না হওয়ায় শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে আগেই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল। রবিবার স্ত্রী ও সন্তানদের খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠল। ঘটনাটি মালদার গাজোল থানার গোসানিবাগ এলাকার। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই ব্যক্তি। 

পরিবার সূত্রে খবর, গাজোলের আলতোর গ্রামের বাসিন্দা অর্পিতা মণ্ডল। ১২ বছর আগে বিয়ে হয় তাঁদের। অভিযোগ, রবিবার রাতে ওই গৃহবধূর ও তার তিন কন্যা সন্তানকে মারধর করে জোর করে কীটনাশক খাওয়ানোর চেষ্টা করেন। কোনও মতে পালিয়ে গিয়ে দুই মেয়ে গ্রামবাসীদের বিষয়টি জানায়। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

6 months ago
Baguiati: বাড়ির নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তানের মৃতদেহ, বাগুইহাটির ঘটনায় চাঞ্চল্য

অমানবিক, মর্মান্তিক বললেও কম বলা হবে। বৃহস্পতিবার সাতসকালে এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল বাগুইহাটি। বাড়ির নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর পচাগলা মৃতদেহ। স্বাভাবিকভাবেই যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিধাননগর পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ড উদয়ন পল্লী এলাকার দুটি বাড়ির মধ্যেকার নালা থেকে উদ্ধার হয় ওই সদ্যোজাতের দেহ।

স্থানীয় বাসিন্দা রেনুকা বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাড়ির নালা থেকে দুর্গন্ধ বেরোলে তিনি নর্দমা পরিষ্কার করতে যান। তখনই একটা ছোট লাঠি দিয়ে নর্দমার মধ্যে কী রয়েছে তা দেখতে গিয়ে আঁতকে ওঠেন। ভেসে ওঠে শিশুর পা।। দ্রুত তিনি খবর দেন প্রতিবেশীদের, খবর দেওয়া হয় ক্লাবেও। খবর যায় বাগুইআটি থানায়। পুলিস এসে সদ্যোজাতের দেহ উদ্ধার করে।

শিশুর দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে কোথা থেকে কীভাবে ওই নর্দমার মধ্যে সদ্যোজাতের দেহ এলো? কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানতে পারা যায়নি। গোটা ঘটনার তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে বাগুইহাটি থানার পুলিস।

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুটি কন্যাসন্তান। আর সেখানেই উঠছে প্রশ্ন, ঘন জনবসতি এলাকায় কে বা কারা এই শিশুকে ফেলে দিল নর্দমায়। কন্যাসন্তান বলেই পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে, তার এই পরিণতি? সবার মুখে শোনা যায় অনেক উন্নত আমরা, এটাই কি উন্নতির পরিণতি?

7 months ago


Malda: অপহৃত নাবালিকা, ফিরিয়ে আনতে টাকার দাবি পুলিসের!

দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে অপহৃত অষ্টম শ্রেণির নাবালিকা ছাত্রী (Student)। অপহরণের পর উদ্ধার হলেও নাবালিকাকে ফেরত আনতে যেতে টাকা চাইছে পুলিস। এমনটাই বিস্ফোরক অভিযোগ নাবালিকার পরিবারের। তাহলে রক্ষকই ভক্ষক? উঠেছে এমনই প্রশ্ন। গাজিয়াবাদে নাবালিকাকে উদ্ধার করতে যাওয়ার জন্য ৪০ হাজার টাকা চাইছে স্থানীয় চাঁচল থানার (Chanchal Police Station) অন্তর্গত খরবা ফাঁড়ির পুলিস। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Malda) চাঁচল থানার মল্লিক পাড়া এলাকায়।

পরিবার সূত্রে খবর, গত সাত দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল মালদহের চাঁচল ১ নং ব্লকের মল্লিকপাড়া এলাকার এক নাবালিকা। ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছে এমনটাই অভিযোগ তুলেছিল তার পরিবার। অভিযোগের তীর এক প্রতিবেশী বান্ধবীর বিরুদ্ধে। তারপর বৃহস্পতিবার দিল্লির গাজিয়াবাদ থানা থেকে খবর আসে ওই থানায় রয়েছে নাবালিকা। অপহরণ করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল পাচারের উদ্দেশে। রাস্তায় কোনও এক সহৃদয় ব্যক্তি ওই নাবালিকাকে উদ্ধার করে থানায় দিয়ে আসে।

এই মুহূর্তে ওই থানা থেকে স্থানীয় থানায় যোগাযোগ করে বলা হয়েছে, স্থানীয় থানা উপযুক্ত প্রমাণ সহ গেলে তবেই নাবালিকাকে ছাড়বে পুলিস। ওই নাবালিকার পরিবার খরবা ফাঁড়ির দ্বারস্থ হন। কিন্তু নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিসের নাম করে ওই ফাঁড়ির এক সিভিক নাবালিকার পরিবারের কাছ থেকে গাজিয়াবাদ যাওয়ার জন্য চল্লিশ হাজার টাকা দাবি করেছেন। টাকা না পেলে তারা কোনোভাবে নাবালিকাকে দিল্লি থেকে চাঁচলে আনতে পারবেনানা বলেও জানান। নাবালিকার পরিবারের এই অভিযোগ সামনে আসতে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

মহানন্দা নদীর তীরে সরকারি খাস জায়গায় বসবাস ওই নাবালিকার পরিবার। হতদরিদ্র, দিনমজুর পরিবারের সামর্থ্য নেই সেই টাকা যোগানের। মেয়েকে ফেরানোর চিন্তায় ব্যাকুল মা। পুলিসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

7 months ago
Baharampur: বহরমপুরে কলেজ ছাত্রী খুনে দোষী সাব্যস্ত প্রেমিক সুশান্ত, সাজা ঘোষণা আজই

বিরলের মধ্যে বিরলতম অপরাধ। বহরমপুরে কলেজছাত্রী খুনে দোষী সাব্যস্থ হওয়া সুশান্তের দৃষ্টান্তমূলক সাজা হোক। আদালতে এমনই জানালেন সরকারি পক্ষের আইনজীবী। ফাঁসির আবেদন করা হল। সুশান্তের আইনজীবী আদালতে পাল্টা জানান, তাঁর মক্কেল আবেগের বশে এই কাজ করেছেন। আদালত জানিয়েছেন, বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হবে।

বহরমপুরের কলেজছাত্রী খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। মঙ্গলবার তাঁকে ভারতীয় দন্ডবিধির ৩০২ নম্বর ও ২৮এ আইনে দোষী সাব্যস্ত করে আদালত।

বুধবার সাজা ঘোষণার শুনানি শুরু হয় বিকেল সাড়ে ৪টে থেকে। খুন করার ১৫ মাসের মাথায় সুতপা হত্যা কাণ্ডের শুনানিতে মঙ্গলবার বহরমপুরের ফাস্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক সুশান্তকে দোষী সাব্যস্ত করেন।

7 months ago