
ফের বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এবারে কারণটা একেবারেই আলাদা। নিজের খেলা বা নিজের জন্য কোনও বিতর্কে জড়াননি তিনি। বিতর্কে জড়িয়েছেন নিজের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের (Georgina Rodriguez) জন্য। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, আর যা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সৌদির নিয়ম (Saudi Arabian Law) ভাঙার অভিযোগ উঠেছে জর্জিনার বিরুদ্ধে। তবে কী এমন কাণ্ড ঘটালেন রোনাল্ডোর প্রেমিকা?
সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। আর সেই থেকেই সৌদি আরবেই নিজের প্রেমিকা ও সন্তানদের নিয়ে বসবাস শুরু করেছেন তিনি। তবে সৌদি আরবে থাকতে গেলে কিছু আইন মেনে চলতে হয়। আর সেই আইনগুলোর মধ্যেই একটি আইনের বিরুদ্ধে কাজ করে বসলেন জর্জিনা। বিকিনি পরে ছবি পোস্ট করলেন তিনি। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। সেদেশে নিয়ম রয়েছে, সেদেশের মহিলারা অর্ধনগ্ন পোশাক পরতে পারবেন না। আর সেটাই করে বসলেন রোনাল্ডোর গার্লফ্রেন্ড।
সমাজমাধ্যমে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা গিয়েছে, নীল বিকিনি পরে স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে রয়েছেন জর্জিনা। আর এই ছবিগুলিই বিপাকে ফেলেছে রোনাল্ডো-সহ জর্জিনাকে। ফলে তাঁর বিরুদ্ধে সেদেশের আইন ভাঙার অভিযোগ উঠে আসছে। তবে সৌদি আরব প্রশাসনের তরফে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পরবর্তীতে এই নিয়ে আরও বিতর্কে জড়িয়ে পড়েন কিনা সেটাই এখন দেখার।
রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে তাঁর প্রেমিকা জর্জিনার সম্পর্ক নাকি ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। তাঁদের সম্পর্কে নাকি বিরক্তির মেদ জমেছে। রোনাল্ডো তাঁর প্রাক্তন প্রেমিকা, সুপারমডেল ইরিনার সঙ্গে সম্পর্ক শেষ করে ২০১৬ সাল থেকে জর্জিনার (Georgina Rodriguez) সঙ্গে সম্পর্কে রয়েছেন। দুই সন্তানও রয়েছে তাঁদের। লিভ ইন রিলেশনেই স্বচ্ছন্দ তাঁরা। তবে সম্প্রতি তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, একত্রবাস করলেও নাকি তাঁকে বিয়ে করতে চাইছেন না রোনাল্ডো।
গত বছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসের ফুটবলে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে সৌদি আরবের মধ্য-পশ্চিমে পুরো পরিবার নিয়ে থাকেন রোনাল্ডো। কিন্তু সেই দেশে অবিবাহিত হয়ে একত্রযাপন করা আইন বিরোধী। সেখান থেকেই প্রশ্ন উঠেছিল, তাহলে কী এবার বান্ধবীর সঙ্গে বিয়ে সারবেন রোনাল্ডো?
এই প্রসঙ্গে রোনাল্ডো কোনও মন্তব্য না করলেও পর্তুগিজ মিডিয়ার এক অনুষ্ঠানে বলা হয়েছে রোনাল্ডো 'বিরক্ত' হয়ে গিয়েছে। পর্তুগালে আরও গুঞ্জন, রোনাল্ডো বিয়ে করবেন না বান্ধবী জর্জিনাকে। খুব তাড়াতাড়ি নাকি তাঁরা বিচ্ছেদের পথ বেছে নেবেন। গুঞ্জন নিয়ে মুখ খোলেননি রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা।