Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

ForestDepartment

Timber smuggler: বনদফতর থেকে পলাতক কাঠ পাচারকারী, বাজেয়াপ্ত প্রায় ৭০ লক্ষ টাকা

বনদফতরের হেফাজতে থাকাকালীন পলাতক কাঠ পাচারকারী। এর কারণেই বনদফতরের বিট অফিসার কে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত নির্দেশ করা হল। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া ফুলবাড়ী ক্যানেল রোডের সামনে একটি ক্যান্টার গাড়িকে আটক করে বাগডোগরা বনদফতরের কর্মীরা। ক্যান্টার গাড়ি তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বার্মাটিক কাঠ উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাড়ির চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরেই সেই ক্যান্টারের চালককে আটক করে নিয়ে আসা হয়। 

অভিযুক্ত গাড়ি চালককে বেশ কয়েকবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবদের পরেই জানা যায় বার্মাটিক কাঠগুলি কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বেশ কিছু জায়গায় পাচার করা হত বলে অনুমান কার হচ্ছে। বাজেয়াপ্ত কাঠ গুলোর বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

এর আগেও বহুবার প্রচুর পাচারকারী সহ বার্মাটিক কাঠ উদ্ধার করা হয়। তবে এই পাচারকারীর সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে সেই তদন্তর জন্য বন বিভাগের হেফাজতে রাখা হয় সেই পাচারকারীকে। বনদফতর এর এক বিট অফিসারের হেফাজতে  রাখা হয়। অবশেষে বনদফতরের হেফাজত থেকে পালিয়ে যায় কাঠ পাচারকারী। এরপর বনদফতরের পক্ষ থেকে বাগডোগরা বনদফতরের সেই বিট অফিসারকে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

2 months ago
Durgapur: মাছের জালে ধরা পড়ল বিশাল আকারের অজগর, ঘটনায় চাঞ্চল্য় কাঁকসার তেলিপাড়ায়

মাছের জালে আটকে পড়ল এক বিশাল আকারের অজগর। জালে আটকে পড়তেই ছটফট করছে অজগরটি। রবিবার সকালে কাঁকসার তেলিপাড়া এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে যায়। এরপর খবর দেওয়া হয় পানাগড় বন বিভাগে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা জলাশয়ের সামনে যেতেই নজরে আসে মাছের জালে আটকে ছটফট করছে একটি অজগর। মনে করা হচ্ছে খাবারের সন্ধানে জলাশয়ে নেমে মাছের জালে আটকে গিয়েছে বিশাল আকার অজগর। স্থানীয়রা আরও জানান, সাধারণত বর্ষাকালে জল জমে যাওয়ায় অনেক জায়গায় গর্ত তৈরী হয়, আর সেখানেই খাবারের সন্ধানে মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে অজগর। এর আগে জালে অজগর আটকে পড়ার ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে বনদফতর কর্মীরা পৌঁছে জাল থেকে অজগর সাপটিকে উদ্ধার করে। সুস্থ অবস্থাতেই অজগর সাপটিকে উদ্ধার করা গিয়েছে বলে জানান বনদফতরের কর্মীরা। এরপর সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই অজগর সাপটিকে দেখার জন্য এলাকাবাসীরা ভিড় জমায় সকাল থেকে।

6 months ago
Peacock: চা বাগান থেকে অসুস্থ ময়ূর উদ্ধার, যুবকের বিচক্ষণতায় খুশি বন দফতরের কর্মীরা

আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান থেকে উদ্ধার হয় একটি অসুস্থ ময়ূর (peacock)। বুধবার সকালে ওই অসুস্থ ময়ূরটিকে উদ্ধার করে তাসাটি এলাকার এক যুবক। এরপর খবর দেওয়া হয় বন দফতরে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা রোহিত ওঁরাও  প্রাতঃভ্রমণের উদ্দেশ্য়ে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় চা বাগানে পড়ে থাকতে দেখেন একটি অসুস্থ ময়ূর। তারপর তিনি ওই ময়ূরটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন এবং বন দফতরে খবর দেন। খবর পেয়ে ওই যুবকের বাড়িতে যান বন দফতরের কর্মীরা, তাঁদের হাতে তুলে দেওয়া হয় ওই অসুস্থ ময়ূরটিকে। স্থানীয়দের অনুমান, বাগানের বিষাক্ত কোনও প্রাণী বা পোকামাকড়ের কামড়ে অসুস্থ হয়ে পড়েছে ওই ময়ূরটি। যার ফলে ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলে মাটিতেই লুটিয়ে পড়েছিল ময়ূরটি।

যদিও রোহিত ওঁরাও-এর পদক্ষেপে শুধু বন বিভাগের কর্মীরাই নন, খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারাও৷ সকলে রোহিত ওঁরাও এর এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

7 months ago


Wood: বন দফতরের কর্মীদের অভিযানে উদ্ধার গাড়ি ভর্তি সেগুন কাঠ, গ্রেফতার গাড়ির চালক

বন দফতরের প্রচেষ্ঠায় সেগুন কাঠ পাচারের আগেই গ্রেফতার করা হল গাড়ি সহ গাড়ি চালককে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করেছেন বাগডোগরা বনদফতরের কর্মীরা। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাসের ৩১ তম জাতীয় সড়কে। গাড়ির ভিতরে থাকা বাজেয়াপ্ত সেগুন কাঠের বাজার মূল্য ৫০ লক্ষ টাকার বেশি।

জানা গিয়েছে, অসম থেকে বিহারের উদ্দেশ্যে ছয় চাকা ডাক পার্সেল কন্টেনার গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বাগডোগরা বনদফতরের  কর্মীদের কাছে গোপন সূত্রে খবর এলে তাঁরা গাড়ির পিছু নেন। গাড়িটিকে আটকানোর জন্য জাতীয় সড়কে ব্যারিকেট বানিয়ে ফাঁদ পেতেছিলেন বন দফতরের কর্মীরা। কিন্তু সেই ব্যারিকেট ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয় ওই গাড়িচালক। অবশেষে টোল প্লাজা ব্যারিকেট ভেঙে পালানোর সময় বিধান নগরের পুলিসের মদতে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় ঘোষপুকুর বনদফতরের কর্মীরা। 

এরপর গাড়ির ভিতরে থাকা সেগুন কাঠ সহ গাড়িটিকে আটক করে বাগডোগরা বনদফতরে নিয়ে আসা হয়। পাশাপাশি গাড়ি চালককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। তবে দিনের বেলায় ডার্ক পার্সেলের গাড়িতে করে এইভাবে সেগুন কাঠ পাচারের সঙ্গে স্থানীয় কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছেন ঘোষপুকুর বনদফতরের কর্মীরা।

8 months ago
Snake: গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার একটি বিষধর সাপ, আতঙ্কিত বাড়ির মালিক ও এলাকাবাসী

গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার (Rescue) হল বিষধর সাপ (Snake)। ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামের হীরুলাল শিটের বাড়িতে। বনদফতরের (Forestdepartment) তৎপরতায় উদ্ধার হয় একটি কেউটে সাপ। বিষধর সাপ হওয়ায় সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, বাড়ির মালিক সাপটি দেখা মাত্র মিনাখাঁ বনদফতরে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি বনদফতরের উদ্ধারকারীর দল ঘটনাস্থলে এসে পৌঁছয়। প্রায় ঘণ্টা দুয়েক ধরে মাটি খুঁড়ে অবশেষে বিশাল আকারের একটি কেউটে সাপ বের করে আনেন তারা। এর বিজ্ঞানসম্মত নাম ন‍্যাজা কেওটিয়া। এরপর বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে চলে যান। এদিন সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যায়। আবার সাপটিকে দেখার জন্য ঘটনাস্থলে এলাকার মানুষেরা ভিড় জমান।

11 months ago


Deer: এবার লোকালয়ে হরিণ, উদ্ধার করল বন দফতরের কর্মীরা

লোকালয়ে হরিণ (Deer) উদ্ধার করল বন দফতর (Forest Department)। জানা গিয়েছে, চিলাপাতার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয় ঢুকে পড়েছিল একটি হরিণ। স্থানীয়দের চোখে পড়তেই খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে হরিণটিকে উদ্ধার (Rescue) করল বনদফতরে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। 

জানা গিয়েছে, বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার পাঁচকেলগুড়ি এলাকায় এক নম্বর ব্লক অফিস চত্বরক একটি হরিণকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় মানুষজন। পরবর্তীতে হরিণটি ব্লক অফিসের একটি রুমে প্রবেশ করে। খবর দেওয়া হয় বনদফতরে। ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌছে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।

11 months ago
Bison: ফের গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন, আতঙ্কে এলাকাবাসী

গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন (Bison)। জলপাইগুড়ির (Jalpaiguri) কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকার ঘটনা। সেই বাইসনটিকে দেখে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। 

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বাইসন ঢুকে পড়ে গুদামডাবরি গ্ৰামে। বাইসনটি গুদামডাবরি গ্রামের এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা (Forest Department) পৌঁছন। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, বনকর্মীরা বাইসনটিকে কাবুতে আনার চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে বাইসনটি গ্রামের পাশে এক জঙ্গলে আশ্রয় নিয়েছে। 

এই ঘটনায় স্থানীয় এক ব্যক্তি জানান, সাত সকালে চাষের জমি দেখতে যাওয়ার সময় একটি বাইসনকে জঙ্গল থেকে গ্রামের মধ্যে ঢুকতে দেখেন তিনি। তারপরেই গ্রামের বাকি লোকজনদের এই বিষয়ে সতর্ক করেন তিনি। গ্রামবাসীদের পক্ষ থেকে বন দফতরের খবর দেওয়া হয়। 

12 months ago
Leopard: চা বাগানে খাচাবন্দি লেপার্ড, চিকিৎসার পর ছাড়া হলো বক্সারে

চা বাগানে খাঁচাবন্দী হয় একটি লেপার্ড (Leopard)। আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগান এলাকার ঘটনা। ঘটনাস্থলে নিমতি রেঞ্জের বনকর্মীরা (Forest Department) পৌঁছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়ায় নিয়ে যায়। জানা গিয়েছে, সোমবার খুব ভোরে খাঁচাবন্দী হয় লেপার্ডটি। এদিন সকালে আটিয়াবাড়ি চা বাগানের ১৬ নং সেকশনে বনদফতরের পাতা খাঁচাতেই ধরা পড়ে ওই পূর্ণবয়স্ক লেপার্ডটি। 

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে কাজ করতে গিয়ে বাগানের শ্রমিকরা খাঁচাতে ওই লেপার্ডটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তাঁরা বন দফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান। 

বন দফতর সূত্রে খবর, পশু চিকিৎসক লেপার্ডটিকে পরীক্ষা করে সুস্থ ঘোষণা করেছেন। লেপার্ডটি সুস্থ আছে জেনে বক্সারের গভীর জঙ্গলে তাঁকে ছেড়েও দেওয়া হয়। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই আটিয়াবাড়ি চা বাগানে লেপার্ডের উপদ্রব চলছে। এখনও পর্যন্ত দুজন শ্রমিক লেপার্ডের হানায় জখমও হয়েছে। তাই চা বাগান কর্তৃপক্ষের অনুরোধেই বন দফতর লেপার্ড ধরতে খাঁচা পেতেছিল। এমনকি এই কাজে সফলও হয়েছে বন দফতর।

12 months ago


Tree: বন দফতরের গাছ কাটার নির্দেশের পরই পথে নামলেন বৃক্ষ-প্রেমীরা

তাপমাত্রা ৪০ ডিগ্রি। এই তীব্র গরমে যেন মানুষ হাঁসফাঁস করতে শুরু করেছেন। আর সেই সময় উন্নয়নের নামে গাছ কাটার (Tree Cutting) কাজ চলছে, যা বাধা দিতে এগিয়ে এলেন বৃক্ষ প্রেমীরা। বারাসত (Barasat) ব্যারাকপুর রোডের হেলাবটতলার মোড়ে প্রাথমিক পর্যায়ে তিনটি গাছ কাটার নির্দেশ দিয়েছে বন দফতর (Forest Department)। ব্যারাকপুর রোড চওড়া করে যানজট মুক্ত করার কারণেই মূলত ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে ব্যারাকপুর রোডের সংযোগস্থলে গাছ কাটার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রোড চওড়া করবার জন্য ধীরে ধীরে সমস্ত গাছ কাটা হতে পারে, এই আশঙ্কাতেই পথে নামলেন বৃক্ষ-প্রেমীরা। একটি প্রাচীন কৃষ্ণচূড়া গাছ কেটে দেওয়ার পরই বৃক্ষ প্রেমীরা এই ঘটনা জানতে পারেন। তখনই তাঁরা প্রতিবাদ করেন এবং পথে নামেন।  

এক বৃক্ষপ্রেমী জানান, এর আগেও যশোর রোড চওড়া করার জন্য প্রায় সাড়ে তিন হাজার গাছ কাটার প্রকল্প নিয়েছিল এনএইচ কর্তৃপক্ষ। তবে বৃক্ষ প্রেমীরা যশোর রোডে আন্দোলন করে গাছ কাটা রুখে দেন। সেই ঘটনা এখনও আদালতে বিচারাধীন। তার মধ্যেই আবার উত্তর ২৪ পরগনাতে গাছ কাটা শুরু হওয়াতে স্বাভাবিকভাবেই হতবাক বৃক্ষ প্রেমীরা। তবে আগামী দিনে এরপর যদি আরও গাছ কাটতে আসে তাহলে গাছ-প্রেমীরা সরাসরি এই কাজে বাধা দেবেন, এমনই দাবি গাছ প্রেমীদের।

যদিও এই বিষয়ে বন দফতরের বিডি অফিসার সুজয় হালদার জানিয়েছেন, গাছ কাটার আবেদন করেছিল পি ডব্লিউ ডি। একটা গাছ কেটে পাঁচটা গাছ লাগিয়ে দেওয়া হবে বৃষ্টির সময়। গাছ কাটার জন্য প্রাথমিক পর্যায়ের যা নিয়ম থাকে তা সম্পূর্ণ করার কারণেই বন দফতর গাছ কাটার নির্দেশ দিয়েছে। 

12 months ago
Birbhum: দুবরাজপুরে হনুমানের তাণ্ডবে বন্ধ স্কুল! বাগে আনতে শুটার তলব

হনুমানের(Monekey) কামড়ে আহত ১২-১৩ জন গ্রামবাসী। যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। এমনকি হনুমানের আতঙ্কে বন্ধ প্রাথমিক স্কুল ও শিশু শিক্ষা কেন্দ্র। দুবরাজপুরের পন্ডিতপুর ও হালসোত গ্রামের ঘটনা। হনুমানের হাত থেকে রেহাই পেতে লাঠি হাতে গ্রামে পাহারা গ্রামবাসীদের। এমনকি গ্রামে রয়েছেন বন দফতরকর্মী(Forest Department) ও দুরাজপুর থানার পুলিস(Police)।  

জানা গিয়েছে, গত তিন দিন ধরে হনুমানের আতঙ্কে অতিষ্ট দুবরাজপুরের পন্ডিতপুর ও হালসোত গ্রামের মানুষ। এমনকি হনুমানের কামড়ে আহতও হয়েছেন বেশ কয়েকজন। হনুমানের জ্বালায় হাতে লাঠি নিয়ে ঘরের বাইরে যেতে হচ্ছে গ্রামবাসীদের। তবে গ্রামবাসীদের দাবি, পুলিসের তরফে শুটার আনা হয়েছে কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।  

হনুমানকে খাঁচায় বন্দি করতে দুবরাজপুর বন দফতরের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হনুমানের কামড়ে ১২-১৩ জন আহত। যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দ্রুত হনুমানকে খাঁচাবন্দি করার প্রস্তুতি নিচ্ছে বন দফতর। বর্ধমান রেঞ্জ থেকে আনা হয়েছে শুটারকে।

এই বিষয়ে প্রাথমিক স্কুলের শিক্ষক অরিন্দম চট্টোপাধ্যায় জানান, 'দোল উত্সবের জন্য দু'দিন স্কুল বন্ধ ছিল। তারপরই শুনি হনুমানের এই উত্পাতে জখম হয়েছে বেশকিছু ছাত্র-ছাত্রী। এমনকি সিউড়ি থেকে বর্ধমান হাসপাতালেও রেফার করা হয়েছে। তাই বৃহস্পতিবার গ্রামবাসীরা আমার কাছে অনুরোধ করে যাতে এদিন স্কুলটা বন্ধ রাখা হয়। স্কুলের তরফ থেকে এসআইকে সমস্যাটি জানানো হয়, তিনি এদিনের জন্য স্কুলটি বন্ধ রাখার অনুমতি দেন।'

তবে দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, 'হনুমানের এই তান্ডবের খবর পেয়ে পুলিস অফিসার-সহ বন দফতর কর্মীদের ওই গ্রামে পাঠানো হয়। হনুমানটিকে দ্রুত আয়ত্বে আনার চেষ্টা করছে তাঁরা।' 

one year ago


Nagerbazar: গৃহস্থ বাড়িতে বন দফতরের অভিযান, উদ্ধার মানুষের মাথার ৬টি খুলি

নাগেরবাজারে এক বাড়িতে বন দফতরের তল্লাশি অভিযানে উদ্ধার মানুষের মাথার হাফ ডজন খুলি! এই অভিযানে হরিণের সিং, চামড়া, বাঘের নখ উদ্ধার করে বন দফতর। পুলিস সূত্রে খবর, ছয়টি মাথার খুলি উদ্ধার হয়েছে তল্লাশি অভিযানে। বন দফতর বুধবার তল্লাশি অভিযান চালানোর সময় নাগেরবাজার থানায় খবর দেয়। পুলিস এসে ওই মাথার খুলিগুলি বাজেয়াপ্ত করেছে। কোথা থেকে এই খুলিগুলি পেলেন মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী, তা খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় পলাতক সৌরভ চৌধুরীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। মাথার খুলিগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

স্থানীয়দের দাবি, ওই বাড়িতে তন্ত্র সাধনা চলতো, ধুপ-ধোঁয়ার গন্ধে ভরে থাকতো। প্রচুর মানুষের যাতায়াত ছিল। তবে ভিতরে কী রয়েছে, সেই বিষয়ে তাঁদের জানা ছিল না। মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীর মা অবশ্য গোটা ঘটনার জন্য তাঁর পুত্রবধূ রাখি চৌধুরীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর দাবি, 'এটা আমাদের ৩০-৪০ বছরের পুরনো বংশগত পুজো। সেখানে এসে ভাঙচুর করা হয়েছে। পিঙ্কি শাস্ত্রী ওরফে রাখি চৌধুরী আর তাঁর ধর্মভাইয়ের ইন্ধনে এসব হয়েছে। ও চিঠি লিখেছিল জানি। পিঙ্কিও তন্ত্র সাধনা করতেন। প্রশাসন যা যা বাজেয়াপ্ত করেছে, সবকটি আমার ছেলে আর পুত্রবধূর যৌথ কাজের জিনিস। কোনওটা তারাপীঠ থেকে কেনা, কোনওটা আবার উপহার পাওয়া।'

one year ago
Elephant: শিয়রে মাধ্যমিক, এদিকে হাতির উপদ্রব! গাড়ি চেয়ে প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা

হাতির উপদ্রবে (Elephant Attack) নিত্যদিন প্রাণ হাতে করে যাতায়াত। পাশাপাশি শিয়রে মাধ্যমিক পরীক্ষা। এই আবহে নিরাপত্তা চেয়ে বন দফতরের অফিসে বিক্ষোভ দেখালেন বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার একাধিক গ্রামের মানুষ। হাতির হামলা থেকে বাঁচতে প্রশাসনের কাছে গাড়ির দাবি স্থানীয়দের। গাড়িতে করে স্থানীয়দের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Exam) পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গাড়ির দাবিতে সরব গ্রামবাসীরা।

সেই দাবি মেনে নিয়েছে বন দফতর। হাতি উপদ্রুত এলাকার মানুষদের ও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি বন দফতরের। জানা গিয়েছে, মঙ্গলবার বড়জোড়ার ডাকাইসিনী জঙ্গল এলাকার মানুষ বন দফতরের কর্মী আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি হাতির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত। এমনকি আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু।

ফলে জঙ্গলপথে পরীক্ষার্থীদের প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে। এই অবস্থায় ডাকাইসিনী-কালপাইনি গ্রামের মানুষের দাবিকে মান্যতা দিয়ে ডাকাইসিনী-খাঁড়ারি জঙ্গল পথে গাড়ির ব্যবস্থা বন দফতর করছে বলে ওই এলাকার মানুষ জানিয়েছেন।

বন দফতরের এক কর্তা জানান, 'মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা গাড়িতে করে পরীক্ষা কেন্দ্র অবধি দিয়ে আসবো। আবার ফেরত দিয়ে যাবো। সেভাবেই গ্রামবাসীদের বাসস্ট্যান্ড অবধি দিয়ে আসবো। আবার ওদের বাসস্ট্যান্ড থেকে গ্রামে ফেরত দিয়ে যাবো।'

one year ago
Elephant: ঘুম ভাঙতেই আরামবাগের লোকালয়ে দাঁতাল! ফসলের ক্ষতি, হুলুস্থুল কাণ্ড

সাত সকালেই আরামবাগের লোকালয়ে (Arambagh Hooghly) ঢুকে পড়ল দাঁতাল হাতি। পশ্চিম মেদিনীপুরের দিক থেকে গোঘাট হয়ে আরামবাগে ঢুকে পড়েছে দাঁতাল (Elephant Attack)। এমনটাই প্রসাশনে অনুমান। হাতির হামলায় একজন গুরুতর জখম বলে স্থানীয় সূত্রে খবর। সামনে চলে আসা এক যুবককে লাথি মেরেছে সেই দাঁতাল, এমনটাই অভিযোগ। বর্তমানে আরামবাগের কালীপুরের একটি জঙ্গলে আশ্রয় নিয়েছে দাঁতালটি। তাকে বাগে আনতে ঘটনাস্থলে পুলিস ও বন দফতরের (Forest Department) কর্মীরা। তবে এভাবে হঠাৎ লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত এলাকার মানুষ। সাতসকালেই মাঠে কৃষি জমি দেখতে গিয়ে হাতি দেখতে পান স্থানীয় কৃষকরা। তখনই গ্রামের মানুষদের সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করে প্রশাসন। হাতির পিছনে দৌড়তে বারণ করা হয় স্থানীয়দের।

ব্যাপক ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। তবে খাবারের সন্ধানে  দাঁতাল লোকালয়ে ঢুকেছে বলে অনুমান। পাশাপাশি দাঁতালের সঙ্গে আরও একটি বাচ্চা হাতি রয়েছে বলে অনুমান বন দফতরের। হাতিকে আয়ত্তে আনতে বাঁকুড়া বিষ্ণুপুরের হুলা পাটিকে খবর দেওয়া হয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিস।

বন দফতরের এক কর্তা জানান, 'একটা দাঁতাল দেখা গিয়েছে। তার সঙ্গে বাচ্চা হাতি থাকার সম্ভাবনা। স্থানীয় পুলিস প্রশাসন এবং বন দফতর পরিস্থিতি আয়ত্তে আনতে সজাগ রয়েছে। সবপক্ষকে এক জায়গায় করে আগামি পরিকল্পনা আলোচনা হবে।' এক স্থানীয় জানান, 'ভোর নাগাদ হাতিকে দেখে গ্রামকে সতর্ক করি। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।'

one year ago


Bankura: জঙ্গল লাগোয়া গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল! ভাঙছে ঘরবাড়ি, পিষছে ফসল

বুনো হাতির (Elephant Attack) তাণ্ডব যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে বাঁকুড়ার জঙ্গল লাগোয়া মাদলা ও চিংড়া গ্রামের বাসিন্দাদের। বছরভর গজরাজের তাণ্ডবে রাতের ঘুম উড়ে যায় বাঁকুড়ার জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের। ইতিমধ্যেই বাঁকুড়া (Bankura) জেলাজুড়ে বুনো হাতির তাণ্ডবে বেশ কয়েকজন মানুষের প্রাণ বেঘোরেই চলে গিয়েছে। এই বুনো হাতির তাণ্ডব বাঁকুড়া জেলার মানুষকে যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল থেকে শুরু করে নিজেদের বসতবাড়ি সবকিছুই ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে হাতির তাণ্ডবে। এই মুহূর্তে বাঁকুড়া জেলা জুড়ে ৮৮টি বুনো হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে।


বড়জোড়া, সোনামুখী, বেলিয়াতোড়-সহ বেলবনি বিট এলাকার বেশ কয়েকটি জায়গার জঙ্গলে এলাকার গ্রামগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। এ প্রসঙ্গে এক স্থানীয় জানান, 'রাতের দিকে হাতির পাল এসে ঘরবাড়ি, ফসল সব ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে। আমরা বিহিত চেয়ে বন দফতরে গেলেও কোনও সুরাহা হয়নি। দিন কয়েক আগে গভীর রাতে বাড়ির বাইরে বেড়িয়ে হাতির সামনে পড়ে যাই। ভয় পেয়ে ছাদে উঠে সাহায্যের জন্য চিৎকার করি।' 

জানা গিয়েছে, সন্ধ্যা হলেই গ্রামের ভিতরে ঢুকে পড়ছে হাতির পাল। স্থানীয়দের ঘরবাড়ি-ফসল ক্ষতি করে দিচ্ছে। গত কয়েকদিনে তিন জন হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে। আহত একাধিক। একাধিক এই সমস্যার বিহিত না করা হলে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা।

one year ago
Smuggling: ৫ কেজির দুর্লভ সি-হর্স পাচারের অভিযোগ, নকশালবাড়িতে গ্রেফতার এক

প্রায় কয়েক লক্ষ টাকার দুর্লভ প্রজাতির সি-হর্স বা সিন্ধু ঘটক (Sea Horse Smuggling)) পাচারের আগে ঘোষপুকুর বন দফতরের (Forest Department) কর্মীদের জালে এক পাচারকারী। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নকশালবাড়ি (Naxalbari Darjeeling) থেকে সন্দেহজন একজন ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগের ভিতর থেকে ৫ কেজির বিলুপ্তপ্রায় প্রাণী সি-হর্সের দেহ উদ্ধার হয়েছে।

সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেফতার করে ঘোষপুকুর বন দফতরে নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদ জন্য। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ফৈয়াজ আহমেদ। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের ধুলিগাও গ্রামে। তল্লাশির পর ওই ব্যক্তির কাছ থেকে একাধিক জায়গার রেসিডেন্ট সার্টিফিকেটও পাওয়া গিয়েছে। অনুমান, নকশালবাড়ি হয়ে নেপালে পাচারের ছক ছিল এই সিন্ধু ঘটকগুলোকে। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। 

সম্প্রতি এসএসবি ও বন দফতরের যৌথ উদ্যোগে লক্ষাধিক টাকার মূল্যের হাতির দাঁত উদ্ধার হয়েছিল। ফাঁসিদেওয়া ঘোষপুকুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। বহু মূল্যের এই দাঁত পাচারের অভিযোগে তিন জন গ্রেফতারও হয়েছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাতে খরিবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির জওয়ানরা তিন জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি জওয়ানরা তল্লাশি চালালে বহুমূল্যের দুটি হাতির দাঁত উদ্ধার হয়।

one year ago