Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

Erathquake

Earthquake: দিল্লির পর এবার মধ্য প্রদেশ কাঁপলো ভূমিকম্পে, কত মাত্রা রিখটার স্কেলে

দিল্লির পর এবার ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রদেশ (Madhyapradesh)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভূমিকম্প (Earthquake) আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। এনসিএস অনুসারে, সকাল ১০টা ৩১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ২৮ কিমি দক্ষিণ পূর্বে এই কম্পন অনুভূত হয়।এনসিএস আরও জানিয়েছে যে, রিখটার স্কেলে একটি ভূমিকম্প মণিপুরের মইরাং-এ আঘাত হানে। সেখানে সকাল ৮টা ৫২ মিনিটে মইরাং-এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯।

উল্লেখ্য, গোয়ালিয়রে রয়েছে ভারতীয় সেনার ক্যাম্প। সেখানে কোনওরকম ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। গত মঙ্গলবার রাতে আফগানিস্তান কেঁপে উঠেছিল ভূমিকম্পে। উত্তর ভারতে ছড়িয়ে পড়েছিল কম্পন। দিল্লি, গুরুগ্রাম, নয়ডার পাশাপাশি শ্রীনগরেও কম্পন অনুভূত হয়েছে। কেঁপে উঠেছিল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানাও। আফগানিস্তানের হিন্দুকুশ এলাকা ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। প্রায় দু’মিনিট ধরে কেঁপেছিল রাজধানী। বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন।

one year ago