Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

Eden

Eden Gardens: ইডেন গার্ডেন্স থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ! নেপথ্য়ে কী কারণ

ইডেন গার্ডেন্সের (Eden Garden) ভিতর থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৭ টা নাগাদ ইডেন গার্ডেন্সের সিএবি-এর একজন গ্রাউন্ড স্টাফ যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায়। এর পরই পুলিসকে খবর দেওয়া হলে ইডেনে আসে ময়দান থানার পুলিস। পুলিস এসে দেহ উদ্ধার করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তার তদন্ত করছে পুলিস।

পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক, বয়স ২১ বছর, বাবার নাম গণেশ চন্দ্র বারিক। তাঁরা ওড়িশার ভদ্রকের পলাসির বাসিন্দা। জানা গিয়েছে, ইডেনে মালির কাজ করেন গণেশ চন্দ্র বারিক। সেখান থেকেই তাঁর ছেলে ধনঞ্জয় এসেছিলেন তাঁর কাছে। সেখানে তাঁর কাছেই সিএবি-এর গ্রাউন্ড স্টাফ কোয়ার্টারে থাকছিলেন তিনি। ধনঞ্জয়ের বাবা ও কাকা দু'জনেই ইডেনে মালির কাজ করেন। এদিন সকাল সাড়ে ৭ টা নাগাদ কলকাতার ইডেন গার্ডেন্সের কে ব্লকের উপরের টায়ারে একজনকে ঝুলে থাকতে দেখে ইডেন গার্ডেন্সের কর্তৃপক্ষকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়।

পুলিসের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, এই মৃত যুবক গ্রাউন্ড স্টাফদের চাকরি খুঁজছিলেন। প্রসঙ্গত, গতকাল থেকে যুবক নিখোঁজ ছিল। ময়দান থানায় মিসিং ডায়েরি করা হয়, পুলিস সূত্রের খবর। তারপরেই আজ সকালে এই ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য দেহটিকে স্থানীয় সরকারি হাসপাতালে ইতিমধ্যে পাঠানো হয়েছে।

4 months ago
Horse: ইডেনের বাজি প্রদর্শনীতে মৃত কলকাতা পুলিশের ঘোড়া

ম্যাচ শেষে বাজি প্রদর্শনীর সময় বাজির শব্দে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা মাউন্টেড পুলিশের একটি ঘোড়ার। ইডেনের ক্লাব হাউসের গেটের বাইরে বঙ্গবাসী গ্রাউন্ডে বাইরে ডিউটিরত ছিল ওই ঘোড়াটি। বাজির শব্দে আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়োতে থাকে ঘোড়াটি। তাঁকে নিয়ন্ত্রণে এনে মাউন্টেড পুলিশের অফিসে নিয়ে গেলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ঘোড়াটি। ঘটনায় আহত হয় ২ পুলিশ কর্মী (ঘোড়ার সওয়ারি ও এক কনস্টেবল) ও এক দম্পতি।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সওয়ার নিরঞ্জন প্রসাদ সিং ও কনস্টেবল অনিমেষ চক্রবর্তী। আহত দুই পুলিশ কর্মী কোঠারি হাসপাতালে চিকিৎসাধীন।

পাশাপাশি কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘোড়ার দ্বারা আক্রান্ত দম্পতি বাঁকুড়া থেকে খেলা দেখতে এসেছিলেন গৌরাঙ্গ রক্ষিত ও সঞ্চিতা রক্ষিত। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,  ৫ বছর বয়সী, মৃত ওই মহিলা ঘোড়ার নাম "voice of the reason"। 

5 months ago
India: দক্ষিণ আফ্রিকাকে বড় রানে হারিয়ে লীগ টেবিলের শীর্ষে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনের ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। পয়েন্ট টেবিলে থাকা প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর লড়াই উপভোগ্য হবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু রোহিত শর্মাদের কাছে সেভাবে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা। তাদের ২৪৩ রানে হারিয়ে দিল ভারত। ইডেনে জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলল ভারত। কারণ আরও কোনও দলই তাদের ছুঁতে পারবে না।

বিশ্বকাপে টানা ৮টি ম্যাচ জিতেছে রোহিত ব্রিগেড। ফলে তাদের দখলে ১৬ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার দখলে ১২ পয়েন্ট। ফলে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। এবং ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এখনও দক্ষিণ আফ্রিকার ১টি এবং অস্ট্রেলিয়ার ২টি ম্যাচ বাকি আছে। ওই ম্যাচগুলি জিতলে তাদের পয়েন্ট হবে ১৪ অর্থাৎ কোনওভাবেই তারা ভারতকে ছুঁতে পারবে না।

ইংল্যান্ড ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ রান তোলে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১২৯ রানে অলআউট করে টিম। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কা ম্যাচেও একই চিত্র ছিল। মহম্মদ শামি একাই ৫ উইকেট নিয়েছিলেন। ইডেনে এদিন সেরা পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার। এদিন ইডেনের পিচ নিয়ে খুশি হতে পারেননি রোহিত। জানিয়ে দেন, বিরাট বা শ্রেয়সের মতো ব্যাটসম্যান বলেই খেলতে পেরেছেন। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সেরও প্রশংসা করেন ভারত অধিনায়ক।

5 months ago


Eden: ইডেনে বড় জয় ভারতের, এতে কি লাভ হল পাকিস্তানের!

ইডেনে বিরাট জয় রোহিত ব্রিগেডের। বড় রান রেট নিয়ে এক নম্বরে থেকেই শেষ চারে উঠল টিম ইন্ডিয়া। এই জয়ে কি কোনও ভাবে লাভ হল পাকিস্তানের! শনিবারই নিউজিল্যান্ডকে ডিএলএস পদ্ধতিতে ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের দিকেই নজর রাখতে হবে পাকিস্তানকে।

বিশ্বকাপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে নিউজিল্যান্ড। পাকিস্তান নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান ও নিউজিল্যান্ড, দুই টিমই হারলে, রান রেটের হিসেবে বিচার হবে। যে টিমের রানরেট বেশি থাকবে, তারাই সেমিফাইনালে উঠবে।

আফগানিস্তান ঘাড়ে নিঃশ্বাস ফেললেও তাঁদের পক্ষে আগামী দুই ম্যাচে জয় কঠিন। একটি ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা। তবে ইডেনে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ টিমের লড়াইয়ে পাকিস্তানের কোনও লাভ হয়নি। এই ম্যাচ জয়ের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু আশা করেছিলেন, সেমিফাইনালে উঠবে পাকিস্তান। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করি, ভারত ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ইডেনেই ভারত-পাকিস্তান ম্যাচ হবে।

5 months ago
Virat: শচীনের মাইলফলক স্পর্শ, বিরাটের স্বপ্নপূরণের সাক্ষী রইল ইডেন

একী স্বপ্ন, নাকি মায়া, নাকি বাস্তব ! বিশ্বকাপের মঞ্চ। জন্মদিন। প্রেক্ষাপট ইডেন। তারমধ্যেই রবিবাসরীয় কলকাতা থেকে সচিন গ্রহে নতুন তারার নাম বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের কেরিয়ারের ৪৯তম শতরান করে স্পর্শ করলেন তাঁর হিরো সচিন তেন্ডুলকরের একদিনের ক্রিকেটের মাইলস্টোনকে। ইডেনের ৭২ হাজার দর্শক কিংয়ের ব্যাটে মুগ্ধ। অনলাইনে কোহলির এই বিরাট নজিরের সাক্ষী থাকলেন সাড়ে তিন কোটি মানুষ।

বছর বারো আগের কথা। সচিনের জন্মদিনকে বিশেষ ভাবে উদযাপন করতে মুম্বইয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সেই অনুষ্টানে হাজির ছিলেন বলিউড তারকারাও। সেই মঞ্চে সলমান খানের প্রশ্ন ছিল, সচিন আপনার রেকর্ড কে ভাঙবেন ? তাতে সচিনের উত্তর ছিল, হয় বিরাট না হলে রোহিত। সেদিন এই দুটো নামের উপর সন্দেহ প্রকাশ করেছিলেন সলমান।

কিন্তু রবিবারের ইডেনে কোনও সন্দেহের অবকাশ রইল না। অন্য দিনের তুলনায় ধীর-স্থির মেজাজেই সচিন ফলক ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। নজির হতেই বন্যা বয়েছে শুভেচ্ছার। এবিডি থেকে শন পোলক, সবাই ধারাভাষ্যের মধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে।

রবি শাস্ত্রী তো নিজেকে ধরেই রাখতে পারেননি। জানিয়েছেন, একদিনের ক্রিকেটে সচিনের প্রথম ২০০, বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির ছক্কা, আর কোহলির এই বিরাট নজির, সবতেই তাঁর গলা রয়ে গেল। 

6 months ago


Virat Century: জন্মদিনে ইডেনে ৪৯ তম সেঞ্চুরি বিরাটের

জন্মদিনে ৪৯ তম সেঞ্চুরি বিরাটের। ইডেনে ৩৫ তম জন্মদিনে সেঞ্চুরিটি করেন বিরাট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু ভালো হলেও রোহিত আউট হওয়ার পর, বিরাট ধরে খেলার চেষ্টা করেন। সুযোগ বুঝে বাউন্ডারি,ওভার বাউন্ডারি ও শট রান নিয়ে নিজের শতরান টি পূরণ করেন বিরাট। ৪৯ তম সেঞ্চুরিতে সচিনের রেকর্ড স্পর্শ করল বিরাট। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৯ বলে নিজের সেঞ্চুরিটি পূর্ণ করেন বিরাট। এই সেঞ্চুরিতে রীতিমত উন্মাদনা ছড়িয়ে পরে গোটা বিরাট ও ক্রিকেট প্রেমীদের মধ্যে।

এক দিবসীয় ম্যাচে ৪৬৩ ম্যাচ খেলে শচীন ৪৯ টি সেঞ্চুরি করেন। বিরাট ২৮৮ টি ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেন বিরাট। বিশ্বকাপের গত দুটি ম্যাচে বিরাট সেঞ্চুরি দোরগোড়ায় পৌঁছালেও ৪৯ তম সেঞ্চুরি করতে বিরাটকে অপেক্ষা করতে হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৪ বলে ৮৮ রান করে আউট হয়ে যায়।

6 months ago
Governor: শহর জুড়ে কালোবাজারি, এরই মধ্যে ইডেনের ম্যাচের টিকিট ফেরালেন রাজ্যপাল

তিলোত্তমায় ভরা হেমন্ত তার উপর রবিবার ইডেনে ভারতের বিরুদ্ধে নামবে দক্ষিণ আফ্রিকা। কার্যত উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট খৈয়ের মতো উড়ে গিয়েছে, সঙ্গে চলেছে দেদার কালোবাজারিও। কেউ কেউ খুইয়েছেন কয়েক হাজার টাকা। কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদে সিএবির ৪টি টিকিট ফেরত দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর এমনটাই।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) তাকে ইডেন গার্ডেন্সের এই হাইভোল্টেজ ম্যাচের সাম্মানিক টিকিট দিয়েছিল। সেই টিকিটই ফিরিয়ে দেন রাজ্যপাল। বদলে রাজভবনে 'জনতা স্টেডিয়াম' খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

6 months ago
Eden: ইডেনে টিকিটের কালোবাজারি, এখনও অবধি গ্রেফতার ২১

কলকাতায় বিশ্বকাপের টিকিট কালোবাজারির অভিযোগে এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ময়দান থানায় ডেকে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে সিএবির কর্তা নরেশ ওঝাকে। ছিলেন আর এক আধিকারিক বিশ্বপতি সেন। কলকাতা পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত নয়টি মামলায় ২১ জন গ্রেফতার হয়েছে।

ম্যাচের আগের দিন প্রচুর পরিমাণে টিকিট উদ্ধার হয়েছে বলেও খবর মিলেছে। ম্যাচের জন্য মোট ৬৪ হাজার টিকিট ছাপানো হয়েছিল। এরমধ্যে ১৮ হাজার টিকিট পেয়েছে বুকিংঅ্যাপ। আর এখান থেকে কালোবাজারি হয়েছে বলে অভিযোগ। গোয়েন্দাদের দাবি, বেশি টাকার বিনিময়ে আইডি এবং কিউআর কোড কেনা হয়েছে। এবং তা কিনেছে মুম্বই-সহ ভিন রাজ্যের ব্ল্যাকাররা।

রবিবার বিশ্বকাপের ম্যাচের আগে ইডেনে কিউআর কোড মিলিয়ে দেখা হবে। পুলিশের দাবি,  তাতেই জাল টিকিট ছাপানো হয়েছে কি না, সেই ব‌্যাপারে তথ‌্য মিলতে পারে। 

6 months ago


India: ইডেনে দক্ষিণ আফ্রিকাকে কাত করতে পেস অ্যাটাককে অস্ত্র করতে পারে ভারত

শামি-সিরাজ-বুমরা। এই ত্রিফলাকে সামনে রেখেই আজ, রবিবার বিশ্বকাপে সিংহ শিকারে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম একাদশ খোলসা না করলেও ইডেনের পিচের প্রশংসা ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের গলায়।

তাতে ইঙ্গিত স্পষ্ট কলকাতায় কার্যত অপরিবর্তিত টিম ইন্ডিয়া। সেই কারণেই দ্রাবিড় জানালেন, ভারতীয় পেসারদের দাপট রয়েছে। তাতে ছোট করা যাবে না জাডেজা এবং কুলদীপের অবদান। এমনকী, সূর্য যে তাঁর দলের সম্পদ, সেই ব্যাপারেও অকপট রাহুল দ্রাবিড়। হার্দিক আউট। তাই এই ম্যাচ থেকে রোহিতের ডেপুটি লোকেশ রাহুল। ম্যাচের আগে রাহুলের দাবি, পিচের যা চরিত্র তাতে প্রথমে ব্যাট করলে তিন থেকে সাড়ে তিনশো রান আসতেই পারে। তবে বৃষ্টি বা শিশির কোনওটাই তাঁদের হাতে নেই।

এই বিশ্বকাপে সাতে-সাত হওয়ার রহস্য কী ? তাতে দ্রাবিড়ের উত্তর, তাঁরা কোনও সময় বিশ্বকাপ জিততে হবে এই টার্গেট নিয়ে মাঠে নামছেন না। সবসময় ভাবছেন ম্যাচ কেন্দ্রীক চিন্তা থাকছে। ফলে গুরুত্ব এবং সমীহ দুটোই করছেন দক্ষিণ আফ্রিকাকে। উল্টোদিকে প্রোটিয়াদের চিন্তা ভারতীয় পেস ব্যাটারিকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা ভাবুমার সাফ কথা, ওয়াংখেড়ের গতি যদি ইডেনে চলে, তাতে পিষে যেতে পারেন তাঁরা। বুমরা বা সিরাজ নয়, তাঁদের কাছে ডেঞ্জার ম্যান মহম্মদ শামি। কারণ, তাঁর সিম ও গতি একসঙ্গে কাজ করে। 

6 months ago
Traffic: রবিবার ইডেনে বিশ্ব ক্রিকেটে মহারণ, বন্ধ থাকবে বহু রাস্তা, বিজ্ঞপ্তি কলকাতা পুলিসের

চলছে ক্রিকেটের মহাযজ্ঞ। আজ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের এই ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কার্যত কয়েক কোটি মানুষ। এই ম্যাচের টিকিট খইয়ের মতো উড়ে গিয়েছে। সঙ্গে চলেছে দেদার কালোবাজারি।  বোঝাই যাচ্ছে একেবারে কানায় কানায় পূর্ণ থাকবে স্টেডিয়াম। বিভিন্ন রাজ্য থেকে অনুরাগীরা আসবেন, তাই আগেভাগেই কোমর বেঁধে তৈরি কলকাতা পুলিশ। এর জেরে রবিবার সকাল থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে ইডেন চত্বরে ,কিছু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হবে। বন্ধ থাকবে একাধিক রাস্তা।

কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সকাল ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ থাকবে অকল্যাড রোড , গোষ্ঠপাল সরণীতে যান চলাচল বন্ধ থাকবে। হাইকোর্টগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে এসপ্ল্যানেড ধরে।

দক্ষিণ কলকাতা থেকে আসা যানবাহন ঘোরানো হবে মেয়ো রোড দিয়ে ,ঘুরিয়ে নেতাজি মূর্তি, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগ পাঠানো হবে।

দক্ষিণ কলকাতা থেকে বাইকে কেউ এলে এজেসি বোস রোড, সেন্ট জর্জ গেট, স্ট্র্যান্ড রোড হয়ে বিবাদিবাগ যেতে হবে।  আবার উত্তর কলকাতা থেকে বাইকে এলে বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে যাতায়াত করতে পারেন। এস এন ব্যানার্জি রোড দিয়েও ঘোরানো হতে পারে বাইক। হাওড়ার দিকে যাওয়া বাসগুলি ঘুরবে হেস্টিংস ক্রসিং দিয়ে। 

এছাড়াও বেশ কিছু রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে যারা পথ দেখাতে সাহায্য করবেন, এই একই নিয়ম বহাল রইবে ১১ নভেম্বর পাক বনাম ইংল্যান্ডের ম্যাচের দিনেও।

6 months ago


CAB: টিকিট কালোবাজারি নিয়ে ময়দান থানায় হাজিরা সিএবি কর্তাদের

শিহরে বিশ্বকাপের বড় ম্যাচ। কিন্তু বঙ্গ ক্রিকেটের কর্তারা রয়েছে ময়দান থানাতেই। শুক্রবারের পর শনিবার টিকিট কালোবাজারির অভিযোগ তাঁদের ডেকে পাঠানো হয়েছে। এর আগে ডেকে পাঠানো হয়েছিল অনলাইন বুকিং অ্যাপের কর্তাদের।

অভিযোগ, ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট সরিয়েছেন বিসিসিআই এবং সিএবির কর্তারা। তার ভিত্তিতে শুক্রবার রাত পর্যন্ত ময়দান এবং এন্টালি এই দুই থানা মিলিয়ে মোট সাতটি এফআইআর জমা পড়ছে। অভিযোগ, কর্তাদের মদতেই কালোবাজারিদের হাতে গিয়েছে টিকিট। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

রবিবার ইডেনে বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ। সেই ম্যাচের টিকিট নিয়ে গত কয়েকদিন ধরেই জলঘোলা হয়েছে শহরে। আটক করা হয়েছে বেশ কিছু টিকিটও। দামও উঠছে চড়া। ক্রিকেটপ্রেমীদের একাংশ অনলাইনে টিকিট বিক্রি করার সংস্থার বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।

6 months ago
WC2023: ইডেন ঠিক করে দেবে কে কোথায়?

প্রসূন গুপ্ত: দীপাবলির আগেই আলোকসজ্জায় সেজে রয়েছে ইডেন গার্ডেন। ব্রিটিশ আমল থেকেই এই মাঠ ক্রিকেটারদের বিশেষ পছন্দের। অনেকেই লর্ডস এবং মেলবোর্নের আগে সেরা দর্শকের উপস্থিতি ইডেনেই থাকে বলে দাবি করেছে। তবে এই ইডেন সবার পক্ষে লাকি হয় না। এ মাঠে এক সময়ে জনতার প্রাণের খেলোয়াড় ছিলেন মুস্তাক আলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, চন্দ্রশেখর,আজহারউদ্দিন, ভিভিএস লক্ষণ, হরভজন সিং থেকে আজকের রোহিত শর্মা। এঁরা ইডেনে আসলেই সেরা পারফর্মেন্স বেরিয়ে আসতো। তবে ইডেন পাগলও ছিল সচিন তেন্ডুলকারের জন্য। একবার তাঁকে রানআউট দেওয়ার জন্য খেলাই বন্ধ করে দিয়েছিলো ক্ষিপ্ত দর্শক।

রবিবার সেই ইডেনেই ফের বিশ্বকাপের ম্যাচ। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। এবারের টুর্নামেন্টে সেরা দুই দল। ভারত এখনও পর্যন্ত সব কটি ম্যাচে জিতেছে কিন্তু দক্ষিণ আফ্রিকা হেরেছে একটিতেই, তাও নেদারল্যান্ডের কাছে। কিন্তু ওই ভাবে বিচার করলে চলবে না। বাকি সব ম্যাচে ঝুড়ি ঝুড়ি রান করেছে তারা। এবারে দক্ষিণ আফ্রিকার চেষ্টা থাকবে ভারতকে হারানোর। যদি তারা জিততে পারে এক নম্বর স্থানে চলে যাবে রানরেটে। ভারত নিশ্চই চাইবে তাদের জয়ের ধারা ধরে রাখতে। এ মুহূর্তে ব্যাটিংয়ে টপ ফর্মে রয়েছে রোহিত ও বিরাট কোহলি। নিয়মিত রান পাচ্ছে। রোহিতের প্রিয় মাঠ ইডেন কাজেই ফের একটি বড় ইনিংস খেলার চেষ্টা থাকবে অন্যদিকে কোহলির বিশ্বের কোনও প্রিয় মাঠ নেই। এই মুহূর্তে তিনিই ব্যাটিংয়ে সেরা কাজেই সেই খেলাটি ধরে রাখার চেষ্টা থাকবে। তবে ভারতের প্রধান অস্ত্র বোলিং। ৫ বোলারই দুর্দান্ত খেলছে। শামির নিজের মাঠ নিজের দর্শক কাজেই এই সময়ে বিশ্বের বিস্ময় তিনি এবং তাঁর ইনকাটার ইয়র্কার। মুশকিল একটিই হার্দিক পাণ্ড্য আর এই বিশ্বকাপে মাঠে নামতে পারছেন না। দরকার একজন অতিরিক্ত বলার যা ভারতের বর্তমান জয়ী দলে নেই কাজেই ষষ্ঠ বোলার হিসাবে ভরসা করতে হবে কোহলির উপর।    

মনে রাখতে হবে যে জিতবে সেই দল সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দলের সম্মুখীন হবে। ভারত নিশ্চই অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে চাইবে না। সব শেষে একটি কথা মনে করিয়ে দিতেই হয় \ ২০০৫ এ সৌরভ গাঙ্গুলিকে দল থেকে বাদ দেওয়াতে ক্ষিপ্ত দর্শক সেবার ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করেছিল।

6 months ago
CAB: ইডেনে টিকিটের কালোবাজারি, সিএবি কর্তাকে তলব ময়দান থানার

ইডেনে টিকিট নিয়ে হাহাকার। রবিবার কলকাতায় বিশ্বকাপে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টিকিটের কালোবাজারি নিয়ে ময়দান থানায় সিএবি, বিসিসিআই ও অনলাইন বুকিং অ্যাপ সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে এবার সিএবির কর্তাও বুকিং সংস্থার প্রতিনিধিকে তলব কলকাতা পুলিশের।

সিএবি-এর এক উচ্চপদস্থ কর্তা যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিএবির পক্ষ থেকে জানা গিয়েছে, তাঁরা শুধু ম্যাচ আয়োজন করছে। কিন্তু টিকিট বণ্টনের দায়িত্ব তাঁদের নয়। আইসিসি ও অনলাইন পোর্টাল গোটা ব্যাপারটি আয়োজন করছে।

বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন বিরাট কোহলির জন্মদিন। ওই ম্যাচে আতসবাজি, লেজার লাইটের আয়োজন করেছে সিএবি। বিরাটের মুখোশও বিলি করা হবে। বিরাটের জন্মদিনে কেকও আয়োজন করেছে সিএবি। এরই মধ্যে কালোবাজারির অভিযোগে ময়দান থানায় মামলা দায়ের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। 

6 months ago


Ticket Black: ইডেনে ভারতের ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি, অভিযোগ সিএবির বিরুদ্ধে

৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এটাই ভারতের প্রথম ম্যাচ ইডেনে। তাই টিকিটের চাহিদাও তুঙ্গে। তবে, সম্প্রতি, ওই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। তাও আবার সিএবি কর্তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন এক ক্রীড়াপ্রেমী। তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই ব্যক্তির অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করছে তারা অর্ধেক টিকিট সরিয়ে দিয়েছেন। চলছে টিকিটের কালোবাজারি। এর সঙ্গে বাংলার ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাও যুক্ত বলে অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে সিএবি ও ওই অনলাইন সংস্থাকে চিঠি পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবারই ময়দান থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের।

উল্লেখ্য, সম্প্রতি, কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে ধরা পড়েছে এক ব্যক্তি। ধৃতের নাম অঙ্কিত আগারওয়াল। তার বিরুদ্ধে অভিযোগ আড়াই হাজার টাকা দামের টিকিট ১১ হাজার টাকায় বিক্রি করার। ২০টি টিকিটও উদ্ধার করা হয়েছে তাঁর থেকে। এর আগে উত্তরপ্রদেশের একনা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।

6 months ago
Pakistan: ইডেনে নামার আগে বড় দুঃসংবাদ পাক দলের, ইস্তফা দিলেন বড় তারকা

মঙ্গলবার বিশ্বকাপের মাঠে জানকবুল লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। তার আগেই পাক দলের বড় ধাক্কা। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, তার মাত্র কয়েক ঘণ্টা আগেই পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্য নির্বাচক ইনজামাম উল হক।

সূত্রের খবর, ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’নামের এক কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন ইনজামাম। সেই কোম্পানির মালিক পাক ক্রিকেট বোর্ডের এজেন্ট। তালহা রেহমানির হাত ধরেই পাক বোর্ডের হয়ে খেলছেন বাবর আজম,  শাহিন আফ্রিদিরা। প্রশ্ন উঠছিল,  ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির। এই বিতর্কের মাঝেই ইস্তফা দিলেন ইনজামাম উল হক।

6 months ago