Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

EPL

SSKM: হাত প্রতিস্থাপনে নজির গড়ল বাংলার এসএসকেএম

এক অস্ত্রোপচারে শনিবার এক অসম্ভবকে সম্ভব করে দেখাল কলকাতার এসএসকেএম হাসপাতাল। পূর্বাঞ্চলে এই প্রথম হাত প্রতিস্থাপন করল শহরের সব থেকে বড় এই সরকারি হাসপাতাল। মারা যাওয়ার পর নিজের দুটি হাত দিয়ে গিয়েছিলেন হাওড়া উলুবেড়িয়ার তেতাল্লিশ বছরের এক যুবক। তাঁর স্ত্রীর সম্মতির ভিত্তিতেই কলকাতার এই হাসপাতাল সাতাশ বছরের এক যুবকের শরীরে সেই হাত প্রতিস্থাপন করেছে। প্রায় দিনভর চলা অস্ত্রোপচারে এই কাজ সম্ভব হয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, এর আগে কলকাতার বিভিন্ন হাসপাতালে শরীরের বিভিন্ন অঙ্গের প্রতিস্থাপনের নজির রয়েছে। কিন্তু হাত প্রতিস্থাপন এই প্রথম। চিকিৎসকদের দাবি, প্রতিস্থাপন হওয়ার অর্থ এটা নয় যে ১০০ শতাংশ ঠিক হবে। তার জন্য রোগীকে বেশি করে নজরে রাখতে হবে।

তবে সবার মতে কুর্নিশ হাওড়ার ওই যুবকের স্ত্রীকে। যিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে তাঁর স্বামীর হাত সাতাশ বছরের যুবকের দেহে প্রতিস্থাপনের অনুমতি দিয়েছেন। এসএসকেএমের চিকিৎসকদের দাবি, তাঁর অনুমতি ছাড়া এই অসম্ভব কোনও ভাবেই সম্ভব হত না।

9 months ago
EPL: ফের ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

ফের ইপিএল (EPL) চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এবার জয়ে হ্যাটট্রিক তাঁদের। নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ ব্যবধানে আর্সেনাল (Arsenal) হারতেই নিশ্চিত হয়ে যায় এবারের চ্যাম্পিয়নের নাম। চেলসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেই চ্যাম্পিয়নের শিরোপা উঠল সিটির মাথায়। এই নিয়ে ছ’মরসুমের মধ্যে পাঁচ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল সিটি।

ইপিএলের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ম্যান সিটির সঙ্গে পয়েন্টের পার্থক্য ৪। আর্সেনাল জিতলে ম্যান সিটিকে অপেক্ষা করতে হত। কিন্তু, পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে অবিশ্বাস্য হারের পর আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মুহূর্তে ভেঙে যায়।

11 months ago
Gaighata: সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মদ্যপদের তাণ্ডব, বিএসএফ কর্মীকে মারধর

BSF কর্মীকে মারধরের অভিযোগ উঠল এক যুবক ও তাঁর বন্ধুর বিরুদ্ধে। আক্রান্ত বিএসএফ (BSF Officer) কর্মীর নাম উত্তম দাস। তিনি গাইঘাটা থানার (Gaighata PS) বায়সার বাসিন্দা। অভিযুক্ত ওই যুবকের নাম সৌরভ মণ্ডল। বুধবার সন্ধ্যায় উত্তম তাঁর সন্তানকে ডাক্তার দেখিয়ে ঠাকুরনগর থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বড়া চৌমাথা এলাকায় তিন-চার জন মদ্যপ যুবক (Drunken) উত্তমের গাড়ি থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। 

অভিযোগ, উত্তম গালিগালাজের কারণ জানতে চাইলে তাঁর উপর চড়াও হয় অভিযুক্তরা। এমনকি তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। তাঁর মাথায় এবং গলায় চোট লেগেছে। গোটা বিষয়টি তিনি গাইঘাটা থানায় জানিয়েছেন। পুলিস সূত্রে খবর, ঘটনাস্থলে পুলিস গেলে পুলিসের উপরও চড়াও হয় অভিযুক্তরা। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার বিশাল পুলিসবাহিনী। যদিও অভিযুক্তরা পলাতক। পুলিস এখনও তাদের খোঁজ চালাচ্ছে।

one year ago


Ambani: ছেলে আকাশের পছন্দের ইপিএল ক্লাব কিনতে আগ্রহ প্রকাশ আম্বানির

লিভারপুলের (Liverpool) পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) প্রথমসারির দল আর্সেনাল কিনতে আগ্রহ দেখালেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুকেশের ছেলে আকাশ আম্বানি আর্সেনাল ক্লাবের ভক্ত। ছেলের ইচ্ছাতেই লন্ডনের এই ক্লাব কিনতে উদ্যোগী বিশ্বের অন্যতম ধনী এই শিল্পপতি। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য মিরর’ জানিয়েছিল, লিভারপুল কেনার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি ম্যাচে ভিআইপি গ্যালারিতে দেখা যায় স্ত্রী নীতা আম্বানী এবং ছেলেকে থাকতে দেখা যায়। অন্যদিকে, আইএসএল-র পরিচালন সংস্থার মালিক আম্বানীর সংস্থা।

জানা গিয়েছে, লিভারপুলের মালিক মার্কিন সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ বা এফএসজি। তারা ক্লাব বিক্রির চেষ্টা চালাচ্ছে। আকর্ষণীয় প্রস্তাব দিয়ে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে। সেই প্রস্তাবের নাকি সাড়া দিয়েছেন মুকেশ আম্বানি। ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার ১১৯ কোটি টাকায় লিভারপুলকে বিক্রি করতে পারে এফএসজি। শেয়ার নয়, সরাসরি ক্লাব বিক্রি করার আগ্রহ দেখিয়েছে বর্তমান সংস্থা।

one year ago