Breaking News
Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

Director

Mahua Moitra: নির্বাচনী প্রচারে ব্যস্ত! ইডির তলবে সাড়া দিয়ে দিল্লে যাচ্ছেন না মহুয়া মৈত্র

ইডির হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারে মহুয়া মৈত্র। 'বিদেশ মুদ্রা লেনদেন' সংক্রান্ত মামলায় আজ বৃহস্পতিবার তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল ১১ টার মধ্যে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই তলবে সাড়া দিলেন না কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী। বরং নিজের কেন্দ্রেই প্রচারে ব্যস্ত থাকবেন বলে তদন্তকারী সংস্থাকে স্পষ্ট জানিয়েছেন তিনি। অন্যদিকে এদিন শিল্পপতি দর্শন হিরানন্দান্দিকেও তলব করেছে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যাবে, তার ভিত্তিতেই মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি, এমনটাই সূত্র মারফর খবর।

গত কয়েকদিন আগেই কৃষ্ণনগরের বহিস্কৃত সাংসদ মহুয়া মৈত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। দিল্লির বিশেষ টিম কলকাতায় নেত্রীর বাবার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি চালান। তল্লাশি চলে কৃষ্ণনগরের একাধিক ঠিকানায়। এমনকি নির্বাচনী কার্যালয়ে ঢুকেও দীর্ঘ তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় এই তল্লাশি অভিযান চলে। যদিও দীর্ঘ র্তল্লাশি অভিযানে খালি হাতে ফিরতে হয় তদন্তকারী সংস্থাকে।

এরপরেই 'বিদেশ মুদ্রা লেনদেন' সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৪৮ ঘণ্টার নোটিশে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়। যদিও ইডির ডাকে সাড়া দিয়ে তদন্তের মুখোমুখি তৃণমূল নেত্রী হবেন কিনা তা নিয়ে ছিল একাধিক প্রশ্ন। এর আগেও এই মামলায় তাঁকে নোটিশ দেয় ইডি। কিন্তু তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হননি। এই নিয়ে তৃতীয়বারের মতো ইডির হাজিরা এড়ালেন মহুয়া। ভোট প্রচারে ব্যস্ত থাকবেন বলে তদন্তকারী সংস্থাকে তিনি জানিয়েছেন বলে সূত্রের খবর।

yesterday
Sheikh Shahjahan: সন্দেশখালি ঘটনার ১৯ দিন পর ফের শাহজাহানের ডেরায় ইডি, বাড়ির তালা ভেঙে চলছে তল্লাশি

আজ অর্থাৎ বুধবার সন্দেশখালির ঘটনার ১৯ দিন পর এখনও 'নিখোঁজ' শেখ শাহজাহান। গত ৫ জানুয়ারির ঘটনার পর আজ সকাল সকাল ফের শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ফের সুপার অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। তবে এ দিনের দৃশ্যটা ৫ জানুয়ারির থেকে একেবারেই আলাদা। এদিন সরবেড়িয়া গ্রাম যেন পরিণত হয়েছে রণক্ষেত্রে। এলাকাজুড়ে রয়েছে রাজ্য পুলিস এবং সিআরপিএফ। আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরোপুরি তৈরি হয়ে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে।

রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে এসেছেন ইডি আধিকারিকরা। ৫ জানুয়ারি যে তল্লাশি করতে তাঁরা এসেছিলেন, সেই কাজই করতে না পারায় এদিন ফের শেখ শাহজাহানের ডেরায় হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে, বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে ৮ জন ইডি আধিকারিক আসেন। ইডির তরফ থেকে পুরো তল্লাশি ভিডিওগ্রাফি করা হচ্ছে। আলাদা করে ভিডিওগ্রাফার নিয়ে আসা হয়েছে। মোতায়ন রয়েছে ন্যাজাট থানার পুলিস আধিকারিকরা এবং বসিরহাট থানার পুলিস আধিকারিকরা। তেরো জনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে তল্লাশির স্বার্থে। যেখানে আটজন ইডি আধিকারিক সহ দুজন লোকাল উইটনেস এবং প্রশাসনিক কর্তারা রয়েছেন। প্রশাসনিক কর্তাদের বডিক্যাম রয়েছে। মূল বাড়িতে যেরকম তল্লাশি চলছে পাশাপাশি অন্যান্য আত্মীয়দের বাড়িতেও চাবির খোঁজে যান তদন্তকারী আধিকারিকরা। চাবি খুঁজে না পাওয়ায় দিয়ে লোক দিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চলছে। জানা গিয়েছে, ইডির তরফে শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙতে ২ জনকে আনা হয়েছে।

অনুমান করা হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে শাহজাহানের গুপ্তধন। দুর্নীতির কোটি কোটি টাকা রয়েছে তার কাছে। আর সেই সূত্র ধরেই ফের সন্দেশখালিতে ইডির এই তল্লাশি অভিযান। এখনও অবধি হদিস নেই বিপুল সম্পদ এর। কোথায় গেলো শাহজাহান বিপুল বেআইনি অর্থ? সূত্র অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার একাধিক স্থানে গোপনে টাকা সরানো হয়েছে। সরানো হয়েছে অস্ত্র ও। ইডির হাতে একাধিক নেতা, বিধায়ক এর নাম উঠে এসেছে এই সূত্রে। ফলে এদিন ইডির তল্লাশি অভিযানের পর কী কী তথ্য হাতে উঠে আসে, তাই এখন দেখার।

2 months ago
ED: আক্রান্ত অফিসারদের বিরুদ্ধেই এফআইআর! সন্দেশখালিকাণ্ডে এবারে হাইকোর্টের দ্বারস্থ ইডি

সন্দেশখালিতে ইডির তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের কাছে আবেদন করেছিলেন তাঁরা।মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন বিচারপতি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই শুনানি বলে জানা গিয়েছে।

ইডির অভিযোগ, 'রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। উল্টে আমাদের অফিসারদের বিরুদ্ধে পুলিস এফআইআর করেছে বলে আমরা শুনতে পাচ্ছি। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। কিন্তু সেখানেও এমন কোনও এফআইআৎ কপি যায়নি। ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উল্টে পুলিস প্রতিদিন আমাদের অফিসে খোঁজ করছে, কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিল। আমাদের আশঙ্কা, তাঁদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে হেনস্থার জন্য।' ইডি আরও জানিয়েছে, সন্দেশখালিতে ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিসের এফআইআর-এর কপি দিচ্ছে না পুলিস। তাই আদালতের দারস্থ হয়েছে ইডি।

3 months ago


ED: সন্দেশখালি নিয়ে ফের রিপোর্ট তলব রাজ্যপালের, বৈঠক শেষে কী বার্তা দিলেন ইডি ডিরেক্টর

রেশন বণ্টন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তদন্ত করতে গিয়ে ইডি অফিসারদের হামলার শিকার হতে হয়। বনগাঁতে ইডি আধিকারিকরা জখম না হলেও সেখানে তাদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। আর রাজ্যে এসব ঘটনার পরই সোমবার মধ্যরাতে কলকাতায় আসেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয়েছে তাঁর। আর সেই বৈঠকের পরই এবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিসের ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল বোস। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। রাজভবন সূত্রে খবর, রাজ্যের কাছ থেকে রেশন দুর্নীতি মামলার বিস্তারিত রিপোর্ট নিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে আসতে বলেছেন রাজ্যপাল। এছাড়াও পরবর্তীতে অভিযানে গেলে কী কী করতে হবে, তা আধিকারিকদের বুঝিয়ে দিয়েছেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন।

সন্দেশখালি ঘটনার থেকে শিক্ষা নিয়ে আরও সতর্কতার সঙ্গে তৎপর হওয়ার নির্দেশ ইডি ডিরেক্টরের। সমস্ত দুর্নীতির তদন্ত গতি বাড়ানোর নির্দেশ দিলেন তিনি। গতকাল সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন ডিরেক্টর রাহুল নবীন। ইডি অফিসার ছাড়াও, মঙ্গলবার সিআরপিএফ, সিআইএসএফ আধিকারিকদের কাছে এই হামলা প্রসঙ্গে কী খবর রয়েছে, তাও জানতে চান ইডি ডিরেক্টর। এই ধরনের ঘটনার মোকাবিলা করার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, সেই বিষয়ে এনআইএ আধিকারিক ইনকাম ট্যাক্স আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেছেন ইডি ডিরেক্টর।

সন্দেশকালীর ঘটনায় শাহজাহানকে নিয়ে রাজ্য পুলিসের ভূমিকা অসন্তোষ প্রকাশ ইডি-এর। রাজ্য পুলিসের ডিজির কড়া বার্তার পরও যে ধারায় শাহজাহানের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে রাজ্য পুলিস, তাতে শাহজাহানকে আটকে রাখা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইডি অভ্যন্তরে। এত বড় ঘটনার পরে ও শাহজাহানের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করায় পুলিসের ভূমিকা প্রশ্নের মুখে। এই অবস্থায় গত শুক্রবারের ঘটনায় শাহজাহান শেখের বিরুদ্ধে পুলিস কঠোরও কোন ব্যবস্থা নিতে চাইছে না বলেই মনে করছে ইডি। তাই এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

এছাড়াও রাজ্যপাল সিভি আনন্দ বোস ইডি কর্তার সঙ্গে বৈঠকের পর ফের ডিজি ও মুখ্য সচিব, ও স্বরাষ্ট্রসচিবকে তলব করেছেন। রাজভবন সূত্রের খবর, গত সপ্তাহে সন্দেশখালি কাণ্ডের দিনই ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে তলব করেন রাজ্যপাল। সে সঙ্গেই গোটা ঘটনায় একটি রিপোর্টও চেয়ে পাঠান। এবার ইডির ডিরেক্টর রাহুল নবীনের সঙ্গে বৈঠকের পর কার্যত অ্যাকশন রাজ্যপালের। রাজভবনে সূত্রের খবর, দ্রুত তাঁদেরকে দেখা করতে বলা হয়েছে রাজ ভবনের তরফে। অন্যদিকে মঙ্গলবারই রাজ্যের কাছে সন্দেশখালি ঘটনা নিয়ে রিপোর্ট করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। এই বিষয়ে আজ নবান্ন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

3 months ago
ED: সন্দেশখালি-বনগাঁকাণ্ডের পর শহরে ইডির প্রধান ডিরেক্টর, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে আজই বৈঠক

সন্দেশখালি, বনগাঁকাণ্ডের পর এবারে কলকাতায় এলেন ইডির প্রধান ডিরেক্টর রাহুল নবীন। সন্দেশখালির ঘটনা নিয়ে আজই বৈঠকে বসতে চলেছেন ইডির আধিকারিকরা। ফলে গতকাল অর্থাৎ সোমবার রাতেই ইডির প্রধান ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসেছেন এই বিশেষ বৈঠকের জন্য। সকাল থেকেই ইডির সদর দফতরে আসতে শুরু করেছেন আধিকারিকেরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ইডি ডিরেক্টর সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন। এই বৈঠকে যোগ দিতে সিজিও কমপ্লেক্সে এসেছেন ইনকাম ট্যাক্স-এর এক শীর্ষ আধিকারিক ও সিআইএসঅফ-এর আইজি।

রেশন বণ্টন দুর্নীতির তদন্ত করতে এসে সন্দেশখালিতে হেনস্থার শিকার হতে হয় ইডি আধিকারিকদের। সেই বিষয়ে বিশদ জানিয়ে মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীনের হাতে একটি রিপোর্ট তুলে দেবেন তদন্তকারী আধিকারিকরা। এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। ইডির প্ৰধান ডিরেক্টর রাহুল নবীনের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। বৈঠকে দিল্লির উচ্চ পদস্থ আধিকারিকরা থাকবেন। ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, জয়েন ডিরেক্টররাও থাকবেন এই বৈঠকে। আবার কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত অফিসার সহ রেশন বন্টন দুর্নীতির ইনভেস্টিগেশন অফিসারও উপস্থিত থাকবেন। আবার সিআরপিএফ-এর আধিকারিকদের সঙ্গেও বৈঠক হবে ইডির প্রধান ডিরেক্টরের।

সন্দেশখালি ঘটনার চারদিন অতিক্রান্ত হয়ে গেলেও কেন এখনও তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেফতার নয়? কোথায় গাফিলতি পুলিসের? কতটা তৎপর এবং সচেতন হয়ে কাজ করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে, এই বিষয়েই আজ বৈঠক হবে। এখন এটাই দেখার যে, ইডি আধিকারিকদের সঙ্গে ইডি ডিরেক্টরের বৈঠকের পর সন্দেশখালি কাণ্ড কোনদিকে মোড় নেয়।

3 months ago


Jyotipriya Mallick: হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন বালু? হস্তাক্ষর মিলিয়ে দেখবে ইডি

নিয়োগ দুর্নীতিতে এতদিন 'কালীঘাটের কাকু'র কন্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ইডি। এবারে রেশন বণ্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তাক্ষর নেওয়ার জন্য তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শনিবার ইডি দাবি করেছে, জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর মধ্যে চিঠির মাধ্যমে কথাবার্তা হয়েছে। ফলে সেই চিঠি প্রাক্তন খাদ্যমন্ত্রীর লেখা কিনা তা খতিয়ে দেখতেই তাঁর হস্তাক্ষর মিলিয়ে দেখা হবে।

ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে থাকাকালীন মেয়েকে চিঠি পাঠান। কিন্তু সেই চিঠি ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। হাসপাতালে জ্যোতিপ্রিয়ের নিরাপত্তায় বহাল ছিলেন সিআরপিএফ জওয়ানেরা। তাঁদের মাধ্যমেই ইডির হাতে চিঠিটি এসেছে বলে দাবি। ইডি আরও দাবি করেছে, ওই চিঠিতে 'বিস্ফোরক' তথ্য রয়েছে। আর সেখানেই লেখা ছিল শঙ্কর আঢ্যের নামও। হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন মন্ত্রী? বিদেশে টাকা পাচারের পরিকল্পনাও দিয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই বালুর হস্তাক্ষর মিলিয়ে দেখতে চাইছে ইডি। তাই হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। খুব শীঘ্রই তাঁর হস্তাক্ষরের সঙ্গে চিঠিতে লেখা হস্তাক্ষর  মিলিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে খবর।

3 months ago
Sheikh Shahjahan: বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল 'সন্দেশখালির বাঘ' শেখ শাহজাহান! এখন কোথায়?

শুক্রবার সন্দেশখালির ঘটনার পর সরবেড়িয়া এলাকা পুরো থমথমে। খোঁজ নেই বাহুবলী তৃণমূল নেতার। বাড়িতে ঝুলছে তালা। বেপাত্তা বেতাজ বাদশা শাহজাহান। সূত্র মারফত জানা গিয়েছে, রাতে বাংলাদেশ পালানোর চেষ্টাও করেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তবে জানা গিয়েছে, তার ফোন ট্র্যাক করতেই লোকেশন বাড়ির ভেতর দেখাচ্ছে। ফলে অনুমান করা হয়েছে, বাড়িতেই রয়েছেন তিনি। তাই এবার লুক আউট নোটিশ জারি করা হয়েছে, যাতে কোনওরকম ভাবে বর্ডার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন।

সন্দেশখালিতে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন বণ্টন দুর্নীতির তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। এর পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিবেশ। কিন্তু এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা। শাহজাহানও নিখোঁজ। এরপরই আজ অর্থাৎ শনিবার ইডি বিএসএফ-এর কাছে লুক আউট নোটিশ জারি করেছে। সেন্ট্রাল আইবিকেও নোটিশ দেওয়া হয়েছে। কারণ জানা গিয়েছে, গতকাল বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শাহজাহান, কিন্তু ব্যর্থ হয়। বাংলাদেশে নির্বাচন থাকার কারণে বর্ডার সিল থাকার জন্য বাংলাদেশ যেতে পারেনি। তাই ফের তিনি সন্দেশখালিতে ফিরে আসেন এবং একাধিক আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন বলে সূত্রের খবর। এছাড়া জানা গিয়েছে, খুব শীঘ্রই তিনি আত্মসমর্পণ করতে পারেন। উল্লেখ্য, বাংলাদেশে আত্মীয় পরিজনদের নামে চারটি চালকল কসাইখানা আত্মীয় পরিজনদের নামে একাধিক সম্পত্তি রয়েছে।

এদিকে শাহজাহানের অনুগামীরা আজও জানিয়েছে, 'এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। তিনি পালিয়ে যাওয়ার মানুষ নন। এলাকার মানুষের কাছে তিনি একজন ভগবান। তিনি সন্দেশখালির বাঘ। তিনি যেখানেই থাকবেন সেটাই তাঁর এলাকা। উনি খুব বিচক্ষণ মানুষ। ঠিক সময় সামনে আসবেন।'

3 months ago
Governor: 'তদন্তকারী আধিকারিকরা ব্রেভ হার্ট', আক্রান্ত ইডি অফিসারদের হাসপাতালে দেখতে এসে বললেন রাজ্যপাল বোস

শুক্রবার সন্দেশখালিতে যে ঘটনা ঘটে, তা নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। রেশন বণ্টন দুর্নীতির মামলায় শাসকদলের নেতা তথা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতেই গ্রামবাসীরা ইডি আধিকারিকদের ওপর চড়াও হয়। তিনজন আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। ফলে তাঁদের সঙ্গে সঙ্গে সল্টলেকের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবারে সেখানেই দেখা করতে এলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জানা গিয়েছে, রাজকুমার রাম নামে এক ইডি আধিকারিক গুরুতরভাবে জখম হয়েছেন।  ফলে আরও কয়েক দিন সল্টলেকের হাসপাতালে রাখা হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে। তাঁকে এখন এইচডিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখতে চান তাঁকে। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। শুক্রবার সন্দেশখালিতে অভিযানে গিয়ে সব থেকে বেশি আঘাত লেগেছে রাজকুমারের। আক্রান্ত বাকি দুই ইডি আধিকারিকও ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে তাঁদের দেখতেই এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এর পর হাসপাতাল থেকে বেরিয়েই এদিনের ঘটনায় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল বোস। তিনি এদিন সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, 'এটা আমাদের প্রত্যেকের জন্য লজ্জার। যা হয়েছে, তাতে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে। বাংলা আক্রান্ত হয়েছে। গণতন্ত্র আক্রান্ত হয়েছে। কোনও মূল্যেই এটিকে বরদাস্ত করা যায় না। এই পচন আমরা থামাবই। দেশের সংবিধান আছে। আইন ব্যবস্থা আছে। এই ধরনের ঘটনা যাতে বাংলায় না চলে, তা নিশ্চিত করতে আমরা সবরকম পদক্ষেপ করব।' এর পর তদন্তকারী আধিকারিকদের 'ব্রেভ হার্ট' বলে উল্লেখ করে বলেন, 'তাঁরা আইন-শৃঙ্খলার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। আমরা তাঁদের কাছে ঋণী। বাংলার মানুষকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, তাঁরা যে ত্যাগ করছেন, তা মনে থাকবে।'

3 months ago


Sandeshkhali: বালু ঘনিষ্ঠ শাহজাহানের বাড়িতে হানা দিতেই রক্ত ঝরল ইডি আধিকারিকদের! রিপোর্ট যাবে ইডির দিল্লি দফতরে

এ যেন একেবারে সিনেমার দৃশ্য! 'রেইড' সিনেমা তো নিশ্চয় দেখেছেন আপনারা! এবারে বাংলাতেও দেখা গেল একই ঘটনা। শাসকদলের নেতার বাড়িতে হানা দিতেই ঝাপিয়ে পড়ল স্থানীয়রা। বাঁশ, লাঠি, লোহার রড, হাতের সামনে যা পেয়েছে তা নিয়েই ইডি আধিকারিকদের ওপর হামলা করার অভিযোগ উঠছে। তিন ইডি আধিকারিকদের বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। বাদ গেলেন না সিআরপিএফের জওয়ানরাও। মার খেতে হল তাঁদেরও। এছাড়া সাংবাদিকদের ওপরেও চড়াও হওয়া, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। জানা গিয়েছে, জখম তিন ইডি আধিকারিক অঙ্কুর গুপ্তা, রাজকুমার রাম এবং সোমনাথ দত্তকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে। রাজকুমারের আঘাত সব থেকে গুরুতর। তাঁর শরীরে সাতটি সেলাই পড়েছে এবং সোমনাথ দত্ত-এর ৪ টি সেলাই পড়েছে। সিটি স্ক্যান করা হচ্ছে তিন জনের। বর্তমানে সন্দেশখালি ঘিরে রেখেছে রাজ্য পুলিস।

নতুন বছরের শুরুতেই পুরো সুপার অ্যাকশন মুডে ইডি আধিকারিকরা। শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের সাঁড়াশি অভিযানে নেমেছেন তাঁরা। কিন্তু উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বালু ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতেই তুলকালাম কাণ্ড। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দিতেই বাড়ির সামনে তাঁর অনুগামীদের বিক্ষোভ। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, ইডি আধিকারিকদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদেরও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। জনগণের প্রতিক্রিয়া দেখে ইডি আধিকারিকেরা ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। তবে এর পরেও থামেনি বিক্ষুব্ধ জনতা। টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করার অভিযোগও উঠেছে তৃণমূলের কয়েক জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিসকে বিষয়টি জানানো হয়েছে। থানায় এফআইআর করার প্রস্তুতি নিচ্ছে ইডি। আদালতেও জানানো হবে আজকের গোটা বিষয়। এছাড়াও সন্দেশখালির এই ঘটনার বিষয়ে কলকাতা অফিস থেকে ইডির দিল্লি হেড কোয়ার্টারকে জানানো হয়েছে। ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে আজকের রিপোর্টে।

3 months ago
Arvind Kejriwal: তিন তিনবার! ফের ইডির তলব এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল

ফের ইডির তলব এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে তৃতীয়বার ইডির নোটিশ এড়ালেন কেজরিওয়াল। ফলে আশঙ্কা বাড়ছে, লোকসভার নির্বাচনর আগেই কি গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আজ অর্থাৎ বুধবারও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিনও তিনি তলব এড়িয়ে ইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন, ইডির সঙ্গে সহযোগিতা করা সম্পূর্ণ ইচ্ছা রয়েছে তাঁর। কিন্তু এই নোটিশ 'বেআইনি' এবং 'অবৈধ'।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এরপর এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে ইডি। এর আগে ১২ নভেম্বর ও ২১ ডিসেম্বর তলব করা হয়েছিল। আজও তাঁর ইডির দফতরে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু এদিন ইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর ইডির সঙ্গে সহযোগিতা করার সম্পূর্ণ ইচ্ছা আছে। কিন্তু যে নোটিশটি তাঁকে পাঠানো হয়েছে সেটি বেআইনি এবং অবৈধ। তিনি বুঝতে পারছেন যে, তাকে গ্রেফতার করার জন্যই এই নোটিশটি পাঠানো হয়েছে। যাতে তিনি আগামী লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচার করতে না পারেন। তিনি আরও লিখেছেন আগের চিঠিতে তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। সেগুলির কোনও উত্তর ইডি না দিয়ে ফের নোটিশ পাঠিয়েছে। এছাড়াও লোকসভা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রচার কার্যে ব্যস্ত থাকার জন্য তিনি হাজিরা দিতে পারছেন না। একাধিকবার ইডির তলব এড়ানোর জন্য ইডি পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে, সেটাই এখন দেখার।

3 months ago


ED: বর্ষবরণের আগে ফের তৎপর ইডি! নিয়োগ দুর্নীতিকাণ্ডে শহরজুড়ে চলছে তল্লাশি অভিযান

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের তৎপর ইডি। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল হতেই শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, দুর্নীতিকাণ্ডে এবারে ইডির স্ক্যানারে রয়েছেন একাধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যবসায়ী ও হিসেবরক্ষকরা। আরও জানা গিয়েছে, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত ৫টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। জানা যাচ্ছে, এদিন রাজেশ দোশী নামে এক চার্টার্ড অ্যাকাউন্টের বড়বাজারের অফিসে হানা দিয়েছেন ইডি কর্তারা। এছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন একাধিক ব্যবসায়ী।

ইডি সূত্রে খবর, বড়বাজারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোশীর অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, মোট পাঁচটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন তিনি। আর প্রত্যেকটি অফিসের ঠিকানা একই, ৭৭ এনএস রোড। এছাড়াও এদিন বাইপাসের ধারে বেঙ্গল কেমিক্যাল-এর কাছে দুটি ফ্ল্যাটে ইডি তল্লাশি চলছে। এরপর মানিকতলা রোডে অবস্থিত মনিকলা আবাসনে পৌঁছেছেন গোয়েন্দা আধিকারিকরা। সুবোধ সাচার এবং অশোক সাধুকা নামে দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবার আলিপুর পার্ক রোডের বেলেয়ার সাউথ সিটি বহুতল আবাসনের চার তলায় আজ সকাল থেকে ইডি তল্লাশি চলছে। জিসি অ্যাভিনিউতে পি ডি রন্ধার অ্যান্ড কোম্পানি অফিসে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি।

ইডি সূত্রে খবর, শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয়, গরু পাচার, কয়লা পাচার সহ একাধিক দুর্নীতির টাকা এই সমস্ত চাটার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যবসায়ীদের মাধ্যমে কালো টাকাকে সাদা করার যে প্রচেষ্টা করা হয়েছে, সেই কারণেই আজ ইডির পক্ষ থেকে একাধিক হিসেবরক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। হাওড়ায় এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর ইডির কর্তারা জানতে পারেন, কালো টাকাকে সাদা করতেই একাধিক ব্যবসায়ীকে দিয়ে বিভিন্ন ব্যবসায় টাকা বিনিয়োগ করা হয়েছে। কালো টাকা কোন কোন ব্যবসার মাধ্যমে কোন কোন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে তারই খোঁজ চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

3 months ago
Rajeev Kumar: 'দক্ষ অফিসার', রাজ্য পুলিসের নয়া ডিজি রাজীব কুমারকে খোঁচা দিয়ে শুভেচ্ছা কুণাল ঘোষের

অবশেষে রাজ্য পুলিসের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হলেন রাজীব কুমার (Rajiv Kumar)। তাঁর নামেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর।

একসময় কলকাতা পুলিসের কমিশনার পদে ছিলেন রাজীব কুমার। তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। জানা গিয়েছে, আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করবেন তিনি। এর আগে ডিজির পদে ছিলেন মনোজ মালব্য। তবে আজই তাঁর মেয়াদ শেষ হয়েছে।  এরপর রাজীব কুমারকেই ডিজি হিসাবে নিয়োগ করা হল। কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদে ছিলেন। আজ অর্থাৎ বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে রাজীবের এই নিয়োগের কথা জানানো হয়েছে।

অন্যদিকে রাজীব কুমারকে ডিজি পদ দেওয়ার পরই খোঁচা দিে শুভেচ্ছা জানালেন কুণাল ঘোষ। রাজীবকে 'দক্ষ আইপিএস' অফিসার বলে সম্বোধন করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কটাক্ষ করে বললেন, "তবে কখনও কারুর কথা শুনে আমার মত কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না। এসব ভগবান ক্ষমা করেন না।"

3 months ago
Ayan Seal: হোয়াটসঅ্যাপ গ্রুপে সুপারিশ পেয়ে পুরসভায় নিয়োগ! 'অ্যাডমিন' খোদ অয়ন শীল

ধৃত অয়ন শীলের নাম ফের উঠে এল পুর নিয়োগ দুর্নীতিতে। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য এল ইডির হাতে। নিয়োগ দুর্নীতিতে একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। আর এই ফোনেই হদিশ পাওয়া গিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। যেখানে 'অ্যাডমিন' অয়ন শীল ও সেখানেই পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সুপারিশ দিতেন নিয়োগের জন্য। ইতিমধ্যেই ১৪ টি পুরসভার নাম উঠে এসেছে এই দুর্নীতি মামলায়।

এর আগেও ইডির হাতে গ্রেফতার প্রোমোটার অয়ন শীলের সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেই দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবারে ইডির দাবি, এক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই পাঠানো হত চাকরিপ্রার্থীদের নামের তালিকা। জানা গিয়েছে, সেই গ্রুপেই চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। এরপর সেই নির্দেশ মতই অয়ন শীল চাকরিপ্রার্থীদের কাছে চাকরি 'বিক্রি' করতেন। অর্থাৎ টাকার অঙ্ক থেকে শুরু করে  ওএমআর শিটে বিকল্প তৈরি করা, নম্বর বাড়িয়ে প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে তা নিজের সংস্থার কর্মীদের বলে দিতেন অয়ন শীল। পুরসভার চেয়ারম্যানদের সুপারিশ মতই নিয়োগ দেওয়াতে তৎপর হতেন অয়ন শীল। ফলে ইডির এই দাবির পরই প্রশ্ন উঠছে, তাহলে কি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই অযোগ্য প্রার্থীদের পুরসভায় নিয়োগ দেওয়া হত? এই তথ্য উঠে আসার পর ইডির পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাই এখন দেখার।

3 months ago


ED: জমির বদলে রেলের চাকরি! এবারে ইডির তলব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ ও পুত্র তেজস্বী যাদবকে

এবারে ইডির তলব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর পুত্র তেজস্বী যাদবকে। তেজস্বী যাদব বিহারের উপ-মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, জমি দিয়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার তলব করেছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও তাঁর দ্বিতীয় পুত্র তেজস্বীকে।

এই মামলায় এর আগেই বাবা ও ছেলেকে জেরা করেছে সিবিআই। সিবিআইয়ের দায়ের করা মামলায় বেআইনি পথে অর্থ লেনদেনের অভিযোগের তদন্ত করছে ইডি। জানা গিয়েছে, লালু প্রসাদকে শুক্রবার অর্থাৎ ২২ ডিসেম্বর এবং তেজস্বীকে আগামী ২৭ ডিসেম্বর দিল্লির ইডি অফিসে যেতে বলা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, দুই নেতাকে গ্রেফতার করতে পারে তদন্তকারী সংস্থাটি। বর্তমানে পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় লালুপ্রসাদ জামিনে মুক্ত। তাঁর জামিন খারিজ করে ফের জেলে পাঠাতে তৎপর সিবিআই। তারা দিল্লি হাইকোর্টে মামলা করেছে। এরই মাঝে ফের বিপাকে আরজেডি সুপ্রিমো ও তাঁর ছেলে।

3 months ago
Recruitment Scam: শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়ালেন পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকার!

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির তলব ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজাকে। তিনি শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ। এর আগে তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালালেও সম্ভব হয়নি যোগাযোগ। এবার সিজিও কমপ্লেক্সে পার্থ সরকারকে তলব ইডির। আজ, বুধবারই বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শরীরিক অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়ালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকার।

নিয়োগ দুর্নীতি মামলা শেষ করার সময় যতই এগিয়ে আসছে তদন্তে খুঁটিনাটি জানতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা বাড়ছে। বেরিয়ে আসছে নতুন মুখ। এর আগেও ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে পৌঁছেছিল সিবিআই। এবার যাঁর ডাক পড়েছে তাঁর বাড়িতেও এর আগে এসেছিল সিবিআই। তবে যোগাযোগ করা সম্ভব হয়নি ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারের সঙ্গে। যদিও তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে সিবিআই উদ্ধার করেছিল কিছু নথি।

সূত্রের খবর, এবার সিজিও কমপ্লেক্সে ইডির তরফে ডেকে পাঠানো হল পার্থ সরকারকে। নিয়ে আসতে বলা হয়েছে বেশ কিছু তথ্য, নথিও। প্রথমে বাড়ি তল্লাশি, তার বেশ কিছু সময় পর খোদ কাউন্সিলরকে তলব ইডির। সুজয় কৃষ্ণ ভদ্র সহ বেশ কিছু ধাপ পেরিয়ে পৌঁছতে হত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তাঁর গ্রেফতারির পরে অঘোষিত বিধায়ক হিসেবে বেহালা পশ্চিম চত্বরে দেখা গিয়েছে এই পার্থ সরকারকেই। কিন্তু এদিন তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এড়িয়ে যান। তাঁর তরফ থেকে ৫দিনের সময় চাওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কিছু নথি তিনি ইডি দফতরে পাঠিয়েছে ও বেশ কিছু নথি জোগাড় করতে সময় লাগবে বলে ইডির আধিকারিকদের জানিয়েছেন পার্থ সরকার। এখন দেখার, সেসব নথি থেকে কী কী তথ্য খুঁজে পায় ইডি।

3 months ago