Breaking News
Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক      Delhi: তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন খারিজ, বাসেই দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের     

Dhanwad

Crash: গোত্তা খেয়ে বাড়ির ছাদে ভাঙলো গ্লাইডার বিমান! জখম এক কিশোর-সহ পাইলট

বাড়ির উপর আছড়ে (Plane Crash) পড়ল একটি গ্লাইডার বিমান, এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমধ্যমে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে। যদিও ঘটনায় বিমানের পাইলট ও এক সওয়ারি গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, ধানবাদের (Dhanwad) বারওয়াডা বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। ওই বিমানে পাইলট ছাড়াও কুশ সিংহ নামে বছর চোদ্দর এক কিশোর ছিল। পুলিস সূত্রে খবর, ধানবাদে মামার বাড়িতে বেড়াতে এসেছিল কুশ। বারওয়াডা বিমানবন্দর থেকে ওই ছোট বিমানে চেপেছিল সে। তারপরই এমন ঘটনা।

পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বিমানটি ওড়ার পরই বিমানের প্রপেলার কাজ করা বন্ধ করে দেয়। ফলে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই অবস্থাতে পাইলট বিমানটিকে সুরক্ষিতভাবে অবতরণের চেষ্টা চালান। কিন্তু তিনি অসফল হন। ফলে বিমানবন্দর থেকে ওড়ার পর ৫০০ মিটারের মধ্যেই বিরসা মুন্ডা পার্কের কাছে নীলেরশ কুমার নামের এক ব্যক্তির বাড়ির উপর ভেঙে পড়ে বিমানটি। তবে নীলেশের পরিবারের কেউই আহত হননি। বিমানটি গোত্তা মেরে বাড়ির ভিতরে ঢুকে পড়ার ফলেই পাইলট এবং সওয়ারি গুরুতর আহত হন।

6 months ago