Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Daughterinlaw

Viral: ছেলের মৃত্যুর পর বউমাকে বিয়ে করলেন শ্বশুর! ভিডিও দেখে হতবাক নেট দুনিয়া

ছেলে মারা যাওয়ায় বউমাকেই (Daughter-In-Law) বিয়ে করলেন শ্বশুর! সম্প্রতি এমনই এক ভিডিও (Viral Video) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ২৫ বছর বয়সী মহিলাকে বিয়ে করেছেন তাঁর শ্বশুর। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও আসায় হইহই পড়ে গিয়েছে। এমনটাও করা সম্ভব! এই ভেবেই প্রশ্ন করতে শুরু করেছে নেটাগরিকরা (Netizens)।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সেই বয়স্ক ব্যক্তি এক ২৫ বছর বয়সী মহিলাকে ধর্মীয় স্থানে বিয়ে করে যাচ্ছেন। তখন কিছু ছেলে তাঁদের দেখে প্রশ্ন করতে শুরু করে যে, তাঁরা কীভাবে এটা করতে পারলেন। কারণ একজন শ্বশুর হয়ে ছেলের বউকে কীভাবে বিয়ে করতে পারেন। মহিলাকে প্রশ্ন করা হয় যে, তাঁর সঙ্গে কোনও জোর-জবরদস্তি করা হয়েছে কিনা, তখন তিনি বলেন, না তিনি তাঁর ইচ্ছাতেই বিয়ে করেছেন। কারণ তাঁর আর কেউ নেই। তাই শ্বশুরকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে সেই ব্যক্তিও জানান, তাঁরও জীবনে আর কেউ নেই। তাই এমনটা করেছেন।

তবে এই ভিডিও-র আসল সত্য পরে জানা গেল। জানা গিয়েছে, এই পুরো ভিডিও সবটাই ক্রিপ্টেড ছিল। এগুলোর কোনওটাই ঘটেনি। সবই মজা করার জন্য করা হয়েছে। কিন্তু নেটিজেনরা এই ভিডিওতে খুব একটা ভালোভাবে নেয়নি। কারণ এই বিষয়টি খুবই কুরুচিকর ছিল।

12 months ago
MSD: জমি বিবাদে মুশির্দাবাদে শ্বাশুড়িকে খুনের ঘটনায় কাঠগড়ায় বৌমা, আটক মৃতার ছেলে এবং অভিযুক্ত

মুর্শিদাবাদে (Mushirdabad) শ্বাশুড়িকে খুন (murder) করার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগর থানার শ্যাম দাস ডিয়ার এলাকার। মৃত ব্যক্তির নাম মুনজুরা বেওয়া, বয়স ৫৫ এবং অভিযুক্ত তাঁর বৌমা রুনা লায়লা। বৃহস্পতিবার সকালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুনজুরা বেওয়া নামের এক বৃদ্ধা মহিলাকে তাঁর নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা রানীনগর থানায় খবর দেন। অভিযোগ, মৃতের বৌমা রুনা লায়লা তাঁকে গলা টিপে খুূন করেছেন। রানীনগর থানার পুলিস খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্ত বৌমা ও মৃতার ছেলে টিঙ্কু রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

মৃতার মেয়ের অভিযোগ, 'মা আমাকে এক কাঠা জমি দেবে বলেছিলেন, সেই জমি বিবাদে প্রতি সপ্তাহে বাড়িতে ঝামেলা হতো। আর যখন ঝামেলা হতো তখন বৌদি বাবা-মাকে মারধর করতেন।' স্থানীয় বাসিন্দা হাবিব শেখের অভিযোগ, 'রুনা তাঁর শ্বাশুড়িকে খুন করার ঠিক মাস দুয়েক আগেই বৃদ্ধাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। এরকম ঘটনা নাকি আগেও চার-পাঁচবার হয়েছে।' 

রানীনগর থানার পুলিস ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

one year ago