Breaking News
Weather: শীতপ্রেমীদের জন্য সুখবর! বঙ্গে পড়তে চলেছে জাঁকিয়ে শীত, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন     

Court

Anis Khan: আনিসের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ফের হাইকোর্টে পরিবার

হাওড়ার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে সরগরম হয়ে উঠেছিল গোটা রাজ্য রাজনীতি। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুতে অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রথম থেকেই আনিসের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। যদিও সিবিআই তদন্তের দাবি জানিয়ে আনিসের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হলেও সেই আর্জি খারিজ করে বিচারপতি রাজশেখর মান্থা। এবার ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ মৃত ছাত্র নেতা আনিসের পরিবার। জানা গিয়েছে, ১ ডিসেম্বর বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে শুনানির সম্ভাবনা।

অভিযোগ গভীর রাতে বাড়িতে পুলিশি অভিযানের মধ্যে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় হাওড়ার সারদা খাঁ পাড়ার ছাত্র নেতা আনিস খানের। এ ঘটনায় প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে গোটা পরিবার। পরে অবশ্য এ ঘটনায় কতব্যে গাফিলতির অভিযোগে ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। আনিসের মৃত্যুতে পরিবারের দায়ের মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করে বিচারপতি মান্থার বেঞ্চ। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ছিল এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। এ ঘটনার তদন্ত করবে সিট। এরপর সিআইডি আনিসের মৃত্যুর তদন্ত করে চার্জশিট ফাইল করে। কিন্তু তদন্তে ত্রুটির যুক্তিতে পরিবার সিবিআই তদন্ত চেয়ে পিটিশন দাখিল করে। কিন্তু নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ফলে ফের হাইকোর্টে আসে পরিবার। আজ সেই মামলার শুনানির দিন ঠিক করে দিল আদালত।

2 weeks ago
Nawshad: নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণীকে হুমকির মামলা নিস্পত্তি করল হাইকোর্ট

নওশাদ সিদিক্কির বিরুদ্ধে ধর্ষণের মামলায় হওয়া হুমকির মামলা নিস্পত্তি করল কলকাতা হাইকোর্ট। আবেদনকারী মনে করলে নতুন করে বিস্তারিত অভিযোগ জানিয়ে নিরাপত্তার জন্য আবেদন করতে পারেন বুধবার জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি ডোমকল থানাকে হুমকি সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। প্রসঙ্গত বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে। জল গড়ায় আদালতেও। যদিও অভিযোগকারী মহিলার দাবি, অভিযোগ জানানোর পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিসে অভিযোগ জানিয়েও মিলছে না সুরাহা। অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের উদ্দেশ্যে জানতে চান, পুলিস এখনও কেন নিরাপত্তা দেয়নি? তাদের কাছে আবেদন জানানোর পরেও পুলিস মনে করছে কি তার দরকার নেই? এর পরেই  বিচারপতি বলেন, অভিযোগ যদি সত্যি না হয় তাহলে অভিযোগকারী বিপদে পড়বেন।

নওশাদ সিদ্দিকীর আইনজীবী রাজদীপ আদালতে জানান, তার মক্কেলের জামিন খারিজের চক্রান্ত চলছে। বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক তিনি। তাঁকে ডায়মন্ড হারবার লোকসভায় প্রার্থী করার কথা চলছে। এই আবহে তার জামিন খারিজের চেষ্টায় এটা চক্রান্ত।  একেবারে মিথ্যে অভিযোগ করা হয়েছে। ঘটনার পাঁচ বছর পরে অভিযোগ সামনে আনা হয়েছে।রাজ্যের আইনজীবী আদালতে বলেন, পুলিস নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে। 

সব পক্ষের সওয়াল জবাব শেষে, বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, অভিযোগকারী চাইলে নতুন করে বিস্তারিত জানিয়ে নিরাপত্তার জন্য আবেদন করতে পারেন। এই নির্দেশ দিয়ে মামলার নিস্পত্তি করেন বিচারপতি।

2 weeks ago
Bjp: ধর্মতলায় বিজেপির সভা ঠেকাতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

ধর্মতলায় বিজেপির সভা ঘিরে ফের জটিলতা। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপির সভার অনুমতি দিলেও এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। লোকসভা ভোটের আগে অমিত শাহকে এনে বড় সভার পরিকল্পনা করেছিল রাজ্য বিজেপি। যদিও সেই সভার অনুমতি বাতিল করেছিল রাজ্য পুলিশ।  পরবর্তীতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। এরপর সেই মামলার প্রেক্ষিতেই ২৯ তারিখ ধর্মতলায় বিজেপির সভার জন্য অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবার ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। জানা গিয়েছে,  এই মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

জানা গিয়েছে, ২৮ নভেম্বর ধর্মতলায় সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু, ১৫ দিন আগে যদি আবেদন করা না হয় সেক্ষেত্রে অনুমতি নয়, জানানো হয়েছিল পুলিশের তরফে। এরপর ২৯ নভেম্বর নতুন করে সভার আবেদন করা হয়। কিন্তু, গেরুয়া শিবিরের দাবি, কোনও কারণ না দেখিয়েই সেই সভা বাতিল করে দেওয়া হয়েছিল। এরপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, 'এটা তো স্বাধীন রাষ্ট্র। একটি আবেদন কোনও কারণ না দেখিয়েই বাতিল করে দেওয়া হয়।' সেই সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল, এই উত্তরগুলি কম্পিউটার জেনারেটেড।

এরপর বিচারপতি বলেছিলেন, ‘সভার অনুমতি দিতেই হবে। তবে এক্ষেত্রে শর্তাবলী ঠিক করে দিতে পারবে পুলিশ।’ সিঙ্গল বেঞ্চের অনুমতির পর তড়িঘড়ি প্রস্তুতি শুরু করেছিল গেরুয়া শিবিরও। কিন্তু, এই সভা ঠেকাতে এবার নতুন করে আদালতের দরজায় কড়া নাড়ল রাজ্য।

2 weeks ago


High Court: মেট্রোর কাজে গাছ কাটা! ভারসাম্য বজায়ের নির্দেশ কোর্টের

ময়দান চত্বরে মেট্রোর কাজের জন্য গাছ কাটার মামলায় মেট্রোর কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আরভিএনএল, কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এদিন সওয়াল জবাবের সময় আবেদকারী সংস্থার আইনজীবী জানান, মেট্রোর কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আরভিএনএল-কে ময়দান এলাকায় গাছ কাটার কারণ জানাতে বলেছিল আদালত। কিন্তু গত শুনানিতেও তারা উত্তর দেয়নি। আমাদের দাবি মেট্রো স্টেশন অবশ্যই মানুষের স্বার্থে। কিন্তু তার জন্য গাছ কাটার কী কারণ।

প্রধান বিচারপতি বলেন, ময়দান কি রাজ্যের তত্ত্বাবধানে? উত্তরে রাজ্যের আইনজীবী মহম্মদ গাল জানান, না, এই ক্ষেত্রে রাজ্যের কোনও বিশেষ ভূমিকা নেই।

আরভিএনএলএর আইনজীবী সাক্ষ্য সেন জানান, এই মেট্রো পথ আর্মির অনুমোদন নিয়ে তৈরি হচ্ছে।মেট্রো প্রচুর দুর্ভোগ সামলেছে এই প্রোজেক্ট করতে গিয়ে। জমি জট থেকে অন্য সমস্ত সমস্যা। এই প্রোজেক্টের তিনটি স্টেশন হবে এই চত্বরে মেশিন সহ অন্যান্য সামগ্রী রাখা ও ব্যবহারের জন্য কিছু গাছের ডাল ও সামান্য কিছু গাছ কাটা হয়ছে। সেই জায়গায় আমরা অতিরিক্ত গাছ বসিয়ে দেবো।

আরভিএনএলএর আইনজীবী সাক্ষ্য সেনের কথা শুনে প্রধান বিচারপতি জানান, মেট্রো কখনই তাদের দায় এড়াতে পারে না। ময়দান এলাকায় প্রচুর জায়গা ।যেখানে গাছ আছে সেটা অনেক বেশি স্পর্শকাতর। মেট্রোকে ভেবে কাজ করতে হবে।আমরা গর্বিত কলকাতা মেট্রো অতি প্রাচীন। এশিয়ার প্রথম। গাছগুলোর জায়গায় পুনরায় নতুন গাছ বসাতে হবে। ব্যালেন্স বজায় রেখে কাজ করতে হবে মেট্রোকে। প্রযুক্তি এখন অনেক উন্নত, প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। হাইকোর্টের ক্লাবও আছে ময়দান চত্বরে যেখানে বাড়তি নির্মাণ সম্ভব নয়।

উল্লেখ্য, মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে প্রায় ৭০০ গাছ কাটার চিন্তাভাবনা চলছিল।তাঁর বিরোধিতা করেই পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালক্যাটা নামক একটি বেসরকারি সংস্থা, দেদার গাছ কাটা হচ্ছে ময়দানে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ২৬ অক্টোবর এই মামলার শুনানিতে অন্তর্বর্তী স্থাগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিভাস রঞ্জন দে’র ডিভিশন বেঞ্চ। তারপরেই ১৭ নভেম্বর শুক্রবার এই মামলার শুনানি ছিল। শুক্রবার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

3 weeks ago
Jyotipriya: 'আমাকে বাঁচতে দিন,' আদালতের কাছে কাতর আর্জি মন্ত্রী জ্যোতিপ্রিয়ের

ফের জ্যোতিপ্রিয়র ঠিকানা হল প্রেসিডেন্সি জেল। গত শুনানিতে রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া বর্তমান বনমন্ত্রীকে চারদিনের জেল হেফাজত দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। আজ ফের জ্যোতিপ্রিয়কে ভার্চুয়ালি আদালতে পেশ করে ইডি। চারদিন হেফাজতের পর আজ ফের জ্যোতিপ্রিয়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। পাশাপাশি ব্যাঙ্কশাল করে বিচারক ইডিকে অর্থাৎ ইডির তদন্তকারী অফিসারকে জেলে গিয়ে জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদের সম্মতি দেন।

সূত্রের খবর আজ অর্থাৎ বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পূর্ব তার আইনজীবী তাঁর অসুস্থতার দোহাই দিয়ে ভার্চুয়াল শুনানির আবেদন মঞ্জুর করান। এরপর ভার্চুয়াল মাধ্যমে জ্যোতিপ্রিয় বিচারককে জানান, আমার শরীর খারাপ, আমার শরীর আরও অসুস্থ হয়ে পড়ছে আমাকে বাঁচতে দিন। সূত্রের খবর আজ শুনানিতে বিচারককে জানান জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অসুস্থতার কথা। এমনকি জ্যোতিপ্রিয়র আইনজিবি জানান, জ্যোতিপ্রিয়র ৭৫% শতাংশ কিডনি ড্যামেজ হয়ে গেছে। পাশাপাশি তার তরফে আবেদন জানানো হয় যেন জ্যোতিপ্রিয়কে আমরি হাসপাতালে রেখে চিকিৎসা করানো হয়। 

যদিও এই আবেদন মঞ্জুর না করে বিচারক তাকে ১৪ দিন অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত জেলে হেফাজতের নির্দেশ দেন। সম্প্রীতি রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় এরপর কিছুদিন ইডির হেফাজতে থাকলেও, গত শুনানি থেকেই তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও জেলে গিয়ে তিনি বারবার এসএসকেএমে যাওয়ার কথা বলেন এরপরে তার আবদার ছিল মোবাইল ফোনের। যদিও সেগুলো কিছুই মেলেনি। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার তাকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

3 weeks ago


Amherst Street: থানায় পিটিয়ে খুন! আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

তদন্তের নাম পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল বুধবার রাতেই। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করল মৃতের পরিবার। পাশাপাশি ওই ঘটনায় মৃত অশোক সিংয়ের ময়নাতদন্ত রাজ্যের কোনও হাসপাতাল নয় বরং কল্যাণী এইমসে ময়নাতদনের দাবি জানায় মৃতের পরিবার। পাশাপাশি সূত্রের খবর, জনস্বার্থ মামলা দায়ের এর অনুমোদন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এ ঘটনায় যদিও কলকাতা পুলিশের তরফে উচ্চপদাধিকারী তরফে জানানো হয়েছে যে, ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদ চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এরপর মুখ থেকে গ্যাজলা বেরিয়ে আসলে, তাকে চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতাল পাঠানো হয়।'

কলকাতা পুলিশ সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যায় ওই পান বিক্রেতা অশোক সিংকে থানায় পিটিয়ে মারার অভিযোগ ওঠে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে। এরপরেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে উত্তপ্ত হয়ে ওঠে মেডিকেল কলেজ চত্বর। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। মৃতের পরিবারের তরফে অভিযোগ আমহার্স্ট স্ট্রিট থানায় যোগাযোগের কথা বললে, তিনি স্থানীয় এক বিজেপি নেতাকে ফোন করেন, স্থানীয় ওই বিজেপি নেতা ওই থানার এক সার্জেনের কাছে গিয়ে যোগাযোগের কথা বলেন। কথামত, ওই ব্যক্তি আমহার্স্ট স্ট্রিট থানায় গিয়ে ওই সার্জেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেই মুহৃর্তে ওই সার্জেন্ট না থাকায় ওই থানারই এক সাব ইন্সপেক্টর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

পরিবারের দাবি, চুরি হওয়া কোনও মোবাইল না জেনেই কিনেছিলেন অশোক। তারপর তাঁকে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগ, মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই অশোক সিংয়ের ওপর ব্যাপক অত্যাচার চালাক পাঁচ জন পুলিশ কর্মী। কেবল সন্দেহের বশেই কোনও প্রমাণ ছাড়া তাঁকে ব্যাপক মারধর করা হয়। থানাতে যাওয়ার আগে পর্যন্তও সম্পূর্ণ সুস্থ ছিলেন অশোক। কিন্তু থানার ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গোটার একটি ফুটেজ সামনে এসেছে। আর তা নিয়েই বিতর্ক।

পরিবারের দাবি, থানাতেই পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে অশোককে। যদিও পুলিশের দাবি, লক আপে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন অশোক। আর তারপরই মৃত্যু। থানার সিসিটিভি ফুটেজ চাইছে পরিবার। পাশাপাশি চাইছেন, যাতে অশোকের দেহের ময়নাতদন্তে কেন্দ্রের কোনও হাসপাতালে হয়। কারণ যেহেতু এক্ষেত্রে অভিযুক্ত পুলিশই। তাই রাজ্যের কোনও হাসপাতালে ময়নাতদন্ত হোক, তা চাইছে না পরিবার। তাতে রিপোর্ট প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। সেক্ষেত্রে এইমসএ, কিংবা কমান্ড বা রেল হাসপাতালে ময়নাতদন্ত করাতে চাইছে পরিবার। সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।

3 weeks ago
Supreme Court: সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তি হোক, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সাংসদ বা বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উঠলে সেই মামলার শুনানিতে কোনওরকম ঢিলেমি নয়। প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করতে হবে রাজ্যের হাইকোর্টগুলিকে। 'অপরাধী' জনপ্রতিনিধিদের আজীবন নির্বাচন লড়ায় নিষেধাজ্ঞার দাবিতে দায়ের হওয়া মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজ অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ফৌজদারি মামলায় দোষী রাজনীতিবিদদের নির্বাচনে লড়ার অধিকার বাতিল সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

অপরাধী সাংসদ, বিধায়করা যাতে পাকাপাকিভাবে ভোটে দাঁড়ানোর অধিকার হারায়, এই দাবি নিয়ে শীর্ষ আদালতে ২০১৬ সালে মামলা দায়ের করেছিলেন অশ্বিনী কুমার উপাধ্যায়। গত ৭ বছর ধরে মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। কিন্তু অপরাধী জনপ্রতিনিধিদের জন্য তেমন কোনও নির্দিষ্ট রায় না দিলেও সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে যে মামলাগুলি আছে, তার দ্রুত নিষ্পত্তির জন্য প্রত্যেক রাজ্যের হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে, যে সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে মামলাগুলি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, সেগুলিকে অন্যান্য মামলার চেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত।

4 weeks ago
Court: 'সাতদিন বাদে আবার আসছি,' হাত নেড়ে বার্তা দিলেন বালু

'লটেঙ্গে এক ব্রেক কে বাদ।' ঠিক যেন এমনই বার্তা দিতে চাইলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজ অর্থাৎ সোমবার ফের রেশন বন্টন মামলায় গ্রেফতার হওয়া মন্ত্রীকে আদালতে পেশ করে ইডি। আদালতের শুননি শেষে ৭ দিন আরও ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আদালত থেকে বেরিয়ে ডান হাত তুলে জনগণ ও সাংবাদিককদের উদ্দেশ্যে বালু বলে উঠলেন , “সাতদিন বাদে আবার আসছি।”

‘মুক্ত’ হবেন বলেছিলেন আজ। কিন্তু ‘মুক্তি’ মিলল না। ব্যাঙ্কশাল আদালত থেকে আবারও সিজিও কমপ্লেক্সই ঠিকানা হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আরও ৭ দিন ইডি হেফাজতে পাঠাল আদালত। ১৩ নভেম্বর ফের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন আদালত থেকে বেরিয়ে একেবারে অন্য মেজাজে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিককে। হাবভাবই আলাদা ‘মন্ত্রীমশাই’য়ের। 

প্রসঙ্গত, এর আগে বালু নিজেই দাবি করেছিলেন ৬ তারিখ তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেবেন। ‘মুক্তি’ও পাবেন। বালুর এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়। এমনকী তৃণমূলও মুখিয়ে ছিল, বালু কী বলেন তা শুনতে। তবে এদিন তেমন কিছুই সামনে আসেনি। মুক্তিও ঘটেনি বালুর।

a month ago


Balu: 'আমি নির্দোষ, আমি ভাল নেই,' হতাশ হয়ে দাবি বালুর

'আমি নির্দোষ, আমি ভাল নেই,' সিজিও থেকে বেরিয়ে রীতিমত হতাশ অবস্থায় বললেন সাধ্য গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতি কাণ্ডে সম্প্রতি তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় বর্তমান বনমন্ত্রী তথা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপরেই  আদালত তাঁকে ১০ দিনের ইডি হরফজতের নির্দেশ দেয়। যদিও তারপরেই অসুস্থ হয়ে চিকিৎসারত ছিলেন তিনি। ১০ দিনের ইডি হেফাজত শেষে আজ ফের তাঁকে হেফাজতে চেয়ে আবেদন করতে পারে ইডি। এদিন সিজিও থেকে বেরোনোর সময় তিনি এক প্রকার হতাশ হয়ে বলেন, 'আমি নির্দোষ, আমি ভাল নেই,ইডি অন্যায়, অনৈতিক কাজ করছে।' যদিও গত চারদিন আগে সিজিও থেকে বেরোনোর সময় তিনি জানিয়েছিলেন, যে তিনি মুক্তি পেয়েছেন। ৪ দিন পরেই মুক্তি পেয়ে যাবেন। ওই চারদিন সময় সীমার শেষ দিন আজ।

বেলা বারোটার কিছু পর সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয় মন্ত্রীকে। বাইরে ভিড় ছিল সাংবাদিক, চিত্র সাংবাদিকদের। আগের দিন মন্ত্রী নিজে সাংবাদিকদের বুমের সামনে এসে নিজের বক্তব্য রেখেছিলেন।  সিজিও কমপ্লেক্স থেকে দু’দিন আগে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জ্যোতিপ্রিয় তাঁর বিরুদ্ধে তদন্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম করেছিলেন।  কিন্তু এদিন তাঁর মাথা নীচু ছিল। বুম এগোলেও, মন্ত্রী কেবল জবাব দিয়েছেন তিনি ভাল নেই। গাড়িতে উঠে যান তিনি। তদন্তকারীদের গাড়ি রওনা দেয় আদালতের উদ্দেশে।

a month ago
Protection: এখনই গ্রেফতার নয়, পর্ষদ সভাপতি গৌতম পালকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গৌতম এবং পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও বলেছিলেন বিচারপতি। তার প্রেক্ষিতেই গত ১৯ অক্টোবর টানা ৫ ঘণ্টা গৌতম পালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পর্ষদ-সভাপতি। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশ, আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ মত শুধু তদন্ত করতে পারবে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)। আপাতত রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁকে। হাইকোর্টের নির্দেশ মত তদন্তে সহযোগিতা করতে হবে পার্থ কর্মকার ও গৌতম পালকেও।

গৌতম পালের আইনজীবী আদালতে বলেন, এই দুর্নীতির প্রসঙ্গে তাঁর মক্কেল কিছুই জানেন না। গত বছর ২৪ অগাস্ট তিনি পর্ষদের দায়িত্ব নিয়েছেন।আইনজীবীর ওই বক্তব্য শোনার পরেই গৌতমকে গ্রেফতার করা যাবে না বলে জানাল সুপ্রিম কোর্ট।

a month ago


Singur: সিঙ্গুর মামলায় ক্ষতিপূরণের নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারে রাজ্য

সিঙ্গুর নিয়ে টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশ দিয়েছে আর্বিট্রাল ট্রাইব্যুনাল। সূত্রের খবর, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারে রাজ্য সরকার। এবং তারজন্য ইতিমধ্যে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের একাধিক শীর্ষ আমলা একাধিক আইনজীবীর সঙ্গে এবিষয়ে কথাও বলেছেন।

উল্লেখ্য টাটা মোটরসকে ৭৫৬.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আর্বিট্রাল ট্রাইব্যুনাল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট না সুপ্রিম কোর্টে মামলা করা হবে সেনিয়েও আইনজীবী সঙ্গে রাজ্যের আলোচনা চলছে বলে সূত্রের খবর।

অর্বিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী,টাটা মোটরসকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ শোধ না হওয়া পর্যন্ত ১১ শতাংশ হারে সুদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

a month ago
Supreme Court: শীর্ষ আদালতেও রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে রক্ষাকবচ দিল না দেশের শীর্ষ আদালত। এছাড়াও ডেপুটি সেক্রেটারিকেও কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী-র বেঞ্চ সোমবার ওই আবেদন খারিজ করে দেয়।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গৌতম ও পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে তাঁদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন পর্ষদ সভাপতি। সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে পর্ষদ সভাপতির বিরুদ্ধে। সেকারণে সিবিআইকে বিচারপতি নির্দেশ দেন, অতি দ্রুত পর্ষদ সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যদিও তারপরেই রক্ষাকবচ পেতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তাঁরা। সুপ্রিম কোর্টে আগামী শুক্রবার ফের মামলাটির পরবর্তী শুনানি হবে

a month ago
Balu: আপাতত স্থিতিশীল বালু, আজই স্বাস্থ্য রিপোর্ট আদালতে জমা দেবে ইডি

আজ, সোমবার ব্যাঙ্কশাল আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যের রিপোর্ট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । হাসপাতাল সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তবে, সোমবার আরও কিছু শারীরিক পরীক্ষা করা হতে পারে মন্ত্রীর। তার মধ্যে রয়েছে হৃদযন্ত্রের পরীক্ষা। এদিকে, মন্ত্রীর স্বাস্থ্য রিপোর্ট জমা দেওয়ার দিনও আজই।

রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার পরই তাঁর বয়ানের ভিত্তিতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি । ইতিমধ্যে মন্ত্রী ও বাকিবুরের ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে, তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেখান থেকেও নানারকম তথ্য হাতে এসেছে ইডির। আপাতত ইডির স্ক্যানারে রয়েছে প্রায় এক ডজন সংস্থা। এছাড়া, বেশ কিছু মোবাইল পরীক্ষা করে দেখা হচ্ছে । মন্ত্রীর দু'টি মোবাইলও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  

a month ago


Court: হেফাজতের নির্দেশ শুনেই এজলাসে জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয়

ব্যাঙ্কশাল কোর্টে শুনানি চলাকালীনই আদালতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এখনও পর্যন্ত যে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তা খুব মজবুত নয়, মন্তব্য করেন বিচারক। তিনি আরও বলেন, এই মামলায় এখনও বেশকিছু খামতি রয়েছে। ১৪ দিনের হেফাজতের নির্দেশ শুনেই জ্ঞান হারিয়ে ফেলেন জ্যোতিপ্রিয়। আদালতের মধ্যেই জ্ঞান ফেরাতে মন্ত্রীর মাথায় জল ঢালেন তাঁর মেয়ে।

এবার রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার রাজ্যের আরও এক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সারদাকাণ্ডে লাল ডায়েরির পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে মেরুন ডায়েরির হদিশ মিলেছে। আদালতে ইডি দাবি করে রেশন দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে ইডির জানায়, ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিজিৎ দাসের বাড়িতে উদ্ধার হয় একটি মেরুন ডায়েরি। মেরুন ডায়েরিতে 'বালুদা' বলে নাম উল্লেখ ছিল। পাশাপাশি রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে ৩ ভুয়ো সংস্থাও। ইডি সূত্রে খবর, এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে, ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে। জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে। সেই টাকা কোনওদিন ফেরত আসেনি বলেও খবর।

ইডি সূত্রে খবর, বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। স্বাস্থ্যপরীক্ষার পর দুপুর ২টো নাগাদ বনমন্ত্রীকে চিফ মেট্রোপলিট্য়ান্ট ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যর গ্রেফতারির সময় ইডির আইনজীবী থাকা ফিরোজ এডুলজিকে স্পেশাল পাবলিক প্রসিকিউটার নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

a month ago
Abhishek: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুপ্রিম কোর্টে অভিষেক

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন। অভিষেককে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।

বিচারপতি সিনহার একাধিক নির্দেশে তাঁর অধিকার ও স্বার্থে প্রভাব পড়ছে, এই আবেদন জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক। তৃণমূল নেতার বক্তব্য, সিঙ্গল বেঞ্চ তদন্তের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে। অভিষেক,  তাঁর পরিবার ও লিপ অ্যান্ড বাউন্ডস কম্পানির বিরুদ্ধে ইডিকে নির্দিষ্ট করে নির্দেশ দেন বিচারপতি সিনহা। এরপরই ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, তদন্তের স্বার্থে ওই নথি কোনও ভাবেই উপেক্ষা করা যায় না। এবার সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন অভিষেকের।

2 months ago