Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

CorrectionalHome

Anubrata Health: আসানসোল জেলই আগামি ১৪ দিন অনুব্রতর ঠিকানা, সঙ্গে থাকবে ওষুধ, অক্সিজেন, নেবুলাইজার

ফের জেল হেফাজতে গেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আসানসোল আদালতে (Asansol Court) যখন এসেছিলেন অনুব্রত মণ্ডল তখন পরনে ছিল সাদা পাঞ্জাবি। কিন্তু জেল হেফাজতে গেলেন নীল রঙের পাঞ্জাবি পরে। বুধবার স্বাস্থ্যের কারণ দেখিয়ে কোনও লাভ হল না। আগামী ১৪ দিন জেল হেফাজতেই (Jail Custody) থাকতে হচ্ছে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। এদিনই তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে তোলা হয় আসানসোলে বিশেষ সিবিআই আদালতে। সেখানে প্রভাবশালী তত্ত্ব-সহ একাধিক কারণে তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যায়।

বিচারক জানিয়ে দেন আসানসোল বিশেষ সংশোধনাগারেই রাখা হবে অনুব্রত মণ্ডলকে। আসানসোল বিশেষ সিবিআই আদালত থেকে একশো মিটারের মধ্যে থাকা বিশেষ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তবে তাঁকে আসানসোল বিশেষ সংশোধনাগারে আপাতত আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার করোনা পরীক্ষা করা হয়েছে। আপাতত র‍্যাপিড পরীক্ষা করা হয়েছে। সূত্রের খবর, কোভিড নেগেটিভ পাওয়া গেছে র‍্যাপিড টেস্টে। 

আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তার চিকিৎসা সংক্রান্ত ওষুধ, অক্সিজেন, মাস্ক, নেবুলাইজার জেলে পৌঁছে দেওয়ার জন্য। আদালতে আবেদন জানানো হয়েছিল, জেলে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারে। তবে আগে থেকে জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে কখন তাঁরা আসছেন। 

তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে ৪৮ ঘন্টা অন্তর মেডিক্যাল চেক আপ করা হবে। অন্যদিকে, অনুব্রতর ব্যবহৃত মোবাইল ফোন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে কিনা, সেই বিষয়ে আগামী ১ সেপ্টেম্বর শুনানি হবে।


one year ago