Breaking News
Summon: বাবা, মা ও অভিষেকের পরে অভিষেকের স্ত্রীকেও তলব ইডির      Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

CholeBhature

Chole Bhature: চকোলেট-ম্যাঙ্গো এখন অতীত, বাজারে এসেছে নতুন ফ্লেভার ছোলে ভাটোরে আইসক্রিম

ম্যাঙ্গো, বাটার স্কচ, চকোলেট ফ্লেভারের আইসক্রিম তো খেয়েছেন, তবে কখনও কি ছোলে ভাটোরে (Chole Bhatore) আইসক্রিম খেয়েছেন? খাওয়া তো দূর, হয়তো এমন নামটাও শোনেননি, তাই তো? তবে এমনই এক উদ্ভট খাবারের ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, কীভাবে ছোলে ভাটোরে দিয়ে আইসক্রিম রোল বানানো হচ্ছে। বর্তমানে আইসক্রিম রোল (IceCream Roll) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একাধিকবার দেখা গিয়েছে, বিভিন্ন খাবার দিয়ে আইসক্রিম রোল বানাতে, কিন্তু এবারে দুটো একেবারে ভিন্ন ধরনের খাবারের মিশ্রণে এই আইসক্রিম বানানো হয়েছে। যা দেখে হতবাক নেটাগরিকরা।

View this post on Instagram

A post shared by Cravings (@cravingseverytime)

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আইসক্রিম বানানোর আগে নেওয়া হল ছোলে ভাটোরে। প্রথমে সেটাকে ভালোভাবে কেটে তাতে দেওয়া হল দুধ। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে আইসক্রিম রোল বানানো হল। এখানেই শেষ নয়, এটিকে পরিবেশন করা হল ছোলে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে। এই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল। এতে প্রায় মিলিয়নের উপরে ভিউ রয়েছে। নেটিজেনরা অনেকেই মজাদার কমেন্ট করেছেন।

4 months ago