Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

ChetanSharma

BCCI: হঠাৎই নির্বাচক কমিটির প্রধানের পদ ছাড়লেন চেতন শর্মা, নেপথ্যে স্টিং অপারেশন?

স্টিং অপারেশনের জের? বিসিসিআইয়ের (BCCI) নির্বাচক কমিটির প্রধানের পদ ছাড়লেন চেতন শর্মা। বোর্ড সচিব জয় শাহকে নিজের ইস্তফা পত্র পাঠান চেতন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা স্টিং অপারেশনে (Sting Operation) চাঞ্চল্যকর দাবি করেন প্রাক্তন নির্বাচক প্রধান (Chetan Sharma)। সৌরভ বনাম কোহলি দ্বন্দ্ব এবং চোট লুকিয়ে যশপ্রীত বুমরার মাঠে নামা। এই দুই চাঞ্চল্যকর দাবিতে শোরগোল পড়ে ভারতীয় ক্রিকেটে। তাঁর বিরুদ্ধে বোর্ড ব্যবস্থা নিতই, কিন্তু তার আগেই নিজে থেকে পদ ছাড়েন চেতন শর্মা। এমনটাই বিসিসিআই সূত্রে খবর। তবে এই মুহূর্তে পদ ছাড়ার জন্য বোর্ডের তরফে চেতন শর্মার উপর কোনও চাপ ছিল না। এমনটাই জানিয়েছে বিসিসিআই।

বোর্ডের এক কর্তা এক সংবাদ সংস্থার কাছে এই খবর স্বীকার করেছেন। তিনি বলেন, 'বোর্ড সচিব জয় শাহের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন চেতন। তা গ্রহণও করা হয়েছে। স্টিং অপারেশনের পর ওর ভবিষ্যৎ এমনিতেই টলোমলো ছিল। নিজে থেকেই পদত্যাগ করেছে। কেউ জোর করেনি।' আপাতভাবে প্রাক্তন ক্রিকেটার শিবসুন্দর দাসকে নির্বাচক কমিটির প্রধানের পদ সামলাতে বলা হয়েছে বলে খবর।

রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচের জন্য কলকাতায় ছিলেন নির্বাচক কমিটির প্রধান। সে সময় এক টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এ চেতন বলেন, 'সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ এক সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিরাট সেই সময় নেতা ছিলেন। কে বড় তা নিয়ে একটা লড়াই ছিল।'

পাশাপাশি চেতন দাবি করেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে চোট পুরোপুরি না সারিয়েই খেলেছিলেন বুমরা। তিনি একটি ইঞ্জেকশন নিয়েছিলেন। বুমরা ব্যথা কমিয়ে খেলতে গিয়ে নাকি নিজের চোট আরও বাড়িয়ে ফেলেন। যে কারণে এখনও ভুগছেন তিনি।'

one year ago