Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

BombRecover

Bomb: ফের ৪০ টি বোমা উদ্ধার, আতঙ্কে মালদহবাসী

প্রায় ৪০ টি বোমা (Bomb Recovery) উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) রতুয়া থানার অন্তর্গত চাঁদমনি বালুপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসি ফাঁড়ির পুলিস (Police) ও বম্ব স্কোয়াড। ইতিমধ্যেই উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বোমাগুলি কে বা কারা ওই এলাকায় রেখেছে তা এখনও জানা যায়নি। তবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই বোমা মজুত করেছে, অভিযোগ বিরোধী দল নেতাদের। যদিও বিরোধীদের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মালদহ জেলার সহ সভাপতি দুলাল সরকার। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।  

প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবারই বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় চার জন শিশু। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদ ফরাক্কার ইমামনগরে। আর এই ঘটনার পরে প্রশাসনের তৎপরতা নিয়েও আঙুল তুলেছিল সাধারণ মানুষ। আর ভোটের আগে বারবার এই বোমা উদ্ধারের ঘটনা আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে। 

নির্ধারিত হয়ে গিয়েছে ভোটের দিনক্ষণ। মনোনয়নও জমা পড়ে গিয়েছে। আর তার মধ্যেই রাজ্যের জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র। যেন রাজ্য জুড়ে শুরু হয়েছে বোমা মজুত করার নতুন প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় সবার থেকে এগিয়ে রয়েছে রাজ্যের মুর্শিদাবাদ জেলা বলে দাবি স্থানীয়দের। তবে একেবারেই পিছিয়ে নেই রাজ্যের অন্যান্য জেলাগুলিও।

10 months ago
Bomb: সাতসকালে তিনটি বোমা উদ্ধার! ঘটনায় চাঞ্চল্য হাবরা পুরসভা এলাকায়

সাতসকালে ঘরের সামনে থেকে তিনটি বোমা (Bomb Recovery) উদ্ধার। উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) জেলার হাবরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নগরথুবা দাসপাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবরা থানার (Habra Police) পুলিস উদ্ধার করে নিয়ে আসে সেই বোমাগুলি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বরুণ দাস নামে এক ব্যক্তির ঘরের সামনে থেকে উদ্ধার করা হয় বোমাগুলি। একটি কালো প্লাস্টিকে করে সুতলি পেঁচানো বোমাগুলি উদ্ধার হয়।  

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সাতসকালে ঘুম থেকে উঠে ওই কালো প্লাস্টিক দেখে সন্দেহ হয় বরুণ দাসের। সঙ্গে সঙ্গে সেই প্লাস্টিক খুলে দেখে তার মধ্যে বোমা জাতীয় কিছু রয়েছে। তারপর সঙ্গে সঙ্গে একটি বালতিতে জল দিয়ে সেই বোমাগুলি জলে রেখে দেন বরুণ দাস নামের ওই ব্যক্তি। বরুণ দাসের দাবি, রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে এবং কেন করেছে তা জানা যায়নি। তবে ইতিমধ্যেই পুলিস বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। এমনকি খবর দেওয়া হয়েছে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেও। 

তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিস।

12 months ago
Bomb: বীরভূমজুড়ে বারুদের স্তুপ! তারাপীঠের গ্রামে বোমা উদ্ধার, রামপুরহাটে বোমার মশলা

আবারও বোমা (Bomb Recovery) উদ্ধার বীরভূমে(Birbhum)। তারাপীঠ থানার খামেডডা গ্রামে উদ্ধার হয়েছে বোমা। ঘটনাস্থলে তারাপীঠ থানার(Tarapith Police) পুলিস। বোমা উদ্ধার করে বোম স্কোয়াডকে খবর দেয় পুলিস। ঘটনার তদন্তে তারাপীঠ থানার পুলিস। জানা গিয়েছে, খামেডডা গ্রামের একটি পুকুরপারে চারটি প্লাস্টিক বালতি বোমা দেখে স্থানীয়রা। পরে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে গোটা বিষয়টি জানান স্থানীয় বাসিন্দারা। 

অন্যদিকে বীরভূমের রামপুরহাটে(Rampurhat) উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা। উদ্ধার করলো রামপুরহাট থানার(Rampurhat Police) পুলিস। এই ঘটনায় দু'জনকে গ্রেফতারও করে রামপুরহাট থানার পুলিস। জানা গিয়েছে, রামপুরহাট থানার পুলিস দুমকা মনসুভা রাস্তায় নাকা চেকিং করছিল। সেই সময়ই দু'জন ব্যক্তি ওই বোমা তৈরির মশলা নিয়ে যাচ্ছিল। সন্দেহের জেরে পুলিস তাঁদের তল্লাশি নিলে উদ্ধার হয় ওই মশলা। তবে এই বোমা তৈরির মশলা কোথায় যাচ্ছিল এবং এর পিছনে কারা কারা জড়িত আছে আছে তার তদন্ত শুরু করেছে পুলিস।

সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই বারবার এমন বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ফেলছে জনমানসে।

one year ago


Bomb: স্কুল পরিষ্কার করতে গিয়ে তাজ্জব! মুর্শিদাবাদের স্কুলে উদ্ধার সকেট বোমা

স্কুলে সকেট বোমা উদ্ধার (Bomb recover in School)! মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগ থানার অন্তর্গত ডাঙাপাড়ার হাসানপুর রাজেশ্বরী উচ্চবিদ্যালয়ের ঘটনা। এখনও পর্যন্ত ২টি সকেট বোমা উদ্ধার করেছে বোম স্কোয়াড থেকে। ঘটনাস্থলে লালবাগ থানার পুলিস। ঘটনার জেরে আতঙ্কে ছাত্রছাত্রী-সহ শিক্ষক-শিক্ষিকা।   

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কুন্তল চৌধুরী জানান, 'আগামি কয়েক দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস। সেই কারণে স্কুল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কিছু শ্রমিক কাজ করে। স্কুলের বাগান পরিষ্কার করতে গিয়ে একটি সকেট বোমা দেখে তাঁরা। এই অবস্থাতে ভয় পেয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাকে জানায় তাঁরা। পরে শিক্ষক-শিক্ষিকারা স্কুলের পরিচালন কমিটিকে ডাকে।' 

এমনকি স্কুল বন্ধ করে প্রশাসনকেও খবর দেয় তাঁরা। ঘটনাস্থলে লালবাগ থানার পুলিস এসে জায়গাটিকে ব্যারিকেড করে দেয়। পুলিস তদন্তে নেমে স্কুলের ছাদেও একটি বোমা পড়ে থাকতে দেখে। পরবর্তীতেই বোম স্কোয়াড এসে ওই দুটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। তবে রাতের অন্ধকারে কে বোমা রেখেছে, কী উদ্দেশে রেখেছে তা জানি না। তিনি আরও জানান, 'এটা স্কুল কোনও রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তাও কেন এমন ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিস।'   

বিজেপি নেতা লাল্টু দাস জানায়,'স্কুলের পরিচালন কমিটি এখন রাজনীতিকরণ হয়ে গিয়েছে। যার জেরে গোষ্ঠীদ্বন্দ্ব। ফলে স্কুলের গেটে কোনও সিকিওরিটি নেই। তাই স্কুলেও বোমের স্তূপ তৈরি হয়েছে।' মুর্শিদাবাদ জেলা সার্বিকভাবে বোমের কারখানা হয়ে উঠেছে। তাই যেখানে সেখানে বোম উদ্ধার হচ্ছে। স্কুলের কোনও নিরাপত্তা নেয়। এমনকি তিনি আরও জানান, 'প্রতিষ্ঠা দিবসের দিন কাটমানির টাকা ভাগাভাগি করা হবে বলেই এই বোমা রাখা হয়েছে।' স্কুলের মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। তবে স্কুলের মধ্যে বোমা উদ্ধারে ঘটনায় বাচ্চাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এক অভিভাবক।

one year ago