
বলিউড তথা টলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। অভিনেতা করণ গ্রোভারকে বিয়ে করে গত বছর স্বাগত জানিয়েছেন কন্যা সন্তানকে। এই কিছুদিন আগেই কন্যা (Daughter) দেবীর মুখেভাত দিয়েছেন। লাল বেনারসীতে রাঙাপরীর মতো দেখাচ্ছিল একরত্তিকে। কিন্তু তখনও নেটিজেনরা তখনও জানতেন না, ইতিমধ্যেই জীবনের জন্য কতটা লড়াই করতে হয়েছে একরত্তিকে। জানতেন না, মা হয়ে কতটা লড়তে হয়েছে বিপাশাকে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি লাইভ ইন্টারভিউতে অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে কথোপকথন করেছেন বিপাশা। সেইখানেই মেয়ে দেবীর স্বাস্থ্য নিয়ে এই তথ্য ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, দেবীর জন্মের তিন দিনের দিন জানা গিয়েছিল তার হৃদযন্ত্রে দুটি ছিদ্র রয়েছে। চিকিৎসক তখন পরামর্শ দিয়েছিলেন একটু অপেক্ষা করতে। প্রত্যেক মাসেই স্ক্যান করে দেখতে বলা হয়েছিল, দেবীর হৃদযন্ত্রের ছিদ্র নিজে থেকেই বন্ধ হয়ে যায় কি না।
বিপাশা বলেন, 'ওইটুকু বাচ্চাকে সার্জারি করানো যায়! সেইসময় খুব কষ্ট হয়েছিল, বোঝা মনে হয়েছিল, বিরুদ্ধ মত এসেছিল মনে। দেবীর জন্মের প্রথম ও দ্বিতীয় মাসে স্ক্যান করে দেখা হয়েছে। তৃতীয় মাসে আমি প্রায় সকল চিকিৎসক এবং সার্জেনদের সঙ্গে কথা বলেছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে দেবীকে সুস্থ করতেই হবে এবং দেবী সুস্থ হবেই। সঠিক সময়ে, সঠিক জায়গায় অপারেশন করানো জরুরি। ওর বয়স যখন তিন মাস, তখন ওপেন হার্ট সার্জারি হয়। করণ ওই সময় দেবীকে আইসিউতে দেখে একেবারে ভেঙে পড়েছিল। চারদিকে মনিটর, এবং ড্রেসিং করা বুকে আমার মেয়ে হিরোর মতো শুয়ে ছিল। দেবী সাহসী মনের এবং শক্তিশালী।'
অভিনেত্রী বিপাশা বাসু (Bipasha Basu) মুম্বইবাসী কিন্তু তাঁর মনে যত্নে সঞ্চিত রয়েছে বাঙালি সংস্কৃতি। বিয়ে করেছেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। কন্যা সন্তান এসেছে তাঁদের জীবনে। মেয়েকে বাঙালি সংস্কৃতির আবহেই বড় করে তুলতে চাইছেন অভিনেত্রী। বিপাশা তাঁর মেয়ের নাম রেখেছেন দেবী (Devi)। ডাক নাম মিষ্টি। ছোট্ট মিষ্টির মুখেভাতের অনুষ্ঠান হয়েছে সম্প্রতি। সেই অনুষ্ঠানেও দেখা গিয়েছে বাঙালি সংস্কৃতি।
মেয়ের মুখেভাতের একটি ঝলক বিপাশা সামাজিক মাধ্যমে আপলোড করেছেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে ছোট্ট দেবীর মুখেভাতে তাকে লাল বেনারসি শাড়ি পরিয়েছেন বিপাশা। মাথায় পরিয়েছেন সাদা শোলার মুকুট। বিপাশার কন্যাটিকে লাল পোশাকে সত্যিই ছোট্ট দেবীর মতোই দেখতে লেগেছে। মুখেভাতে উপস্থিত ছিলেন বিপাশার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। দেবীকে মুখেভাত দিয়েছেন তার মামারবাড়ির দাদু।
মেয়ের মুখেভাত উপলক্ষ্যে বিপাশা পরেছিলেন লাল চুড়িদার। মাথায় খোঁপা এবং সিঁথিতে সিঁদুর দিয়ে বাঙালি ঐতিহ্য ধরে রাখতে চেয়েছেন বিপাশা। করণ পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা। একেবারে বাঙালি নিয়মেই হয়েছে দেবীর মুখেভাতের অনুষ্ঠান। ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন।
বলিউডে (Bollywood) সিনেমা করে 'বসু' পদবী বদলে হয়েছে 'বাসু'। কিন্তু বিপাশার (Bipasha Basu) মনে এখনও একটুকরো কলকাতা বেঁচে রয়েছে। একইসঙ্গে বেঁচে রয়েছে বাংলা-বাঙালিয়ানা। কেবলমাত্র সাদা শাড়ি লাল পাড়ে যে বিপাশা বাঙালি ঐতিহা পালন করেন তাই-ই নয়, মনে মনে বাঙালি সংস্কৃতি লালন করেন অভিনেত্রী। ঋতুপর্ণ ঘোষের 'সব চরিত্র কাল্পনিক' ছাড়া বিপাশার বাংলায় আর উল্লেখযোগ্য সিনেমা নেই। তবে হিন্দি ছবিতে অভিনয় করে যে তিনি পুরোপুরি বাংলা ভুলে যাননি, সেই প্রমান অনেকবার দিয়েছেন।
সিনেমার সেটে বিপাশার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা করণ সিং গ্রোভারের। ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। লাল ভারতীয় পোশাকে শুভ দৃষ্টি- মালাবদল করে বাঙালি মতে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ২০২২-এর নভেম্বর মাসে বিপাশার কোলে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান। মেয়ের নামের সঙ্গেও জড়িয়ে রাখতে চেয়েছিলেন বাংলা। তাই নাম রেখেছিলেন 'দেবী'। পুরো নাম দেবী বাসু সিং গ্রোভার।
এমনকি মেয়ের ডাক নামেও অভিনেত্রী বাঙালি ছোঁয়া রেখেছেন। সম্প্রতি বিপাশা জানিয়েছেন মেয়েকে বাড়িতে কি নাম ডাকেন। ছোট্ট পরীর ডাক নাম বিপাশা দিয়েছেন 'মিষ্টি'। বিপাশা-কন্যার বেশ কিছু ছবি নেট দুনিয়া ইতিমধ্যেই দেখেছেন। তাই তাঁরা বলছেন, দেবীর 'মিষ্টি' ডাকনাম আসলেই যথার্থ।
অবশেষে মেয়ের মুখ দেখালেন বাঙালি কন্যা বিপাশা বসু (Bipasha Basu)। গত বছর মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন বিপাশা। প্রথমবার মা ও বাবা হয়েছেন বিপাশা ও করণ (Karan Singh Grover)। মেয়ের নাম দিয়েছেন দেবী (Devi)। তাঁর জন্মের পর থেকেই মেয়ের একাধির ছবি, মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করেছেন বিপাশা ও করণ সিং গ্রোভার। কবে সেই একরত্তির মুখ দেখা যাবে তারই আশায় ছিলেন অনুরাগীরা। তবে এবারে প্রতীক্ষার অবসান। অবশেষে মেয়ে দেবীর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তারকা যুগল।
বুধবার ইনস্টাগ্রামে মেয়ের দুটি 'কিউট' ছবি শেয়ার করেছেন করণ ও বিপাশা। ক্যাপশনে লেখা 'আমি দেবী, পুরো বিশ্বকে হ্যালো।' পরনে গোলাপি ফ্রক, মাথায় ম্যাচিং ফিতে, একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। মুখে নিষ্পাপ হাসি। এই ছবি শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল। লাইক এসেছে প্রচুর, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সেলেবরাও কমেন্টের পাশাপাশি আশীর্বাদ করেছেন। অনুরাগীদের কেউ বলেছেন, 'করণের কার্বন কপি', আবার কেউ বলেছেন, 'একদম বিপাশার মত দেখতে'। এককথায় বিপাশা করণের আদুরে একরত্তির ছবিতে মেতে নেটদুনিয়া।
প্রসঙ্গত, প্রায় এক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বাঙালি রীতি মেনে গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। বিয়ের পাঁচ বছর পরে ২০২২-এর অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খুশির খবর শেয়ার করেন দু’জনে। ১২ নভেম্বর জন্ম নেয় বিপাশা-করণ সন্তান দেবী বসু সিং গ্রোভার।
তিন মাসে পড়ল বিপাশা বসুর (Bipasha Basu) মেয়ে দেবী। সোশাল মিডিয়ায় (Instagram Post) সেই ছবি পোস্ট করলেন মা বিপাশা। মাতৃত্বের সফর যে সবচেয়ে সুখের, তা মেয়ে কোলে বিপাশাকে দেখলেই বোঝা যায়। ৩ মাসের জন্মদিনে দেবীকে বুকে জড়িয়ে মনোরম সাদাকালো ছবি পোস্ট অভিনেত্রীর। সেই ছবিতে দেখা গিয়েছে, মেয়ের মুখের দিকে তাকিয়ে অনাবিল হাসছেন মা। হাসিতেও ধরা পড়ছে মাতৃত্বের উচ্ছ্বাস। ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, 'দেবীর বয়স তিন মাস হল। এত দ্রুত! তার সঙ্গে প্রতিটি মুহূর্ত... আমাদের সেরা স্মৃতি। দেবীর বাবা এবং মা হয়ে আমরা সবচেয়ে সুখী!'
ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই আসতে থাকে অজস্র শুভেচ্ছাবার্তা। এক অনুরাগী লেখেন, “মা এবং সন্তান, ঈশ্বর দু’জনেরই মঙ্গল করুন সবসময়।” ২০১৬ সালের ৩০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন কর্ণ আর বিপাশা। সেই থেকে সুখী দাম্পত্যে এই তারকা যুগল। ২০২২-র ১২ নভেম্বর, তাঁদের জীবনে উপহার হয়ে আসে কন্যা সন্তান দেবী।
খুব শীঘ্রই মা হতে চলেছেন বলি (Bollywood) বিউটি বিপাশা বসু (Bipasha Basu)। এমনই গুঞ্জন বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল বলিপাড়ায়। আনুষ্ঠানিকভাবে এই খবরে মিস্টার অ্যান্ড মিসেস গ্রোভার শিলমোহর দিলেন মঙ্গলবার। নিজের ইনস্টাগ্রামে (Instagram) স্বামী করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) সঙ্গে বেবি বাম্পের ফটোশুটের ছবি দিয়েছেন বিপাশা। যেখানে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরে বিপাশা ও করণ। বিপাশার শার্টের ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর বেবি বাম্প (baby bump)। আর তাতেই স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন করণ।
ছবির ক্যাপশনে বিপাশা লিখেছেন, “একটা নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। আমার জীবনে আরও একটি রং লাগছে। আরও একটু পূর্ণ হলাম আমরা। একা একা জীবনটা শুরু করেছিলাম। তারপর একে অপরের হাত ধরি। তখন থেকে একসঙ্গে পথ চলছি। পরস্পরের প্রতি এত ভালবাসা দেখতে তেমন ভাল লাগছিল না। তাই এতদিন যারা আমরা দুই ছিলাম। এবার আমরা তিন হতে চলেছি।”
সঙ্গে আরও যোগ করেন, “আমাদের ভালবাসা দিয়ে তৈরি সম্পদ খুব শীঘ্রই পরিবারে আসতে চলেছে। আপনাদের সকলের নিঃস্বার্থ ভালবাসা, প্রার্থনা, শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।” অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শুভেচ্ছাবার্তা ভরিয়ে দিয়েছেন বি-টাউনের সেলিব্রিটিরা। মালাইকা আরোরা, সোনম কাপুর, আলিয়া ভাট থেকে সফি চৌধুরী, মাহি ভিজ, ডায়না পেন্টি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতি।
উল্লেখ্য, 'অ্যালোন' সিনেমায় কাজ করার মাধ্যমে ২০১৫ সালে বিপাশা ও করণের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভূষণ প্যাটেল পরিচালিত হরর চলচ্চিত্রে দুই তারকার গড়ে ওঠা প্রণয় পরের বছরই পরিণয়ে রূপ নেয়। ২০১৬ সালে কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ৬ বছর পর অবশেষে প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন বিপাশা এবং করণ।