Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

BhojpuriActress

Akanksha: 'আমার কিছু হলে দায়ী থাকবে...' মৃত্যুর আগে ঠিক কী বলেছেন আকাঙ্খা

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যুর কিনারা এখনও হয়নি। চলতি বছরে ২৬ মার্চ আত্মহত্যা করেন তিনি। পেশায় ভোজপুরী সিনেমার নায়িকা ছিলেন তিনি। একইসঙ্গে টিকটক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে একইরকম জনপ্রিয়তা ছিল আকাঙ্খার। তাঁর মৃত্যুতে এক লহমায় শোকস্তব্ধ হয়ে যায় সিনেমা জগৎ। আগের দিন রাতেও পার্টি করেছিলেন অভিনেত্রী। এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা আগেও ইনস্টাগ্রামে নাচের ভিডিও দিয়েছিলেন। কিন্তু কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি, সেই রহস্য অজানা থেকে গিয়েছে।

এরই মাঝে তাঁর পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সেই ভিডিওতে কাঁদতে কাঁদতে বেশ কিছু কথা বলেছিলেন প্রয়াত অভিনেত্রী। তিনি বলেছিলেন, 'আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে কেবল সমর সিং।' প্রসঙ্গত আকাঙ্খার মৃত্যুর পর তাঁর মা এই সমর সিংকেই তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। তাঁকেও নাকি আকাঙ্খা একই কথা বলেছিল। এই সমর সিংয়ের সঙ্গেই আকাঙ্খা সম্পর্কে থাকার কথা বলেছিলেন সামাজিক মাধ্যমে। অভিনেত্রীর মৃত্যুর বেশ কিছুদিন পরে সমর সিংকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে পুলিস।

আকাঙ্ক্ষার এই ভাইরাল হওয়া ভিডিও বেশ কিছু প্রশ্ন তুলছে।  নেটিজেনরা জানতে চাইছেন, 'তাহলে কী আকাঙ্খা তাঁর মৃত্যুর আশঙ্কা করেছিলেন?' আরও এক নেটিজেন প্রশ্ন তুলছেনা , 'আকাঙ্খার মৃত্যু কি সত্যিই আত্মহত্যা? নাকি অন্য কোনও কারণ রয়েছে?'

11 months ago
Akanksha: আত্মহত্যার আগে কেমন ছিলেন আকাঙ্খা? জানালেন অভিনেত্রীর হেয়ার স্টাইলিস্ট

ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবে (Akanksha Dubey) প্রয়াত। রবিবার বারাণসীর হোটেল রুমে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিসের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। আকাঙ্খার মা মধু দুবের অভিযোগ, তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী সঞ্জয় সিং ও সমর সিং। ২৫ মার্চ প্রয়াত হয়েছেন অভিনেত্রী। শনিবার রাতে ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিডিও পোস্ট করেছিলেন আকাঙ্খা। সেখানে তাঁকে দেখে হাসিখুশি মনে হলেও রাতে তিনি আবারও একটি লাইভ করেন। সেই ভিডিওটি বিষণ্ণ ছিলেন অভিনেত্রী সেই স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রীর হেয়ার স্টাইলিস্ট।

অভিনেত্রীর হেয়ারস্টাইলিস্ট রাহুল এবং রেখা মোরে বলেন, ২৫ মার্চ একটি পার্টিতে গিয়েছিলেন আকাঙ্খা। সেখানে তিনি বেশ হাসিখুশি ছিলেন। হেয়ার স্টাইলিস্ট আরও জানান, 'লায়েক হু মে নালায়ক নেহি' সিনেমার শ্যুটিংয়ের জন্য রবিবার সকাল ৭টায় তৈরী হওয়ার কথা ছিল আকাঙ্খার। কিন্তু তিনি মেকআপ রুমে না পৌঁছালে প্রোডাকশনের এক ব্যক্তি তাঁকে ডাকতে যান। ডাকাডাকিতে সাড়া না মিললে মাস্টার কি দিয়ে দরজা খুলে দেখা যায়, তিনি আত্মহত্যা করেছেন। হেয়ার স্টাইলিস্ট বলেন, 'আকাঙ্খা তাঁর সহকর্মীদের যত্ন নিতেন। অভিনেত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁরাও।' ঘটনার তদন্তে নেমেছেন পুলিস।

12 months ago
Suicide: ফের শোকের ছায়া বিনোদন জগতে! আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্খা দুবে

রবিবার দুপুরে শোকের ছায়া নামল অভিনয় জগতে। প্রয়াত (Death) ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবে (Akanksha Dubey)। বারাণসীর একটি হোটেলে তাঁর মৃতদেহ (DeadBody) উদ্ধার হয়েছে। ২৫ বছর বয়সেই খ্যাতি অর্জন করেছিলেন। অভিনয়ের পাশাপাশি ইনস্টাগ্রাম, টিকটকেও জনপ্রিয় ছিলেন তিনি। ১৮ ঘন্টা আগে অর্থাৎ শনিবার রাতে তিনি শেষ ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। ভিডিওতে চোখে-মুখে অবসাদের ছায়া নেই। তিনি যে আর কিছুক্ষণ পরেই থাকবেন না তাও বোঝার উপায় নেই। সেই ভিডিওতে তাঁকে বেলি ডান্স করতেও দেখা যায়। ভক্তরা বিশ্বাস করতে পারছেন না আকাঙ্খা আর নেই।

এক মাস আগেই ভ্যালেন্টাইন্স ডে'তে  সামাজিক মাধ্যমে সহ অভিনেতা সমর সিং'এর সঙ্গে প্রেমের সম্পর্কে শিলমোহর দেন। 'মেরি জং মেরা ফ্যায়সলা' ছবি দিয়ে সিনেমার জগতে হাতেখড়ি করেন। খ্যাতি অর্জন করেন, 'মুঝসে শাদি করোগি', 'সাজন' সিনেমার হাত ধরে। রবিবারেই থেমে গেল তাঁর জীবনযাত্রা। প্রাথমিকভাবে পুলিস অভিনেত্রীর মৃত্যুকে 'আত্মহত্যা' বলেছেন।আকাঙ্খার মৃত্যুর পিছনে কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

12 months ago