Breaking News
Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA      ED: অবশেষে ইডির স্ক্যানারে চন্দ্রনাথের 'মোবাইল-হিস্ট্রি', খুলতে পারে নিয়োগ দুর্নীতি রহস্যের জট     

Bhangar

Bhangar: আরাবুলকে গ্রেফতারির পরই তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, লাঠিচার্জ পুলিসের

আরাবুল ইসলামকে গ্রেফতারের পরদিনই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। একদিকে যেমন উদ্ধার হয়েছে তাজা বোমা, অন্যদিকে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। আর তা রীতিমতো সংঘর্ষে পৌঁছয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উওর কাশীপুর থানার পুলিস। পরিস্থিতি সামাল দিতে  পুলিসকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। শুক্রবার সকালে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয় ভাঙরের কোচপুকুর এলাকা। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা ফেস্টুন ব্যানার লাগাচ্ছিলেন এলাকায়। আর তা কেন্দ্র করে আইএসএফ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরবর্তীতে বচসা পৌঁছয় হাতাহাতিতে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সমর্থকদের পক্ষ থেকে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানানো হয়েছে।

উল্লেখ্য, কোচপুকুরে সংঘর্ষের ঘটনায় আহতদের জিরানগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এঁদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করে দেয় চিকিৎসকেরা।

2 months ago
Bhangar: পারিবারিক অশান্তি জেরে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে, আটক অভিযুক্ত

পারিবারিক অশান্তি জেরে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। আটক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গর থানার মাধবপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম জাহানারা বিবি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ বছর আগে বারুইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সঙ্গে বিবাহ হয় ভাঙ্গড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলী মোল্লার। তাঁদের চার সন্তান রয়েছে। সোমবার বাড়ির মধ্যে ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে ঝগড়া বাধে। আর সেই বিবাদের জেরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে দেওর কুপিয়ে খুন করে বলে অভিযোগ। অভিযোগ মৃতা গৃহবধূর মা ও দিদির।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভাঙ্গড় থানার পুলিস। এই ঘটনায় অভিযুক্ত ওই দেওরকে আটক করে পুলিস। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

4 months ago
Bhangar: ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত প্রায় ৩০ যাত্রী

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত প্রায় ৩০ যাত্রী। বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত এক বাইক চালক। বুধবার দুপুরে ভাঙড় থানার অন্তর্গত  ভোজেরহাট বৈরামপুরের এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। পুলিস জানিয়েছে, বাস দুর্ঘটনায় এখনও অবধি কারোর মৃত্যু না হলেও গুরুতর আহত হয়ে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে ভাঙড়ের ঘটকপুকুরের দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে একটি বাইক সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি,  কলকাতার দিক থেকে দ্রুত গতিতে আসা ধামাখালি বি গার্ডেন রুটের বাসের সামনে পড়ে যায়। বাইক আরোহীকে বাঁচাতে গেলে বাধ্য হয়ে ব্রেক কষতে বাধ্য হন বাস চালক। তখনই ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। বাইক ও আরোহী বাসের চাকার তলায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ভাঙ্গড় থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙড় থানার বিশাল পুলিস বাহিনী।  

7 months ago


Bhangar: দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে বোমার কারখানা, ভাঙড়ের নতুন ৮ থানার টার্গেট বেঁধে দিল লালবাজার

দায়িত্ব নিয়েই বন্ধ করতে হবে বোমার কারাখানা। দত্তপুকুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভাঙড়ের নতুন আট থানার সামনে এই টার্গেট বেধে দিল লালবাজার। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলে তৈরি হবে কলকাতা পুলিশের দশম ডিভিশন। আটটি থানায় ১৭৫ জন করে থাকবেন পুলিশ কর্মী। সেই কাজ শুরুর আগেই লালবাজার জানিয়েদিল, যে করেই হোক ভাঙড়কে বোমামুক্ত করতেই হবে।

আগে ছিল দুটি থানা, তা ভেঙে নতুন করে মোট আটটি থানা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত ভোট এবং তার পরবর্তী সময়েও কাশীপুর-সহ ভাঙড়ের একাধিক এলাকায় রোজই বোমাবাজির ঘটনা ঘটেছে।এমনকী, কাশীপুর থানা এলাকার একাধিক গ্রামে যে বোমা তৈরির কারখানা রয়েছে, সেই ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন থানা হওয়ার আগেই ভাঙড় নিয়ে সতর্ক লালবাজার। সাফ নির্দেশ, যে করেই হোক এই বোমা কারখানা বন্ধ করতেই হবে।

এদিকে, দত্তপুকুরের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে ইতিমধ্যেই সাসপেন্ড করা রয়েছে। পুলিশের নিচু তলায় দুর্নীতিতে যে এখনও মজুত রয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী।

8 months ago
Bhangar: ৮টি থানা নিয়ে কলকাতা পুলিসের দশম ডিভিশন ভাঙড়

ঘোষণা হয়েছিল আগেই। এবার তাতে সরকারি সিলমোহর পড়ল। কলকাতা পুলিসের আওতায় এল ভাঙড়। ফলে আরও বাড়ল লালবাজারের সীমানা। গঙ্গা নদী থেকে যা সম্প্রসারিত হয়ে পৌঁচ্ছে গেল একেবারে মাতলা নদীর কাছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে, কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙড়।

নতুন ডিভিশনের জন্য ঠিক হয়েছে আটটি থানার পাশাপাশি নতুন ট্রাফিক ডিভিশন তৈরি করা হল। যেখানে দু জন ডিসির পাশাপাশি থাকবেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় ওসির পাশাপাশি রাখা হবে, অতিরিক্ত ওসি। থাকবেন কমপক্ষে ১০ জন সাব-ইন্সপেক্টর। বুধবার এই আটটি থানার পরিকাঠামো তৈরিতে চার জনকে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিকাঠামোর কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে। নতুন থানা হতে চলেছে, হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়।

8 months ago


Bhangar: ভাঙড়কে শান্ত করতে মমতার নির্দেশে, গুটি সাজাতে শুরু করল কলকাতা পুলিস

অশান্ত ভাঙড়কে শান্ত করতে গতকালই পদক্ষেপ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ বুধবারই কলকাতা পুলিস কমিশনার কে নির্দেশ দিয়েছিলেন, ভাঙড়ের শান্তি রুখতে, ভাঙড়কে কলকাতা পুলিসের একটি নতুন ডিভিশনের আওতায় আনার জন্য। এবার সেই মতো পরিকল্পনার কাজ শুরু করল কলকাতা পুলিস।

সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার একজন আইপিএস পদমর্যাদার অফিসারকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিসের বেশ কিছু আধিকারিক ভাঙড়ের কাশিপুর থানায় যান। সূত্রের খবর, সেখানে ভারপ্রাপ্ত এক অফিসার কে নিয়ে বেশ কিছুক্ষণ বৈঠকও চলে। ওই বৈঠকে আলোচনা হয় একটি নতুন ডিভিশনের মাধ্যমে ভাঙড় এবং সন্ত্রাস কবলিত ভাঙ্গড় সংলগ্ন বেশ কিছু এলাকা ওই ডিভিশনের আওতায় এনে, কলকাতা পুলিসের একটি নতুন ডিভিশন করা হবে। সেখানে প্রয়োজনে অতিরিক্ত থানার পরিকল্পকনা করা হতে পারে।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ভাঙড়। দফায় দফায় তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ৭ মানুষের। এরই মধ্যে ভাঙড়কে শান্ত করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এ ছাড়া ভাঙড় ও ক্যানিংয়ের বিধায়ক নওশাদ ও শওকত মোল্লা দুজনই বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়কে শান্ত করার বার্তা দেন।

9 months ago
Bhangar: ভাঙড়ে চ্যাংড়ামি! পুলিসকে বড় পদক্ষেপ নিতে নির্দেশ মমতার

পঞ্চায়েত নির্বাচন থেকেই উত্তপ্ত ভাঙড়, বরাবরই ভাঙড় থেকেছে শিরোনামে। এবার ভাঙড়ে চ্যাংড়ামি রুখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়, ভাঙ্গড়কে আলাদা একটি পুলিস ডিভিশন করার নির্দেশ দেয় কলকাতা পুলিসকে।

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই ভয়ংকর খুন, সন্ত্রাস, মৃত্যুর, ভয়াবহ চিত্র দেখেছে গোটা বাংলা। যা নিয়ে বরাবরই উদ্বিগ্ন ছিল রাজ্যের সব কটি রাজনৈতিক দলই। ইতিমধ্যেই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারিয়েছেন ৭ জন। এছাড়া এর পূর্বে এই রাজনৈতিক সংঘর্ষে  প্রাণ হারিয়েছে বহু মানুষ। এবার তা রুখতে ভাঙড় ও সন্ত্রাস কবলিত ভাঙ্গড় সংলগ্ন এলাকাগুলিকে নিয়ে, কলকাতা পুলিস কমিশনারকে একটি ডিভিশন গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতিকালে ভাঙরকে শান্ত করার উদ্দেশ্য নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন। পাশাপাশি ভাঙড় ও ক্যানিংয়ের বিধায়ক অর্থাৎ নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লা দুজন বিধানসভায় দাঁড়িয়ে, ভাঙড়ের শান্তি ফিরিয়ে আনার জন্য বার্তা দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে ভাঙড় কতটা শান্তিপূর্ণ হবে সেটা কেবল সময়ের অপেক্ষা। যদিও এ বিষয়ে কলকাতা পুলিস কমিশনার বিনীত কুমার গোয়েল জানান, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কিন্তু এখনও ওই ডিভিশনের কি নাম হবে বা অন্য কিছু বৃত্তান্ত এখনও সাজানো হয় নি। এসব কিছু নিয়ে শীঘ্রই বৈঠক করে আলোচনা হবে।'

9 months ago
Bhangar: ভাঙড়ে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না! পুলিসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হাইকোর্টে নওশাদ

নির্বাচনী কেন্দ্র ভাঙড়ে ঢুকতে না দেওয়ার অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়কের প্রশ্ন, বারবার পুলিস তাঁকে কেন বাধা দিচ্ছে? বারবার ১৪৪ ধারা জারি রাখার কথা বলা হচ্ছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

পঞ্চায়েত ভোটে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজি, গুলি, সংঘর্ষে প্রাণহানিও হয়েছে। রবিবার নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে যাচ্ছিলেন নওশাদ সিদ্দিকী। তাঁর গাড়ি আটকে দেয় পুলিস। পুলিসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন ভাঙড়ের বিধায়ক। তিন ঘণ্টা অপেক্ষা করার পরেও তাঁর বিধানসভা কেন্দ্র ভাঙড়ে যেতে দেওয়া হয়নি বলে পুলিসের বিরুদ্ধে অভিযোগ। সেই নিয়েই আদালতের দ্বারস্থ নওশাদ সিদ্দিকি। প্রসঙ্গত ভাঙড়ে ১৪৪ ধারা জারির পর গত পরশু রাতে আরাবুল ইসলাম ও শওকত মোল্লাদের ঢুকতে বাধা দেয় পুলিস।

গত মঙ্গলবার গণনার দিন কাঁঠালিয়ায় গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জনের। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে ২ জন ছিলেন আইএসএফ কর্মী। এই নিয়ে সিবিআই তদন্তের দাবিও করেছেন নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার চালতাবেড়িয়ায় আইএসএফের ঘাঁটিতে বোমা ফেটে জখম হন ৪ আইএসএফ সমর্থক। এরপরই ১৪৪ ধারা জারি করা হয়।

9 months ago


Bhangar: নওশাদের পর ভাঙড়ে আরাবুলকে ঢুকতে বাধা পুলিসের, রাস্তায় বসে ধরনায় শওকতরা

শাসকের ধরনা। রাজ্যে পঞ্চায়েত ভোটের পরে এই ছবিও উপহার দিল দক্ষিন ২৪ পরগনার ভাঙড়। ১৪৪ ধারা ভেঙে ওই এলাকায় ঢুকতে গেলে অভিযোগ, পুলিস ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা-সহ বাকি তৃণমূল নেতাদের পথ আটকায়। তার প্রতিবাদে ধরনা শুরু করেন তৃণমূলের নেতা, কর্মীরা। শনিবারই স্থানীয় ভোগালি এলাকার বাসিন্দা শেখ মোসলেম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। তৃণমূলের বুথ সভাপতি বলে পরিচিত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন শওকত, আরাবুলরা। তখনই ভাঙড় ব্রিজের কাছে তাঁদের আটকে দেওয়া হয়।

গত সাত জুলাই, পঞ্চায়েত ভোটের আগের রাতে রাজনৈতিক সংঘর্ষে আহত হন বছর পঁয়ষট্টির মোসলেম। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। রাতেই তাঁর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল শওকত এবং আরাবুলের। তার আগেই তাঁদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে।

গণনার পর থেকেই ভাঙড়ে জারি আছে ১৪৪ ধারা। এই কারণেই শুক্রবার ওই এলাকায় ঢুকতে পারেননি স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, শনিবার রাতে ওই এলাকায় ঢুকে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করার কথা ছিল তৃণমূল নেতাদের। নওশাদের অভিযোগের পাল্টা শওকত জানিয়েছেন, তাঁরা প্রকাশ্যে কোনও সভা করেননি। স্থানীয় একটি বাড়িতে সবাই কথা বলেছেন। ফলে আইন ভাঙার কোনও প্রশ্ন নেই বলেও দাবি ক্যানিং পূর্বের বিধায়কের।

9 months ago
Bhangar: ভোটের দিনের হিংসা এখনও অব্যাহত, চিকিৎসারত অবস্থায় মৃত্যু তৃণমূলের বুথ সভাপতির

ভোট হিংসায় ভাঙড়ে মৃত্যু মিছিল অব্যাহত। শনিবার মৃত্যু হল তৃণমূল বুথ সভাপতি মোসলেম শেখের। গত সাত জুলাই পঞ্চায়েত ভোটের আগের দিন আইএসএফের বিরুদ্ধে তাঁকে হামলা করার অভিযোগ উঠেছিল। এদিন শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। যদিও তৃণমূল বুথ সভাপতির উপর হামলার দায় আগেই ঝেড়ে ফেলেছিল আইএসএফ।


অভিযোগ, ভাঙড়ে ভোটের আগের দিন লাঠি, বাঁশ দিয়ে ৬০ উর্দ্ধ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে বেদম মারধর করে ৫০ থেকে ৬০ জনের দল। শনিবার সকালে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মোসলেম ভোগালী ২ নাম্বার অঞ্চলের বুথের সভাপতি ছিলেন। সেই বুথে ভোটের আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে ভাইপো শেখ ইমদাদুলকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বেরিয়েছিলেন ৬২ বছরের শেখ মোসলেম।


হঠাৎ মাঠের পাশে একটি নির্জন জায়গায় লুকিয়ে থাকা জনা ৫০ ছেলে তাদের ঘিরে ধরে। অভিযোগ নির্বিচারে প্রহার শুরু হয়। ভাঙড়ের পঞ্চায়েত ভোট পর্বে মনোনয়ন থেকে ভোট গণনা পর্যন্ত এই নিয়ে ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

9 months ago


Bhangar: ভাঙড়ে যেতে বাধা বিধায়ককে, নিউটাউনে নওশাদের গাড়ি আটকাল পুলিস

ভাঙড়ে যেতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে বাধা দেওয়ার অভিযোগ। নিউটাউনের হাতিশালার কাছে নওশাদের পথ আটকায় কলকাতা পুলিস। পুলিসের দাবি, ১৪৪ ধারা থাকায় ভাঙড়ে যেতে পারবেন না নওশাদ। অন্যদিকে, নওশাদের দাবি, তিনি ভাঙড়ের বিধায়ক, তাহলে কেন তাঁকে যেতে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়ে বেশকিছুক্ষণ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা চলে নওশাদের। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গোটা ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তল্লাশি চালানোর দাবি জানান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, "তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমি বিধায়ক, আর আমায় যেতে দেওয়া হচ্ছে না। "আমি শান্তির বার্তা নিয়ে এসেছি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো ভাঙড়ে তল্লাশি চালানো হোক।"

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা-র দাবি, কেউই ঢুকতে পারছে ভাঙড়ে। সেখানে নওশাদ গিয়ে উস্কানি দিতে চাইছেন। এমনই অভিযোগ তুলেছেন শওকত।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমা-গুলি, রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবারের পর থেকে সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে।

9 months ago
Naushad: আইএসএফ কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি নওশাদের

ভাঙড়ে (Bhangar) পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে (Political Violence) মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে আইএসএফ কর্মী রেজাউল গাজির। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানিয়েছেন নওশাদ।

মঙ্গলবার রাত ১১টা নাগাদ কাঁঠালিয়া থেকে বিজয় মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইএসএফ কর্মীরা। ভোগালিয়া গ্রাম থেকে গিয়েছিলেন আএইএসএফ সমর্থক জাইরুল গাজি, তাঁর ভাই রেজাউল এবং আরও কয়েক জন। জাইরুল জানান, আচমকাই মিছিলের উপর গোলাগুলি চালাতে শুরু করে শাসকদলের দুষ্কৃতীরা৷ আর্তনাদ শুনে তিনি দেখেন মাটিতে লুটিয়ে পড়েছেন চারমাসের কন্যাসন্তানের বাবা রেজাউল। বেশ কয়েকক্ষণ দেহ নিয়ে আমবাগানে লুকিয়ে ছিলেন তাঁরা। কোনও অ্যাম্বুলেন্স আসেনি৷ অবশেষে একটি বাইকে করে ভাইয়ের দেহ বাড়িতে নিয়ে আসেন তিনি।

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানিয়েছেন নওশাদ।

9 months ago
Bhangar: ভাঙড়ে পুলিসের সঙ্গে আইএসএফের খন্ডযুদ্ধে মৃত্যু ১ আইএসএফ কর্মী সহ এক যুবক

ভোটে কারচুপির অভিযোগে মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাঁঠালিয়া এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন আরও এক যুবক। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে স্থানীয় সূত্রে খবর। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক পদস্থ কর্তা এবং এক পুলিশকর্মী। সোমবার সকাল থেকেই এলাকায় জোরদার পুলিশি টহল শুরু হয়েছে। চলছে ধরপাকড়।

মঙ্গলবার ভাঙড়-২ ব্লকের কাঁঠালিয়ার গণনাকেন্দ্রে চলছিল জেলা পরিষদের ভোটগণনা। আইএসএফ নেত্রী রেশমা খাতুন অভিযোগ করেন, তাঁদের জেলা পরিষদের প্রার্থী জাহানারা খাতুন প্রথমে পাঁচ হাজার ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু রাত সাড়ে ১২টা নাগাদ বিডিও জানান, জাহানারা ৩৬০ ভোটে হেরে গিয়েছেন। আইএসএফ নেতৃত্বের দাবি, প্রশাসনের সঙ্গে ‘সেটিং’ করেছে তৃণমূল। তার পরেই ভোটের এই ফল ঘোষণা হয়েছে। তাঁরা পুনর্নির্বাচনের দাবি তোলেন। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দেয়। কিন্তু মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা শুরু হয়। পুলিশের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা তাদের উপর আক্রমণ শুরু করে। এলাকায় একের পর এক বিস্ফোরণ হয়। বোমা এবং গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। কিন্তু অবস্থা বদলায়নি। আইএসএফের পাল্টা অভিযোগ, পুলিশ গুলি চালিয়েছে। তাতে তাঁদের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন। মৃত্যু হয়েছে হাসান আলি নামে বছর ছাব্বিশের এক কর্মীর। কলাডাঙার বাসিন্দা হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার আরজি কর হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ হাসানকে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণ করেন। তাতেই প্রাণ হারিয়েছেন ওই যুবক।

রাজু মোল্লা নামে আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৩৫ বছরের রাজুর দেহ উদ্ধার হয়েছে ভাঙড়-২ ব্লক এলাকায়। তাঁর পরিবারের দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে ঝগড়া করে ঘটকপুকুরে দিদির বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময় কাঁঠালিয়া এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন রাজু। রক্তাক্ত অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, পুলিশের এক পদস্থ কর্তার হাতে গুলি লেগেছে। এক পুলিশকর্মীও গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দু’জনেরই অস্ত্রোপচার হওয়ার কথা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

মঙ্গলবার রাতে গুলি এবং বোমার লড়াইয়ের মধ্যে সারা রাত গণনাকেন্দ্রের একটি ঘরের মধ্যেই আটকে ছিলেন এক ভোটকর্মী এবং পুলিশকর্মীরা। বুধবার সকালে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে তাঁদের উদ্ধার করে। সকাল সকাল ঘটনাস্থলে যান এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্ত-সহ পুলিশের পদস্থ কর্তারা। শুরু হয় ধরপাকড়। আপাতত থমথমে পুরো এলাকা। নতুন করে অশান্তির খবর নেই। তবে কাঁঠালিয়া হাই স্কুল চত্বর থেকে ভাঙড়ের কাশীপুর রোড জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো, বোমার সুতলি ইত্যাদি। পুলিশের একের পর এক গাড়ি ভাঙচুর হয়েছে।

9 months ago


Arabul: আরাবুলের নিজের গ্রামই হাতছাড়া তৃণমূলের, ভাঙড় জুড়ে দাপট আইএসএফ ও জমি রক্ষা কমিটির

ভাঙড়ের (Bhangar) প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক আরাবুল ইসলামের (Arabul Islam) গ্রামেই হেরে গেল তৃণমূল। পঞ্চায়েত ভোটে ভাঙড় ২ ব্লকের যে গুটিকয়েক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের লড়াই করে জেতার কথা ছিল, তার মধ্যে একটি ছিল আরাবুলের গ্রাম পোলেরহাট ২। সেই গ্রামেই হেরে গেল রাজ্যের শাসক দল তৃণমূল। দুপুর দু’টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পোলেরহাট২ পঞ্চায়েতে মোট ২৪টি আসনের মধ্যে ১৫টিতেই জিতে গিয়েছে জমি রক্ষা কমিটি এবং আইএসএফের জোট। তৃণমূল এখনও পর্যন্ত স্রেফ একটিই আসনে জয়ী হয়েছে।

একসময়ে ভাঙড়ের রাশ থাকত তাঁরই হাতে। তবে ইদানীং ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের প্রতিপত্তিতে কিছুটা ‘টান’ পড়েছিল বলে মনে করছিল স্থানীয় নেতৃত্বই। পঞ্চায়েত ভোটের ফল সেই ধারণাতেই সিলমোহর দিল। মঙ্গলবার ভাঙড়ে আরাবুলের নিজের গ্রাম পোলের হাট২ গ্রাম পঞ্চায়েতেই হেরে গেল তৃণমূল। ভাঙড় ২ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্রেফ দু’টিতেই সব আসনে লড়তে হয়েছিল তৃণমূলকে তার মধ্যেই একটি ছিল আরাবুলের গ্রামে পোলেরহাট২ গ্রাম পঞ্চায়েত।

9 months ago
Governor: ভোট গণনার দিনও গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল, দিলেন কড়া বার্তা

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) গণনার দিনেও গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (C.V. Anand Bose)। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে বেলাগাম সন্ত্রাসের খবর পেয়ে জেলায় জেলায় ছুটে গিয়েছিলেন রাজ্যপাল, দেখা করেছিলেন মৃতদের পরিবারের সঙ্গে। দিল্লি থেকে ফিরেই বেড়িয়ে পড়েছেন তিনি। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক এলাকায় ঘুরছেন তিনি। সকালেই বিমানবন্দর থেকে নেমে চলে যান ঘটকপুর বাজারে। সেখান থেকে ভাঙড়ের (Bhangar) বিজয়গঞ্জ বাজারে।

ভোটের মনোনয়ন জমার দিন থেকেই ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে উত্তেজনা ছড়িয়েছিল। মুড়ি-মড়কির মতো বোমাবাজি, গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাঙড়ে। সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছিল ভাঙড়। তার পরেই সেখানে হাজির হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলেছিলেন বাসিন্দাদের সঙ্গে। গণনার দিনেও তিনি সেই ভাঙড়ে হাজির হয়েছেন।

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। মঙ্গলবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজ্যবাসীকে নিরাপত্তা দেবই। কড়া পদক্ষেপ করা হবে। এর আগে ভোট শুরুর আগের দিন রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। কমিশনের কারণেই পঞ্চায়েত ভোটে রাজ্যে এতোজন মানুষের মৃত্যু হয়েছে। তার দায় রাজ্য নির্বাচন কমিশনারকেই নিতে হবে বলে কড়া বার্তা দিয়েছিলেন তিনি।

ভোটের দিন হিংসা নিয়েও কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেই তিনি উড়ে গিয়েছিলেন রাজধানী দিল্লিতে। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। তার পরে ফিরে এসেই ফের পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, রাজ্যপাল বসিরহাট থেকে দেগঙ্গা হয়ে কলকাতা ফিরবেন। ঝামেলা প্রবণ এলাকা পরিদর্শনে গিয়ে সবকিছুই ঘুরে দেখছেন তিনি।

9 months ago