Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

BeautyParlour

Taliban: এবারে আফগান মহিলাদের বিউটি পার্লারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল তালিবান

২০২১ সালের অগাস্টে তালিবানরা (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখল নেওয়ার পর থেকেই সেখানকার নারীদের স্বাধীনতায় একের পর এক কোপ বসিয়েছে। তালিবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই নারীদের স্বাধীনতা পদে পদে ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারে নারীদের বিউটি পার্লারে (Beauty Parlour) যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে তালিবানরা। আর এর ফলে এবারে বহু সংখ্যক মহিলা বেকার হয়ে পড়েছে বলে খবর। তাই এবারে আর চুপ না থেকে এর প্রতিবাদে নেমেছে আফগানিস্তানের মহিলারা।

তালিবানরা আফগানিস্তানে আসার পর থেকেই একে একে নারীদের উচ্চশিক্ষা, বেসরকারি সংস্থায় চাকরি করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এরপর সেখানকার মহিলাদের জিম-পার্কে যাওয়াও বন্ধ করেছে। আর এবারে তাঁদের বিউটি পার্লারে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করে ফরমান জারি করেছে তালিবান সরকার। ফলে এর প্রতিবাদে নেমেছে আফগান মহিলারা।

ফরমানে বলা হয়েছে, পার্লারে মহিলারা বাজে খরচ করে। তাই তৎক্ষণাৎ পার্লার বন্ধ করতে হবে। শুধু ফরমান জারি করা নয়, কড়া হাতে বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে, বিউটি পার্লারে কাজ করেন দেশের ৬০ হাজারেরও বেশি মহিলা। তালিবানি এই ফরমান জারির ফলে কাজ হারাতে বসেছেন তাঁরা। এরই প্রতিবাদে এবার রাস্তায় নামল তাঁরা। রীতিমতো পোস্টার, ব্যানার নিয়ে তালিবানি ফরমানের বিরুদ্ধে রাস্তায় নেমে রাজধানী কাবুলের বুচার স্ট্রিটে প্রতিবাদে সামিল হয়েছে প্রায় ৫০ জন মহিলা। তাদের পোস্টারে লেখা রয়েছে, 'আমার রুটি, জল ছিনিয়ে নিও না।' আর সেই প্রতিবাদের ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

8 months ago
Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড শোভাবাজারে, বিউটি পার্লারের আগুনে এলাকায় আতঙ্ক

ভয়াবহ অগ্নিকান্ডে (Fire) পুড়ে ছাই শোভাবাজারের একটি বিউটি পার্লার (Parlour)। হঠাত্ করেই পার্লারের ভিতর থেকে কালো ধোঁয়া দেখতে পায় এলাকাবাসীরা। আগুন লাগায় নিমেষেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। বুধবার সকালে শোভাবাজারের ৪১ শ্রী অরবিন্দ সরণিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ইঞ্জিন-সহ দমকল এসে পৌঁছয় ঘটনাস্থলে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়।

জানা গিয়েছে, বাড়ির একতলায় অবস্থিত এই পার্লারটি। মূলত পার্লারের ভিতরে থাকা এসির কারণেই কোনওভাবে আগুন লেগে যায়। যার ফলে এই আগুনের কারণেই কার্যত কালো ধোঁয়া নির্গত হতে থাকে। সূত্রের খবর, দুটি দমকলের ইঞ্জিন কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 


12 months ago