Breaking News
Summon: বাবা, মা ও অভিষেকের পরে অভিষেকের স্ত্রীকেও তলব ইডির      Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

BeautyParlour

Taliban: এবারে আফগান মহিলাদের বিউটি পার্লারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল তালিবান

২০২১ সালের অগাস্টে তালিবানরা (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখল নেওয়ার পর থেকেই সেখানকার নারীদের স্বাধীনতায় একের পর এক কোপ বসিয়েছে। তালিবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই নারীদের স্বাধীনতা পদে পদে ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারে নারীদের বিউটি পার্লারে (Beauty Parlour) যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে তালিবানরা। আর এর ফলে এবারে বহু সংখ্যক মহিলা বেকার হয়ে পড়েছে বলে খবর। তাই এবারে আর চুপ না থেকে এর প্রতিবাদে নেমেছে আফগানিস্তানের মহিলারা।

তালিবানরা আফগানিস্তানে আসার পর থেকেই একে একে নারীদের উচ্চশিক্ষা, বেসরকারি সংস্থায় চাকরি করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এরপর সেখানকার মহিলাদের জিম-পার্কে যাওয়াও বন্ধ করেছে। আর এবারে তাঁদের বিউটি পার্লারে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করে ফরমান জারি করেছে তালিবান সরকার। ফলে এর প্রতিবাদে নেমেছে আফগান মহিলারা।

ফরমানে বলা হয়েছে, পার্লারে মহিলারা বাজে খরচ করে। তাই তৎক্ষণাৎ পার্লার বন্ধ করতে হবে। শুধু ফরমান জারি করা নয়, কড়া হাতে বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে, বিউটি পার্লারে কাজ করেন দেশের ৬০ হাজারেরও বেশি মহিলা। তালিবানি এই ফরমান জারির ফলে কাজ হারাতে বসেছেন তাঁরা। এরই প্রতিবাদে এবার রাস্তায় নামল তাঁরা। রীতিমতো পোস্টার, ব্যানার নিয়ে তালিবানি ফরমানের বিরুদ্ধে রাস্তায় নেমে রাজধানী কাবুলের বুচার স্ট্রিটে প্রতিবাদে সামিল হয়েছে প্রায় ৫০ জন মহিলা। তাদের পোস্টারে লেখা রয়েছে, 'আমার রুটি, জল ছিনিয়ে নিও না।' আর সেই প্রতিবাদের ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

3 months ago
Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড শোভাবাজারে, বিউটি পার্লারের আগুনে এলাকায় আতঙ্ক

ভয়াবহ অগ্নিকান্ডে (Fire) পুড়ে ছাই শোভাবাজারের একটি বিউটি পার্লার (Parlour)। হঠাত্ করেই পার্লারের ভিতর থেকে কালো ধোঁয়া দেখতে পায় এলাকাবাসীরা। আগুন লাগায় নিমেষেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। বুধবার সকালে শোভাবাজারের ৪১ শ্রী অরবিন্দ সরণিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ইঞ্জিন-সহ দমকল এসে পৌঁছয় ঘটনাস্থলে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়।

জানা গিয়েছে, বাড়ির একতলায় অবস্থিত এই পার্লারটি। মূলত পার্লারের ভিতরে থাকা এসির কারণেই কোনওভাবে আগুন লেগে যায়। যার ফলে এই আগুনের কারণেই কার্যত কালো ধোঁয়া নির্গত হতে থাকে। সূত্রের খবর, দুটি দমকলের ইঞ্জিন কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 


7 months ago
Arpita: ওড়িয়া ও তামিল অভিনেত্রীদের সঙ্গে অর্পিতা বারবার বিদেশ ভ্রমণ করতেন কেন?

অর্পিতাকে (Arpita) জেরায় (Interrogation) বেশ কিছু ওড়িয়া এবং তামিল ছবির অভিনেত্রীর (Actress) নাম উঠে এসেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত বন্ধুদের সাথে বেশ কয়েকবার বিদেশ ভ্রমণ (Foreign Tour) করেছিলেন তিনি। প্রতিবার বিদেশ যাত্রার সময় ফ্লাইটে বিজনেস ক্লাসে যাতায়াত করতেন এবং পাঁচতারা হোটেলে উঠতেন। ঘুরে বেড়াতেন দামি গাড়িতে। এছাড়াও দুবাইতে গিয়ে আইপিএল ম্যাচও দেখে এসেছেন তিনি। পোকার বা অনলাইন জুয়ার পাশাপাশি বিভিন্ন ক্লাবে গিয়ে লক্ষ লক্ষ নগদ টাকা তিনি ওড়াতেন। এমনটাই ইডি খবর পেয়েছে। 

ইডি আধিকারিকদের কাছে তথ্য এসেছে, বিদেশ থেকে অর্পিতার জন্য একাধিক দামি দামি মেক-আপ কিট (MakeUp Kit) আসত। এছাড়াও তাঁর তিনটি দামি বিউটি পার্লার (Beauty Parlour) ছিল। ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে এই বিউটি পার্লার ব্যবসা ফুলেফেঁপে ওঠে। পার্লারগুলিতে বিভিন্ন বিদেশি যে মেকআপ কিট আসত, তা ছিল কয়েক লক্ষ টাকার। কালো টাকা সাদা করতেই দামি দামি মেকআপ কিট নিয়ে আসা হত বলে ইডি জানতে পেরেছে।

অন্যদিকে, জিএসটি নম্বর নিয়ে বিপাকে অর্পিতা মুখোপাধ্যায়। ইডির নজরে অর্পিতার জিএসটি নম্বর। সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি জিএসটি নম্বরের খোঁজ পেয়েছে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের দাবি, একটি জিএসটি নম্বর দেওয়া হয়েছে নেইল প্লেস এর নামে। কিন্তু অপর নম্বরটি কোন ব্যবসা সূত্রে পেলেন অর্পিতা, তা এখনও স্পষ্ট নয় ইডি আধিকারিকদের কাছে। ইতিমধ্যে ইডির তরফে জিএসটি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর।


one year ago