Breaking News
Dengue: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন, জরুরি বৈঠকে মুখ্যসচিব      Dengue: ডেঞ্জার 'ডেঙ্গি' রুখতে হটস্পট, বিশেষ ব্যবস্থা স্বাস্থ্য ভবনেরও      Raghav-Parineeti: বর-কনে সাজে রাঘব-পরিণীতি, প্রকাশ্যে 'রাঘনীতি'-র রূপকথার বিয়ের ছবি      Dengue: ডেঙ্গি কিন্তু ডেঞ্জারাস...      India: ৪০০ রানের টার্গেট, শ্রেয়স-গিলের জোড়া সেঞ্চুরিতে পাহাড় সমান রান ভারতের      Resignation: মানসিক চাপ সৃষ্টি করছে টিএমসিপি! অভিযোগ তুলে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অধ্যক্ষর      Mamata: 'অনেক কাজ করতে পেরেছি...' স্পেন থেকে কলকাতায় ফিরে জানালেন মমতা      Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা     

Barrackpore

Baranagar: হলমার্কিংয়ের নামে গায়েব, খোয়া যাওয়া দু'কোটির সোনা উদ্ধার

দু'কোটি টাকার (2 Crore) বেশি মূল্যের খোয়া যাওয়া সোনার গয়না (Gold Jewellary rescue) উদ্ধার করল বরাহনগর থানার পুলিস (Barahnagar police)। পুলিস সূত্রে খবর, গত এপ্রিল মাসের ২৬ তারিখ রাতে বরাহনগরের (Baranagar) প্রিন্স হলমার্কিং কোম্পানির মালিক গালোক পরিধা বরাহনগর থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উদ্ধার করা হয় গয়না। পাশাপাশি ঘটনায় গ্রেফতার (Arrest) করা হয় ৬ জনকে। 

জানা গিয়েছে, ওই কোম্পানির কর্মচারী সাইফুল ইসলাম ওইদিন রাত ৮টা নাগাদ ৪.৮ কেজি সোনার গয়না হলমার্ক করানোর জন্য বারাসত (Barasat) থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে (Belgharai Expressway) ধরে বরাহনগর (Baranagar) নিয়ে আসছিলেন। সেই সময় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের কাছে আসতেই ছিনতাই হয়ে যায় সেই সোনা।  

সূত্রের আরও খবর, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস জানতে পারে পুরো ঘটনাটি সাজানো। সংস্থার ওই কর্মী সাইফুল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। হাসিবুল ইসলাম নামে একজনের সঙ্গে মিলে এই ঘটনা ঘটিয়েছে। 

এরপরে প্রথমে সাইফুল ও পরে হাসিবুলকে গ্রেফতার করে। এবং ঘটনার সঙ্গে জড়িত আরও চার জনকে গ্রেফতার করে বরাহনগর থানার পুলিস। পাশাপাশি শুক্রবার দাসপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৪কেজি ৩০০গ্রাম সোনা উদ্ধার করে। যার বাজার মূল্য দু'কোটি ১৫ লক্ষ টাকা। আজ, শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে (Barrackpore Court) তোলা হবে।

one year ago
Medicine: ৫০০০ নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল রাজ্য এসটিএফ, গ্রেফতার ৪

৫০০০ নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল রাজ্য এসটিএফ। গ্রেফতার ৪। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য এসটিএফের আধিকারিকরা সোদপুর সুখচর এলাকা থেকে একটি ট্রাকসহ ৫০০০ নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল।

বেশ কয়েকদিন ধরে গোপন সূত্রে রাজ্য এসটিএফ অফিসারদের কাছে খবর আসছিল বিভিন্ন গাড়িতে করে নিষিদ্ধ ওষুধ উত্তরপ্রদেশ ও কানপুর থেকে এ রাজ্যে প্রবেশ করছে। এই খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধেয় রাজ্য এসটিএফের অফিসারেরা খড়দহ থানার অন্তর্গত সোদপুর সুখচর বিটি রোড এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করেন। আর সেই সময় উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি ট্রাক সেখান থেকে যাচ্ছিল। এসটিএফের আধিকারিকরা তৎক্ষণাৎ ট্রাকটিকে ধরে ফেলে। চালকসহ ৫ জন ছিল ওই ট্রাকটিতে। ট্রাকটি ধরে ফেলার সময় একজন পালিয়ে গেলেও ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করে এসটিএফ অফিসারেরা।

one year ago
fraud লিংক ক্লিক করে প্রতারণার জালে তরুণী

মোবাইলে আসা লিংকে ক্লিক করতেই ঘটে গেল বিপত্তি! তরুণীর ছবি বিকৃত করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় প্রতারকরা। এমনকি হুমকি দিয়ে টাকাও আদায় করার চেষ্টা করে ওই তরুণীর কাছ থেকে।

ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে। প্রথমে  মোবাইলে একটি একটি লিঙ্ক আসে, সেই লিংক খুলতেই সমস্যার মুখে পড়েন তিনি। তাঁর কাছে বারবার নানান ধরনের মেসেজ আসতে থাকে। তাঁকে বলা হয় তিনি লোন নিয়েছেন। টাকা ফেরত দিতে হবে। যদিও তিনি  কোনো ধরনের লোন নেননি বলে জানান। এর পর তাঁকে যথারীতি হুমকি দেওয়া হয় টাকা দিতে হবে বলে, নাহলে তাঁর ছবি বিকৃত করে ভাইরাল করে দেওয়া হয়। ওই তরুণী টাকা না দেওয়ায় তাঁর ছবিতে নানা রকমের কটু কথা লিখে তাঁর কন্টাক লিস্টে যাঁরা ছিলেন তাঁদের পাঠিয়ে দেয়। এরপরেও টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলে জানায় প্রতারকরা।

ঘটনায় রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। তিনি টিটাগড় থানায় অভিযোগ  দায়ের করেন। ব্যারাকপুর সাইবার ক্রাইমেও অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। কারা এর সঙ্গে জড়িত তাও খতিয়ে দেখছে পুলিস। তরুণী জানায়, তাঁর বন্ধু-বান্ধব থেকে শুরু করে অফিসের সহকর্মী সকলের কাছে তাঁর অশ্লীল ছবি পাঠায়। এতে তাঁর সম্মানহানি হচ্ছে।

আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ভুক্তভোগী তরুণী। এখনও অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি বলে খবর। এভাবে একের পর এক প্রতারণার শিকার হচ্ছেন রাজ্যবাসী। কারা এ চক্রের সঙ্গে যুক্ত, তার তদন্ত শুরু হলেও কোনোরকম সুরাহা মিলছেনা। ব্যক্তিগত জীবন নিয়েও টানাটানি চলছে এই প্রতারকদের জালে পড়ে।

2 years ago