Breaking News
Weather: ফের চড়বে পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা, কতদিন চলবে জানুন...      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

BCCI

Kapil: বিশ্বকাপে ব্রাত্য কেন কপিল-ধোনিরা ?

প্রসূন গুপ্ত: বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে। বিজয়ী অস্ট্রেলিয়া তাদের দেশে চলে গিয়েছে। শোনা গেলো বিজয়ী দলের জন্য সেরকম কিছু হৈচৈ হলো না তাদের দেশে। আসলে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার পর নতুন করে কি আর আনন্দ করবে? এতো কাপ যেটা একরকম নিয়মই হয়ে গিয়েছে। কাঁটাছেঁড়ার পালাও শেষ। এবারে প্রচার মাধমের কাছে আর এখনই খেলার কিছু নেই যদিও টি ২০ শুরু হচ্ছে ওই অস্ট্রেলিয়ার সঙ্গেই কিন্তু তাতে বিশ্বজয়ীদের খুব একটা কেউ নিয়ে , ভারতীয়দের তো প্রায় নেইই। কি হবে আর ওই ম্যাচ নিয়ে, ধারণা যেমন দর্শকদের স্বাভাবিক ভাবে মিডিয়ারও।  কিন্তু এতো কাণ্ডের পর একটি ঘটনা সোশ্যাল নেটওয়ার্কে সারা জাগিয়েছে , কপিল দেব কিংবা ধোনিকে ফাইনালে মাঠে দেখা গেলো না কেন ?

জানা গেলো ১৯৮৩ বিশ্বকাপের অধিনায়ক তথা ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে আমন্ত্রণ জানানো হয় নি। কপিল নিজেই তা সোশ্যাল নেটে জানিয়েছেন।  কিন্তু এমন ভুল হলো কেন ?  জানা যাচ্ছে যা, কপিলকে ইচ্ছাকৃত ভাবেই নিমন্ত্রণ জানানো হয় নি।   কিন্তু এই দুঃসাহস হলো কি করে প্রশ্ন উঠেছে বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে। যতটুকু গুঞ্জনে জানা গেলো তা, সম্প্রতি যৌন হেনস্তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের সাংসদের বিরুদ্ধে যে প্রতিবাদ তুলে অবস্থান করেছিল আমাদের কুস্তির খেলোয়াড়রা, তাঁদের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছিলেন কপিল দেব কাজেই গোঁসা তো হতেই পারে । অথবা আরও একটি বিষয় তো ছিলই। কপিল বরাবরই কংগ্রেস ঘনিষ্ঠ।  ইন্দিরা রাজীব নারসিমার সঙ্গে অতি সুসম্পর্ক ছিল। এতেই কি কোপ পড়লো আমন্ত্রণে ? অবিশ্যি ধোনি এলেন না কেন ? তাঁকেও কি আমন্ত্রণ জানানো হয় নি ? গুঞ্জনে, তিনি নাকি বিজেপির প্রচার করতে চান নি গত ঝাড়খন্ড নির্বাচনে, অন্যটি কপিলকে আমন্ত্রণ জানানো হয় নি বলেই নাকি তিনি আসেন নি। রাজনীতিটি কি ভয়ঙ্কর ভাবেই ছিল বিশ্বকাপে ? 

5 months ago
Sachin: অমিতাভের পর শচীনকে বিশ্বকাপের গোল্ডেন টিকিট দিল বিসিসিআই

ঘরের মাঠে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর এক মাসও বাকি নেই। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। দেশের ভিভিআইপিদের গোল্ডেন টিকিট দিচ্ছে বিসিসিআই। অমিতাভ বচ্চনের পর এবার ভিভিআইপি টিকিট পেলেন সচিন তেন্ডুলকর।

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের গোল্ডেন টিকিট দেওয়া হয় অমিতাভ বচ্চনকে। বিসিসিআই সচিব জয় শাহ এই টিকিট তুলে দেন। শুক্রবার সচিন তেন্ডুলকরকে সেই টিকিট তুলে দিলেন জয় শাহ।

এক্স প্ল্যাটফর্মে বিসিসিআই জানিয়েছে, ক্রিকেট ও দেশের জন্য অবিশ্বাস্য মুহূর্ত। 'গোল্ডেন টিকিটস ফর ইন্ডিয়ান আইকন' এই কর্মসূচিতে এবার সচিনের হাতে টিকিট তুলে দেওয়া হল। সচিনের ক্রিকেট প্রতিভা ও তাঁর সফর প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। তিনিও এবার বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেলেন। বিশ্বকাপে মাঠে উপস্থিত থাকবেন তিনি।

8 months ago
WorldCup: শ্রীলঙ্কা থেকেই সিলমোহর, ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই

যা ছিল, তাই রইল। শুধু শ্রীলঙ্কা থেকে ঘোষণা করা হল ভারতের বিশ্বকাপের দল। মঙ্গলবার দুপুরে ক্যান্ডি থেকে ১৫ ক্রিকেটারের নাম জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকর। গত পাকিস্তান ম্যাচের পরেই ঠিক হয়ে গিয়েছিল, বিশ্বকাপে দলে নেই তিলক ভার্মা, সঞ্জু স্যামসন এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

সরকারি দলে তাই ঘোষণা করা হল। অধিনায়ক রোহিতের নেতৃত্বে চোট সারিয়ে বিশ্বকাপের দলে ঢুকেছেন লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার। বাকিটা সবাই এশিয়া কাপ খেলছেন।

পাঁচ ব্যাটার, দুই উইকেট কিপার, চার অলরাউন্ডার, এক স্পিনার ও তিন পেসার, এই কম্বিনেশন নিয়ে ঘরের মাঠে ১২ বছর পর বিশ্বকাপ জিততে মাঠে নামবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চেন্নাই থেকে শুরু হবে ভারতের অভিযান। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে সেপ্টেম্বরের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবেল টিম ইন্ডিয়া।

বিশ্বকাপে ভারতের ১৫ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশন, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

8 months ago


BCCI: সম্প্রচার স্বত্বের টেন্ডার নিলামে ছাড়ল বিসিসিআই, জানুন দর

আগামী ৫ বছরের জন্য সম্প্রচার স্বত্বের টেন্ডার নিলামে ছাড়ল বিসিসিআই। আন্তর্জাতিক স্তরে সব ধরনের ক্রিকেটের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করবে বোর্ড। প্রথমবার টেলিভিশনের থেকে ডিজিটাল স্বত্বের দর বেশি রাখা হয়েছে।

জানা গিয়েছে, এবার ভারতের প্রত্যেক ম্যাচের ডিজিটাল স্বত্বের বেস প্রাইস রাখা হয়েছে ২৫ কোটি টাকা। প্রত্যেক ম্যাচের টেলিভিশন স্বত্বের বেস প্রাইস ২০ কোটি টাকা। অর্থাৎ ম্যাচ পিছু সম্প্রচার স্বত্বের বেস প্রাইস ৪৫ কোটি টাকা দর রেখেছে বিসিসিআই।

২০১২-২০১৮ সালের মধ্যে ম্যাচপিছু সম্প্রচার স্বত্বের ন্যূনতম দর ছিল এই দরের কাছাকাছি। বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে। সমর্থকরা আগ্রহ হারিয়েছে। তাই আগামী পাঁচ বছর সম্প্রচার স্বত্বের দর কমিয়েছে বিসিসিআই।

9 months ago
WC: বিশ্বকাপে ই-টিকিট থাকছে! কি জানাল বিসিসিআই সচিব জয় শাহ

আর তিনমাসও বাকি নেই। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। যা নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যেই ভারতে আয়োজিত পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে টিকিটের জন্য হুড়োহুড়ি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই-র সচিব জয় শাহ জানিয়েছেন, কোনও ই-টিকিটের ব্যবস্থা থাকবে না বিশ্বকাপে। দর্শকদের খেলা দেখার জন্য টিকিটের ফিজিক্যাল কপি হাতে রাখতেই হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বোর্ড সচিব বলেন, "আমরা ই-টিকিটের ব্যবস্থা করব না৷ তবে ফিজিক্যাল টিকিট রিডেম্পশনের জন্য ৭-৮টি সেন্টারের ব্যবস্থা থাকে। দর্শকদের অবশ্যই ফিজিক্যাল টিকিট সঙ্গে রাখতে হবে।" জয় শাহ আরও জানিয়েছেন, খুব দ্রুতই টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য একযোগে শেয়ার করবে আইসিসি এবং বিসিসিআই।

9 months ago


Team: এশিয়ান গেমসে অংশ নেবে ভারত, ছাড়পত্র দিল বিসিসিআই

এশিয়ান গেমসে (Asian Games) অংশ নেবে টিম ইন্ডিয়া (India)। শুক্রবার এই নিয়ে ছাড়পত্র দিল বিসিসিআই (BCCI)। ২৮ সেপ্টেম্বর থেকে হাংজাউতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে অংশ নেবে টিম ইন্ডিয়ার বি-টিম।

এশিয়ান গেমসে এর আগে ছিল না ক্রিকেট। এই প্রথম এশিয়ান গেমসে অংশ নেবে টিম ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বরের পর মেয়েদের ক্রিকেট দলও বেছে নেবে বিসিসিআই। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের চাপ রয়েছে। এর মধ্যে এশিয়ান গেমসে ক্রিকেটে দল পাঠাতে পারবে কিনা, তা নিশ্চিত ছিল না। শুক্রবার বৈঠক করে বিসিসিআই জানিয়েছে, এশিয়ান গেমসে খেলবে ভারতের বি-টিম।

এরই মধ্যে শুরু হচ্ছে ঘরোয়া টুর্নামেন্টে সৈয়দ মুস্তাক আলি। এই টুর্নামেন্টেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম শুরু হবে।

10 months ago
India: বিশ্বকাপের আগে ফিট দুই ভারতীয় তারকা, স্বস্তিতে বোর্ড

ঘরের মাঠে এবার বিশ্বকাপ (World Cup)। তার আগে এশিয়া কাপের (Asia Cup) লড়াই। মেগা টুর্নামেন্টের আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করবে বিসিসিআই (BCCI)। দলে ফিরতে পারেন দুই তারকা। জসপ্রীত বুমরা ও কেএল রাহুল। বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের জন্য নিজেদের বাঁচিয়ে রাখছিলেন দুই তারকা।

আগেই শোনা গিয়েছিল, অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বুমরা। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছিলেন বুমরা। এনসিএ-তে তাঁর ফিটনেস পরীক্ষা হয়। ধীরে ধীরে বোলিংয়ের ছন্দ ফিরে পেয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে আইপিএল চলাকালীন চোট পান কে এল রাহুলও। এরপর থেকে জাতীয় দলে বাদ পড়েছেন তিনি। আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন তিনিও।

এনসিএ-তে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বুমরা। কে এল রাহুলও এশিয়া কাপে টিমে ফিরতে পারেন। ঋষভ পন্থ বিশ্বকাপের আগে ফিট হবেন কিনা, তা যদিও জানা যায়নি।

10 months ago
World Cup: বিশ্বকাপের আগেই ভারতের প্রধান নির্বাচক কে!

আগেই চারজন জাতীয় নির্বাচন বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Cricket Board)। কিন্তু প্রধান নির্বাচকের (Selector) পদ ফাঁকা। ৩০ জুন আবেদনের শেষ তারিখ। ১ জুলাই ইন্টারভিউ। এশিয়া কাপের আগেই প্রধান নির্বাচক বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)।

এবার ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখেই নির্বাচক বাছতে চাইছে বোর্ড। বোর্ড সূত্রে খবর, দৌড়ে এগিয়ে আছেন অজিত আগরকর। আগরকর ছাড়াও প্রধান নির্বাচক পদের দৌড়ে আছেন দিলীপ বেঙ্গসরকার ও রবি শাস্ত্রী।

প্রধান নির্বাচক ছাড়া বর্তমানে চার নির্বাচক আছেন শিবসুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রীধরন সরথ। প্রধান নির্বাচকের ভূমিকা পালন করছেন শিবসুন্দর দাস।

10 months ago


BCCI: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের দল ঘোষণা, বাদ শামি ও যাদব

ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণা বিসিসিআইয়ের (BCCI)। ওয়ান ডে  ও টেস্ট সফরের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board) । ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হয়নি চেতেশ্বর পূজারাকে। দলে নেই উমেশ যাদব ও মহম্মদ শামি (Mohammed Shami)। দুই দলেই টিমে সুযোগ পেলেন বাংলার মুকেশ কুমার।

ওয়ানডে টিমে অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিল, রুতুরাজ গাইকোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, প্রত্যেকেই জায়গা পেয়েছেন। অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা। বোলিং আক্রমণে থাকছেন যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দীপ উনাদকড়, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

টেস্ট টিমেও অধিনায়ক রোহিত শর্মা। সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিন, নবদীপ সাহানি, অক্ষর প্যাটেল।

10 months ago
World cup: আসন্ন একদিনের বিশ্বকাপের সূচি কবে প্রকাশ করা হবে? জানুন

একদিনের বিশ্বকাপের (World Cup) সূচি কবে প্রকাশ করা হবে? জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Joy Shah)। বছর শেষে একদিনের বিশ্বকাপ। কিন্তু, সূচি এখনও প্রকাশ করেনি বোর্ড। তবে, এবার অপেক্ষা অবসান হতে চলেছে। জয় শাহ জানিয়েছেন, ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই সূচি প্রকাশ করা হবে। তাছাড়া, এশিয়া কাপের বিষয়টিও চূড়ান্ত হয়ে যাবে। উল্লেখ্য, আগামী ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। 

বোর্ড সচিব জয় শাহ বলেন, 'আইসিসির বিশ্ব টেস্ট ফাইনাল চলাকালীনই সাংবাদিক বৈঠক করে বিশ্বকাপ কোন কোন মাঠে খেলা হবে তা জানিয়ে দেওয়া হবে। পুরো সূচিও প্রকাশ করা হবে। এ ছাড়া, এশিয়ার কাপের ভবিষ্যতও স্থির হয়ে যাবে।' উল্লেখ্য, আইপিএলের ফাইনাল দেখতে এশিয়ার সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানিয়েছে বোর্ড। ফাইনালের পরে বৈঠক হবে। সেই বৈঠকেই চূড়ান্ত হবে এশিয়া কাপের বিষয়টি।

আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) তরফে জানানো হয়েছিল, ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে পারে। প্রায় ৪৫ দিন ধরে খেলা চলবে। ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর। যদিও, এই দিনক্ষণ চূড়ান্ত নয়। সেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হতে চলেছে শীঘ্রই।

11 months ago


IPL: আইপিএলের প্লে-অফে ডট বল হলেই লাভ পরিবেশের! বিসিসিআই-এর অভিনব উদ্যোগ

চার-ছক্কা বা উইকেট নয়। আইপিএলের (IPL 2023) প্লে-অফে যত ডট বল হবে ততই লাভ পরিবেশের। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে বিসিসিআই (BCCI)। তিনটি প্লে-অফ এবং ফাইনাল, এই চারটি ম্যাচে ডট বল পিছু ৫০০টি করে চারাগাছ লাগাবে ভারতীয় বোর্ড।

এমনিতে ক্রোড়পতি লীগের খেলায় প্রচুর জল নষ্ট নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে। এমনকী মহারাষ্ট্রে খরার সময় খেলার মাঠে প্রচুর জল ‘নষ্ট’ নিয়ে মামলাও হয়েছে। কিন্তু এবার তেমন কোনও বিতর্ক দেখা যায়নি। উলটে বিসিসিআই (BCCI) অভিনব উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ব উষ্ণায়ণ রোধে কিছুটা হলেও সহযোগিতা করা যায়।

আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত, প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল, এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ। প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগানো হবে। অর্থাৎ মহম্মদ শামি বা দীপক চাহাররা যত ডট বল করবেন, ততই লাভ পরিবেশের। টুর্নামেন্ট শেষে গোটা দেশে এই চারাগাছগুলি লাগানো হবে। এগুলির রক্ষণাবেক্ষণও করবে বোর্ড।

আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত, প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল, এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ। প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগানো হবে। অর্থাৎ মহম্মদ শামি বা দীপক চাহাররা যত ডট বল করবেন, ততই লাভ পরিবেশের। টুর্নামেন্ট শেষে গোটা দেশে এই চারাগাছগুলি লাগানো হবে। এগুলির রক্ষণাবেক্ষণও করবে বোর্ড।

11 months ago
IPL:প্রকাশিত আইপিএল-র পূর্ণাঙ্গ সূচি! কবে উদ্বোধনী ম্যাচ, কবে ফাইনাল জানুন

চলতি বছর ১৬তম আইপিএল (IPL)-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। মোট ১২টি স্থানে হবে এবারের আইপিএল। তিন বছর পর হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে হচ্ছে আইপিএল। প্রথম ম্য়াচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

প্রথম ম্য়াচ আয়োজিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্য়াচ। মোট ৭০টা লিগ ম্যাচ আয়োজিত হবে। যার মধ্যে ১৮টা দিন ম্যাচ হবে দিনে দুটো করে। প্রতিটা দল সাতটা করে ঘরোয়া ও সাতটা করে বাইরের ম্যাচ খেলবে।

সূচি অনুযায়ী আমেদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধর্মশালার মাঠকে বেছে নেওয়া হয়েছে। লিগের শেষ ম্যাচটি আয়োজিত হবে ২১ মে। আর আইপিএল-এর ফাইনাল ম্যাচটি হবে ২৮ মে।

এবার মোট দুটো গ্রুপে রাখা হয়েছে ১০টি দলকে। গ্রুপ-এ তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটান্স।

one year ago
BCCI: হঠাৎই নির্বাচক কমিটির প্রধানের পদ ছাড়লেন চেতন শর্মা, নেপথ্যে স্টিং অপারেশন?

স্টিং অপারেশনের জের? বিসিসিআইয়ের (BCCI) নির্বাচক কমিটির প্রধানের পদ ছাড়লেন চেতন শর্মা। বোর্ড সচিব জয় শাহকে নিজের ইস্তফা পত্র পাঠান চেতন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা স্টিং অপারেশনে (Sting Operation) চাঞ্চল্যকর দাবি করেন প্রাক্তন নির্বাচক প্রধান (Chetan Sharma)। সৌরভ বনাম কোহলি দ্বন্দ্ব এবং চোট লুকিয়ে যশপ্রীত বুমরার মাঠে নামা। এই দুই চাঞ্চল্যকর দাবিতে শোরগোল পড়ে ভারতীয় ক্রিকেটে। তাঁর বিরুদ্ধে বোর্ড ব্যবস্থা নিতই, কিন্তু তার আগেই নিজে থেকে পদ ছাড়েন চেতন শর্মা। এমনটাই বিসিসিআই সূত্রে খবর। তবে এই মুহূর্তে পদ ছাড়ার জন্য বোর্ডের তরফে চেতন শর্মার উপর কোনও চাপ ছিল না। এমনটাই জানিয়েছে বিসিসিআই।

বোর্ডের এক কর্তা এক সংবাদ সংস্থার কাছে এই খবর স্বীকার করেছেন। তিনি বলেন, 'বোর্ড সচিব জয় শাহের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন চেতন। তা গ্রহণও করা হয়েছে। স্টিং অপারেশনের পর ওর ভবিষ্যৎ এমনিতেই টলোমলো ছিল। নিজে থেকেই পদত্যাগ করেছে। কেউ জোর করেনি।' আপাতভাবে প্রাক্তন ক্রিকেটার শিবসুন্দর দাসকে নির্বাচক কমিটির প্রধানের পদ সামলাতে বলা হয়েছে বলে খবর।

রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচের জন্য কলকাতায় ছিলেন নির্বাচক কমিটির প্রধান। সে সময় এক টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এ চেতন বলেন, 'সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ এক সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিরাট সেই সময় নেতা ছিলেন। কে বড় তা নিয়ে একটা লড়াই ছিল।'

পাশাপাশি চেতন দাবি করেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে চোট পুরোপুরি না সারিয়েই খেলেছিলেন বুমরা। তিনি একটি ইঞ্জেকশন নিয়েছিলেন। বুমরা ব্যথা কমিয়ে খেলতে গিয়ে নাকি নিজের চোট আরও বাড়িয়ে ফেলেন। যে কারণে এখনও ভুগছেন তিনি।'

one year ago


IPL: ওমেন আইপিএল-র নিলাম, স্মৃতি এবং বাংলার রিচা আরসিবি-তে! কোথায় আর কে গেলেন

মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Women IPL) নিলাম চলছে মুম্বইয়ে। জমে উঠেছে নিলাম অনুষ্ঠান। বাংলার রিচা ঘোষকে খেলতে দেখা যাবে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB)। রবিবার ভারতকে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন রিচা ঘোষ (Richa Ghosh)। শিলিগুড়ির রিচাকে দলে নিয়েছে আরসিবি। রিচাকে নিয়ে নিলামে দর কষাকষিতে সামিল হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস (DC)। যদিও শেষ অবধি ১.৯০ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যোগ দিলেন রিচা।

দিল্লি ইতিমধ্যেই নিয়েছে জেমাইমা রডরিগেজ ও শেফালি ভার্মাকে। জেমাইমার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ইউপি ওয়ারিয়রজ নিতে উৎসাহ দেখায়। লড়াই চলতে থাকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। এরপর দর কষাকষিতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি জেমাইমাকে ২.২ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ভারতের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক শেফালি ভার্মাও খেলবেন দিল্লি ক্যাপিটালসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পিছনে ফেলে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেফালির দর উঠেছে ২ কোটি টাকা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংকেও ১.১ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

শেফালি, জেমাইমা ও ল্যানিংয়ের মধ্যে কাকে অধিনায়ক করা হবে তা নিয়ে জল্পনা চলছে। রাধা যাদব, শিখা পাণ্ডেকেও নিয়েছে ক্যাপিটালস। সোফি ডিভাইন, এলিসা পেরি, রেণুকা সিং, রিচা ঘোষদের নিয়ে শক্তিশালী দল গড়ছে আরসিবি।

ভারতীয় দলের অপর গুরুত্বপূর্ণ সদস্য যস্তিকা ভাটিয়াকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পূজা বস্ত্রকারও খেলবেন এই দলের হয়ে। হরমনপ্রীত কৌরই মুম্বই ইন্ডিয়ান্সকে এই প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেবেন।

বাংলার দীপ্তি শর্মাকে নিলামে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলী সর্বাণীকেও। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, তাহলিয়া ম্যাকগ্রা, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলকে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। দীপ্তি শর্মাকে নিতে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি তাঁকে ২.৬ কোটি টাকায় দলে নেয় ইউপি।

one year ago
IPL: মহিলা আইপিএল নিয়ে বড়সড় ঘোষণা বিসিসিআইয়ের, কে কিনেছে সম্প্রচার স্বত্ত্ব?

শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল (Women's IPL)। ইতিমধ্যেই আগামী পাঁচটি মরশুমের জন্য মুকেশ আম্বানীর সংস্থা রিলায়েন্সের ভায়াকম ১৮ (Viacom18)-কে মোট ৯৫১ কোটি টাকার বিনিময়ে সম্প্রচার স্বত্ত্ব কিনেছে। প্রতিটি আইপিএল ম্য়াচের মূল্য ৭.০৯ কোটি টাকা। বিসিসিআই সচিব (BCCI Secretary) জয় শাহ (Jay Shah) ইতিমধ্যেই ভায়াকম ১৮-কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। এই পদক্ষেপ যে নিঃসন্দেহে মহিলা ক্রিকেটের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

সোমবার একটি টুইট করে জয় শাহ লিখেছেন, 'মহিলাদের আইপিএল সম্প্রচার স্বত্ত্ব কেনার জন্য ভায়াকম-কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপরে এই আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ভায়াকম প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী ৫ বছরে (২০২৩-২৭) তারা মোট ৯৫১ কোটি টাকা খরচ করবে। অর্থাৎ প্রত্যেক ম্যাচে তারা ৭.০৯ কোটি টাকা খরচ করবে। এটা দেশের মহিলা ক্রিকেটে অবশ্যই একটা বড় পদক্ষেপ হতে চলেছে।'

পাশাপাশি তিনি পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের মধ্যে বেতন বৈষম্যের প্রসঙ্গ তোলেন। সকলেই এখন সম স্কেলের বেতন পান বলে জানান। বিসিসিআই এবং ভায়াকম ১৮-কে ধন্যবাদ জানান ঝুলন গোস্বামীও। তিনি বলেন, ‘‘ভায়াকম ১৮-কে অসংখ্য ধন্যবাদ, এভাবে মহিলা ক্রিকেটকে সমর্থন করার জন্য। ভাবতেই পারিনি প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দিয়ে মহিলাদের আইপিএল মিডিয়া স্বত্ত্ব কিনতে পারে কোনও সংস্থা। মহিলা ক্রিকেটের পাশে এভাবে ভায়াকম-১৮ এসে দাঁড়ানোয়, আমি কৃতজ্ঞ। আশা করি, ছেলেদের আইপিএলের মত প্রথম বছর থেকেই জনপ্রিয়তার শিখরে উঠবে মহিলাদের আইপিএল।’’

one year ago