Breaking News
ED: শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে লুকআউট নোটিস জারি ইডির, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি     

AyeshaMukhopaddhay

Dhawan: শিখার ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চান তাঁর প্রাক্তন স্ত্রী! নেপথ্যে কী কারন জানুন

গত বছরেই বিবাহবিচ্ছেদ ঘটেছে শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের। আর এর মধ্যেই শিখর ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী আয়েশার। এই অভিযোগ তুলে আদালতের কাছে আবেদন শিখরের। ভারতীয় ক্রিকেটার আদালতে জানিয়েছেন, 'তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী যাতে কুৎসা না ছড়াতে পারে সে বিষয়ে নির্দেশ দিতে হবে। বিচ্ছেদের পর থেকেই তাঁর বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছেন প্রবাসি বাঙালী তথা প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়।' 

দিল্লির পাটিয়ালা হাউস আদালতে শিখরের আরও অভিযোগ, আয়েশা তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিখর। দলের মধ্যেও শিখরের নামে কুৎসা রটিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী। শিখরের আবেদনে সাড়া দিয়ে দিল্লির আদালতের বিচারক হরিশ কুমার বলেন,‘আয়েশার নির্দিষ্ট কোনও অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এভাবে কারও সম্মানহানি করা যায় না।’

শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে না দেখা গেলেও কিছুদিন পরে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে শিখরকে।


one year ago