Breaking News
Mahua Moitra: নির্বাচনী প্রচারে ব্যস্ত! ইডির তলবে সাড়া দিয়ে দিল্লে যাচ্ছেন না মহুয়া মৈত্র      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

AssamPolice

Child: 'বাল্যবিবাহে মদতে কড়া ব্যবস্থা'!অসমে পুলিসি ধরপাকড়, ধৃত আড়াই হাজারের বেশি

উদ্বেগজনকভাবে বাল্যবিবাহ বাড়ছিল অসমে (Assam)। বাল্যবিবাহ বন্ধ (Prohibition of Child Marriage Act) করার লক্ষ্যে অনেক প্রচার হলেও কার্যক্ষেত্রে তা ব্যর্থ হয়েছে। তারপরেই অসমের সরকার বাল্যবিবাহ বন্ধ করার জন্য রাজ্যজুড়ে বড় ধরনের অভিযানে নামার সিদ্ধান্ত নেয়। রাজ্যের ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাল্যবিবাহ বন্ধ করতে অভিযান শুরু হবে। কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সেই মতো নির্দেশও দেন পুলিসকে, শুরু হয় ধরপাকড়। রিপোর্ট বলছে, এখন পর্যন্ত ২,৭৬৩ জনকে গ্রেফতার করেছে অসম পুলিস। আর বাল্যবিবাহের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মোট ৪,১৩৫টি।

অসম পুলিস সূত্রে খবর, নাবালিকার বিয়ের অভিযোগে ২১৬ জন গ্রেফতার হয়েছেন খোজালেতে, নগাঁওতে ১৮৪ জন, ধুবরিতে ১৮৩ জন, বাকসায় ১৫৮ জন, বরপেটায় ১৪৬ জন, বিশ্বনাথে ১৪০ জন, মোরিগাঁওতে ১২৮ জন, বঙ্গাইগাঁওতে ১২১ জন, হাইলাকান্দিতে ১১৮ জন, কোকরাঝাড়ে ১০৮ জন, করিমগঞ্জে ১০৭ জন, কামরূপে ১০২ জন গ্রেফতার হয়েছেন।

অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। কেউ বাল্যবিবাহ করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে কোনও জেলা বা জাতি দেখা হবে না। বাল্যবিবাহ বন্ধ করতে POCSO এবং বাল্যবিবাহ বন্ধ আইন অনুসারে মামলা দায়ের করা হবে।”

মন্ত্রিসভায় বলা হয়েছিল, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা করতে এই পদক্ষেপ। সেই কারণেই ১৪ বছরের কম বয়সি মেয়ের বিয়ে হলে পকসো আইনে ব্যবস্থা নেওয়া হবে। আর ১৪-১৮ বছরের মধ্যে মেয়েদের বিয়ে করলে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

one year ago