Breaking News
Weather: ফের চড়বে পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা, কতদিন চলবে জানুন...      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

Asansol

Shoot out: ভোটমুখে আসানসোলের কুলটিতে শুটআউট! গুলিতে ঝাঁঝরা ব্য়বসায়ী

লোকসভা নির্বাচনের আগেই ফের আসানসোলের কুলটিতে চলল গুলি। অফিসে ঢুকে গুলি করা হয় এক ব্য়বসায়ী। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্য়ু হয় তাঁর। পুলিস সূত্রে খবর, মৃত ব্য়ক্তির নাম উমাশঙ্কর চৌহান। সোমবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায়। 

জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা নাগাদ প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে গুলি চালানো হয় ওই ব্য়বসায়ীর উপর। গুলি লাগার সঙ্গে সঙ্গে মৃত্য়ু হয় তাঁর। খবর দেওয়া হয় পুলিসকে। অফিসের কর্মীরা বলেন, এক দুষ্কৃতী এসে উমাশঙ্কর চৌহানকে পরপর কয়েক রাউন্ড গুলি করে খুন করেছে বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের পুলিস আধিকারিকরা। পৌঁছয় গোয়েন্দা বিভাগ। 

জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যক্ষদর্শীদের আটক করা হয়েছে বলে সূত্রের খবর। তবে প্রকাশ্য দিবালোকে দুপুর বারোটা নাগাদ বাজার এলাকায় এমন ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচনের আগে এইরকম অস্ত্রের ব্যবহার, গুলি চালানোর ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার দিকে আঙ্গুল তুলছে সাধারণ মানুষেরা। 

a week ago
BJP: প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বড় ধাক্কা বিজেপি শিবিরে, আসানসোলে প্রার্থী হতে নারাজ পবন সিং

শনিবারই প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তার মধ্যে রয়েছে বাংলার ২০ জন। কিন্তু বড় ধাক্কা গেরুয়া শিবিরের। আসানসোল কেন্দ্রে এবার প্রার্থী হিসেবে ভোজপুরি গায়ক অভিনেতা পবন সিংয়ের নাম ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু, ভোজপুরী ‘ললিপপ’ গায়ক ভোটে প্রার্থী হতে নারাজ সে কথা নিজেই এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে জানিয়েছেন। রাজ্যবাসীর প্রবল ‘জনগর্জনে’র জন্যই সরে দাঁড়াতে বাধ্য হলেন পবন, প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

রবিবার এক্স হ্যান্ডেলে পবন লেখেন, “আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।” এক রাতের মধ্যে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন ভোজপুরী গায়কের? তা নিয়ে চর্চা এখন তুঙ্গে।

উল্লেখ্য, এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পবন সিংয়ের টুইটটি সামনে রেখে লিখেছেন, 'পশ্চিমবঙ্গবাসীর অদম্য শক্তির জোর'। তিনি 'জনগর্জন' হ্যাসট্যাগ-টিও ব্যবহার করেছেন।

2 months ago
Asansol: হোটেলের ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্তে পুলিস

হোটেল থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আসানসোল-এর কুমারপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহন প্রসাদ রাম (২১)। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কিন্তু মৃত যুবকের দাদার অভিযোগ, খুন করা হয়েছে তাঁর ভাইকে। ঘটনার পর হোটেলে অবৈধ কাজের অভিযোগে হোটেল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। 

মৃতের দাদা জানিয়েছেন, রোহন প্রসাদ রাম কোনও বান্ধবীকে নিয়ে হোটেলে এসেছিলেন। কিন্তু এদিন খবর পেয়ে রোহনের দাদা এসে দেখেন উক্ত হোটেলের ৩০৬ নম্বর ঘরে তাঁর ভাইয়ের মৃতদেহ পরে রয়েছে। আর তার পাশেই পরে রয়েছে একটি বন্দুক। যা দেখে তাঁর দাদার মনে হচ্ছে রোহনকে গুলি করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চার ভ্যান পুলিস। এরপর রোহনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মহত্য়া করেছে ওই যুবক। তবে আত্মহত্যা নাকি খুন তার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুরের পুলিস।

2 months ago


Asansol: চিকিৎসা ব্য়বস্থাতেও দুর্নীতি! অপারেশন না করিয়ে রোগীকে ছুটি দেওয়ার অভিযোগ

এবার সরকারি হাসপাতালে চিকিৎসার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও হয়নি অপারেশন। এমনই অভিযোগ নিয়ে হাসপাতালে সরব হন দীপালি দত্ত ও তাঁর ছেলে। অভিযোগ, বারংবার অপারেশনের কথা বলার পরেও সৌরভ দাস নামে এক ফিজিওথেরাপিস্ট করেননি সেই অপারেশন। 

ওই ফিজিওথেরাপিস্ট জানান, উক্ত হাসপাতালে অপারেশন দেরি করে হবে। তাই সুশান্ত বাবু তাঁর মায়ের অপারেশন বাইরের এক প্রাইভেট নার্সিংহোমে করিয়ে নিতে পারেন। অপর দিকে কাল্লা হাসপাতালে ভর্তি দীপালি দত্ত জানান, ডাক্তারবাবু তাঁকে দেখে যাচ্ছেন। আর বলছেন অপারেশনের লাইন অনেক আছে। তাই দেরি হবে। ছুটি নিয়ে বাড়ি চলে যান। পরে আবার আসবেন। 

এখন প্রশ্ন উঠছে, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সোনপুর প্রজেক্টের কর্মী সুশান্ত বাবু তাঁর মাকে কাল্লা হাসপাতালে ভর্তি করেছেন। কয়লা খনি শ্রমিকদের চিকিৎসার জন্য কেন্দ্র সরকারের এই সেন্ট্রাল হাসপাতাল। সেখানে অপারেশনের দেরি হওয়ার নাম করে বাইরের নার্সিংহোমে অপারেশন করানোর কথা কীভাবে বলেন হাসপাতাল কর্মী?

যদিও সুশান্ত বাবু জানান, তিনি তাঁর মায়ের অপারেশন এখানে করাবেন না আর। তবে এই দুর্নীতির শেষ দেখে ছাড়বেন। বিষয়টি জানানো হয়েছে ইসিএল-এর কাল্লা সেন্ট্রাল হাসপাতালের সিএমও প্রণব মুখোপাধ্যায়কে। ক্যামেরার সামনে মুখ না খুললেও সিএমও জানান, তাঁর হাসপাতালের ডাক্তারদের বাইরে চিকিৎসা করার অনুমতি নেই। তাঁর কর্মী ফোনে কি অফার দিচ্ছেন সেটা সেই কর্মীর ব্যাপার। তবে ইসিএল-এর হাসপাতালের কর্মীরা কোনরকম চক্র তৈরি করে ব্যবসা করছে কিনা তা খতিয়ে দেখবেন।  

2 months ago
Raniganj: খনিগর্ভে কয়লাখনির নিচে চাপা পড়ে মৃত্য় দুই কর্মীর, আহত ২

কয়লাখনিতে চাল ধসে মৃত্য়ু হল দুজনের। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি আরও ২ জন। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে আসানসোলের রানিগঞ্জের কুনুস তরিয়া এলাকায়। ঘটনাস্থলে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে সরব হন তৃণমূল, বিজেপি ও সিপিএম নেতারা।

বিজেপির অগ্নিমিত্রা পলের দাবি, বাংলায় রোজগার নেই। কয়লা পাথর কুড়িয়ে সংসার চলে অনেকের। অবৈধ কয়লা ব্যবসার কারণে রানিগঞ্জে এমন ঘটনা ঘটেছে। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।অপরদিকে সিপিএম নেতার দাবি, কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই খনি পরিত্যক্ত হওয়ার পরে তার ফেন্সিং দেওয়া হয় না। কী কারণে ওই চারজন গিয়েছিল তা জানা যায়নি। যদিও তৃণমূলের দাবি যে, কয়লা খনিতে মৃত্যু হয়েছে সেখানে সুরক্ষার অভাব।

প্রসঙ্গত, বিগত দিনেও দেখা গিয়েছে আসানসোলের বিভিন্ন জায়গায় কয়লা কাটতে মধ্য রাতে শ্রমিকরা কয়লা খনিতে গিয়েছিল। ভোরবেলা তারা আবার চলে যায়। তবে এখানের ঘটনার কী কারণ তা তদন্তের পর জানা যাবে।

3 months ago


Asansol: নিষিদ্ধপল্লীর অন্ধকার থেকে স্ত্রীকে বাঁচাতে ভারতের মাটিতে বাংলাদেশি স্বামীর 'হিরোইজম'

সিনেমার মতো নয়, ঠিক যেন সিনেমাই। হয়তো মনে আছে খুদা হাফিজ সিনেমাটিতে কীভাবে মানব পাচার চক্রের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে অজানা দেশের মাটিতে লড়েছিল নায়ক। আজ সেই হিরোইজম দেখাব বাস্তবের মাটিতে। স্ত্রীকে আসানসোলের লছিপুরের পতিতাপল্লী থেকে উদ্ধার করতে এই বাংলাদেশি ব্যক্তিও লড়ছেন। ঘরের মানুষকে একবার ঘরে ফেরাতে পারলেই সব লড়াই স্বার্থক।

দুবাইয়ের চাকরি, ২ পুত্র, স্ত্রীকে নিয়ে গোছানো সংসার ছিল তাঁর। সেই সুখের সংসারে সিঁধ কাটে বাংলাদেশের মেহেরপুরের শিউলি শেখ ওরফে রিয়া। অভিযোগ, বিদেশে রোজগারের টোপ দিয়ে উচ্চাকাঙ্খি কিংবা নিম্নবিত্ত ঘরের মেয়েদের পতিতাপল্লীতে নিয়ে যায় 'দালাল' রিয়া। স্বামীর অজান্তেই বাংলাদেশি গৃহবধূ পা দেন ফাঁদে। গত ২ ডিসেম্বর বাপের বাড়ি যাওয়ার জন্য বেরনোর পরই নিখোঁজ হন গৃহবধূ।

সূত্র মারফত খবর পেয়ে ছদ্মবেশে আসানসোলের লছিপুরের পতিতাপল্লীতে যান স্বামী। ভিতরে ঢুকে দেখেন শুধু তাঁর স্ত্রী নন, লাল, নীল আলোর আভা ভরা ছোট্ট ছোট্ট কুঠুরিতে গুমরে মরছে হাজার হাজার মেয়ে।

নিয়ামতপুর ফাঁড়ি, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেট, পুলিসের স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় স্ত্রীকে উদ্ধার করেছেন অবশেষে। পুলিসের কব্জায় শিউলি ওরফে রিয়াও।

পতিতাপল্লীর অন্ধকার গলিতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। ছোটখাটো দালাল নয়, মানুষ নিয়ে এই ব্যবসা নাকি চলে বড় বড় মাফিয়া, গ্যাংগুলির অঙ্গুলি হেলনে। তবে এবার নিষিদ্ধপল্লীর অন্ধকারে প্রশাসনের মশাল জ্বলেছে। পরিত্রাণ পাবেন এই বাংলাদেশি বধূর মতোই আরও কারও বাড়ির মেয়ে, বউ?

4 months ago
IT Raid: এবারে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর দফতরের হানা! ভোর থেকে চলছে তল্লাশি

এবারে আসানসোলে তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। আজ অর্থাৎ বুধবার সকাল থেকে পুরো অ্যাকশনে আয়কর দফতরের আধিকারিকরা। এদিন ফের এক তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বাড়িতে হানা দিল আয়কর দফতর। সূত্রের খবর, তাঁর কলকাতার বাড়িতেও চলছে তল্লাশি। প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর স্ত্রী বর্তমানে তৃণমূলের কাউন্সিলর। তবে ঠিক কী কারণে এই তল্লাশি তা এখনও স্পষ্ট নয়। তবে আসালসোলে শুধুমাত্র এই প্রাক্তন বিধায়কের বাড়িতেই নয়, আরও কয়েকজনের বাড়িতে ত্ল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।

জানা গিয়েছে, বুধবার ভোর থেকে তল্লাশি চলছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বাড়িতে। ৫টি গাড়ি নিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। আসানসোলের বার্নপুর এলাকায় প্রাক্তন বিধায়কের বাড়ি ছাড়াও আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত পায়েল এন্টারপ্রাইজ-এর অফিস ও বার্নপুরের পুরানো হাট এলাকাতেও পঙ্কজ আগারওয়াল নামে একজনের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চলছে বলে খবর। পায়েল এন্টারপ্রাইজ এর মালিকের নাম ইমতিয়াজ বলে জানা গিয়েছে এবং পঙ্কজ পায়েল এর সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। আসানসোলের হিরাপুরে পুরানো হাট এলাকায় অরুণ আগারওয়াল-এর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। সূত্রের খবর, রেশনের ব্যবসা রয়েছে তাঁর। সেই বিষয়ে হানা হতে পারে। তাঁর ভাই পঙ্কজ আগারওয়াল চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট বলে খবর। পায়েল এন্টারপ্রাইজ এর সঙ্গে যোগ রয়েছে বলে সূত্রের খবর। আবার, আসানসোলের নুরুদ্দিন রোড এলাকায় মহেন্দ্র শর্মার অফিসেও হানা দিয়েছে আয়কর দফতর। জানা গিয়েছে, নুন, বালি সহ আরও বেশ কিছু ব্যবসা বাংলা-ঝাড়খণ্ডে রয়েছে তাঁর।

4 months ago
Durgapur: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে আগুন, পুড়ে ছাই বহু নথি

ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire) আসানসোল (Asansol) দুর্গাপুর (Durgapur) উন্নয়ন পর্ষদ ভবনে। দমকলের প্রায় ১৫ টি ইঞ্জিনের চেষ্টার পরেও সকাল ১১ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ দুর্গাপুর এডিডিএ ভবনের নিরাপত্তারক্ষীরা পর্ষদের সেকেন্ড ফ্লোর দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পর্ষদের বাকি অংশে। পুড়ে ছাঁই হয়ে যায় জিনিসপত্র।

ঘটনাস্থল পরিদর্শনে যান আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। চক্রান্ত করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ স্থানীয়দের।

সঠিক সময়ে দমকল পৌঁছলেও পর্যাপ্ত জলের যোগান না থাকায় আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। পরবর্তীতে খবর দেওয়া হয় কেন্দ্রীয় অধীনস্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা ডিটিপিএস ও ডিভিসি-র দমকল দফতরকে। ৪০টির মতো গাড়িকে জল আনা নেওয়ার কাজে নিযুক্ত করা হয়।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, এটি তিনতলা বিল্ডিং। তিন নম্বর ফ্লোরেই আগুন লেগেছে। নিচে একটি সমবায় ব্যাঙ্ক ও দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক আছে। মনে করা হচ্ছে, এই অগ্নিকান্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বরপূর্ণ সরকারি নথিও পুড়ে গেছে বলে মনে করা হয়েছে।

এমন বিধ্বংসী আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখার আশ্বাস দিলেন মহকুমা শাসক ও জেলা শাসক। এটা কি নিছক দুর্ঘটনা? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য?

7 months ago


Asansol: প্রকাশ্য দিবালোকে পেট্রোল পাম্পের মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রকাশ্য দিবালোকে শুটআউট (Shoot Out)। পেট্রোল পাম্পের এক মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) সালানপুর থানার (Salanpur Police Station) অন্তর্গত জেমারী এলাকায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। ইতিমধ্যে ভাইরাল ঘটনার সিসিটিভি ফুটেজ।

যদিও ভাগ্যক্রমে বেঁচে যান ওই মহিলা কর্মী মঞ্জু মারান্ডি। তিনি জানান, একটি স্কুটি করে তিন যুবক তেল ভরতে এসেছিল। ৫৫ টাকার তেল ভরে গাড়িতে। তারপর তাঁর চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু মিস ফায়ার হয়ে যায়। এরপর মহিলা কর্মী সহ পেট্রোল পাম্পের কর্মীরা ছুটে পালাতে শুরু করে। অপরদিকে স্কুটিতে আসা ওই তিনজনও পালিয়ে যায়। তবে পালানোর আগে আরও একবার গুলি করে জানান মঞ্জু।

ঘটনার খবর পেয়েই ছুটে আসে সালানপুর থানার বিশাল পুলিস বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

7 months ago
Asansol: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের পরেই আসানসোল থেকে উদ্ধার বিপুল পরিমাণ বাজি

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই আসানসোলের বার্নপুর থেকে বিপুল বাজি উদ্ধার করল পুলিস। এই বিপুল পরিমাণে বাজি মজুতের আদেও অনুমতি ছিল কি না তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।

দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও একাধিক পদক্ষেপ করা হয়েছে। তার পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ।

জানা গিয়েছে, দত্তপুকুরের ঘটনার পরেই খবর পেয়ে বার্নপুরের রামবাঁধ এলাকায় একটি গুদামে তল্লাশি অভিযান চালায় হীরাপুর থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণে বাজি। পলাতক ওই গুদামের মালিক।

8 months ago


Asansol: রাত থেকে নিখোঁজ, উদ্ধার নাবালকের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের

এক নাবালকের রক্তাক্ত দেহ (Dead Body) উদ্ধার হলো রাস্তা থেকে। যদিও এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার সহ প্রতিবেশীরা। রবিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) জামুড়িয়া থানার অন্তর্গত নন্দী গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিস (Police)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় পুলিস ইতিমধ্যেই এক অভিযুক্তকে আটক করেছে। এমনকি এই ঘটনার সঙ্গে কে কে জড়িত তারও তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত ওই নাবালকের নাম বান্টি (১৭)।       

এই ঘটনায় মৃত নাবালকের মা জানিয়েছেন, শনিবার রাতে কয়েকজন বান্টিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু রাত ১২ বেজে গেলেও আর বাড়ি ফিরে আসে না বান্টি। তারপরেই রবিবার সকালবেলা রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। তাঁর দাবি, বান্টি খুব ভালো ছেলে। পাড়ায় সবাই খুব ভালোবাসে। সংসার চালানোর জন্য বান্টি বাড়িতেই একটি ব্যবসা শুরু করেছিল। তবে কোনওকিছু নিয়ে কোনোদিন কারোর সঙ্গে ঝামেলা করেনি বান্টি। তাই যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়, এমনটাই দাবি করেছেন তিনি।  

ওই এলাকার ব্যুরো চেয়ারম্যান শেখ সান্দার জানান, পুলিস ঘটনার তদন্ত শুরু করছে। ইতিমধ্যেই একজনকে আটকও করেছে। খুব শীঘ্রই এই ঘটনার আসল কারণ জানা যাবে। কে বা কারা এই কাজ করেছে তাও জানা যাবে।

ওই এলাকার কাউন্সিলর মৃদুল চক্রবর্তীর জানান, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় মদ ও অসামাজিক কাজকর্ম চলছে। আশা করছি এই ঘটনার পর পুলিস এই বিষয়টির দিকে নজর দেবে।

9 months ago
Durgapur: স্বামীকে খুন করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে, তদন্তে পুলিস

স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিলো না। দীর্ঘদিন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল আসানসোল আদালতের (Asansol Court) আইনজীবী ব্রজেশ দাস ও তাঁর স্ত্রীর বলে সূত্রের খবর। তবে এই ঘটনার যে এমন নির্মম পরিণতি ঘটবে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি দুর্গাপুরের (Durgapur) অন্ডালের খাস কাজোড়ার আজিরবাগান এলাকাবাসী।

ব্রজেশ দাসকে খুনের অভিযোগ উঠছে স্ত্রী ও তাঁর শ্বশুরের বিরুদ্ধে। পেশায় আসানসোল আদালতের আইনজীবী ব্রজেশ দাসকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। পরে দুর্গাপুরের অন্ডালের খাস কাজোড়ার আজিরবাগান এলাকায় নিজের বাড়িতে বস্তাবন্দী করে নিয়ে এসে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই খাস কাজোড়া কলিয়ারীর আজিরবাগান এলাকায় থাকেন ব্রজেশ দাসের শ্বশুর তারকনাথ দাস, যিনি ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী।

অভিযোগ উঠেছে, অনুমানিক বছর ৫১-র ব্রজেশ দাসের স্ত্রী ও শ্বশুর এই নৃশংশ খুনের সঙ্গে জড়িত। আসানসোল দক্ষিণ থানার পুলিস জিজ্ঞাসাবাদের জন্য দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে। গত শনিবারের এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন, জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়া। তাঁর বক্তব্য, অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। কারণ, কোনোভাবেই এই অন্যায় বরদাস্ত করা হবে না। গোটা ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে দুর্গাপুরের অন্ডালের খাস কাজোড়া এলাকায়।

10 months ago
Snatch: জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় এক মহিলার গলা থেকে চেন ছিনতাই, তদন্তে পুলিস

ভর সন্ধ্যায় এক মহিলার (Woman) গলার চেন ছিনতাই (Snatch)। অভিযোগ, চেন ছিনতাই করার সময় ছিনতাই কারীরা মহিলার শাড়ি ছিঁড়ে দেয় ও রাস্তায় ফেলে দেয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) দক্ষিণ থানার অন্তর্গত আরা ডাঙ্গা এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, ছিনতাইয়ের শিকার হওয়া ওই মহিলার নাম জোৎস্না ঘোষ।

গৃহবধূ জোৎস্না ঘোষ জানিয়েছেন, প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যা বেলায় জোৎস্না এবং তাঁর স্বামী সান্ধ্যকালীন ভ্রমণ করে আসছিলেন। চলতি পথে স্বামীর থেকে একটু পিছিয়ে পরে স্ত্রী। সেই সুযোগে মোটর বাইকে থাকা তিনজন অভিযুক্ত মহিলার গলার চেন ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। জোৎস্না দেবী আরও বলেন, ছিনতাইকারীর হাত তিনি ধরে ফেলেছিলেন। কিন্তু গায়ের জোরে ওরা তাঁর শাড়ি ছিঁড়ে দেয় এবং প্রায় টানতে টানতে কিছুটা দূরে নিয়ে গেলে ওই মহিলা রাস্তাতেই পরে যান। সেই সময় ছিনতাই কারীরা পালিয়ে যায়।

ব্যস্ততম এলাকায় আসে পাশে থাকা যুবক রা ছিনতাই কারীদের পিছু করলেও ধরা সম্ভব হয়নি। প্রত্যক্ষ দর্শী এক যুবক জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তিনজন ছিল একটি মোটর বাইকে। একজনের হেলমেট ছিল আর বাকিরা মাস্ক পড়েছিল। ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিস। 

11 months ago


Asansol: আসানসোলে নদী পারাপারের সময় তলিয়ে যায় এক যুবক, আবর্জনা সরিয়ে উদ্ধারের চেষ্টা দেহ

নদী (River) পার হওয়ার সময় নদীতে তলিয়ে যায় এক যুবক। ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) এর ঘাঘর বুড়ি মন্দির এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাঘর বুড়ি মন্দির এলাকার নুনিয়া নদী পার হতে গিয়ে হঠাৎই পা পিছলে পড়ে যায় বলে সূত্রের খবর। যুবকের নিখোঁজের (Missing) ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। 

স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ওই যুবকের পিঠে একটি পিঠব্যাগও ছিল। যুবককে বারংবার ওই পথে যেতে বারণ করা হয়েছিল। তবু সে কারোর কথায় না শুনে নদী পার হতে যান। ফলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনা ঘটার পর স্থানীয় মন্দিরের পুরোহিত দমকল ও প্রশাসনকে খবর দিলে উদ্ধারকার্যের চেষ্টা শুরু হয়। তবে এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও খোঁজ মেলেনি। প্রশাসন চেষ্টা চালাচ্ছে নিখোঁজ যুবকের পরিচয়পত্র খুঁজে বার করার।

প্রসঙ্গত, যে এলাকায় এই ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ আবর্জনায় ভরা। সেই আবর্জনা তোলার কাজ শুরু হয়েছে। তবে নদীর গভীরতা ও আবর্জনার স্তুপ কতক্ষণে সরানো যাবে বা আদৌ যুবকের খোঁজ মিলবে কি না তা বোঝা যাচ্ছে না।

11 months ago
Anubrata: তিহারে থাকতে চাই না, আসানসোল জেলে ফিরতে চেয়ে আবেদন অনুব্রতর

তিহারে (Tihar) থাকতে চান না বীরভূমের 'দোর্দণ্ডপ্রতাপ' কেস্ট মণ্ডল (Anubrata) । আসানসোলের (Asansol) বিশেষ সংশোধনাগারে ফিরে আসতে চেয়ে আবেদন জানান কেষ্ট। দিল্লির রাউস এভিনিউ আদালতে, কেস্ট মন্ডল এমনই আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, শনিবার অনুব্রত মন্ডল কোর্টের কাছে বলেছেন, তিহারে থাকতে অনেক রকম অসুবিধা হচ্ছে। অনেক পরিষেবা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি, তিনি আরও জানিয়েছেন আদালতকে , আসানসোল সংশোধনাগারে অনেক রকম সুবিধা মেলে, সে জন্যই তিনি জেল পরিবর্তনের আবদেন করেছেন।

গরু পাচার মামলায় ২০২২ সালে অগাস্ট মাসের ১১ তারিখ, সিবিআই তাঁকে তার বাড়ি, বীরভূম থেকে গ্রেফতার করে। তারপর তিনি ঘুরে ফেলেছেন আসানসোল, কলকাতা সহ দিল্লির জেল। কয়েকদিন আগে শুনানির পর, জামিন না মেলায়, অনুব্রতকে তিহারে যেতে হয়েছিল। আর শনিবার, তিহারে থাকতে চান না বলে আদালতে আবেদন করেছেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, অনুব্রত আসানসোল জেলে থেকে অনেক প্রভাব খাটাতে পারছিলেন, তথ্য প্রমান লোপাট হবার ভয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তড়িঘড়ি তাকে দিল্লি আনার বন্দোবস্ত করেন। আসানসোলে ঠিক কতটা সুবিধা মিলত অনুব্রতর, সেটা টের পেয়েই আসানসোলের জেল কর্তাকে ডেকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে বলেই খবর।

one year ago