
শাহরুখ (Shahrukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) এই বছরটা বেশ ভালোই যাচ্ছে। কয়েক মাস আগেই ব্যবসায় হাতেখড়ি করেছেন। বাজারে নিয়ে এসেছেন নিজের পোশাকের ব্র্যান্ড। মাত্র একদিনেই সাড়া ফেলেছিল আরিয়ানের 'ডি ইয়াভল'। কিন্তু গুঞ্জন শুরু হয়েছিল, শাহরুখ পুত্র আরিয়ানকে কী সিনেমার পর্দায় দেখা যাবে না! জানা গিয়েছে, ব্যবসার পাশাপাশি আরিয়ান পা রাখতে চলেছেন বিনোদন জগতেও। তবে অভিনেতা হিসেবে নয়। তিনি থাকবেন ক্যামেরার পিছনে।
আরিয়ান বর্তমানে ব্যস্ত হয়েছেন নিজের ওয়েব সিরিজ পরিচালনায়। গল্প লেখা থেকে সিনেমার কাস্টিং নিয়ে নাকি যথেষ্ট পরিশ্রম করেছেন আরিয়ান। নতুন পাওয়া খবর অনুযায়ী, বাদশা পুত্র পরিচালিত ৬ এপিসোডের ওয়েব সিরিজে দেখা যাবে রণবীর কাপুরকে। সম্প্রতি নাকি সিরিজের শ্যুটিংয়ে 'সারপ্রাইজ ভিজিট' করেছিলেন অভিনেতা। কাজের অগ্রগতি দেখে নাকি আরিয়ানের প্রশংসা করেছেন। এমনকি কোনও সাহায্য প্রয়োজন হলে আরিয়ানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রণবীর। এই সিরিজে নাকি পরিচালক ও প্রযোজক করণ জোহরকেও দেখা যেতে চলেছে।
পরিচালনায় অবশ্য আরিয়ান এই প্রথম নয়। নিজের পোশাকের ব্র্যান্ড 'ডি ইয়াভল'-এর প্রোমোশনের জন্য ভিডিওর পরিচালনা করেছিলেন খোদ আরিয়ান। সেই বিজ্ঞাপনের পর্দায় শাহরুখ খানকে দেখা গিয়েছিল ছেলের পরিচালনায়। এবার আরও এক ধাপ এগিয়ে বড় পরিচালনার দিকে এগোচ্ছেন আরিয়ান।
নিজের সন্তানকে কষ্টে দেখলে যে কোনও বাবা-মায়েরই হৃদয় কেঁদে ওঠে। ব্যতিক্রম নন শাহরুখ খানও (Shahrukh Khan)। হতে পারেন তিনি বলিউডের বাদশাহ। কিন্তু সন্তান আরিয়ান (Aryan Khan) যখন মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন, তখন অসহায় বোধ করেছিলেন মন্নতের মালিকও।
বিলাসবহুল রিসর্টে মাদক সহ আরিয়ান খান ধরা পড়ার অভিযোগ ওঠার পর বছর দুয়েক কেটে গিয়েছে। পরবর্তী সময়ে জানা যায়, আরিয়ানের কাছে নাকি মাদক পাওয়াই যায়নি। আর সেই মামলায় এখন নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বড়সড় ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। এই সবের মধ্যে সমীর ওয়াংখেড়ে কিছু মেসেজের স্ক্রিনশট সামনে এনেছেন। যা দিয়ে তিনি দাবি করছেন, আরিয়ান যখন হেফাজতে ছিলেন তখন নাকি তাঁর কাছে সন্তানকে ফিরে পাওয়ার জন্য কাকুতি মিনতি করেছিলেন শাহরুখ।
সেই স্ক্রিনশটে শাহরুখকে সমীরকে উদ্দেশ্য করে ফাদার টু ফাদার কথোপকথনের জন্য অনুরোধ করতে দেখা গিয়েছে। শাহরুখ বলছেন, 'আমি একজন বাবা হিসেবে আরেকজন বাবার কাছে অনুরোধ করছি। আরিয়ান যে ভুল করেছে, তার উপযুক্ত শিক্ষা পেয়ে গিয়েছে এবং এই ঘটনা থেকে শিক্ষা নেবে।'
ওয়াংখেড়ের দাবি অনুযায়ী, শাহরুখ তাঁর কাছে হাত জোড় করে বলেন আরিয়ানকে এই যাত্রায় ছেড়ে দেওয়ার জন্য। শাহরুখ সমীরের কাজ এবং ভূমিকার ভুয়সী প্রশংসা করেন, ও বলেন ভবিষ্যতে যে কোনও ধরনের সাহায্য তাঁর থেকে তিনি পাবেন।
এখানেই শেষ নয়, সমীরের দাবি অনুযায়ী শাহরুখ আরও লেখেন যে, তাঁর আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে যে কারণে তিনি সংবাদ মাধ্যমের সামনেও মুখ খোলেননি। শাহরুখ বারবার অনুরোধ করেছেন, তাঁর এই আস্থা, ভরসার জায়গা যেন নষ্ট না হয়। সেটা হলে তাঁদের পরিবার ভেঙে পড়বে।
যদিও পরিশেষে এ কথা বলে রাখা দরকার যে, সমীরের প্রকাশ্যে আনা এই চ্যাটের সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ। সমীরের দ্বারা সিবিআই এর সামনে যে দাবি করা হয়েছে, কেবল তাই এই খবরের মাধ্যমে তুলে ধরা হল।
বলিউডে শাহরুখ পুত্র (Shah Rukh Khan) আরিয়ানকে (Aryan Khan) নিয়ে চর্চা এখন তুঙ্গে। একের পর এক কাজে যুক্ত হচ্ছেন তিনি। জানা গিয়েছে, আরিয়ানকে খুব শীঘ্রই পরিচালক হিসাবে দেখা যাবে। আবার পরিচালনার পাশাপাশি ব্যবসাও শুরু করেছেন তিনি। ফলে হাতে তাঁর অনেক কাজ। এরই মধ্যে ছেলেকে নিয়ে এমন এক কথা বললেন মা গৌরী খান, যা শুনে হতবাক প্রত্যেকে। গৌরী জানিয়েছেন, বর্তমানে আরিয়ান শাহরুখের থেকেও ব্যস্ত। এমনকি শাহরুখকে ডেট করা গেলেও আরিয়ানকে ডেট করা নাকি মুশকিল।
সম্প্রতি নিজের বই 'মাই লাইফ ইন ডিজাইন' সামনে এনেছেন গৌরী খান। ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে শাহরুখ পত্নীর জার্নি রয়েছে এই বইতে। বইতে রয়েছে মন্নতের অন্দরের কিছু অদেখা ছবি। সঙ্গে খান পরিবারের পারিবারিক ফটোও। যেখানে শাহরুখ-গৌরীর তিন সন্তানই রয়েছেন ফ্রেমে- আরিয়ান, সুহানা আর আব্রাম। সেই অনুষ্ঠানেই তিনি আরিয়ানের প্রসঙ্গ এনে জানিয়েছেন আরিয়ান এখন শাহরুখের থেকেও ব্যস্ত। কারণ আরিয়ান পরিচালক হিসাবে অভিষেক ঘটাতে চলেছে। আবার তিনি একজন ব্যবসায়ীও। গৌরী আরও বলেন, 'শাহরুখের ডেট পাওয়া সহজ, কিন্তু আরিয়ানের ক্ষেত্রে তা অতটা সহজ নয়।'
শাহরুখের (Shah Rukh Khan) থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। নয়তো আরিয়ানের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এমনটাই দাবি করা হয়েছে সিবিআইয়ের এফআইআর-এ। ২০২১ সালের অক্টোবরে প্রমোদতরী থেকে শাহরুখ পুত্র আরিয়ানকে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এরপর আরিয়ানকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিন পেয়ে যান। কিন্তু সেখানেই শেষ নয় এই ঘটনা। এই মামলায় এখন নতুন মোড় এসেছে।
সিবিআইয়ের এফআইআর-এ দাবি করা হয়েছে, আরিয়ানকে এই মামলা থেকে বাঁচানোর জন্য খান পরিবারকে ধমকিয়ে ২৫ কোটি টাকা দাবি করা হয়েছিল। নয়তো তাঁকে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এনসিবির। এমনটাই অভিযোগ সিবিআইয়ের। আরিয়ানের মাদক মামলার সময় এনসিবি জোনাল ডিরেক্টর ছিলেন সমীর ওয়াংখেড়ে। তাঁর অধীনস্থ আধিকারিক ও কেপি গোসাবি এই ঘুষ নেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে তদন্তও করছে সিবিআই।
সিবিআই আরও দাবি করেছে, ২৫ কোটি টাকা চাওয়া হলেও প্রথমে ১৮ কোটি টাকা দেওয়া হয়। এই ১৫ কোটির ৫০ লক্ষ টাকা আগাম দেওয়া হয়েছিল কেপি গোসাভিকে। তারপরেও বাকি টাকা তুলতে ফাঁসানো হয় আরিয়ানকে। খান পরিবারের বিরুদ্ধেও নেতিবাচকতা ছড়ানো হয়। তবে আদৌ খান পরিবার তাঁদের টাকা দিয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশায় প্রত্যেকেই।
বেশ কিছুদিন ধরে নেট মাধ্যমে কেবল শাহরুখ (Shahrukh Khan) ও আরিয়ানের (Aryan Khan) চর্চা চলছে। কারণ বাজারে এসেছে শাহরুখ পুত্র আরিয়ান খানের নতুন পোশাকের ব্র্যান্ড 'ডিইয়াভল'। নিজের স্বতন্ত্র কাজে আরিয়ান অবশ্যই পাশে পেয়েছেন তাঁর বাবা শাহরুখ খানকে। আরিয়ানের পরিচালনায় পোশাকের ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন খোদ শাহরুখ। এমনকি ব্র্যান্ডের সিগনেচার ডিজাইনও কিংখানের তৈরী। ব্র্যান্ড লঞ্চ হতেই স্বল্প সংখ্যক পোশাক বাজারে এসেছিল। সেই সব পোশাক বর্তমানে 'সোল্ড আউট'।
ডিইয়াভলের সামাজিক মাধ্যম থেকে জানানো হয়েছে, শাহরুখের সিগনেচার জ্যাকেট বিক্রি হয়ে গিয়েছে কয়েক ঘন্টায়। এক একটি জ্যাকেটের দাম ২ লক্ষ টাকার কিছু বেশি। মোট ৩০ হাজার জ্যাকেট বিক্রি হয়ে গিয়েছে। লাভ হয়েছে ৬০ লক্ষ ১৬ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ প্রথমে বাজারে এসেই বাজিমাত করল আরিয়ানের ব্র্যান্ড। বাজারে সাধারণ মানুষ ডিইয়াভলের পোশাক কতটা পছন্দ করেন, তা জানতেই পরীক্ষামূলকভাবে কিছু পোশাক বিক্রি করার কথা ভেবেছিলেন ব্র্যান্ড মালিকরা। প্রথম পরীক্ষাতেই একেবারে ফার্স্ট ডিভিশনেই পাশ করল নতুন এই ব্র্যান্ড।
শাহরুখ আগেই জানিয়েছিলেন তাঁর পুত্র আরিয়ানের অভিনয় করার বিশেষ ইচ্ছে নেই। এর আগে খবর পাওয়া গিয়েছিল আন্তর্জাতিক লিকার সংস্থার সংস্থার সঙ্গে কাজ করবেন আরিয়ান। কিন্তু সেই জল্পনাকে মিথ্যে ঘোষণা করে আরিয়ান জানান, পোশাকের ব্র্যান্ড তৈরী করবেন তিনি। দীর্ঘ ৪-৫ বছর অপেক্ষার পর অবশেষে স্বপ্নপূরণ হয় আরিয়ানের। প্রথমবারেই ক্রেতাদের থেকে এমন সাড়া পাওয়ায় আরিয়ানের স্বপ্নে যে উড়ান দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।
সারা দুনিয়ার কাছে যিনি 'শাহরুখ খান-দা সুপারষ্টার', আরিয়ান খানের কাছে তিনি বাবা। ছোটবেলা থেকে তাঁর কোলেই হেসে খেলে, স্নেহে ভালোবাসায় বড় হয়েছেন আরিয়ান (Aryan Khan)। তবে ছোট্ট ছেলেটি এখন অনেক পরিণত। নিজের পায়ে দাঁড়াতে চাইছেন নিজের মতো করে। অল্প বয়সেই নিজের ব্যবসা প্রতিষ্ঠা করতে চাইছেন। তাই নিয়ে এসেছেন নিজস্ব পোশাকের ব্র্যান্ড। ডিইয়াভল (DYAVOL) কেবলমাত্র আরিয়ানের ব্যবসা নয়। গত ৪-৫ বছরের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে আরিয়ান পাশে পেয়েছেন তাঁর বাবাকে। শাহরুখের (Shahrukh Khan) সঙ্গে তাঁর প্রথম বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা কেমন? জানালেন তারকা পুত্র।
এক সাক্ষাৎকারে আরিয়ান জানিয়েছেন, 'বাবার সঙ্গে কাজ করা কোনও দিনই চ্যালেঞ্জিং নয়, কারণ তাঁর অভিজ্ঞতা এবং ডেডিকেশন দিয়ে, তিনি বাকি সকলের কাজ সহজ করে দেন। তিনি সবসময় পুরো টিমকে আন্তরিক অনুভূতি দেন এবং সকলকে খুবই সম্মান করেন। বাবা যখন সেটে থাকেন আমি অতিরিক্ত মনোযোগ দিই, যাতে কোথাও কোনও কিছু শেখার সুযোগ না হারিয়ে ফেলি।'
শ্যুটিংয়ের সেটে শাহরুখ কী নিজস্ব ভাবনা যোগ করেন? এর উত্তরে আরিয়ান বলেন, 'অবশ্যই দিয়েছেন, এবং সেটে উপস্থিত বাকিরাও এই প্রজেক্টে নিজেদের ভাবনা যোগ করেছেন একইভাবে। আমার বাবার ভাবনা অবশ্যই আমার থেকে আলাদা। সেটে সকলের কথা শোনা প্রয়োজন, কারণ সিনেমা তৈরী করা যৌথ প্রক্রিয়া।'
শাহরুখ (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। বাজারে আনছেন নিজস্ব পোশাকের ব্র্যান্ড। তারই প্রচার বিজ্ঞাপণীতে নজর কাড়লেন সকলের। আরিয়ানের ব্র্যান্ডের নাম ডি ইয়াভল (D'Yavol)। বিজ্ঞাপনে যে শাহরুখ খানকে দেখা যাবে সেই ঝলক আগেই পেয়েছিলেন দর্শক। কিন্তু পূর্ণাঙ্গ বিজ্ঞাপন মুক্তি পেতেই বাড়তি পাওনা হল দর্শকদের। আগে জানা গিয়েছিল, বিজ্ঞাপনে ক্যামেরার পিছনে থাকবেন আরিয়ান, তাঁরই নির্দেশনায় বিজ্ঞাপন করবেন শাহরুখ। সকলকে চমকে দিয়ে, এক ফ্রেমে ধরা দিলেন শাহরুখ ও আরিয়ান।
শাহরুখ পুত্র আরিয়ান তাঁর ব্র্যান্ডের সম্পূর্ণ বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে আপলোড করেছেন। সেখানে দেখা গিয়েছে, ভাবনা নিয়ে অবিন্যস্ত আরিয়ান। নিজের ভাবনা বোর্ডে লিখছেন, আবার নিজেই সেইসব মুছে ফেলছেন। শেষে বিরক্ত হয়ে কালো বোর্ডে লাল রং দিয়ে দাগ কেটে দেন বাদশা পুত্র। সেই লাল চিহ্নকে সম্পূর্ণ করেন শাহরুখ। এই কাটা দাগই আরিয়ানের নতুন ব্র্যান্ডের লোগো। শাহরুখই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই ভিডিও দেখে বেশ খুশি নেটিজেন। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে শাহরুখ ও আরিয়ানের তুলনা। সকলে বলছেন 'আরিয়ান তো অবিকল শাহরুখ।'
এর আগে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ আরিয়ান। তবে ক্যামেরার সামনে নয়। 'দা লায়ন কিং'এ মুফাসা এবং তার ছেলে সিম্বার চরিত্রে ডাবিং করেছিলেন শাহরুখ-আরিয়ান। তবে এই প্রথম আরিয়ানকে পর্দায় দেখে নেটিজেনরা বলছেন, তাঁরও উচিৎ অভিনয় জগতে আসা।
২০২২-এর শেষে শোনা গিয়েছিল মদের ব্যবসায় নামবেন শাহরুখের (Shahrukh Khan) জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। আন্তর্জাতিক ভদকা প্রস্তুতকারক ব্র্যান্ডের সঙ্গে নাকি চুক্তিও সেরে ফেলেছেন। তা নিয়ে নেট মাধ্যমে চরম কটাক্ষের স্বীকারও হয়েছিলেন আরিয়ান। কিন্তু সব জল্পনা শেষ করে আসল ব্যবসার কথা প্রকাশ্যে আনলেন। বাবা শাহরুখের মতো অভিনেতা হতে চান না। বরং ব্যবসা করতে চান। কিন্তু নিজের ব্র্যান্ডে তবুও জড়িয়ে রাখতে চাইলেন বাবাকে।
আরিয়ান নিয়ে আসতে চলেছেন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড ডি'ইয়াভল। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে আরিয়ান লেখেন, নিজস্ব কাপড়ের ব্র্যান্ড তৈরী করা তাঁর পাঁচ বছরের স্বপ্ন। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। সোমবার নিজের জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারের একটি বিজ্ঞাপনেই ঝলক আপলোড করেছেন। সেখানে লেখা, 'ডি'ইয়াভল একটি স্ট্রিটওয়ার জামাকাপড়ের প্রতিষ্ঠান। আরিয়ানের ব্যবসার ব্র্যান্ড এম্বাসেডর অবশ্য তাঁর বাবা শাহরুখ খান। সম্পূর্ণ বিজ্ঞাপন আসবে তাড়াতাড়ি।
একেবারে হিরোসুলভ চেহারা শাহরুখ পুত্র আরিয়ানের। দর্শক ভেবেছিলেন বাবার মতো সেও অভিনয় জগতে কাজ করবেন। বিনোদন জগতে অবশ্য আরিয়ানের ডেবিউ হয়েছে, তবে কণ্ঠশিল্পী হিসেবে। 'দা লায়ন কিং'-র হিন্দি ডাবিংয়ে 'সিম্বা'র চরিত্রে গলা দিয়েছিলেন শাহরুখ। সিনেমায় অবশ্য 'মুফাসা' অর্থাৎ সিম্বার বাবার চরিত্রে গলা দেন শাহরুখ খান। সেই সিনেমায় মুফাসার সংলাপে শাহরুখকে বলতে শোনা যায়, 'আমি তোমার বাবা এই ভেবেই সারাজীবন গর্ববোধ করেছি।তুমি ভুলে যেও না, তুমি কে।' আজও বোধহয় গর্বিত শাহরুখ আরিয়ানকে এমন কথা বলছেন।
শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানকে (Aryan Khan) নিয়ে চর্চার শেষ নেই। অন্যদিকে কম আলোচনা করা হয় না চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডেকে (Ananya Pandey) নিয়েও। দু'জনেই সেই ছোট্টবেলার বন্ধু। তাঁদের সম্পর্ক নিয়েও একাধিকবার গুঞ্জন রটেছে। কিন্তু সেসব এখন অতীত। তাঁদের সম্পর্কে ধরেছে চিড়। নেই আর আগের মতো বন্ধুত্বও। সেটাই পাপারাৎজিদের ক্যামেরায় ফের ধরা পড়ল। এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আরিয়ান ফের অনন্যাকে এড়িয়ে গিয়েছেন। আর তা নিয়েই সমাজমাধ্যমে শুরু হয়েছে জল্পনা।তবে সেই জল্পনাতে জল ঢেলে সবার একসঙ্গে ছবি শেয়ার করলেন গৌরী খান নিজেই।
মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং হলিউডের তারকারা। শাহরুখ খান গোটা পরিবার-সহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আর সেখানেই আবার ঘটে গেল একই ঘটনা। শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে গল্প করতে দেখা যায় অনন্যাকে। তখনই অনন্যা আরিয়ানের দিকে বেশ কয়েকবার তাকালেও, শাহরুখ পুত্র কিন্তু একটিবারও ঘুরে দেখেননি বোনের বন্ধুকে। আর সেই সময় অনন্যার মুখের হাসি কোথায় যেন উবে যায়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুমুল চর্চা নেটদুনিয়ায়। নেটিজেনদের কেউ বলেছেন, 'আরিয়ান খানের থেকে ইগনোর হওয়া তাঁর নতুন স্ট্রাগল।' অন্য একজন বলেন, 'আরিয়ান সবসময়ই অনন্যাকে এড়িয়ে চলেন।'
উল্লেখ্য, এর আগেও মুম্বইয়ের একটি ব্র্যান্ড ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন আরিয়ান খান ও অনন্যা পাণ্ডে। সেই দিনও বলিউডের বর্তমান 'ড্রিম গার্ল'কে এড়িয়ে গিয়েছিলেন আরিয়ান। তবে এই জল্পনায় এবারে জল ঢেলে দিলেন তাঁর মা গৌরী খান।
বলিউড (Bollywood) তারকাদের ছেলে-মেয়েদের প্রায়ই ক্যামেরায় পর্দায় হাইলাইট হতে দেখা যায়। স্টারকিডদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলেরও শেষ নেই। এবারে ফের চর্চায় উঠে এল শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan Khan) নাম। আরিয়ানের সঙ্গে কার সম্পর্ক রয়েছে, এই নিয়ে ক'দিন আগেই জল্পনার সৃষ্টি হয়েছিল। তাঁকে দেখা গিয়েছিল নোরার সঙ্গে, ফলে নোরার সঙ্গে আরিয়ানের সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আর এবারে তাঁকে দেখা গেল এক বাঙালি নায়িকার সঙ্গে। কে এই নায়িকা, তাঁর সঙ্গে কী সম্পর্ক, এই নিয়ে উঠছে প্রশ্ন।
মাদক-কাণ্ডে জড়িত হওয়ার পর থেকে আরিয়ানের নাম যেন বারবার উঠে আসছে শিরোনামে। মাদক-কাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন লাইমলাইট থেকে কিছুটা দূরে থাকলেও ফের তিনি স্বাভাবিক ছন্দেই ফিরে এসেছেন। আর এবারে তাঁকে দেখা গেল বাঙালি তথা ছোট পর্দার অভিনেত্রী নায়রা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উল্লেখ্য, নায়রা বর্তমানে 'পিশাচিনী' নামক সিরিয়ালে কাজ করছেন। জানা গিয়েছে, একটি পার্টিতে গিয়েছিলেন অভিনেত্রী নায়রা বন্দ্যোপাধ্যায় ও রোশনি ওয়ালিয়া। আর সেই পার্টিতেই উপস্থিত ছিলেন আরিয়ান খান। সেখানেই তাঁর সঙ্গে ছবি তুলতে দেখা যায় নায়রাকে।
নায়রা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, নায়রা, রোশনিদের নাচ করতে ও আরিয়ানের সঙ্গে ভিডিও করতে। সেখানে তিনি ক্যাপশনে আরিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। মনে করা হচ্ছে, আরিয়ান যেহেতু বলিউডে পরিচালক হয়ে অভিষেক ঘটাতে চলেছেন, তার জন্যই তাঁকে অভিনন্দন জানিয়েছেন নায়রা।
তবে নায়রার সঙ্গে আদৌ কোনও সম্পর্ক রয়েছে কিনা আরিয়ানের তা নিয়ে কিছু জানা যায়নি। কারণ এর আগে আরিয়ানকে অনন্যা পাণ্ডে, নোরা ফাতেহি, পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে দেখা গেলে তাঁদের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। রীতিমতোই নায়রার সঙ্গেও তাঁকে দেখে এর ব্যতিক্রম কিছু হয়নি।
২০২২ সাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে চর্চার বিষয় শাহরুখ পুত্র। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মাথাব্যাথার শেষ নেই অনুরাগীদের মধ্যে। একটি পার্টিতে নোরা ও আরিয়ানের ছবি একসঙ্গে দেখে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল সামাজিক মাধ্যমে। এখন আবার সাদিয়ার সাথে উঠে আসা ছবি নিয়ে চলছে ওই একই গুঞ্জন।
নিউ ইয়ারের দিন একটি পার্টিতে মেরুন টি-শার্ট ও সাদা জ্যাকেট এবং কালো পোশাকে একসঙ্গে উপস্থিত ছিলেন আরিয়ান-সাদিয়া। একসঙ্গে দু'জনের একটি ছবি সাদিয়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন সাদিয়া। বিষয়টি নিয়ে লাইমলাইটে উঠে এসেছেন বলিউড ছবির চিরাচরিত সমালোচক কমল রশিদ খান ওরফে কেআরকে। এর আগে বহুবার তিনি বলিউড বাদশাহকেও বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেছেন।
কেআরকে আরিয়ান ও সাদিয়ার ছবি নিজের ট্যুইটার একাউন্টে পোস্ট করেছেন। কটাক্ষের সম্মুখীনও হন। একজন ট্যুইটার ব্যবহারকারী পাল্টা লেখেন ‘কিছু মানুষের কোনও কাজ নেই। তাঁদের কীসে অসুবিধা বুঝতে পারছি না। এই ছবিটা সাদিয়া পোস্ট করেছেন। আর আরিয়ানের যদি পাকিস্তানি বান্ধবী হয়েও থাকে ক্ষতি কী।’
উল্লেক্ষ, খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন আরিয়ান খান। তার আগেই বলিউড বাদশাহর ছেলেকে নিয়ে চর্চায় মাতলো নেটপাড়া।
২০২১ মান্নতের জন্য দুঃসময়ের বছর। সে বছর দিওয়ালির আগে মাদক-কাণ্ডে অভিযুক্ত হিসেবে জেলে গিয়েছিলেন আরিয়ান খান (Aryan Khan)। প্রায় একমাস নাওয়া-খাওয়া ভুলেছিল শাহরুখ-গৌরী (Shahrukh Khan)। এখন আবার বেকসুর খালাস আরিয়ান। শাহরুখ পুত্র ধীরে ধীরে ফিরেছেন ছন্দে। পেশা হিসেবে বেছেছেন ছবির চিত্রনাট্য লেখার কাজকে। সেই কাজ আপাতত শেষ। এবার আরও এক নতুন পথে শাহরুখ-পুত্র। নতুন ব্যবসায় বিনিয়োগের (Entrepreneurship) কথা ঘোষণা করেচেন আরিয়ান। শুরু করলেন ভদকা তৈরি অর্থাৎ নতুন মদের ব্যবসা। আরিয়ানের এই নতুন সংস্থা আপাতত ভদকা প্রস্তুত করবে। অনেক দিন ধরেই এই ধরনের ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা আরিয়ানের। ছেলের এই নতুন ব্যবসার পরিকল্পনা শুনে কী প্রতিক্রিয়া শাহরুখের?
বাবার মতামত প্রসঙ্গে আরিয়ান বলেন, “আমার বাড়িতে সকলের স্বাধীনতা আছে। যে যার নিজের ইচ্ছামতো কাজ করতে পারে। আমার বাবা অভিনেতা, কিন্তু তাঁর ভিএফএক্স সংস্থা আছে। আর মায়ের ঘর সাজানোর একটি ডিজ়াইনার ব্র্যান্ড আছে। ফলে আমার এই পরিকল্পনাতেও তাঁদের মত রয়েছে।”
দীর্ঘ আট মাস মন্নতে নেমে এসেছিল অন্ধকার। সেই খারাপ সময় কাটিয়ে অবশেষে মাদক মামলায় (drug case) ক্লিনচিট পেয়েছেন শাহরুখ-পুত্র (Shahrukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। মাদক-কাণ্ডে জেল হেফাজতেও ছিলেন বেশ কয়েকদিন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি (NCB) জানিয়েছিল, মাদকচক্র বা মাদক মামলার সঙ্গে আরিয়ানের যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি। মামলার রায় বেরোনোর পর ধীরে ধীরে ছন্দে ফিরছিল শাহরুখ পরিবার। কিন্তু ফের চর্চায় আরিয়ানের মাদক-কাণ্ড। এত মাস পর আবার কেন শুরু হল আলোচনা? তবে কি আরিয়ান নির্দোষ নয়?
উল্লেখ্য, শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় ‘ফাঁক’ রয়েছে বলে শুরু হয়েছিল অন্তর্তদন্ত।সম্প্রতি গৌরী খান তাঁর টক শো-এ তা নিয়ে মুখ খোলেন। গত বছর অক্টোবর মাসে মুম্বই বন্দরে দাঁড়িয়ে থাকা এক প্রমোদতরী থেকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে। আদালতে একাধিক শুনানি হয়। নাটকীয়তার মধ্যে দিয়েই গত ২৮ অক্টোবর জামিন পান শাহরুখ পুত্র। বম্বে হাইকোর্টের নির্দেশে ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান। তদন্ত সংস্থা মে মাসে দায়ের করা একটি চার্জশিটে বলে, আরিয়ান খানের বিরুদ্ধে এমন কোনও তথ্যপ্রমাণ নেই যার থেকে প্রমাণ হতে পারে যে কোনও মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর।
এছাড়াও এই মামলায় মোট ১৯ জনের বিরুদ্ধে মাদক ধারায় মামলা দায়ের করেছিল এনসিবি। মাদক সেবন, সংরক্ষণ, বিক্রি, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় আরিয়ানদের বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। প্রত্যেককেই গ্রেফতার করেছিল। এবং তাঁদের মধ্যে প্রথমে আরিয়ান-সহ ১৭ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। ২ জন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। পরে তাঁদেরও এই মামলায় ক্লিনচিট দেওয়া হয়।
বিভিন্ন কারণে নানা সময় চর্চায় থাকেন যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev)। এবার বলিউডের (Bollywood) একাধিক তারকা মাদক সেবন করেন বলে অভিযোগ তুললেন তিনি। আর সেই তালিকায় রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান এবং সলমন খানও। এমনকি যোগগুরুর হুঁশিয়ারি, মাদকাসক্তির (Drug Addiction) বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামবেন তিনি। জোরকদমে প্রস্তুতিও নিচ্ছেন বাবা। এখন তাঁর একমাত্র উদ্দেশ্য দেশবাসীকে মাদকমুক্ত রাখা।
উল্লেখ্য, মোরাদাবাদে আর্যবীর এবং বীরাঙ্গনা সম্মেলনে অংশ নিয়েছিলেন যোগগুরু। সেখান থেকে রামদেব বলেন, 'বলিউড নেশায় আসক্ত। প্রায় সকলেই মদ খান।' তবে বলি খানদের নিয়ে বিশেষ দুশ্চিন্তা প্রকাশ করে তিনি বলেন, 'সলমন খান মাদক নেন। আমির খানের কথা বলতে পারব না। শাহরুখের ছেলে মাদক-কাণ্ডে ধরা পড়ে জেল খাটল। অভিনেত্রীদের তো ভগবানের নামেই ছেড়ে দিলাম।'
তিনি আরও বলেন, 'বলি-হলি সর্বত্র মাদক চক্রের যোগ রয়েছে। রাজনৈতিক জায়গায়ও মাদক আসক্তদের ছড়াছড়ি। ভোট আসলেই ভোটারদের হাতে তুলে দেওয়া হয় মদ।' এর থেকে মুক্তি চেয়ে আন্দোলনে নামার কথা বলেন রামদেব।
উল্লেখ্য, দিন কয়েক আগে দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অভিনব দাওয়াই বাতলেছিলেন রামদেব। তা নিয়ে তর্ক হয়েছিলও বিস্তর। সোশাল মিডিয়া ছেয়ে গিয়েছিল রামদেবের জনসংখ্যা কমানোর নিদান নিয়ে চর্চায়।
নেটফ্লিক্সে আসতে চলেছেন শাহরুখ পত্নী গৌরী। স্ট্রিমিং হচ্ছে ‘বলিউড ওয়াইভস’। এই ওয়েব সিরিজে বলিউড তারকাদের স্ত্রীদের জীবন তুলে ধরা হয়েছে। তাঁদের মধ্যে অবশ্যই রয়েছেন গৌরী খান (Gauri Khan)। গত বছর সেপ্টেম্বর মাস থেকেই নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে গোটা কিং খান পরিবারকে। কর্ডেলিয়া মামলায় পুত্র আরিয়ান খান (Aryan Khan)-এর গ্রেফতারিতে একেবারে ভেঙে পড়েছিলেন মা গৌরী। তবে বর্তমানে আরিয়ান ক্লিনচিট পেয়েছেন মাদক মামলা থেকে। এরপর স্বাভাবিক জীবনে দেখা যায় সকলকে। সম্প্রতি গৌরী এসেছিলেন ‘কফি উইথ করণ-৭’ শোয়ের অতিথি হিসাবে। তাঁর সঙ্গী ছিলেন মহীপ কাপুর (Maheep Kapoor) ও ভাবনা পান্ডে (Bhabna Pandey)।
সেখানেই করণ জোহর (Karan Johar) গৌরীকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তাঁর জীবনের অন্ধকার দিক কাটিয়ে এখন তিনি কেমন আছেন? মা-বাবা হিসেবে যাঁরা এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তাঁদের কী উপদেশ দেবেন?
জবাবে শাহরুখ-পত্নী বললেন “ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না। মা হিসাবে, অভিভাবক হিসাবে জীবনের অতীব খারাপতম দিন দেখেছি। কিন্তু আজ, যেখানে দাঁড়িয়ে আছি, পরিবার হিসাবে আমাদের বন্ধন অনেক দৃঢ়। প্রত্যেকে প্রত্যেককে খুব ভালবাসি। পরিবার-পরিজনের ভালবাসাও পেয়েছি অনেক, যা আগে উপলদ্ধি করিনি। তাঁরাই আমাদের এই ঝড় সামলে উঠতে সাহায্য করেছেন।”
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে মুম্বই বন্দরে দাঁড়িয়ে থাকা এক প্রমোদতরী থেকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে। আদালতে একাধিক শুনানি হয়। নাটকীয়তার মধ্যে দিয়েই গত ২৮ অক্টোবর জামিন পান শাহরুখ পুত্র। বম্বে হাইকোর্টের নির্দেশে ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান। তদন্ত সংস্থা মে মাসে দায়ের করা একটি চার্জশিটে বলে, আরিয়ান খানের বিরুদ্ধে এমন কোনও তথ্যপ্রমাণ নেই যার থেকে প্রমাণ হতে পারে যে কোনও মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর। এরপর দীর্ঘ আট মাস ধরে চলা মামলায় ক্লিনচিট পেয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।