Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AnupamHazra

Anupam Hazra: 'কিছু শর্ত মেনে চললে...' পদ হারিয়ে ফেসবুকে নয়া বার্তা অনুপম হাজরার

কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দিলেও একেবারেই দল থেকে অনুপম হাজরাকে বাদ দিয়ে দেয়নি বঙ্গ বিজেপি। শহরে শাহ-নাড্ডা বৈঠকের পরই মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে। কিন্তু এই ঘোষণার পরই ফেসবুকে এক পোস্ট শেয়ার করেন বোলপুরের প্রাক্তন সাংসদ। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে ছিলেন তিনি। মঙ্গলবার রাতে 'পদ থেকে সরাবার ঠিক তিন ঘন্টার মধ্যেই তাঁর বার্তা - কিছু শর্ত মেনে চললে' "আবার সব আগের মতো"!!!'

মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে পদ থেকে অপসারণ করে বিজেপি। অর্থাৎ, বঙ্গ বিজেপির সঙ্গে অনুপমের দূরত্বের খেসারত দিতে হল অনুপমকে৷ দীর্ঘদিন ধরেই অনুপম বিজেপির একাধিক কর্মসূচির বিরুদ্ধে সরব হয়েছে। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদে ছিলেন অনুপম হাজরা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও সর্বভারতীয় পদ থেকে অপসারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, কয়েক দিন ধরেই বঙ্গ বিজেপির বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে৷ ফেসবুকে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী নামে প্রতিবাদ করে সরব হতে দেখা গিয়েছে অনুপমকে। শুধু তাই নয় পৌষমেলায় বঙ্গ বিজেপির বিরোধী করে দুটি স্টল হয়েছে। একটি অনুপম হাজরার অনুগামীদের, অন্যটি বঙ্গ বিজেপির স্টল৷ যা নিয়ে গোষ্ঠী কোন্দলের কটাক্ষ করেছিল তৃণমূল।

এবার অনুপম হাজরাকে সর্বভারতীয় সম্পাদক পদ থেকে অপসারণ করল বিজেপি। ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপির সর্বভারতীয় রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং। তাতে লেখা রয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে অনুপম হাজরাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হল৷ কিন্তু এরপরই ফেসবুকে 'বোমা' ফাটালেন তিনি। ফলে দলীয় সিদ্ধান্তকে কটাক্ষ করেই ফেসবুকে লিখেছেন, শর্ত মেনে চললে তাঁকে নাকি আবার পদ ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে কী শর্ত, সেটা তিনি উল্লেখ করেননি। এখন দল ও অনুপম হাজরার কী সিদ্ধান্ত হতে চলেছে, সেটাই এখন দেখার।

4 months ago
Mamata: 'অভিষেককে বিজেপি ভয় পায়।' মমতার পাল্টা 'বড় চোরকেই সবাই ভয় পায়।' কটাক্ষ বিজেপির

মনি ভট্টাচার্য: সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায়, বারবার আদালতের চক্কর কেটেও সিবিআই-ইডির থেকে রেহাই পেলেন না অভিষেক বন্দোপাধ্যায়। আজ অর্থাৎ শুক্রবার সিবিআই তৃণমূল সাংসদকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শনিবার অর্থাৎ ২০ তারিখ বেলা ১১ টার সময় নিজাম প্যালেসে হাজিরার নোটিশ পাঠায়। যদিও এই নির্দেশিকা নিজের টুইটারে পোস্ট করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন সাংসদ নিজেই। এর পরে অবশ্য এই আসরে অংশগ্রহণ করে মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার মমতা বন্দোপাধ্যায় অভিষেকের এই জেরা প্রসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি ছুড়ে দেন এবং বলেন, 'অভিষেককে বিজেপি ভয় পায়। তাই অভিষেকের এই 'নবজোয়ার'কে  বানচাল করার চেষ্টা করছে। যদিও এর পাল্টা বিজেপি কটাক্ষ, 'যে কোনও বড় চোরকে পাড়া প্রতিবেশী সবাই ভয় পায়।'

শুক্রবার অভিষেক বন্দোপাধ্যায়কে সিবিআইয়ের তলবের পর মমতা বন্দোপাধ্যায় বলেন, 'অভিষেককে বিজেপি ভয় পায়, এবং তৃণমূলকেও ভয় পায় ইডি-সিবিআই। ' মমতার এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেন বিজেপি নেতা অনুপম হাজরা।  শুক্রবার সিএন ডিজিটালকে তিনি বলেন, 'যে কোনও বড় চোরকে পাড়া প্রতিবেশী সবাই ভয় পায়। এটা তো স্বাভাবিক যে সাধারণ মানুষরা ভয়েই থাকবে যে কখন আরও বড় কিছু চুরি করে বসে। উনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। এরকম চোরকে বিজেপি কেন সাধারণ মানুষ সবাই ভয় পায়।'

শুক্রবার মমতা বন্দোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ ও হুঁশিয়ারির সুরে বলেন, 'অভিষেকের নবজোয়ার বন্ধ করার জন্য এই চক্রান্ত বিজেপি করছে। বিজেপিকে দেশ ছাড়া না করা পর্যন্ত থামব না।' এ প্রসঙ্গে অবশ্য হেসে মমতার মন্তব্য উড়িয়ে দেন বিজেপি নেতা অনুপম। তিনি বলেন, 'নবজোয়ারের তো করুন অবস্থা যেখানে তৃণমূলের কর্মীকে আরএসএস সাজিয়ে ভাইপোর কাছে পাঠানো হচ্ছিল যাতে নতুন চমক দেওয়া যায়। এই প্রোগাম একটা ফ্লপ প্রোগাম।' এছাড়া তিনি আরও বলেন যে, 'মুখ্যমন্ত্রীর যুক্তিতে আমাদের হাসি পাচ্ছে। এমন একটা প্রোগ্রাম যে ভাইপো বেরিয়ে যেতেই অধিকাংশ জায়গায় ব্যালট লুট হয়েছে। অভিষেককে বিজেপি তেমন বড় নেতা মনে করে না যে তার প্রোগ্রামের বিরোধিতা করার জন্য কিছু করবে। মমতার যুক্তি হাস্যকর।'

বারবার কেন্দ্রীয় গোয়েন্দারের এড়াতে আদালতের চক্কর, ও অবশেষে অভিষেককে বিজেপির তলব। এ নিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা অভিষেককে তুলোধনা করেন। শুক্রবার সিএন ডিজিটালকে অনুপম বলেন, 'উনি মাঝে মাঝে শহীদ সাঝবার চেষ্টা করেন, বলেন অভিযোগ প্রমান হলে ফাঁসি নিয়ে নেবেন। তাহলে জনসাধারণের করের টাকায় একবার হাইকোর্টে, ওখান থেকে থাপ্পড় খেয়ে সুপ্রিম কোর্টে, ওখান থেকে থাপ্পড় খেয়ে ডিভিশন বেঞ্চে করছেন কেন? সৎ সাহস থাকলে কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হচ্ছেন না কেন?' যদিও এখনও অবধি তৃণমূল ঘনিষ্ঠ মহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বেলা ১১ টায় সিবিআইয়ের তলবে হাজিরা দিতেই কলকাতা ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

11 months ago