Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

AmitabhBacchan

Amitabh: দেরি হয়ে যাচ্ছে গন্তব্যে পৌঁছাতে, অপরিচিতর বাইকে উঠে পড়লেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'পিকু' সিনেমা অনেকেই দেখেছেন। ভাস্কর বন্দোপাধ্যায়ের চরিত্রে অমিতাভ বচ্চন কলকাতায় এসে ঘুরে বেড়িয়েছেন রাস্তার অলিগলি। বিগ-বিকে সাইকেলে চড়ে যেতে দেখে ভিড় জমিয়েছিলেন অনেক অনুরাগী। সিনেমার পর্দায় ওই দৃশ্য মনে ধরেছিল দর্শকদের। ব্যক্তিগত জীবনেও অমিতাভ, তাঁর তারকাচিত অভ্যাস ভেঙে ধরা দিলেন অন্যরকম মেজাজে। অমিতাভ বচ্চন মানেই অনুশাসন-নিয়মানুবর্তিতা। শ্যুটিংয়ের সেটেও দেরি না-পসন্দ অভিনেতার। তাই কাজে যেতে দেরি হয়ে যাবে বুঝতে পেরে, নিজের তারকার খোলস খুলে উঠে বসলেন অপরিচিত ব্যক্তির বাইকে।

সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। অমিতাভ খোদ সেই ছবি নিজের সামাজিক মাধ্যমে আপলোড করে লিখেছেন, 'রাইডের জন্য ধন্যবাদ বন্ধু। আপনাকে চিনি না কিন্তু আপনি আমাকে গাড়িতে তুলে সময়ে আমার কাজের জায়গায় পৌঁছে দিয়েছেন। খুব তাড়াতাড়ি এবং সমস্ত ট্রাফিকের তোয়াক্কা না করে। ধন্যবাদ হলুদ টুপির বন্ধু এবং টি-শার্টের মালিককে।'

View this post on Instagram

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

অভিনেত্রী সায়নী গুপ্তা সেই পোস্টের নিচে কমেন্টে লিখেছেন, 'সবসময় শুনেছি মিস্টার বচ্চন সব জায়গায় যথা সময়ে পৌঁছান। আজ দেখতে পেলাম সময়ের মূল্য আপনার কাছে কি। আশা করছি অভিনেতারা এই থেকে শিক্ষা নেবেন।' অন্যদিকে অভিনেতা রোহিত রায় লিখেছেন, 'আপনি পৃথিবীর সবথেকে কুল ব্যক্তি।'


11 months ago
Amitabh: টুইটারে ব্লু টিক হারিয়ে কি বললেন অমিতাভ? হাসির রোল নেট দুনিয়ায়

ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটারের মতো সামাজিক মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্বের একাউন্টের পাশে 'ব্লু টিক'(Blue Tick) দেওয়া থাকত। এই নীল রঙের ছোট্ট চিহ্নটি এতদিন প্রমাণ দিন যে সংশ্লিষ্ট একাউন্টটি তাঁদের পছন্দের ব্যক্তিই চালাচ্ছেন। কিন্তু ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটার কিনে নেওয়ার পর থেকে নতুন নিয়ম চালু হয়েছে। মাস্ক আগেই ঘোষণা করেছিলেন, নামের পাশে এই নীল চিহ্ন লাগাতে গেলে এবার মাশুল গুনতে হবে। অ্যাপের মাধ্যমে যারা ট্যুইটার নিয়ন্ত্রণ করেন তাঁদের প্রতি মাসে ১১ মার্কিন ডলার দিতে হবে এবং যারা ওয়েবের মাধ্যমে ট্যুইটার নিয়ন্ত্রণ করেন তাঁদের দিতে হবে এ ইউএস ডলার।

২০ এপ্রিল পর্যন্ত এই অর্থ দেওয়ার সময়সীমা ছিল। যারা এই সময়ের মধ্যে ট্যুইটার কর্তার নির্ধারিত অর্থ জমা দেননি তাঁরা 'ব্লু টিক' হারা হয়েছেন। ভারতের বহু তারকার নামের পাশ থেকেই এই চিহ্ন উধাও। শাহরুখ খান, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি, রাহুল গান্ধী, এমনকি অমিতাভ বচ্চনের নামের পাশেও নেই নীল রাইট টিক। এই আলোচনার মাঝেই মুখ খুললেন অমিতাভ। একেবারে ট্যুইটার কর্তার উদ্দেশে মন্তব্য করেছেন অভিনেতা।

বিগ বি ট্যুইটারে অনেকগুলি কথা লিখেছেন হিন্দিতে। তার বাংলা তর্জমা হল, 'এই ট্যুইটার দাদা, শুনতে পাচ্ছেন? এবার তো আমি টাকা দিয়ে দিয়েছি। তো আমার নামের আগে এই যে নীল কমল টিক হয় না, ওটা ফেরত দিন। যাতে মানুষ জানতে পারেন, আমিই অমিতাভ বচ্চন।' এখানেই থামেননি অমিতাভ। তিনি আরও কাতর স্বরে লিখেছেন, 'হাত জোর করে ফেলেছি। এবার কি পায়ে পড়ে যাব?'


11 months ago
Amitabh: 'একে একে সবাই ছেড়ে চলে যায়', হঠাৎ কেন এই প্রসঙ্গ লিখলেন অমিতাভ

বলিউড (Bollywood) প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া প্রয়াত হওয়ার সংবাদ পেয়েই শোকাহত বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বৃহস্পতিবার, সকালে শুটিং চলাকলীন পামেলার আকস্মিক মৃত্যুসংবাদে অমিতাভের মনে হয়েছিল, 'জীবন যেন থমকে গিয়েছে।' বৃহস্পতিবার অর্থাত্ ২০ এপ্রিল, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পামেলা চোপড়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি। বেলা ১১টা নাগাদ শেষকৃত্য‌ সম্পন্ন হয়েছে ৭৪ বছরের পামেলার।

সম্প্রতি ‘প্রজেক্ট কে’-র শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন অমিতাভ। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনিও। সেরে উঠে আবার কাজ শুরু করেছেন। শুটের প্রথম দিনটির বর্ণনা দিয়ে অমিতাভ তাঁর সর্বশেষ ব্লগ শুরু করেন। লেখেন, “প্রথম দিনগুলি কখনও প্রত্যাশার দিন এবং অজানা উপাদানের দিন... এবং আজকের প্রথম দিনটি আলাদা ছিল না। মানুষ, ক্রু, কাজকর্ম। সমস্ত অজানা এবং আশ্চর্যের মধ্যে প্রত্যাশা জেগে ছিল।' এরপরই অমিতাভ লেখেন, 'সবাই একে একে আমাদের ছেড়ে চলে যায়। সব আনন্দ সঙ্গে নিয়ে চলে যায়।'

11 months ago


Asha: অমিতাভকে ভেবে চিত্রনাট্য লেখা হলে আমাদের জন্য নয় কেন: আশা পারেখ

'আমাদের জন্য কেন চরিত্র লেখা হচ্ছে না?', সাম্প্রতিক এক টক শোয়ে অতিথি হিসেবে এসে এভাবেই উষ্মা প্রকাশ করলেন প্রবীণ অভিনেত্রী আশা পারেখ। এই মুহূর্তে তিনি অভিনয় থেকে অবসর নিতে নারাজ। এই প্রশ্নের আগে ঘুরিয়ে অমিতাভ বচ্চনের প্রসঙ্গ টেনেছেন বলিউডের অন্যতম সফল এই অভিনেত্রী। যে টক শোয়ে আশা পারেখ উপস্থিত হয়েছিলেন, সেই টক শোয়ে ছিলেন অভিনেত্রী তনুজাও। দু'জনেই এখন আশির কোঠায় বয়স। কিন্তু তারপরেও বিগ বি-কে মাথায় রেখে চিত্রনাট্য তৈরি হলে তাঁরা বাতিলের খাতায় কেন? ঘুরিয়ে এই প্রশ্নের জবাব চেয়েছেন আশা পারেখ।

তাঁর এই মন্তব্যের সমর্থনে এগিয়ে এসেছেন তনুজাও। আশার মতে, 'এখনও বিগ বি-কে মাথায় রেখে নতুন নতুন চরিত্র লেখা হয়। সেখানে তাঁদের জন্য কেউ নতুন করে ভাবছেন না। তাঁদের জন্য বরাদ্দ রয়েছে শুধুই ঠাকুরমার চরিত্র। আমাদের জন্য কেন চরিত্র লেখা হচ্ছে না? আমাদেরও তো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার কথা। আমরা মা বা ঠাকুরমার চরিত্রে কিংবা বোনের চরিত্রে অভিনয় করছি।'

এই মন্তব্যে তনুজাও আশার সঙ্গে সহমত পোষণ করেন। দেওয়া-নেওয়া ছবির অভিনেত্রী বলেন, 'এখন মহিলাদের নিজেকে বোঝানো উচিত, তাঁরা পারবেন। আমি পারব না, এই ধরনের ধারণা মনের মধ্যে পুষে রাখলে চলবে না’

11 months ago
Amitabh: যন্ত্রণায় কাতর অমিতাভ, পা ফেলতেও সমস্যা! কবে শুটিংয়ে ফিরছেন

চলতি মাসে ছবির শুটিং সেটে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুট (Action Shooting) চলাকালীন পাঁজরে চোট পান বিগ বি। নিজেই সেই খবর ব্লগের মাধ্যমে জানিয়েছিলেন। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি। চোট সারতে যে সময় লাগবে সেটাও জানিয়েছিলেন অভিনেতা। এবার আরও এক রোগের শিকার হলেন তিনি। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর। মাটিতে পাও রাখতে পারছেন না। সম্প্রতি অমিতাভ নিজের ব্লগে তাঁর স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নীচে গুঁফো হয়েছে, অভিনেতার যাকে ক্যালাস বলে জানিয়েছেন। যার জন্যই অসহ্য যন্ত্রণা হচ্ছে তাঁর।

যদিও এই রোগ দীর্ঘস্থায়ী নয়। তবে যন্ত্রণা হয় অসহ্য। জানা গিয়েছে, ব্যাথা এতটাই বেশি হয় যে, রাতে বাড়িতে ডাক্তার ডাকতে হয়। তবে এত যন্ত্রণার মধ্যেই আত্মবিশ্বাসী অমিতাভ। নিজের সোশ্যাল মিডিয়ার পেজে লিখেছেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, ফের র‍্যাম্পে দেখা হবে।’’

উল্লেখ্য, এর আগেও শুটিং সেটে চোট পেয়েছিলেন অমিতাভ। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিং-এ তলপেটে আঘাত পেয়েছিলেন। সে সময় বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল বিগ-বি কে।

12 months ago


Delhi: একজন মহিলা সঙ্গে থাকছেন মানে যৌন সম্পর্কে সম্মতি নয়: দিল্লি হাইকোর্ট

চেক প্রজাতন্ত্রের এক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্কের (Rape Attempt) অভিযোগে সঞ্জয় মালিক ওরফে সন্ত সেবক দাস জামিনের আবেদন করেন দিল্লি হাইকোর্টে (Delhi High Court)। আদালতে সঞ্জয়ের আইনজীবী জামিনের আবেদন বলেছিলেন, 'ওই মহিলা দীর্ঘ দিন আমার মক্কেলের সঙ্গে ছিলেন।' কিন্তু অভিযুক্তর এই যুক্তি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি (Justice) অনুপ জয়রাম ভাম্বানি স্পষ্ট ভাষায় জানান, 'কোনও মহিলা সঙ্গে থাকছে মানেই সে যৌন সম্পর্কেও রাজি, এমনটা নয়। একজন মহিলা যদি কোনও পুরুষের সঙ্গে থাকতে সম্মত হন, তা যতদিনের জন্য হোক না কেন তা কখনই যৌন সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হতে পারে না।' 

মহিলাদের উপর যৌন নির্যাতনের অনেক মামলার শুনানিতেই অতীতে এই ধরনের প্রশ্ন উঠে এসেছে। নির্যাতিতা আচরণের মধ্যে দিয়েই এই ধরনের অপরাধকে প্রশ্রয় দেন। এই বিষয়ে পিঙ্ক ছবির একটি কোর্টরুম সংলাপ খুব গুরুত্বপূর্ণ। 'নো মিনস, নো।'

পিঙ্ক ছবিতে আইনজীবী দীপক সেহগলের ভুমিকায় অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, তাঁর মক্কেল মিনাল অরোরা যদি সেদিন নিজের সম্ভ্রম বাঁচাতে অভিযুক্ত যুবককে খুন না করতেন, তাহলে তাঁকে নিশ্চিতভাবেই ধর্ষণের শিকার হতে হত। কোর্টরুম ড্রামার এই প্রশ্নের জবাব এদিন দিয়ে দিল দিল্লি হাইকোর্ট। 

one year ago
Amitabh: যন্ত্রণায় বিদ্ধ আমিতাভ! হায়দরাবাদে শ্যুটিং সেটে পাঁজরে চোট বিগ বি-র

আবারও শ্যুটিং সেটে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। হায়দরাবাদে (Hyderabad) অ্যাকশন দৃশ্যের শ্যুট (Action Shooting) চলাকালীন পাঁজরে চোট পেলেন বিগ বি। 'প্রোজেক্ট কে' (Project K) সিনেমার শ্য়ুটিং চলছিল বলে নিজেই ব্লগে জানিয়েছেন তিনি। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি।

আপাতত তিনি মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে রয়েছেন। অভিনেতা জানিয়েছেন, শ্যুটিং বাতিল করে দিতে হয়েছে। কারণ চোট সারিয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছেন বিগ বি। চিকিৎসকরা তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন।

ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, 'হ্যাঁ যন্ত্রণা হচ্ছে। নড়াচড়া করলে বা শ্বাসপ্রশ্বাস নিলে। স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগতে পার। ব্যথার জন্য ওষুধপত্র চলছে।' তবে তিনি এও জানান, প্রয়োজনে হাঁটাচলা করতে পারছেন। হাঁটতে গেলে বুকে ব্যথা অনুভব হচ্ছে বলে ব্যান্ডেজ করে দিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, এর আগেও শুটিং সেটে চোট পেয়েছিলেন অমিতাভ। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিং-এ তলপেটে আঘাত পেয়েছিলেন। সে সময় বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল বিগ-বি কে। সোমবার সকালে এই খবর আসতেই ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করেন।

one year ago
Amitabh: শুটিংয়ে নাচতে হবে শুনে কেঁদে ফেলেছিলেন অমিতাভ বচ্চন

প্রসূন গুপ্ত: কয়েক দশক ধরে ভারতীয় সিনেমার শাহেনশা অমিতাভ বচ্চন। শাহরুখ খানের 'পাঠান' যতই রেকর্ড করুক না কেন, 'বিগ বি'র আসন থেকে তাঁকে কেউ টলাতে পারেনি। মনে রাখতে হবে অমিতাভের বয়স এখন ৮০ এবং আজকেও তাঁকে ভেবেই চিত্রনাট্য তৈরি হয়। কিন্তু তাঁর সিনেমা জগতে প্রবেশ মোটেই সুখকর ছিল না। হৃষিকেশ মুখার্জির 'আনন্দ' সুপার হিট হওয়ার পরেও সহ অভিনেতা অমিতকে কেউই পাত্তা দেয়নি। অবশেষে প্রখ্যাত প্রয়াত অভিনেতা ও প্রযোজক মেহমুদের ছবি 'বোম্বে টু গোয়া'তে একটি সুযোগ আসে এবং তাও নায়ক চরিত্রে। সুযোগ এমনি আসেনি, তখন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী এবং পুত্র রাজীব ইন্ডিয়ান এয়ারলাইনসের পাইলট।

অমিতাভ এবং মেহমুদের ভাই আনোয়ার আলি (যিনি বোম্বে টু গোয়াতে ড্রাইভারের চরিত্রে ছিলেন) ছিলেন রাজীবের প্রিয় বন্ধু। বলিউডে সুযোগ না পেয়ে অমিতাভ, রাজীবকে দুঃখ করে সেকথা জানিয়েছিলেন। রাজীব সটান আনোয়ারকে বলেন যে মেহমুদের প্রোডাকশনে অমিতকে একটি সুযোগ দিতে। প্রধানমন্ত্রীর পুত্রর অনুরোধ মেহমুদ অগ্রাহ্য করতে পারেননি। সুযোগ মেলে বোম্বে টু গোয়াতে। 

একেবারেই লক্কর মার্কা চরিত্র ছিল বচ্চনের। কয়েকদিন শুটিং হয়ে যাওয়ার পর ওই বিখ্যাত গান 'দেখা না হায় রে, সোচা না হায় রে' গানটির শুট। অমিতাভকে ডেকে মেহমুদ বললেন, তোমাকে নাচতে হবে। শুনেই অমিত মেকআপ ঘরে চলে যান। অনেক্ষণ তাঁর দেখা না পেয়ে মেহমুদ মেকআপ ঘরে গিয়ে দেখেন অমিতাভ কাঁদছেন। তখন হিন্দি ছবির নায়কদের মধ্যে শাম্মি কাপুর ও জিতেন্দ্র ছাড়া কেউই নাচতে পারতেন না। অমিত মেহমুদকে জানান, 'নাচতে তিনি অপারগ'।

মেহমুদ বলেন যে, আরে ঘাবড়ানোর কিছু নেই, এই গানে বাঁধা ধরা কোনও নাচ নাচতে হবে না, তোমার যা খুশি নাচো। তারপর ভয়ে ভয়ে শুট শুরু হলো। এরপর ইতিহাস! আজ এই বয়সেও শাহেনশা প্রচুর ছবিতে নেচেছেন এবং বিভিন্ন মহল্লায় যুবকরা যে নাচ নাচেন তা কিন্তু অমিতাভের অনুকরণেই তৈরি।

মেহমুদ আজ আর নেই, অমিতাভ কি ভাবেন তাঁর কেরিয়ার তৈরি করতে রাজীব গান্ধী ও মেহমুদের অবদান?

one year ago


Amitabh: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর, নাম, ছবি: দিল্লি হাইকোর্ট

গলার স্বরই যেন তাঁর অন্যতম পরিচয়। সেই স্বর নকল করে অনেক অনৈতিক কাজের সঙ্গেও জড়িয়ে পড়েছেন। এছাড়া যত্রতত্র তাঁর ছবি। এরফলে কড়া পদক্ষেপ উঠিয়েছিলেন "বিগ-বি"। আবেদন করেছিল দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt)। আজ, শুক্রবার, ২৫ নভেম্বর অভিনেতার আবেদনের ভিত্তিতে শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। আদালতের রায়ে বলা হয়, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাম, ছবি বা ভয়েস তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এমনকি, বিনা অনুমতিতে তাঁর নামটুকু অবধি নেওয়া যাবে না— এমনই নির্দেশ এল দিল্লি হাইকোর্ট থেকে।

এছাড়া আদালত ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং টেলিকম পরিষেবা সরবরাহকারীদের উদ্দেশেও একই নির্দেশ দিয়েছে। বিচারপতি নবীন চাওলা বলেন, “যে কোনও সংস্থা তাদের পণ্য ও পরিষেবার প্রচারের স্বার্থে তারকাদের ‘সেলিব্রিটি স্টেটাস’ ব্যবহার করে। এক্ষেত্রে সেই নির্দিষ্ট তারকার অনুমতি নেওয়া প্রয়োজন।”

অমিতাভ বচ্চন, বয়স এখন ৮০ বছর। তিনি নিজেই এই মর্মে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন। তাঁর আবেদন ছিল, এক ব্যক্তির ‘নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি’ রক্ষা করার জন্য সকলের স্বার্থে তিনি এই আবেদন করেন। কোনও নির্দিষ্ট কারণের উপর ভিত্তি করে এই আবেদন করেননি।

বরিষ্ট আইনজীবী হরিশ সালভে, আইনজীবী প্রবীণ আনন্দ, অমিত নায়েক এবং মধু গাদোরিয়া অমিতাভ বচ্চনের হয়ে সওয়াল করেছিলেন। সালভে এদিন আদালতে দাঁড়িয়ে বলেন, "কেউ অমিতাভ বচ্চনের মুখ ব্যবহার করে টিশার্ট বানাচ্ছেন। কেউ তাঁর পোস্টার বিক্রি করছেন। কেউ তো সব মাত্রা ছড়িয়ে amitabhbachchan.com নামের ডোমেইন রেজিস্টার করে নিয়েছেন। এই কারণেই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।"

অমিতাভের আইনজীবীরা আরও অভিযোগ করেন যে, বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, কৌন বনেগা ক্রোড়পতি এবং সঞ্চালক অমিতাভের নাম নিয়ে বেআইনিভাবে লটারির ব্যবসা করছিলেন।, উল্লেখ্য, মেগাস্টার বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা এবং অন্যান্য বিভিন্ন ব্যবসার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশও চেয়েছেন।

one year ago
Amitabh Bacchan: হ্যাপি বার্থ ডে বিগ-বি! জানুন বলিউড শাহেনশার এক অজানা কাহিনী

৮০-তে পা দিলেন বলিউড (Bollywood) শাহেনশাহ। বিগ-বি-র জন্মদিন (Birthday) বলে কথা। আসমুদ্র হিমাচল থেকে তাঁর জন্য শুভেচ্ছা বার্তা আসবে এটাই স্বাভাবিক। ১১ অক্টোবর জন্মদিনে লাখ লাখ নেটিজেন ও তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। এদিন একটি ভিডিও খুব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্মদিন উপলক্ষে 'কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে একটি স্পেশাল এপিসোডের আয়োজন করা হয়। যেখানে হট সিটে দেখা যায় জুনিয়র বচ্চন অর্থাৎ অভিষেক বচ্চন এবং পাশে রয়েছেন অমিতাভ-জায়া জয়া বচ্চন (Jaya Bachchan)। আর মা ও ছেলের প্রশ্নের মুখে পড়ে একেবারে নাজেহাল অবস্থা অমিতাভের।

তার কারণ? জয়া এদিন বললেন, তিনি শুনেছেন কারোর কাজ যদি অমিতাভের পছন্দ হয়, তাহলে সেই শিল্পীকে ফুল এবং নিজের হাতে লেখা চিঠি উপহার দেন। পাশাপাশি এও বলেন, এগুলো সবই শুনেই এসছেন জয়া। কোনওদিন এরকম কিছু তিনি পাননি। স্ত্রীর এই গুরুতর অভিযোগ শুনে কিছুটা অপ্রস্তুতে পড়েন বিগ বি। বলেন, “এটা ঠিক হচ্ছে না।”

অভিষেকও মায়ের সমর্থনে বলেন, “না এ সব বললে চলবে না, দেখো না আর কী কী ফাঁস হয়!” এদিন অনুষ্ঠানে অমিতাভকে আবেগপ্রবণ হতেও দেখা যাবে।

one year ago


Ekta: খান ত্রয়ী নয়, বরং একতা কাপুর বলিউডের এই সুপারস্টারের সঙ্গে কাজ করতে চেয়েছেন, কে জানেন

তিন জনপ্রিয় ‘খান'-এর সঙ্গে কাজ করা বলিউডের বহু পরিচালকের কাছেই স্বপ্ন বলে মনে হতে পারে। কিন্তু একতা কাপুর বড় কিংবা ছোটপর্দার প্রযোযক হিসাবে খুবই জনপ্রিয়। তিনি চাইতেন অমিতাভকে নিয়ে সিনেমা করবেন। তাই গুডবাই সিনেমায় তাঁর এই স্বপ্নপূরন।

মঙ্গলবার শুভমুক্তি পেয়েছে 'গুডবাই' ছবির ট্রেলর। এই অনুষ্ঠানে একতা অমিতাভের প্রতি তাঁর ভাল লাগার কথা জানিয়েছেন। বলিউডের শাহেনশা বিগ বি। যে দিন থেকে তিনি সিনেমা প্রযোয়না শুরু করেন, সেদিন থেকেই একতা বিগ বি-কে নিয়ে কাজের স্বপ্ন দেখেন। এতদিনে পূর্ন হল তার এই আশা।

একতার প্রযোজনায় ‘গুডবাই’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা এবং রশ্মিকা মন্দানা। তামিলের ছবি ‘পুষ্পা’য় রশ্মিকার অভিনয় জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় সিনেমাপ্রেমীরা দক্ষিণের এই অভিনেত্রীকে এক ডাকে চেনে। বলিউডের শাহেনশা বিগ বি-র সঙ্গে অভিনয় করতে পেরে খুব খুশি।

এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন আমিতাভ বচ্চন। ‘গুডবাই’-এর ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে অমিতাভের সামনেই একতা বলেন, 'বাবা জিতেন্দ্রর সঙ্গে তিনি বচ্চন বাড়ি যেতেন। অমিতজির বাড়িতে যখন যেতেন, তখন ওনার দিকে হাঁ করে তাকিয়ে থাকতেন জিতেন্দত কন্যা।' তারপরেই একতা ছোটবেলার সেই ভালো লাগার পাত্রর সঙ্গে কাজ করছেন একতা কাপুর। এই অভিজ্ঞতা তিনি সারাজীবনেও ভুলবেন না।

2 years ago
Political: সেলিব্রিটি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতিবাচক প্রচারে আখেড়ে লাভ সেই ব্যক্তির, কেন জানেন

প্রসূন গুপ্ত: রাজনীতি থেকে সেলিব্রেটিদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচার হয়েই থাকে। এতে কোথাও মানুষের একটা উৎসাহ জাগে নতুন করে ওই সেলেবদের প্রতি। ৯০ দশকে অমিতাভ বচ্চনের একের পর এক ছবি যখন ফ্লপ করছে, তখনিই নাকি তাঁরই পরিচিতরা মিডিয়ার কাছে অমিতাভ রেখার প্রেমের গুঞ্জন তুলে ধরেছিল। তাতে আখেরে লাভ হয়েছিল বিগ বি-এর। শাহরুখ-আমিরদের ছেড়ে অমিতাভের নতুন ছবিগুলির প্রতি আগ্রহ বেড়েছিল দর্শকদের। রাজনীতিতেও নেতিবাচক প্রচার চিরকাল হয়ে এসেছে। ওই প্রচারে লাভবান বেশিরভাগ ক্ষেত্রে হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিই যাঁকে নিয়ে গুঞ্জন বা নেতিবাচক প্রচার হয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নিয়ে চূড়ান্ত নেতিবাচক প্রচার হয়েছিল। স্বয়ং রাহুল গান্ধী সারা দেশে প্রচার করেছিলেন ,"চৌকিদার চোর হে"। এই প্রচারে আখেরে লাভ হয়েছিল মোদীরই। সেটা ভোট পরবর্তী ফলেই প্রতিফলিত হয়েছিল। 

মানুষের ভাবনার মধ্যে ঢুকে গিয়েছিল মোদীর বিষয়। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এ রাজ্যে মোদী-সহ বিভিন্ন দিল্লির নেতারা মমতাকে " দিদি ও দিদি " বা নানা কটূক্তিতে ভরিয়ে দিয়েছিলেন, মমতা বিশাল ভোট নিয়ে ফিরে এসেছেন। একই ঘটনা হয়েছিল অভিষেকের ক্ষেত্রেও। শুভেন্দু থেকে নানা নেতা তাঁকে 'তোলাবাজ' ইত্যাদি বাক্য দিয়ে কোনঠাসা করতে চেয়েছিলেন কিন্তু নেতিবাচক প্রচারে লাভবান হয়েছিলেন অভিষেক।  আজ তৃণমূলের নিচুতলায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। এমনটাই শাসক শিবির সূত্রে খবর।

এবার সেই অভিষেক ইডি অফিস থেকে বেরিয়ে বললেন, অমিত শাহ নাকি দেশের সবচেয়ে খ্যাতনামা পাপ্পু। পরদিনই বাজারে হাজার হাজার টি শার্ট বেরিয়ে গেলো অমিত শাহের ছবি সমৃদ্ধ। সোশাল নেটওয়ার্ক (বিশেষ করে তৃণমূলীদের) গমগম করছে অমিত শাহর পাপ্পু ছবি বা শার্ট।

সবাই জানে মোদী যদি ২০২৪ এর নির্বাচনে জিতে আসেন তবে হয়তো এটাই তাঁর প্রধানমন্ত্রিত্বের লাস্ট টার্ম। এরপরে কে? ২০১৪-র নির্বাচনের আগে আরএসএস দেখেছিল সেসময়ে মোদী ইতিবাচক বা নেতিবাচক ক্ষেত্রে সবচেয়ে নামি মুখ। এবার দেখার পালা সারা দেশে তাঁর পরে কে বেশি জনপ্রিয়। অমিত শাহের এই ইতিবাচক বা নেতিবাচক প্রচার যত বেশি হবে ততই তাঁর ইউএসপি বাড়বে। কাজেই অভিষেকের পাপ্পু প্রচার কিন্তু অমিতকে নিয়ে ভাবনার জায়গাটা অনেক বাড়িয়েছে। বুদ্ধিমান স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলতেই পারেন, "অমিত খুশ হুয়া"। 

2 years ago
Amitabh Bachchan: দ্বিতীয়বার কোভিড পজিটিভ বলিউড শাহেনশা, বিশ বাঁও জলে কেবিসির শুটিং

ফের করোনা আক্রান্ত (Covid Positive) হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দ্বিতীয়বার কোভিড পজিটিভ বিগ বি (Big B)। নিজেই টুইট (Tweet) করে জানালেন এই দুঃসংবাদ। তবে করোনার কী কী উপসর্গ রয়েছে বা শাহেনশার শারীরিক পরিস্থিতি এখন কেমন, সে ব্যাপারে বিস্তারিত কোন তথ্য সামনে আসেনি।

মঙ্গলবার অমিতাভের ট্যুইট, 'এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। গত কিছুদিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।' উল্লেখ্য, ২০২০-র জুলাইয়ে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেসময় নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহেনশাকে। বাবার সঙ্গেই করোনা সংক্রমিত হয়ে ভর্তি ছিলেন ছেলে অভিষেক বচ্চনও।

সূত্রের খবর, এবার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অমিতাভ বচ্চন। আপাতত 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৪তম সংস্করণের শুটিং করছেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।  শ্যুটিং স্থগিত রাখতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

2 years ago


Amitabh Bacchan: অমিতাভ বচ্চন আদতে কলকাতার জামাই নয়, জানতেন এই তথ্য?

প্রসূন গুপ্ত: কলকাতা বা অন্য প্রান্ত থেকে বহু বাঙালি সেলিব্রেটিরা নাম করেছেন বলিউডে। নায়িকা যাঁরা এই রাজ্য থেকে মুম্বইতে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম শর্মিলা ঠাকুর, ঠাকুর পরিবারের কন্যা। কার্যত তাঁদের আদি বাড়ি ওপার বাংলায়। মৌসুমী চট্টোপাধ্যায়ের পূর্ব পুরুষরাও ওপর বাংলা থেকে এসেছেন। কিন্তু ক'জন জানেন জয়া বচ্চন বা জয়া ভাদুড়ির আদি বাড়িও ছিল ওপার বাংলায়। ফলে অমিতাভ যতই নানা অনুষ্ঠানে বলুন না কেন তিনি কলকাতার জামাই, তা আদতে ভুল। তাঁর শ্বশুরবাড়ি ছিল ওপর বাংলার নেত্রকোনায়।

ঢাকা শহর থেকে ১৭৫ কিলোমিটার দূরে নেত্রকোনার পূর্বধলায়। এটি আদতে একটি গ্রাম। এই গ্রামেই জন্ম হয়েছিল জয়ার বাবা প্রখ্যাত সাংবাদিক তরুণ ভাদুড়ির। দেশ ভাগের পর ১৯৪৭-এ তাঁরা প্রথমে কলকাতায় পরে মধ্যপ্রদেশের ভোপালে বসবাস শুরু করেন।শোনা যায় সবাই চলে এলেও জয়ার দাদা সুধীর ভাদুড়ি নাকি এ বাংলায় আসেননি। তিনি চলে যান ময়মনসিংহতে। সেখানেই তাঁর মৃত্যু।

আপাতত নেত্রকোনার বাড়িটি ভঙ্গুর হয় গেলেও দখল হয়নি। একতলা সাদা বড়-বড় পিলার দেওয়া বাড়ি। সামনে মস্ত বাগান, সেখানে আম, জাম, নারকেল বা লিচুর গাছ আছে। আজও ফলন হয়। ওই বাড়ির রক্ষণাবেক্ষণ করে একটি হিন্দু পরিবার। তাঁদের বক্তব্য, কেউ দাবিদার নেই। মাঝে মধ্যে ভাদুড়িদের কোনও আত্মীয় এলে এদের বাড়িতেই খাওয়া দাওয়া করেন। তাদের আক্ষেপ বাংলাদেশ সরকার, ভারতের বিখ্যাত বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত বাড়িটি হেরিটেজ করে রেখেছে। কিন্তু কখনও জয়া বা অমিতাভ বচ্চন আসেননি। তাদের বক্তব্য, জয়ার এখন বয়স হয়েছে, কে কবে আছে কে চলে যায় কে জানে। কিন্তু পৈতৃক ভিটে দেখার আগ্রহ তো মানুষের থাকা উচিত। বাংলাদেশে জয়া এসেছেন কয়েকবার কিন্তু নেত্রকোনায় আসার প্রয়োজন বোধ করেননি। হয়তো আসবে,  এই আশায় বসে ওই বাঙালি পরিবার।

2 years ago