Breaking News
Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক      Delhi: তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন খারিজ, বাসেই দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের     

AmericanEcommerce

Charpai: সাধারণ খাটিয়ার দাম ১ লক্ষ ১২ হাজার টাকা! মার্কিন ওয়েবসাইটের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা

এখনও হয়তো গ্রামে গেলে বাড়িতে বাড়িতে দেখা যাবে চারপেয়ে (Charpai) খাটিয়া (Khatiya)। আর কিছু হাজার দামের ভারতীদের এই খাটিয়া নাকি আমেরিকাতে (America) বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কী এমন আছে এই কাঠের খাটিয়ায়? এক ওয়েবসাইটে খাটিয়া বিক্রি হওয়া কিছু ছবি ভাইরাল হচ্ছে। যা দেখে সমাজমাধ্যমে হইহই পড়ে গিয়েছে।


সমাজমাধ্যমে দেখা গিয়েছে, 'ইটসি' নামক আমেরিকার এক ই-কমার্স সাইটে এই কাঠের খাটিয়া বিক্রি করা হচ্ছে। তাও আবার ১ লক্ষ টাকায়। ঐতিহ্যবাহী ভারতীয় চারপেয়ে বা খাটিয়া সাধারণত ১০ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু আমেরিকার এই ওয়েব সাইটে এটা বিক্রি করা হচ্ছে ১ লক্ষ ১২ হাজার ১৬৮ টাকায়। ওয়েবসাইটে নীচে আবার লেখা রয়েছে, ঐতিহ্যবাহী ভারতীয় বিছানা। আবার এও লেখা যে, এটি কাঠ ও পাট দিয়ে তৈরী করা হয়েছে। কিছু রং করা খাটিয়ার দাম আবার ১ লক্ষ ১২ হাজারেরও বেশি। ফলে অতি সাধারণ এক খাটিয়ার আকাশছোঁয়া দাম দেখে মাথায় হাত নেটিজেনদের।

5 months ago