Breaking News
Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA      ED: অবশেষে ইডির স্ক্যানারে চন্দ্রনাথের 'মোবাইল-হিস্ট্রি', খুলতে পারে নিয়োগ দুর্নীতি রহস্যের জট      PM Modi: তৃণমূল মানেই দুর্নীতি-লুট! ভোট প্রচারে সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে সরব মোদী     

AkshayKumar

Movie: শাহরুখের 'জওয়ান'-এর সামনে ফিকে হয়ে গেল অক্ষয়ের 'মিশন রানিগঞ্জ'

শাহরুখের জওয়ান-এর (Shahrukh Khan) বিজয়রথ এখনও অব্যাহত। সিনেমাটি মুক্তির ৩৩ দিন অতিক্রান্ত হওয়ার পর সারা ভারত এবং সারা বিশ্বে সিনেমাটির বক্স অফিস কালেকশন ১১১৭ কোটি টাকা। এখনও জওয়ান দেখতে হলমুখী হচ্ছেন দর্শকেরা। কিন্তু শাহরুখের সাফল্য অনেকটা ঢেকে দিয়েছে অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা মিশন রানিগঞ্জ মুক্তি পেয়েছে। বলিউডের খিলাড়ি কুমার এইবার বক্স অফিসে নিজের জায়গা করতে পারলেন না।

৬ অক্টোবর সারা ভারতে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত সিনেমা 'মিশন রানিগঞ্জ'। একেবারে বাস্তব থেকেই অনুপ্রাণিত সিনেমার প্রেক্ষাপট। সিনেমার ট্রেলার দর্শকদের পছন্দ হলেও সিনেমাহলে দর্শকদের ভালোবাসার প্রতিফলন দেখা গেল না। মুক্তির দিন সিনেমাটি উপার্জন করেছিল ২.৮ কোটি টাকা। এরপর সেই সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী হলেও সোমবার সিনেমার কালেকশন আবারও মুখ থুবড়ে পড়েছে। মঙ্গলবার পর্যন্ত মিশন রানিগঞ্জের উপার্জন ১৪.১০ কোটি টাকা।

অর্থাৎ 'জওয়ান' সিনেমার সামনে যে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অক্ষয়ের 'মিশন রানিগঞ্জ' তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও নিজেদের মধ্যে কোনও রেষারেষি রাখতে চান না বলিউড তারকারা। এর আগে অক্ষয় একেবারে প্রকাশ্যে জওয়ান-এর প্রশংসা করেছিলেন। বলিউডে 'জওয়ান'-ই একমাত্র সিনেমা যা রেকর্ড ব্রেক করেছে।

6 months ago
Akshay Kumar: 'মিশন রানীগঞ্জ'এ 'ক্যাপসুল গিল'-এর চরিত্রে অক্ষয় কুমার, কে এই ব্যক্তি জানেন?

অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar) 'বায়োপিক সম্রাট' বললে খুব একটা ভুল হবে না। তাঁর আগের সিনেমাগুলি অন্তত তাই-ই বলছে। 'এয়ারলিফ্ট', 'রুস্তম', 'গোল্ড', 'প্যাডম্যান', 'সম্রাট পৃথ্বীরাজ' প্রত্যেকটিই বায়োপিক। তবে এই লিস্ট বোধহয় আরও লম্বা হতে চলেছে। কারণ অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা 'মিশন রানীগঞ্জ' (Mission Raniganj)। সত্য ঘটনার উপর ভিত্তি করেই তৈরী হয়েছে এই সিনেমাটি। মূল চরিত্রে 'খিলাড়ি কুমার'। 

'ক্যাপসুল গিল' এর চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। কে এই ব্যক্তি জানেন? সত্য ঘটনাটি যশওয়ান্ত সিং গিল-এর। পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লা খাদানে কর্মরত ছিলেন শতাধিক শ্রমিক। এমন সময় আচমকাই জল ঢুকে পড়ে সেই খাদানে। ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল জলের তোড়ে ভেসে। বাকি প্রায় শ্রমিকদের বাঁচানোর সিদ্ধান্ত নেন কোল ইঞ্জিনিয়ার যশওয়ান্ত সিং গিল। ঊর্ধ্বতন কর্তাদের আপত্তি সত্বেও তিনি পিছু হটেননি। ৬৫ জন শ্রমিকের জন্য এল হয়ে উঠেছিলেন গিল। লোহা দিয়ে একটি ক্যাপসুলের আকারের যন্ত্র বানিয়ে উদ্ধার করেন শ্রমিকদের। এমনকি গিল নিজে মাটির নিচে নেমে এই উদ্ধারকার্য চালিয়েছিলেন।

পরবর্তীতে তাঁকে ভারত সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হয়। এই ক্যাপসুল গিলের চরিত্রেই অভিনয় করবেন অক্ষয় কুমার। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন পরিণীতি চোপড়া।  ৬ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি।

7 months ago
Jawan: 'আমাদের সিনেমা ফিরে এসেছে', শাহরুখের সাফল্যে উচ্ছ্বসিত অক্ষয় কুমার

৯ মাসের ব্যবধান, পাঠান আর জওয়ানের ব্যাক টু ব্যাক হিটে শাহরুখ খান একপ্রকার বুঝিয়ে দিয়েছেন, বাদশা তো বাদশাই। গত বৃহস্পতিবার সারা ভারতের সিনেমাহলে মুক্তি পেয়েছে 'জওয়ান' (Jawan)। কথায় আছে না, 'সকাল দেখেই বোঝা যায় পুরো দিন কেমন কাটবে'। ঠিক একইভাবে শাহরুখের সিনেমা প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করতেই, বোঝা গিয়েছিল আগামী কেমন হতে চলেছে।

দর্শকেরা এখন শাহরুখ জ্বরে কাবু হয়েছেন, সিনেমা সমালোচকরাও শাহরুখের প্রশংসা না করে পারছেন না। তালিকায় যুক্ত হল ইন্ডাস্ট্রির খিলাড়ি কুমার। কোনও রাখঢাক না রেখে, একেবারে খুল্লাম খুল্লা প্রশংসা করলেন তিনি। সামাজিক মাধ্যমে অক্ষয় লিখেছেন, 'কত বড় সাফল্য! অভিনন্দন আমার জওয়ান পাঠান শাহরুখ খান। আমাদের সিনেমা ফিরে এসেছে।' সিনেমা জগতের এত বছরের সহকর্মী- বন্ধু অক্ষয়ের পোস্টের উত্তর দিয়েছেন, খোদ কিং খান।

শাহরুখ অক্ষয়ের উদ্দেশে লিখেছেন, 'তুমি সবার জন্য দোয়া করেছিলে না, কিভাবে খালি যাবে। শুভেচ্ছা এবং ভালো থেকো খিলাড়ি। ভালোবাসা নিও।' প্রসঙ্গত অক্ষয়ের সিনেমা ওহ মাই গড-২ মুক্তি পেয়েছিল কিছুদিন আগেই।  মোটের উপর ভালোই ব্যবসা করেছিল সিনেমাটি। তবে ঈর্ষা না রেখে যে বন্ধুর সাফল্যেও আনন্দ পাওয়া যায়, তা প্রমান করলেন খিলাড়ি কুমার।

7 months ago


Akshay Kumar: কপালে চন্দন, পরনে গেরুয়া বস্ত্র, এ কোন অবতারে ধরা দিলেন অক্ষয় কুমার!

৯ সেপ্টেম্বর, শনিবার ৫৬ বছরে পা দিলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। আজ তাঁর ৫৬ তম জন্মদিন। তবে তাঁর জন্মদিনে তাঁকে কোনও পার্টি করতে দেখা যায়নি বাকি সব তারকাদের মতো। বলিউডের 'খিলাড়ি'-কে এবারে দেখা গেল এক অন্য রূপেই। জানা গিয়েছে, তাঁর জন্মদিনে তিনি পৌঁছে গিয়েছেন ঈশ্বরের দরবারে। তিনি আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। ইতিমধ্যেই অভিনেতার একমনে ঈশ্বরের নাম সংকীর্তনের ছবি-ভিডিও ভাইরালও হয়েছে নেটপাড়ায়।

মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে অবস্থিত মহাকালেশ্বর মন্দির। জন্মদিনে এই মন্দিরেই পুজো দিতে এলেন অক্ষয় কুমার। তাঁর সঙ্গে বোন, ভাগনি ও ছেলে আরভকে দেখা যায়। আবার অক্ষয়ের থেকে কিছুটা দূরে বসে থাকতে দেখা যায় ক্রিকেটার শিখর ধাওয়ানকেও। এদিন 'খিলাড়ি'-কে আপাদমস্তক গেরুয়া বসনে দেখা গিয়েছে। কপালে চন্দন। আর পাশে সাদা পঞ্জাবি পরে বসে আছেন ছেলে আরভ। হাত জোড় করে, ভক্তি ভরে শিবের আরাধনা করতে দেখা গিয়েছে অক্ষয়কে।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে অক্ষয়ের এমন আধ্যাত্মিক ভাবনা দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একজন লিখেছেন, 'অক্ষয়ের ইশ্বরভক্তি আমার মন কেড়ে নিয়েছে। আজকের দিনের সেরা ছবি এটি।' প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় অক্ষয়ের ছবি 'ওএমজি ২'। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এটি। আর এবারে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি 'মিশন রানিগঞ্জ'।

7 months ago
Bollywood: চন্দ্রযান থ্রি-এর সফল অবতরণে গর্বিত তারকারা, সামাজিক মাধ্যমে পোস্ট

২৩ অগাস্ট ২০২৩, বুধবার ভারতবাসীর জন্য গর্বের দিন হয়ে থাকল। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি (Chandrayan 3)। এমন ঐতিহাসিক মুহূর্তে গর্বে বুক ফুলে উঠেছে ভারতবাসীর। বলিউড (Bollywood) তারকারাও এই তালিকা থেকে বাদ যাননি। সকাল থেকেই নানারকম পোস্ট করেছিলেন তাঁরা। ভারতের সাফল্যের পর সামাজিক মাধ্যমে আবারও নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন তাঁরা।  

অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, 'লক্ষ লক্ষ হৃদয় ধন্যবাদ জানাচ্ছে ইসরো। আপনারা আমাদের গর্বিত করেছেন। ভারত ইতিহাস তৈরী করছে, এমন মুহূর্তের সাক্ষী থেকে গর্বিত। ভারত চাঁদে, আমরা চাঁদে।'


অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, 'গর্বিত, অভিভূত, উচ্ছ্বাসিত, সম্মানিত, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে। ভারত মায়ের জয়।' 


অভিনেতা শাহরুখ খান লিখেছেন, 'আজ ভারত এবং ইসরো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে। সমস্ত বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের এবং পুরো টিম যারা আমাদের গর্বিত করেছেন তাঁদের শুভেচ্ছা। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান তিন।'তাঁর টুইট শেয়ার করেছেন,প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন। 


পদ্মশ্রী সম্মান প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত একটু ভিন্নভাবে দেখছেন এই বিষয়টি। তিনি লিখেছেন, 'কি অদ্ভুত। যে বিজ্ঞানী এই মিশনে নেতৃত্ব দিয়েছেন, তাঁর নাম সোমনাথ। সোম মানে চাঁদ, নাথ মানে ঈশ্বর। সোমনাথ মানে চাঁদের ভগবান। কি সুন্দর।'


8 months ago


Akshay Kumar: আর কানাডিয়ান নয় অক্ষয় কুমার, ফিরে পেলেন ভারতীয় নাগরিকত্ব

অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar) একসময় অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে তিনি ভারতের নাগরিক (Citizenship) নয় বলে। অবশেষে সেই সব কিছুর জবাব দিলেন অক্ষয়। ভারতের ৭৭-তম স্বাধীনতা দিবসে, অভিনেতা নিজের ভারতীয় হওয়ার প্রমাণ দিলেন সামাজিক মাধ্যমে। ১৫ অগাস্ট অক্ষয় সামাজিক মাধ্যমে একটি ছবি দিয়েছেন। সেই ছবিতে অক্ষয় কুমারের হাতে দেখা গিয়েছে, ভারত সরকারের লোগো দেওয়া একটি ফাইল। তার মধ্যে একগুচ্ছ কাগজ।

ছবিটি সামাজিক মাধ্যমে আপলোড করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, 'মন এবং নাগরিকত্ব দুটোই ভারতীয়। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।' এর আগেও এক সাক্ষাৎকারে অক্ষয় ভারতের নাগরিকত্ব সম্পর্কে বলেছেন, 'ভারত আমার কাছে সবকিছু। এই যা কিছু অর্জন করেছি, এখন থেকেই করেছি। আমি নিজেকে ভাগ্যবান মনি করি এই দেশ থেকে পাওনা ফিরিয়ে দিতে পেরে। যখন মানুষ তোমার সম্পর্কে কিছু না জেনে কথা বলে, তখন খারাপ লাগে।'

কিন্তু জানেন কী কেন অক্ষয়ের কাছে ভারতের নাগরিকত্ব ছিল না এতদিন? এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, 'কেরিয়ারের শুরুর দিকে আমার সিনেমা সাফল্য পাচ্ছিল না। তখন কানাডায় থাকা আমার এক বন্ধু কাজের জন্য ডেকে পাঠিয়েছিলেন। আমি সেখানে গিয়ে নাগরিকত্বর জন্য আবেদন করি পেয়েও যায়। এদিকে আমার দুটো সিনেমা মুক্তি পেয়েছিল ভারতে। সাফল্যও পেয়েছিল। এরপর সেখান থেকে আমি আবারও ভারতে ফিরে আসি।'

8 months ago
OMG 2: নিজের সিনেমা নিজেই দেখতে পারবেন না ওএমজি-২ অভিনেতা, জানুন কেন

ওএমজি ২ (OMG 2) অর্থাৎ ওহ মাই গড এর দ্বিতীয় পর্ব সিনেমাহলে মুক্তি পেয়েছে ১১ অগাস্ট। মুক্তির আগে থেকেই নানা জটে জড়িয়েছিল হয়েছিল এই সিনেমা। কিছু পরিবর্তন আসার পর সিনেমাটি অবশেষে দর্শকেরা দেখতে পাচ্ছেন। কেবল দেখতে পাচ্ছেন না সিনেমারই এক অভিনেতা। ওহ মাই গডে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠীর, ইয়ামি গৌতমের মতো তারকাদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন অভিনেতা আরুষ বার্মা। কিন্তু নিজের ছবি নিজেই দেখতে পারবে না অভিনেতা।


এর পিছনে রয়েছে একটি কারণ। ওএমজি সিনেমাটি অবাধ দর্শকেরা দেখতে পাবেন না। এই সিনেমা দেখতে হলে প্রাপ্তবয়স্ক হওয়া প্রয়োজন। কারণ যৌন শিক্ষা এই সিনেমাটির একটি বিষয়। তাই দর্শকের বয়স যদি ১৮ না হয়, তিনি সিনেমাহলে প্রবেশ করার অনুমতি পাবেন না। এদিকে সিনেমার অভিনেতা আরুষ বার্মার বয়স ১৬। ফলে নিয়ে অনুযায়ী তিনি নিজের কাজ পর্দায় দেখতে পারবেন না।

ওএমজি সিনেমাটিকে দর্শক ভালোবাসা দিয়েছিলেন। সিনেমার সিক্যুয়েল দেখতেও আগ্রহী দর্শকেরা। ১১ অগাস্ট বড় পর্দায় সিনেমাটি মুক্তি পাওয়ার পর ১৩ অগাস্ট পর্যন্ত বক্স অফিস কালেকশন হয়েছে ৪৩ দশমিক ৫৬ কোটি টাকা। ভক্তের ডাকে পৃথিবীতে অবতীর্ন হয়ে মহাদেব কী চমৎকার করেন, তা জানতে হলে সিনেমাহলে যেতে হবে।

8 months ago
OMG 2: ট্রেলার মুক্তি পায়নি, অক্ষয়ের সিনেমার টিকিট বিক্রি শুরু

বলিউডে যখন শাহরুখ-সলমান দ্বৈরথ চলছে, তখন দর্শকেরা বলতেন, 'খানে খানে মারামারি করে, সিনেমা করে খিলাড়ি কুমার'। কথাটি খুব একটা ভুল নয়। দশক পেরিয়েও অক্ষয় কুমার (Akshay Kumar) চির যৌবন। প্রত্যেক বছরই তাঁর সিনেমা মুক্তি পায়। ব্যবসার বিচার না করলেও বিনোদনের দিক দিয়ে যে তিনি সত্যিই 'অক্ষয়', তা হলফ করে বলা যায়। দর্শকেরা তাঁর সিনেমা দেখতে সিনেমা হলে যান, কারণ অক্ষয়ের সিনেমা নির্মেদ। উপরি পাওনা সহজবোধ্য সামাজিক বার্তা। তাই অক্ষয় কুমার সুপারহিট হয়ে থাকেন সিনেমা জগতে।

২০১২ সালে সিনেমাহলে মুক্তি পেয়েছিল 'ওহ মাই গড'। একদিকে ছিলেন নাস্তিক কাঞ্জি ভাই (পরেশ রাওয়াল) অন্যদিকে শ্রী কৃষ্ণ(অক্ষয় কুমার)। সিনেমায় যে কেবল মানুষ ও ঈশ্বরের সম্পর্ক দেখানো হয়েছিল তাই-ই নয়। ঈশ্বরকে নিয়ে অনেক ভিত্তিহীন ধারণা ভাঙা হয়েছিল। সেবার ঈশ্বর অবতীর্ণ হয়েছিলেন নাস্তিকের ডাকে। এবার নেমে আসবেন, তাঁকে বিশ্বাস করেন এমন ভক্তের ডাকে। 

১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে ওহ মাই গড ২। এবার সিনেমায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ইতিমধ্যেই সিনেমার টিজার মুক্তি পেয়েছে। যদিও মুক্তি পায়নি সিনেমার ট্রেলার। তবে দর্শকদের জন্য খুলে গিয়েছে সিনেমার দরজা। প্রি-বুকিং করে দর্শকাসন বুক করা যাবে এখন থেকে। সাধারণত আগাম বুকিংয়ের আগে সিনেমার ট্রেলার মুক্তি পেয়ে যায়। অক্ষয়ের সিনেমার এই উলটপুরাণ সত্যিই দেখার মতো।


9 months ago


OMG 2: 'ওএমজি ২' মুক্তির আগেই বাধা! সংলাপ-দৃশ্য পাঠানো হল সেন্সর বোর্ডের রিভাইসিং কমিটিতে

২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের 'ওএমজি: ওহ মাই গড' (OMG: Oh My God)। এবারে প্রায় এক দশক মুক্তি পেতে চলেছে এই ছবির সিক্যুয়াল ওএমজি ২ (OMG 2)। প্রথম ছবি দর্শকদের মনে বেশ গভীরভাবে দাগ কেটেছিল, ফলে এর সিক্যুয়েল নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কিছুদিন আগেই এই ছবির প্রথম ঝলক দেখা গিয়েছে। ঠিক ছিল, ১১ অগাস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু তার আগেই বাধা। জানা গিয়েছে, এই ছবির বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পরই এই ছবিকে ছাড়পত্র দেওয়া হবে। তাই ছবির চিত্রনাট্য থেকে শুরু করে সংলাপ, দৃশ্য সমস্ত কিছু ভালো মতো বিশ্লেষণ করেই এই ছবি মুক্তির জন্য ছাড়পত্র দেবে সেন্সর বোর্ড। তাই এই ছবির সংলাপ, দৃশ্য সেন্সর বোর্ডের রিভাইসিং কমিটিতে (Revising Committee)পাঠানো হয়েছে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল 'আদিপুরুষ'। এই ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল একাধিক সমালোচনা-বিতর্ক। চরিত্র থেকে শুরু করে সংলাপ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে এমনটাও অভিযোগ উঠেছিল। ফলে এই সমস্ত কিছু থাকার পরও সেন্সর বোর্ড থেকে কীভাবে এই ছবিকে ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা নিয়ে ওঠে প্রশ্ন। ফলে এবারে ওএমজি ২ নিয়েও যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যই এই ছবির বিভিন্ন সংলাপ, দৃশ্য ভালোভাবে বিচার বিশ্লেষণ করা হবে। তাই এটিকে রিভাইসিং কমিটিতে পাঠানো হয়েছে।

ওএমজি ২-তে অক্ষয়কে মহাদেবের ভূমিকায় দেখা যাবে। ফলে এই ছবির বিভিন্ন ধর্মীয় দিক বিচার বিবেচনা করা হবে। তাই এই ছবিতে কোনও পরিবর্তন আসবে কিনা বা সেন্সর বোর্ড এতে ছুঁরি চালায় কিনা, সেটাই এখন দেখার।

9 months ago
OMG 2: পঙ্কজ ত্রিপাঠীকে বাঁচাতে এলেন অক্ষয় কুমার, প্রকাশ্যে নতুন সিনেমার টিজার

ওএমজি অর্থাৎ ওহ মাই গড (OMG 2) সিনেমার দ্বিতীয় পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সিনেমার শ্যুটিংয়ের কাজ চলছে, তা দর্শক আগেই জানতে পেরেছিলেন। এবার প্রকাশ্যে এল সিনেমা টিজার। প্রথম পর্বে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। এই পর্বে সেই চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। তবে ঈশ্বরের চরিত্রে অপরিবর্তিত অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রথম পর্বে অক্ষয়কে দেখা গিয়েছিল শ্রী কৃষ্ণের চরিত্রে। এই পর্বে তাঁকে দেখা যাবে অন্যরকম চরিত্রে।

অক্ষয়কে এবার দেখা যাবে মহাদেবের চরিত্রে। মাথায় জটা থাকলেও পোশাকে নতুনত্ব দেখা যাবে। ওহ মাই গড-এর দ্বিতীয় পর্বে পঙ্কজ ত্রিপাঠি আস্তিক। নানা কারণে খুঁজছেন ঈশ্বরকে। তাঁর ডাকে সাড়া দিয়ে ধরাধামে অবতীর্ন হবেন মহাদেব। ট্রেলারের শুরুতেই পঙ্কজকে বলতে শোনা যায় ,' ঈশ্বর আছে নাকি নেই, এর প্রমাণ মানুষ আস্তিক কিংবা নাস্তিক হয়েই দিতে পারে। কিন্তু ভগবান তাঁর তৈরী করা মানুষদের মধ্যে বিভেদ করেন না।'

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

ওহ মাই গডের প্রথম পর্ব দর্শকেরা খুব পছন্দ করেছিলেন। পরেশ রাওয়ালের মতো অভিনেতা ও অন্যদিকে অক্ষয় কুমার, টানটান স্ক্রিপেতে জমজমাট হয়ে উঠেছিল সিনেমা। এই পর্বে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ঝলক দেখতে পেয়ে দর্শকেরা এই পর্ব নিয়েও আশাবাদী। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই টিজার শেয়ার করে উত্তেজনা প্রকাশ করছেন নেটিজেনরা। চলতি বছরের আগস্টের ১১ তারিখ সিনেমাহলে দেখা যাবে ওএমজি ২।

9 months ago


Bollywood: নতুন পার্লামেন্টের উদ্বোধনে বিশেষ বার্তা শাহরুখ-অক্ষয়-অনুপমের

ভারতের নতুন সংসদ ভবনের (Parliament) উদ্বোধন অনুষ্ঠান রবিবার। এদিন সকাল থেকেই সাজো সাজো রব নতুন পার্লামেন্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সব ধর্মের আরাধনা দিয়ে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। এই নতুন সংসদ ভবনের নতুন আকর্ষণ স্বর্ণ দিয়ে তৈরী 'রাজদণ্ড' অর্থাৎ 'সেঙ্গল'। লোকসভার স্পিকারের আসনের পাশেই থাকবে এই সেঙ্গল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন কর্মসূচি করে ফেলেছেন। এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিয়েছে বলিউড (Bollywood)। সিনেমা জগতের তিন তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অনুপম খের নিজের সামাজিক মাধ্যমে নতুন পোস্ট শেয়ার করেছেন।

নতুন সংসদ ভবনের একটি  ভিডিও পোস্ট করেছেন শাহরুখ। সেই ভিডিওর আবহতে অভিনেতা বলছেন, 'ভারতের নতুন সংসদ ভবন, আমাদের আশার নতুন ঘর। আমাদের সংবিধান সামলান যারা তাঁদের জন্য এমন একটি ঘর, যেখানে ১৪০ কোটি ভারতীয় একটি পরিবার। এই নতুন ঘর এতটাই বড় হোক, যেন এখানে দেশের প্রত্যেকটি প্রান্ত-প্রদেশ-গ্রাম-শহর কোণা কোণার জন্য জায়গা হয়। এর বাহু এতটাই বড় হোক, যাতে প্রত্যেকটা জাতি-ধর্ম একে অপরকে ভালোবাসতে পারে।' আরও কী বলেছেন অভিনেতা শুনুন।

ভিডিও আপলোড করেছেন অভিনেতা অক্ষয় কুমারও। তিনি বলছেন, 'ভারতের উন্নতিতে গর্ব হয় এমন প্রত্যেকটি মানুষের মতো এই নতুন পার্লামেন্টের ছবি দেখে অন্যরকম আনন্দ হচ্ছে। মনে আছে, ছোটবেলায় আমি যখন দিল্লি থাকতাম, বাবা-মায়ের হাত ধরে ইন্ডিয়া গেটের আশেপাশে ঘুরতে যেতাম, তখন দেখতাম বেশিরভাগ বিল্ডিং ইংরেজদের তৈরী করা। আজ এই এত বড় স্থাপত্য দেখে আমার মন গর্বে ভরে গিয়েছে।'

অভিনেতা অনুপম খের বলছেন, 'এই ভবন শুধু একটি ভবন নয়, ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন। এই সংসদ ভবন তাঁদের আশার প্রতীক, তাঁদের স্বাভিমানের হস্তাক্ষর। এটি বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের জয় ঘোষণা। এটি আমাদের লোকতন্ত্রের প্রতীক।'


11 months ago
Akshay: কেদারনাথ দর্শনে অক্ষয়, তাঁকে ঘিরে ধরলেন ভক্তরা

শ্যুটিংয়ের ফাঁকে দেবদর্শনে গেলেন বলিউডের খিলাড়ি। তাঁকে শেষবার দেখা গিয়েছিল সেলফি সিনেমায়। বর্তমানে তিনি ব্যস্ত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' সিনেমার শ্যুটিংয়ে। সেই সিনেমায় টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা এবং পৃথ্বীরাজ সুকুমারনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ব্যস্ত শিডিউলের মাঝেই অক্ষয় কুমার (Akshay Kumar) কেদারনাথ (Kedarnath) দর্শনে গেলেন। নিজের সামাজিক মাধ্যমে মন্দিরের চূড়ার একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এবার দেখা গেল অন্য এক মুহূর্তের ঝলক।

ভিডিওতে দেখা গিয়েছে, কেদারনাথ মন্দির থেকে পুজো দিয়ে সবে বেড়িয়েছেন। তাঁকে ঘিরে রয়েছেন নিরাপত্তা রক্ষীরা। এমন সময় তাঁকে দেখে চিৎকার করে ওঠেন ভক্তরা। অক্ষয়ও যথা সম্ভব ভক্তদের নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের দেখে দু হাত তুলে প্রণাম জানিয়েছেন। 'বম বম ভোলে' উচ্চারণে ঈশ্বরের প্রতি সমর্থন জানিয়েছেন। এই ভিডিও অক্ষয় নিজের সামাজিক মাধ্যমে না দিলেও তাঁকে ক্যামেরাবন্দি করেছেন কোনও এক নেটিজেন।

অন্যদিকে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ স্কটল্যান্ডে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। সিনেমার সেটে অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে নাকি খিলাড়ি কুমার আঘাত পেয়েছিলেন। জানা গিয়েছে, 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ইদে। এছাড়াও খিলাড়ির হাতে রয়েছে, 'ওহ মাই গড ২', 'হেরা ফেরি থ্রি' এবং ক্যাপসুল গিল সিনেমাটি। তাঁকে পর্দায় দেখতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা।

11 months ago
Akshay: 'গজনী' খ্যাত অভিনেত্রী আসিন, অক্ষয়ের জন্য অভিনয় ছেড়েছিলেন?

একসময় বলিউডে চুটিয়ে অভিনয় করেছিলেন আসিন (Asin)। বলিউডে (Bollywood) আমির খানের বিপরীতে 'গজনি', সলমান খানের বিপরীতে 'রেডি' ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। অক্ষয় কুমারের বিপরীতে 'খিলাড়ি ৭৮৬' ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু বর্তমানে তাঁকে আর কোথাও দেখা যায় না। কিন্তু কেন? শোনা যায়, সিনেমা জগৎ থেকে আসিনের চলে যাওয়ার জন্য দায়ী অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)।

বলিউডের খিলাড়ি কুমারের বিপরীতে অভিনয় করার সময় তাঁর সঙ্গে ভালো বন্ধুত্ব নয় আসিনের। অভিনেত্রী অক্ষয় কুমারকে জানান, ভালো ছেলে পেলে তিনি বিয়ে করতে রাজি। ব্যাস অক্ষয়ও গুটি সাজিয়ে ফেলেন। 'হাউজফুল ২' সিনেমাতেও অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছিলেন আসিন। সেই সিনেমার প্রচারে যাওয়ার সময় আসিনের সঙ্গে অক্ষয় কুমার, নামি মোবাইল সংস্থার মালিক রাহুল শর্মার পরিচয় করিয়ে দেন। রাহুল আসলে অক্ষয়ের ভালো বন্ধু। তাই অসিনের সঙ্গেও তাঁর বন্ধুত্ব গড়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। 

রাহুলের সঙ্গেই প্রেম হয় আসিনের। সেই প্রেম বিয়েতে গড়ায়। এরপর বিনোদন জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। অবশ্য শোনা যায়, বিয়ে একমাত্র কারণ ছিল না আসিনের অভিনয় ছেড়ে দেওয়ার। তিনি বিশেষ কাজ পাচ্ছিলেন না বলিউডে। তাই বর্তমানে পুরোপুরি সংসারেই ঢেলে দেন।

12 months ago


Rowdy: বনশালির প্রযোজনা 'রাউডি রাঠোর'! বাদ অক্ষয়, পরিবর্তে অভিনেতা কে?

সিনেমার দ্বিতীয় পর্ব থেকেই বাদ পড়লেন তিনি। এতদিন জল্পনা ছিল, এবার সেই জল্পনায় মান্যতা মিলল। ২০১২ সালে দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির 'বিক্রমারকুডু' সিনেমার রিমেক হয় হিন্দিতে। নাম দেওয়া হয় 'রাউডি রাঠোর' (Rowdy Rathore)। সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অক্ষয় কুমারকে(akshay Kumar)। সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি 'হেরা ফেরি'র পর সেই চরিত্রর জন্যই অধিক প্রশংসা পেয়েছিল অক্ষয়। কিন্তু এবার সেই চরিত্রেই অন্য কেউ।

জানা গিয়েছে, সাবিনা খান ও সঞ্জয় লীলা বনশালির প্রযোজনায় আসতে চলেছে 'রাউডি রাঠোর'-এর সিক্যুয়েল। কিন্তু অক্ষয় কুমার নয়, বরং মূল চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ মলহোত্রা। এই সিনেমার আগের পর্বে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা। এই পর্বে বাদ যাবেন তিনিও।  সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আডবাণী।

শুধু অভিনয় নয়, রাউডি রাঠোরের সিক্যুয়েলের পরিচালকও পরিবর্তন হবেন। এই সিনেমার প্রথম পর্বের পরিচালনা করেছিলেন প্রভুদেবা।  কিন্তু শোনা যাচ্ছে বনশালির সঙ্গে তাঁর মতের অমিল থাকায় তিনি এই পর্ব ডিরেক্ট করবেন না। তাঁর পরিবর্তে পরিচালনা করবেন, আনিস বাজমি। এই পরিবর্তনে রাউডি রাঠোরের দ্বিতীয় পর্ব কী প্রথম পর্বের সাফল্যকে চাপিয়ে যেতে পারবে? এখন সেটাই দেখার।

12 months ago
Akshay: অক্ষয় কুমারের শুটিং সেটে বড়সড় দুর্ঘটনা, মৃত অভিনেতার এক সহকর্মী

অভিনেতা অক্ষয় কুমারের (akshay Kumar) শ্যুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা। পরিচালক মহেশ মনজেরেকরের মারাঠি পিরিয়ড ড্রামার শ্যুটিংয়ে ব্যস্ত বলিউডের খিলারি। ছত্রপতি শিবাজীর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ছবির নাম 'বেদাত মারাঠে বীর দৌদালে'। এবার সেই সিনেমার সেটেই মারাত্মক দুর্ঘটনা। মৃত্যু অক্ষয় কুমারের এক সহকর্মীর। প্রয়াত নাগেশ প্রশান্ত খোবোড়ে সেটে ঘোড়া দেখাশোনার দায়িত্বে ছিলেন। সিনেমার সেটে পানহালা ফোর্টের সজ্জা কুঠির থেকে পড়ে যান তিনি। মাথায় ও বুকে আঘাত লাগে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে প্রাণে বাঁচানো যায়নি।

জানা গিয়েছে কুঠির ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। তখনই অসতর্কতাবশত পড়ে যান তিনি। জানা গিয়েছে, প্রথমে সিনেমার প্রযোজনা সংস্থার তরফে তাঁর চিকিৎসার খরচ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সেই অর্থ পায়নি মৃতের পরিবার। এই বিপত্তি কাটিয়ে সিনেমার কাজ শেষ করতে তৎপর হয়ে উঠেছে প্রযোজনা সংস্থা। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।

one year ago