Breaking News
CBI: সোমে জাস্টিস সিনহার তাবড়ে মঙ্গলের সকাল থেকে তল্লাশি অভিযানে সিবিআই      Dumdum: দমদম নাগেরবাজারে বৃদ্ধ খুনের ঘটনায় উদ্ধার অস্ত্র, জেরায় খুনের কথা স্বীকার অভিযুক্তের      Court: অভিষেকের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই! ইডি-সিবিআইকে তীব্র ভর্ৎসনা জাস্টিস সিনহার      Dengue: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে একাধিক নির্দেশিকা জারি মুখ্যসচিবের      Dengue: ডেঞ্জার 'ডেঙ্গি' রুখতে হটস্পট, বিশেষ ব্যবস্থা স্বাস্থ্য ভবনেরও      Raghav-Parineeti: বর-কনে সাজে রাঘব-পরিণীতি, প্রকাশ্যে 'রাঘনীতি'-র রূপকথার বিয়ের ছবি      Dengue: ডেঙ্গি কিন্তু ডেঞ্জারাস...      India: ৪০০ রানের টার্গেট, শ্রেয়স-গিলের জোড়া সেঞ্চুরিতে পাহাড় সমান রান ভারতের      Resignation: মানসিক চাপ সৃষ্টি করছে টিএমসিপি! অভিযোগ তুলে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অধ্যক্ষর      Mamata: 'অনেক কাজ করতে পেরেছি...' স্পেন থেকে কলকাতায় ফিরে জানালেন মমতা     

AbhishekBanerjee

Abhishek: পদবি নিয়ে বিজপিকে খোঁচা, দিল্লির কাছে আত্মসমর্পণ নয়, হুঙ্কার অভিষেকের

তাঁর পদবী বন্দ্যোপাধ্যায়, তাঁরা দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানেন না।' তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, তাঁর পদবী মোদী বা চোকসি নয়, বন্দ্যোপাধ্যায়। মাথা নীচু করতে জানেন না তাঁরা। একইসঙ্গে বিরোধীদের উদ্দেশে তাঁর বার্তা, তৃণমূলকে ধমকে-চমকে লাভ নেই। তৃণমূলকে কেউ দমাতে পারবে না।

বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য। সেইসময় একটা খবর রটেছিল যে, অভিষেক আর ফিরবেন না। পালিয়ে গিয়েছেন। এদিন সেই প্রসঙ্গ তুলেই বিরোধীদের উদ্দেশে স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি পালানোর লোক নন।

অভিষেক বলেন, 'আমার পদবী মোদী নয়, আমার পদবী চোকসি নয়, আমার পদবী মাল্য নেই, আমার পদবী বন্দ্যোপাধ্যায়। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না।'

একই সঙ্গে এদিন অভিষেকের বক্তৃতায় উঠে আসে পঞ্চায়েত প্রসঙ্গ। যেখানে তৃণমূল সাংসদের দাবি,  গণতান্ত্রিকভাবে মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল জিতেছে। তাঁর কথায়, শাসকদলের থেকে বিরোধীরা বেশি মনোনয়ন জমা দিয়েছে, এ ঘটনা বিরল। বাংলার ইতিহাস কেন,. ভারতবর্ষের ইতিহাসে আপনারা দেখাতে পারবেন না।' পঞ্চায়েত প্রসঙ্গ তুলে আগামী দিনে লোকসভা ভোটে জোরদার লড়াইয়ের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

4 weeks ago
Mamata: লোকসভা নির্বাচনের আগেই গ্রেফতার হতে পারেন অভিষেক: মমতা

লোকসভা নির্বাচনের আগেই গ্রেফতার করা হতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখার সময় এমনই ইঙ্গিত করলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে গান্ধি মূর্তির পাদদেশে ওই সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কয়েকদিন আগে তাঁর কাছে একটি মেসেজ আসে। সেখানে জানানো হয় লোকসভা নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে।

পাশাপাশি লিপস অ্য়ান্ড বাউন্সে ইডি তল্লাশি নিয়েও মুখ খোলেন মমতা। বিনা কারণে অফিসের কম্পিউটার তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।  এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন কোন সময়ে ফাইল ডাউনলোড করা হয়েছিল তা আমরা জানতে পেরেছি। লালবাজারেও অভিযোগ করা হয়েছে।"

4 weeks ago
Abhishek: দীর্ঘ ৩৮ ফিন পর প্রকাশ্যে জনসভায় ভাষন দেবেন অভিষেক, নজরে ইডি প্রসঙ্গ

তৃণমূলের ২১ জুলাইয়ের সভার পরে তাঁকে আর কোনও সভায় দেখা যায়নি। ৩৮ দিন পরে জনসভায় ভাষণ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের জনসভায় বক্তব্য রাখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ধর্মতলার মেয়ো রোডে সোমবার দুপুর নাগাদ সভাটি শুরু হওয়ার কথা। এর আগে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রকাশ্য মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চে।

ঘাসফুল কর্মী-সমর্থকদের একাংশ মনে করছেন, এই সভা থেকে অনেক জবাব দিতে পারেন অভিষেক। সম্প্রতি ইডির তল্লাশি অভিযান নিয়ে সরব হতে পারেন তিনি। এ ছাড়া চব্বিশের লোকসভাকে মাথায় রেখে ছাত্র এবং যুবদের ভোটকেন্দ্রিক বার্তা দিতে পারেন তিনি।

4 weeks ago


ED: লিপস এন্ড বাউন্ডস কোম্পানির সিইও অভিষেক, নাম উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি জারি ইডির

এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে প্রেস বিবৃতি জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার জারি করা একটি প্রেস বিবৃতিতে ইডি জানিয়েছে, লিপস এন্ড বাউন্ডস- নামে সংস্থার সিইও পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। তারমধ্যে ছিল লিপস এন্ড বাউন্ডস। ওই সংস্থাতেই চাকরি করতেন কালীঘাটের কাকু। তল্লাশি চালিয়ে একাধিক নথি ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়। বুধবার জারি করা বিবৃতিতে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই সংস্থার সিইও হিসেবে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর ছিলেন তিনি। 

ইডি-র তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে লিপস এন্ড বাউন্ডস সংস্থার চিফ অপারেটিং অফিসার হিসেবে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বেআইনি টাকা লেনদেনের জন্য ওই কোম্পানি ব্যবহার করা হত বলে দাবি ইডি-র। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। তাঁর কাছ থেকেই একাধিক তথ্য পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে ইডি।

a month ago
Abhishek: চোখের চিকিৎসা সেরে আমেরিকা থেকে কলকাতায় অভিষেক

আমেরিকা থেকে চোখের চিকিৎসা সেরে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে সস্ত্রীক ফিরে আসেন তিনি। সূত্রের খবর তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন। যার জেরেই রাজ্য রাজনীতিতে বহু জল্পনা শুরু হয়েছিল। সব জল্পনা সেরে রবিবার সন্ধ্যায় কলকাতায় ফিরেছেন তিনি। 

সূত্রের খবর, গত জুলাই মাসে ২৬ তারিখ চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ২৫ দিন পর চোখের চিকিৎসা সেরে কলকাতায় ফিরলেন তিনি। এদিন সন্ধ্যায় সস্ত্রীক কলকাতায় আসেন তিনি। তাঁর আমেরিকা যাওয়া নিয়ে ইডির নিষেধাজ্ঞায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পাশাপাশি  অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রীর রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাওয়ায় অভিবাসন দফতরের বাধা দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যদিও তারপর সুপ্রিমকোর্টে আবেদন জানায় অভিষেক। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে জুলাই মাসেই চোখে চিকিৎসার জন্য সস্ত্রীক আমেরিকায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

a month ago


Abhishek: সোশ্যাল মিডিয়ায় কটূক্তি, বাম নেতা সেলিমকে আইনি নোটিশ ধরালেন অভিষেক

সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কটুক্তি। এই অভিযোগে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, সোশাল মিডিয়া ক্ষমা চেয়ে ওই টুইট মুছে না দিলে মহম্মদ সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে টুইটার এবং পরে ফেসবুকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটুক্তির অভিযোগ ওঠে সিপিএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধে।

প্রথমে পতিতা ও পরে যৌনকর্মী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই দুটি শব্দের ব্যবহার করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর প্রথম শব্দের ব্যবহারের আপত্তি উঠেছিল দলের অন্দর থেকেই। বিশেষ করে সিপিএমের মহিলা নেত্রীরাই রাজ্য সম্পাদকের কড়া সমালোচনা করেছিলেন।

পোস্ট না মুছে ব্যবহার করেছিলেন দ্বিতীয় শব্দ। মূলত তাঁর অভিযোগ ছিল বেশ কয়েকজন বিদেশি মহিলার অ্যাকাউন্টে রাখা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা। তাঁর এই অভিযোগ উড়িয়ে, সিপিএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধে এবার পাল্টা আইনি নোটিস পাঠানো হল। অভিষেকের আইনজীবী জানিয়েছেন, বিদেশ থেকে ফিরে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁর মক্কেল।

2 months ago
Abhishek: অশ্লীল ভাষায় অভিষেককে আক্রমণ, দলে-বাইরে সমালোচনায় ভুল শুধরোলেন সেলিম

পতিতা মুছে যৌনকর্মী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করতে গিয়ে নিজে সমালোচিত হয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একটি বিশেষ শব্দ ব্যবহার করে অভিষেকের আক্রমণ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই প্রতিক্রিয়ায় সিপিএমের অন্দরেই তাঁকে সমালোচনা করা হয়। সোমবার এই ব্যাপারে ক্ষমা না চাইলেও, মঙ্গলবার ফেসবুক পোস্ট করে টুইটের ভুল শুধরে নেওয়ার দাবি করেছেন।

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক টুইটারে লিখেছিলেন, অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রস্টিটিউট এই শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। আর এখানে তীব্র আপত্তি জানানো হয়েছে মহিলা নেতৃত্বের একাংশ থেকে।

বামপন্থীরা পতিতা শব্দের ব্যবহার করে না। এমনকী বিশ্বাসও করে না। পার্টির মহিলা নেতৃত্বে একাংশের প্রবল সমালোচনা মুখে পড়তে হয় রাজ্য সম্পাদককে। সেই মহিলাদের সম্মানার্থে তাঁদের যৌনকর্মী বলা হয়। যার ইংরেজি সেক্স ওয়ার্কার। এই ঘটনার পরেই মঙ্গলবার ফেসবুকে মহম্মদ সেলিমের একটি পোস্ট দেখা যায়। তাতে একটি অংশে লেখা, ১৫ জন বিদেশি যৌনকর্মীর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচারে অভিযুক্ত। তবে এখানে কোনও নাম তিনি উল্লেখ করেননি।

2 months ago
Abhishek: অভিষেকের ঘোষিত বিজেপির বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল করল হাইকোর্ট

ফের ধাক্কা আদালতে। এবার রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি জানান, এভাবে কোনও কর্মসূচি একতরফা ভাবে ঘোষণা করা যায় না। এই ব্যাপারে রাজ্য এবং পুলিশকেও পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অগস্ট মাসের পাঁচ তারিখ রাজ্যে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন তিনি। ওই মঞ্চেই অভিষেকের এই কর্মসূচিকে সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুরো কর্মসূচি অহিংস ভাবে পালনের নির্দেশ দিয়েছিলেন অভিষেক। 

তৃণমূল সাংসদের এই কর্মসূচির বিরুদ্ধে আদালতে গিয়েছিল বিজেপি। তার শুনানিতেই এদিন স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাই কোর্টের। রাজ্যের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়, এই ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এবং পুলিশ। সূত্রের খবর, এব্যাপারে রাজ্যের উত্তরে সন্তুষ্ঠ হতে পারেনি আদালত।

2 months ago


Abhishek: তবে কি নিয়োগ দুর্নীতিতে 'কাকুর ক্যালমা' সমন্ধে জানতেন অভিষেক!

মণি ভট্টাচার্য: 'কাকুর ক্যালমা,' কে কাকু? সুজয়কৃষ্ণ ভদ্র। এই কাকু সম্ভবত পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষমতাশালী কাকু। যিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ঘনিষ্ঠ, সে কথা কাকু নিজেও স্বীকার করেছেন। সম্প্রতি তিনি রাজ্য শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন। কিন্তু এরপরই হয়েছে  কেলেঙ্কারি, ইডির পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের প্রত্যক্ষ যোগাযোগের কথা বলেছেন ইডি। পাশাপাশি চার্জশিটে একই অনুচ্ছেদে অভিষেক ও সুজয়কৃষ্ণ ভদ্রের সম্পর্ক ও সুজয় কৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগের কথা রীতিমত ভাবাচ্ছে সব রাজনৈতিক দলগুলিকে। এছাড়া চার্জশিটে ইডির দাবি নিয়োগ দুর্নীতিতে জড়িত থেকে প্রায় ২০ কোটি টাকার তছরূপের সঙ্গে জড়িত তিনি। এবং সেই সমস্ত টাকা সাদা করার জন্য বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগও করতেন তিনি।

সুজয় কৃষ্ণ অর্থাৎ কালীঘাটের কাকুর গ্রেফতারির ঠিক ৫৯ দিনের মাথায় ১২৬ পাতার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে পেশ করেছে ইডি। সেখানে ৭৫ নম্বর পাতায়, কে এই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু! এই পরিচয় ব্যক্ত করতে ইডির উল্লেখ, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত আর্থিক বিষয়টি দেখভাল করেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সমস্ত নির্দেশ তিনি মানিক ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত সমস্ত মিডল ম্যানকে পৌঁছে দিতেন। ঠিক তাঁর পরেই একই অনুচ্ছেদে ইডির উল্লেখ যে, ২০১২ ও ২০১৪ সালের টেট অনুত্তীর্ণদের পাস করিয়ে দেওয়া এবং নিয়োগের ক্ষেত্রে ৩২৫টি নামের তালিকা কালীঘাটের কাকুই মানিক ভট্টাচার্যকে দিয়েছিলেন। একই অনুচ্ছেদে এই দুটি বিষয়ের উল্লেখ থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে তবে কি নিয়োগ-দূর্নীতি সম্বন্ধে কালীঘাটের কাকুর কেরামতি কিংবা ক্যালমা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন! যদিও ইডির দেওয়া চার্জশিটে এমন কোনও উল্লেখ নেই, যেখানে স্পষ্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর কেরামতি অর্থাৎ নিয়োগ সম্বন্ধে প্রত্যক্ষ যোগাযোগের কথা জানতেন।

ইডি নিয়োগ দুর্নীতির তদন্তে নামার পর, ধাপে ধাপে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা থেকে মন্ত্রীরা। একদিকে যখন মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা গ্রেফতার  হয়েছেন, ঠিক তেমনও গ্রেফতার হয়েছেন সৃজয় কৃষ্ণ ভদ্র ও কুন্তল ঘোষ ও তাপস মন্ডলরা। ইডি তার দেওয়া চার্জশিটে উল্লেখ করেছে সুজয়কৃষ্ণ ভদ্রই নিয়োগ দুর্নীতির অন্যতম কান্ডারী। এবং সুজয়কৃষ্ণ ভদ্রই, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এদেরকে নিয়ন্ত্রণ করতেন। এমনকি কে কত টাকা পাবে! কিভাবে নিয়োগ প্রক্রিয়া আয়োজন করা হবে! এবং কত টাকা কার থেকে নেওয়া হবে! সেই বিষয়েও দেখভাল করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির দেয়া চার্জশিটে উল্লেখ আছে ৩২৫ জন, ২০১২ ও ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া এবং তাদের নিয়োগের জন্য মাথাপিছু এক লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল ঘোষ এবং ওই টাকার একটি অংশ পৌঁছে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের কাছেও, এবং সবটাই সুজয়কৃষ্ণ ভদ্রের নির্দেশেই হয়েছিল বলে ইডির উল্লেখ।

ইডির দাবি তিনি রাজ্যের কোনও রাজনৈতিক চরিত্র নয়, এমনকি শিক্ষা দফতরেরও কোনও আধিকারিক কিংবা কেউ নন। তবে কিভাবে উনি এত ক্ষমতাবান হলেন! যেখানে বিভিন্ন পরীক্ষার্থীরা তার কাছে চাকরির জন্য সুপারিশ চাইতেন। এমনকি ইডির দাবি প্রাক্তন বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্যের ঘরে তার প্রতিনিয়ত এবং বিনা বাধায় আসা যাওয়া ছিল।

এখানেই শেষ নয় ১২৬ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডির উল্লেখ, এম এস ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড ও লিপস এন্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে, এই নিয়োগ দুর্নীতির কালো টাকা বিভিন্নভাবে শেয়ার কিনে, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে, সাদা করার চেষ্টা করা হয়েছিল। তারও একটি খতিয়ান চার্জশিটে উল্লেখ রয়েছে। যদিও এই চার্জশিট তত্ত্ব উড়িয়ে তৃণমূলের দাবি, চার্জশিট মানেই অপরাধ প্রমাণ হওয়া নয়। এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, 'ইডির চার্জশিট প্রমান করে না তারা অন্যায় করেছে। চার্জশিট প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়। কিন্তু পরে শুনানিতে গিয়ে এই ঘটনা মিথ্যা প্রমাণিত হতে পারে।'

যদিও কোনও ভাবেই হাল ছাড়ছে না ইডি, পাশাপাশি এই চার্জশিটের পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কোন ক্ষমতা বলে, কিংবা একটি অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও কোন ক্ষমতায় তিনি এই নিয়োগ দুর্নীতির অন্যতম পরিচালক ছিলেন? যদি কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হবার জন্য এত ক্ষমতাবান তিনি হয়ে থাকেন, তবে কাকুর এহেন ক্যালমা কি সত্যিই অভিষেক জানতেন না! এ প্রশ্ন কিন্তু উঠছেই।

2 months ago
Abhishek: জিজ্ঞাসাবাদে অভিষেককে দিল্লি ডাকতে পারবে না ইডি, সুপ্রিম কোর্টে জোড়া স্বস্তি অভিষেকের

জোড়া স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি হয়েছিল। এবার ইডিকে সেই নোটিস তুলে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত বলেছে, বিদেশযাত্রার সাত দিন আগে  ইডির কাছ থেকে অনুমতি নিতে হবে।

শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসন কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ইডির হয়ে সওয়াল করেন।

গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে, তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো উচিত নয়। এমনই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই চোখের চিকিৎসা করাতে দুবাই যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডাকা যাবে না। এক মামলার শুনানিতে এই নির্দেশই দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রয়োজনে ইডি আধিকারিকদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। 

জিজ্ঞাসাবাদের জন্য ইডি যে অন্য শহরে ডেকে পাঠাচ্ছে তা নিয়ে আপত্তি তুলে মামলা করেছিলেন অভিষেক রুজিরা। যদিও এই মামলার শুনানি শেষে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ইডি ডাকলে দিল্লি যেতেই হবে অভিষেক ও রুজিরাকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন তাঁরা। আগেই সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল। শুক্রবার সেই স্থগিতাদেশই বহাল রাখল শীর্ষ আদালত।

2 months ago


Abhishek: ইডির চাপেই কি দুবাইয়ে অভিষেক, গুঞ্জন সোশ্যাল মাধ্যমে

আদালতে ইডির পেশ করা তথ্যে অভিষেকের নাম, সেই ভয়েই কি দেশ ছাড়ল অভিষেক! এই নিয়েই বুধবার গুঞ্জন শুরু হয়েছিল সোশ্যাল মাধ্যমে। এর পরে অভিবাসন সূত্রে খবর মেলে চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন তিনি।

অভিবাসন সূত্রে খবর, বুধবার কলকাতা থেকে দুবাই গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর সূত্রে খবর, সকাল ৯টা ৪৫ মিনিটে ফ্লাই এমিরেটসের বিমানে চেপে দুবাই উড়ে যান অভিষেক। উল্লেখ্য, বাঁ চোখের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ধরেই ভুগছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। সেই চোখের চিকিৎসা করাতে এর আগেও দুবাইয়ে যেতে হয়েছিল তাঁকে। প্রথমে দুবাইয়ে, তারপর সেখান থেকে আমেরিকায় তাঁকে যেতে হয়েছিল চিকিৎসার জন্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, এ বারের বিদেশ ভ্রমণও চোখের চিকিৎসার জন্যই। ১০ দিনের মধ্যেই দেশে ফেরার কথা তাঁর।

উল্লেখ্য, গত সোমবার ইডির কাছে শীর্ষ আদালতের প্রশ্ন, অনুমতি নিয়ে বিদেশ যাওয়ার পরেও কেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হল? এমনকি, এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে, বিমানবন্দরে রুজিরাকে আটকানো নিয়েও। এদিন শীর্ষ আদালতের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা আটকানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। ৮ অগস্ট চিকিৎসার জন্য অভিষেকের আমেরিকা যাওয়ার কথা আছে বলেও আদালতকে জানিয়েছিলেন সিব্বল।

2 months ago
Abhishek: এখনই কোনও কড়া পদক্ষেপ নয়, আদালতকে জানাল ইডি

সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না ইডি (ED)। বুধবার হাই কোর্টে (Calcutta High Court) এমনই জানিয়েছেন ইডির আইনজীবী। মঙ্গলবার অভিষেকের মামলা (Case) হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরত পাঠিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। 

বুধবার সকালে মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে। ইডির আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি ঘোষ জানান, অন্যান্য মামলার চাপ থাকায় সোমবারের আগে শুনানি সম্ভব নয়। সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর খারিজের আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। এরপরই সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর ঘোষ। প্রধান বিচারপতি ফের বিচারপতি ঘোষের এজলাসেই মামলা পাঠিয়ে দেন।

2 months ago
Abhishek: 'হিটলারি ষড়যন্ত্র অভিষেকের,' নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে অভিযোগ বিজেপির

মণি ভট্টাচার্য: হিটলার তাঁর শাসন কালে, বাড়ি বাড়ি গিয়ে বিরোধীদের খুঁজে বার করে নিকেশ করত, অভিষেকের গলায়ও যেন সেই সুর। নির্বাচনের নামে হিংসা, সন্ত্রাসে প্রাণ গিয়েছে ৫০ অধিক মানুষের। এবার নতুন সন্ত্রাসের নাম 'বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও।' তৃণমূলের বিরুদ্ধে ঠিক এমনই সন্ত্রাসের অভিযোগ নামিয়ে আনল বিরোধীরা। বিরোধী দল অর্থাৎ বিজেপির একাংশের দাবি, বিজেপি নেতাদের বাড়ি ঘেরার অছিলায় তাঁদের মারধর ও পরিবারের সদস্যদের হেনস্থা করা হবে। ২১শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দোপাধ্যায় ১০০ দিনের প্রকল্পের টাকা ও নানা অভিযোগে বঙ্গের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করে। যদিও এরপরে তা কিছুটা সংশোধন করে দেন মমতা বন্দোপাধ্যায়। এখন প্রশ্ন উঠছে, পঞ্চায়েত নির্বাচনে বিনা প্ররোচনায় হিংসা ও সন্ত্রাসে এখনও অবধি প্রায় ৬০ জনের প্রাণ গিয়েছে। তবে রীতিমত প্ররোচনায় অভিষেকের কর্মসূচিতে বাংলায় ঠিক কি পরিস্থিতি হবে?

সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়য়ের বিরুদ্ধে সন্ত্রাসের প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। এ বিষয়ে তিনি সিএন-ডিজিটালকে জানান পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে, তাতে তৃণমূলের সাধ মেটে নি, এবার কর্মসূচির মাধ্যমে বিজেপির বাড়ি ঘর পুড়িয়ে, তাঁদের মারার ছক। আর তাতে প্ররোচনা দিচ্ছেন খোদ অভিষেক। সেজন্যই অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী আরও বলেন, 'বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও একটি হিটলারি ষড়যন্ত্র, যা অভিষেক করছে, অভিযোগ থাকতেই পারে সেজন্য বাড়ি গিয়ে ঘেরাও করা হবে। অভিযোগ থাকলে বিরোধ করা যায়, রাস্তা অবরোধ করে প্রতিবাদ করা যায়। দলীয় কার্যালয়ের সামনে গিয়েও প্রতিবাদ করা যায়, কিন্তু কোনও ভাবেই বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও করা যায় না।'

যদিও এ বিষয়ে তৃণমূলের একাংশের মত, ১০০ দিনের প্রকল্পের টাকা সহ কেন্দ্র সরকারের বহু প্রকল্পের টাকা আটকে দিয়েছে বিজেপি। বাংলায় এত সাধারণ মানুষের মাথার ছাদ, ১০০ দিনের টাকা কেন কেড়ে নিল! সেই কৈফিয়ত চাইতেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি। কেউ যদি বলে বাংলাকে ভাতে মারতে চাই, বাংলাকে শুকিয়ে মারতে চাই, তাহলে বাংলা কৈফিয়ত চাইবে। সেটাই স্বাভাবিক। এবং তৃণমূলেরই একাংশের মত অভিষেক বন্দোপাধ্যায়ের এই সিদ্ধান্ত চূড়ান্ত সঠিক সিদ্ধান্ত ও সঠিক কর্মসূচি। 

2 months ago


Delhi: ১০০ দিনের টাকা আদায়ের দাবিতে গান্ধি জয়ন্তীর দিন 'দিল্লি চলো'র ডাক অভিষেকের

১০০ দিনের টাকা আদায়ের দাবিতে গান্ধিজয়ন্তীর দিন দিল্লি চলোর ডাক। শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, তৃণমূলের কাছে মানুষ আছে। আগামী লোকসভা ভোটের আগে বিজেপিকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে অভিষেকের দাবি, আগামী লোকসভা ভোটে ইন্ডিয়া ছাড়া আর কেউ জিতবে না। কারণ, বিজেপি ভোট যে কমেছে, তা বুঝিয়ে দিয়েছে রাজ্যের সাম্প্রতিক পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে তৃণমূলের ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার জন্য জনগণকেই ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তার আগে অবশ্য রাজ্যের সবস্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মী সমর্থকরা। আগামী পাঁচ অগস্ট এই কর্মসূচির ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কোনও রকম হিংসা নয়। বিজেপি নেতাদের বাড়ি থাকা বয়স্কদের এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

2 months ago
Abhishek: হাইকোর্টের নির্দেশে আপাতত ৪ দিন স্বস্তিতে অভিষেক বন্দোপাধ্যায়

এবার স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষায় নিয়োগ মামলায় তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত চার দিনের জন্য রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন, শুধুমাত্র আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে উপযুক্ত প্রমাণ থাকলে তবেই অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে ইডি। ইডি ডাকলেও মঙ্গলবার সিজিও কমপ্লেসে যাবেন না অভিষেক, সভা করবেন ভাঙড়ে।

ইডি এবং সিবিআইয়ের এর জিজ্ঞাসাবাদ থেকে রক্ষাকবচ পেতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদালত সেই মামলায় রক্ষাকবচ দেয়নি। পরিবর্তে জানিয়ে দেয়, অভিষেকের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খারিজ করতে গেলে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করতে হবে। সেই মতো কলকাতা হাইকোর্ট মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে চার দিনের রক্ষাকবচ দিল হাইকোর্ট।

শিক্ষা দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। বহিষ্কৃত তৃণমূল যুবনেতা দাবি করেছিলেন, অভিষেকের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছে ইডি এবং সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন তিনি। তারপরই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, প্রয়োজনে ইডি বা সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

2 months ago