Breaking News
Weather: কলকাতার পারদ চড়ল ৪২ ডিগ্রি! তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে, কবে মিলবে স্বস্তি?      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের     

AAP

AAP Protest: কেজরিওয়ালের মুক্তির দাবিতে আপ কর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, ধরপাকড় পুলিসের

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল আম আদমি পার্টি। সেই মতো সকাল থেকেই প্যাটেল চক এলাকায় জোড়ো হতে শুরু করেছিলেন আপ নেতা-কর্মীরা। বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত ছিল পুলিসও। কর্মসূচি শুরু হতেই রণক্ষেত্রের আকার নেয় পরিস্থিতি। প্রতিবাদকারীদের আটকাতে শুরু হল ধরপাকড়। দিল্লি পুলিসের হাতে আটক হলেন পঞ্জাবের মন্ত্রী তথা আপ নেতা হরজোৎ সিং বাইন।

আবগারি মামলায় গত কয়েকদিন আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর থেকেই ইডি হেফাজতে রয়েছেন। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরি। জেলে বসেই সরকার চালাবেন বলেও জানিয়েছেন। এই অবস্থায় আজ স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দিল্লি পুলিস সূত্রে খবর, প্যাটেল চক মেট্রো স্টেশনের আশেপাশে ১৪৪ ধারা জারি করেছে পুলিস। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হোক। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তাঁদের নেতাকে। আসন্ন লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী। তাঁকে ভোটের প্রচার থেকে দূরে রাখতেই গ্রেফতার করা হয়েছে।

4 weeks ago
AAP: আর্থিক তছরুপ মামলায় এবারে আপ বিধায়কের বাড়িতে ইডির হানা

জোর ধাক্কা আপ (AAP) শিবিরে। এবারে এক আম আদমি পার্টির বিধায়কের বাড়িতে ইডির (Enforcement Directorate) হানা। সূত্রের খবর, ১০ অক্টোবর, মঙ্গলবার সকাল সকাল আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের (Amanatullah Khan) দিল্লির বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ তছরুপের মামলায় তল্লাশি চালানো হয় আপ বিধায়কের বাড়িতে।

আমানাতুল্লাহ খান দিল্লির ওখলা কেন্দ্রের বিধায়ক। আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লি দুর্নীতিদমন ব্যুরো এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পৃথক ভাবে এফআইআর দায়ের করে। আপ বিধায়কের নাম ছিল সেই এফআইআরে। সূত্রের খবর, দিল্লি ওয়াকফ বোর্ডে অবৈধ নিয়োগের সঙ্গে আমানাতুল্লাহ খান জড়িত রয়েছেন। ওই বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ। ফলে এফআইআরের ভিত্তিতেই ইডি আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে। আর এই দুর্নীতির তদন্ত করতেই মঙ্গলবার তাঁর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।

6 months ago
Taapsee: জনসমক্ষে চটে গেলেন তাপসী পান্নু, 'পরবর্তী জয়া বচ্চন' কটাক্ষ নেটিজেনদের

বলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। ইতিমধ্যেই প্রায় বেশ কিছু ছবিতেই অভিনয় করে ফেলেছেন তিনি। সেসব সিনেমা বক্স অফিসে সাফল্য পাক বা না পাক, তাপসীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। তবে শুধুমাত্র তাপসীর অভিনয়ের প্রশংসা নয়, তাঁর ব্যক্তিত্বেরও প্রশংসা করে থাকেন ভক্তরা। অভিনেত্রী বেশ অকপট। তাঁর মনে যা আসে, তাই বলে থাকেন। তবে সম্প্রতি এমনই কাণ্ডে সমালোচনা হল তাঁকে নিয়ে।

শনিবার রাতে একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন অভিনেত্রী। রেস্তোরাঁর বাইরে যথারীতি পাপারাৎজিদের ভিড়। অভিনেত্রীকে দেখতেই এগিয়ে গেলেন তাঁরা। তাপসীর ভক্তরাও ভিড় জমিয়েছেন। কিন্তু তাপসী বোধহয় অন্য মুডেই ছিলেন। নম্রভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের সরতে বলেন।  অভিনেত্রীকে বারংবার বলতে শোনা যায়, 'প্লিজ সরে যান'। অবশেষে সকলে সরে গেলে গাড়িতে ওঠেন তাপসী। 

View this post on Instagram

A post shared by Varinder Chawla (@varindertchawla)

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনা শুরু করেন নেটিজেনরা। এক নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'পাপারাৎজিদের উচিৎ তাঁকে এড়িয়ে যাওয়া। তখনই বুঝবেন।' অন্য এক নেটিজেন লিখেছেন, 'যদি ক্যামেরা পছন্দ না হয়, কেন অভিনেত্রী হতে আসেন?' এক নেটিজেন তো বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের জের টেনে এনেছেন। তাপসী পান্নুকে তিনি 'ভবিষ্যতের জয়া বচ্চন' বলে কটাক্ষ করেছেন।

6 months ago


Sanjay Singh: ৫ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ আপ সাংসদ সঞ্জয় সিং-কে

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy) গ্রেফতার করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিং-কে (Sanjay Singh)। গতকাল অর্থাৎ বুধবার দিনভর সঞ্জয় সিং-এর বাড়ি তল্লাশি চালায় ইডি আধিকারিকরা (Enforcement Directorate)। প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হয় রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে ৫ দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হল।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন মন্ত্রী  সত্যেন্দ্র জৈন ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এর পর বুধবার গ্রেফতার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। বৃহস্পতিবার তাঁকে ৫ দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হল। ১০ অক্টোবর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট।

অন্যদিকে এদিন ডিডিইউ মার্গে আপ অফিসের কাছে কেন্দ্রীয় দিল্লিতে বিক্ষোভ করার সময় ১০০ জনেরও বেশি আপ কর্মীকে দিল্লি পুলিস আটক করেছিল। তারা সরকার বিরোধী স্লোগান দেয় এবং সিংয়ের অবিলম্বে মুক্তি দাবি করে। বুধবার সঞ্জয় সিংকে গ্রেফতারের পর ভারতের বিভিন্ন জায়গায় আপ কর্মীরা বিক্ষোভ করছে।

7 months ago
Sanjay Singh: আপ শিবিরে বড় ধাক্কা! আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার সাংসদ সঞ্জয় সিং

আপ শিবিরে বড় ধাক্কা। মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) পর এবারে গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy) আম আদমি পার্টি সাংসদ সঞ্জয় সিংকে (Sanjay Singh) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বুধবার সকাল সকাল সঞ্জয় সিং-এর দিল্লির বাসভবনে ইডি আধিকারিকরা হানা দেয়। এর পর দিনভর তল্লাশির পর আবগারি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।

7 months ago


AAP: আবগারি দুর্নীতি মামলায় আপ সাংসদ সঞ্জয় সিং-এর বাড়িতে ইডির হানা, চলছে তল্লাশি

দিল্লির আবগারি মামলায় (Delhi Liquor Policy) এবারে ইডির নজরে আরও এক আম আদমি পার্টির (AAP) সদস্য সঞ্জয় সিং (Sanjay Singh)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বুধবার সকাল থেকেই আপ সাংসদ সঞ্জয় সিং-এর বাড়িতে তল্লাশি শুরু করেছে। সূত্রের খবর, এদিন সকাল ৭ টা নাগাদ সঞ্জয় সিং-এর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সেই থেকে এখনও তল্লাশি চলছে বলে খবর।

আবগারি দুর্নীতি মামলা ঘিরে অস্বস্তিতে রয়েছে আপ। ইতিমধ্যে এই মামলায় অভিযুক্ত হিসাবে গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এমনকি জেরার মুখে পড়তে হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। আর এবারে ইডির নজরে সঞ্জয় সিং। অভিযোগ উঠেছে, দিল্লিতে আবগারি নীতিতে পরিবর্তন এনে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কেজরিওয়াল সরকার। বেআইনি ভাবে একাধিক ব্যক্তিকে আবগারি লাইসেন্স দেওয়া হয়েছে। এবং তাঁদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে আম আদমি পার্টি। এমনই অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এর পর থেকেই আপের একের পর এক মন্ত্রী এবং সাংসদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি, সিবিআই।

সূত্রের খবর, আবগারি নীতি দুর্নীতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী দীনেশ অরোরার অভিযোগ, সিসোদিয়ার সঙ্গে তাঁর আলাপ করিয়ে দিয়েছিলেন সঞ্জয় সিং। দীনেশ অরোরাকে জিজ্ঞাসাবাদ করেই এই বিষয়ে জানা যায়। পরে আবগারি নীতি দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে সঞ্জয় সিংয়ের নাম রয়েছে। ফলে এবারে সঞ্জয় সিং-এর বাড়িতে হানা দিয়েছে ইডি।

7 months ago
Raghav Chadha: 'এরা আম আদমি, তবে খাস কারা?', বিয়ের খরচ নিয়ে রাঘবকে বিঁধলেন কংগ্রেস নেতা

দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) হাইপ্রোফাইল বিয়ে। বিবাহ সুসম্পন্ন করে ইতিমধ্যেই তাঁরা বিয়ের মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। কিন্তু বিয়ে শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না রাঘবের। সাংসদ হয়ে কীভাবে এমন 'গ্র্যান্ড ওয়েডিং'-এর আয়োজন করেছেন তা নিয়েই শুরু বিতর্ক। রাঘবের বিয়ে নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যেই অস্বস্তিতে পড়তে হল আম আদমি পার্টিকে। বিয়ের বিপুল খরচ ঘিরে রাঘবকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসের বিধায়ক সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)। রাঘবকে কটাক্ষ করে তিনি বলেছেন, 'এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (ভিভিআইপি) কারা?'

রাঘব-পরিণীতির বিয়ে ঘিরে শুক্রবার থেকেই সাজ সাজ রব রাজস্থানে। সেখানকার সাত তারা হোটেল লীলা প্যালেসে তাঁদের বিয়ের আসর বসে। জানা গিয়েছে, সেই হোটেলের যে স্যুটে থাকার কথা ছিল, তার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা।  সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরেন ও কোথা থেকে এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পঞ্জাবের কংগ্রেস নেতা। সেই তথ্য অনুসারে ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময়, তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। ফলে তিনি প্রশ্ন করেছেন, রাঘব কীভাবে একরাতের জন্য ১০ লক্ষ টাকার স্যুটের আয়োজন করেছেন। এমনকী তাঁর 'বস' অরবিন্দ কেজিরওয়াল এবং ভগবন্ত মানের কাছেও জবাবদিহি চেয়েছেন তিনি। এর পর সুখপাল বলেছেন, 'এরা যদি আম আদমি পার্টি হয়, তবে খাস কারা?'

মোদী সরকারের বিরোধী ইন্ডিয়া জোটে হাতে-হাত দিয়ে রয়েছেন রাহুল-কেজরিওয়ালরা। কিন্তু তাঁদের মধ্যের বিরোধিতাই এবারে এল প্রকাশ্যে। বিবাহের খরচ নিয়ে পঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগের ফলে ইন্ডিয়া জোটে কোনও আঁচ আসে কিনা, বা কতটা কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।

7 months ago
Raghav: 'ঝুট বোলে, কাওয়া কাটে', কাকের কাছে 'আক্রান্ত' রাঘব চাড্ডা!

বেশ কয়েক মাস ধরেই আপ (AAP) নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha) খবরের শিরোনামে। অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বাগদান হওয়ার জন্য প্রায়ই খবরে উঠেছেন তাঁরা। এবারে ফের রাঘব প্রত্য়েকের চর্চার বিষয় হয়ে উঠেছে। কিন্তু এবার কিন্তু পরিণীতির জন্য, এবারে তিনি শিরোনামে এসেছেন এক কাকের (Crow) জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানা গিয়েছে, আপ নেতা রাঘব চাড্ডাকে সংসদের বাইরে 'আক্রমণ' করেছে এক কাক। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় দিতে ঝড়ের গতিতে ভাইরাল। আর এই নিয়েই ব্য়ঙ্গাত্মক সুরে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি (BJP)। শুধু তাই নয়, ছবি শেয়ার করে কমেন্টে লেখা হয়েছে, 'ঝুট বলে কাউয়া কাটে।'

বর্তমানে সংসদে বাদল অধিবেশন চলছে। ফলে সেই অধিবেশনেই হয়তো গিয়েছিলেন রাঘব চাড্ডা। সংসদের বাইরে দাঁড়িয়ে যখন ফোনে কথা বলছিলেন তখন নাকি একটি কাক এসে তাঁর মাথায় ঠোক্কর মারে। আর সেই দৃশ্যের তিনটি ছবি কোলাজ করে দিল্লি বিজেপির তরফে টুইট করা হয়েছে ও ক্যাপশনে জনপ্রিয় গান ব্যবহার করে লেখা হয়েছে, 'ঝুট বলে কাউয়া কাটে। এটা আজ পর্যন্ত শুনেছিলাম, এবারে দেখে নিলাম যে এক মিথ্য়াবাদীকে কাক ঠোক্কর মারছে।' যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।

9 months ago


Taapsee Pannu: 'কবে বিয়ে করবেন?' তাপসীর উত্তর শুনে হতবাক নেটিজেনরা

অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu), সম্প্রতি সামাজিক মাধ্যমে এসেছিলেন একটি খেলা নিয়ে। খেলাটি এমন, যে তাঁকে যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারবেন, এবং তিনি সেই উত্তর দেবেন। নেটিজেনরা তাঁদের পছন্দের অভিনেত্রীকে অনেক প্রশ্নই জিজ্ঞেস করেন। কেউ জিজ্ঞেস করেন, তিনি কেমন আছেন ? কেউ জিজ্ঞেস করেন এরপর তিনি কোথায় ঘুরতে যাবেন, আবার কেউ জিজ্ঞেস করেন তিনি কবে বিয়ে করবেন? এই শেষ প্রশ্নের উত্তরে অভিনেত্রী যা বলেন তা শুনে অবাক সকলেই।

তাপসী উত্তরে বলেন, 'আমি এখনও অন্তঃসত্বা নই। তাই জানিয়ে রাখা ভালো, খুব তাড়াতাড়ি বিয়ে আমি করছি না।' একথা বলেই হাসিতে গড়িয়ে পড়েন তিনি। সন্তানসম্ভবা হওয়ার পর বিয়ে করেছেন, খুঁজলে এমন উদাহরণ বলিউডে অনেক পাওয়া যাবে। অভিনেত্রীর উত্তর শুনে তাই বিশেষ খুশি নয় দর্শকেরা। অনেকে বলছেন, 'মা হওয়া এবং বিয়ে কখন করবেন তা তো নিজের সিদ্ধান্ত। অভিনেত্রী কী এই বিষয়টি নিয়ে ঠাট্টা করলেন ?'

তাপসীকে দেখা যাবে পরবর্তী সিনেমা 'ডানকি'-তে। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। সামাজিক মাধ্যমে নেটিজেনরা অভিনেত্রীর থেকে এই বিষয়ে আপডেট চাইলে তিনি বলেন, 'আমি তো জানি, আমাকে এখনও কিছুদিন শ্যুটিং করতে হবে। এছাড়া আরও কিছু জানতে হলে সিনেমার পরিচালক রাজকুমার হিরানীকে প্রশ্ন করুন। আমি তো কেবল শ্যুটিংয়ে যাচ্ছি, আর আসছি। এই সিনেমার অংশ হয়েই আমি খুশি।'

9 months ago
Nadia: নির্দল প্রার্থী তাপসী আঢ্যকে অপহরণের চেষ্টা, অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে

রানাঘাটের রামনগর ১ নম্বর পঞ্চায়েতের ১৯৮ নম্বর বুথের নির্দল প্রার্থী (independent candidate) তাপসী আঢ্যকে (Taapsee Adhya) অপহরণের চেষ্টা। অভিযোগ, শাসক দলের (TMC) পক্ষ থেকে পুলিস দিয়ে কিডন্যাপের চেষ্টা করা হচ্ছে। বুধবার প্রার্থীর বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। এমনকি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। রাস্তার উপর এখনও পড়ে রয়েছে গুলির খোল।       

সূত্রের খবর, এই ঘটনার পরেই এলাকাবাসীরা রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সরক অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পুলিস ঘটনাস্থলে যাওয়ার পর গ্রামবাসীরা পুলিসকে ঘিরেই বিক্ষোভ দেখান। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সূত্রের খবর, রানাঘাটের রামনগর ১ নম্বর পঞ্চয়েতের ১৯৮ নম্বর বুথের প্রার্থী তাপসী আঢ্য হালদার। পঞ্চায়েত ভোটে ওই এলাকার তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয় লাভ করেন তিনি। ফলে তৃণমূল সেখানে বোর্ড গঠন করতে পারেনি। যার ফলেই ক্ষোভে ফেটে পড়ে শাসক দল এবং ওই জয়ী নির্দল প্রার্থীকে অপহরণের চেষ্টা করে। যদিও তা সফল করতে পারেননি শাসক দল, এমনটাই খবর।

9 months ago


Satyendar: কিছুটা স্বস্তিতে দিল্লির প্রাক্তন মন্ত্রী, সত্যেন্দ্রকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট

অবশেষে অন্তর্বর্তী জামিন (Interim Bail) পেলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও কারামন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। শুক্রবার সুুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁর শারীরিক পরিস্থিতির জন্য ৬ সপ্তাহের জন্য তাঁর এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বৃহস্পতিবার তিহাড় জেলের শৌচালয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন গ্রেফতার হওয়া দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। এরপর আজ, শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, গত বছর মে মাস থেকে তিহাড় জেলে বন্দি দিল্লির এই প্রাক্তন মন্ত্রী। তাঁর বিরুদ্ধে রয়েছে আর্থিক তছরুপের অভিযোগ।

শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দিল্লি ছেড়ে বাইরে কোথাও যাওয়া যাবে না ও সংবাদমাধ্যমের সামনে কিছু বলা যাবে না। তবে সুপ্রিম কোর্ট তাঁর শারীরিক পরিস্থির কথা ভেবে নির্দেশ দিয়েছে, তিনি তাঁর চিকিৎসার জন্য যে কোনও হাসপাতালে যেতে পারেন। ১১ জুলাই পর্যন্ত এই জামিন থাকবে। ১০ জুলাই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে বলে জানানো হয়েছে। তখন তাঁর সমস্ত মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করতে বলা হয়েছে। এরপর তা দেখেই তা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

বৃহস্পতিবার সকালে তিহাড় জেলের শৌচালয়ে মাথা ঘুড়ে পড়ে যান তিনি। এরপরই তাঁকে দিল্লির দীন দয়াল উপাধ্যায় হসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে লোক নারায়ণ জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর স্বাস্থ্যের অবনতির ফলে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। সেই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন তিনি।

11 months ago
Satyendar: তিহাড় জেলে সংজ্ঞাহীন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, ভর্তি হাসপাতালে

কিছুদিন আগেই দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) ভগ্ন চেহারা প্রকাশ্যে এসেছিল। আর বৃহস্পতিবার খবরে উঠে এসেছে, তাঁকে দিল্লির (Delhi) দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে (Deen Dayal Upadhyay Hospital) ভর্তি করা হয়েছে।  সূত্রের খবর, তিহাড় জেলের ওয়াশরুমে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাঁকে। তাঁর ভগ্ন চেহারার ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা করে বলা হচ্ছিল, 'জেলের খাবার কি পছন্দ হচ্ছে না? ওজন কমে এ কী হাল তাঁর। তিনিই যে সেই আপ নেতা চেনাই যাচ্ছে না।'


বেআইনিভাবে আর্থিক লেনদেন করার ফলে আপ নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে তিনি তিহাড় জেলেই বন্দি। তিহাড় জেলের ডিজি সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ তিহাড় জেলের সেল নম্বর ৭ -এর ওয়াশরুম থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।  কিছুদিন আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্যপরীক্ষার জন্য। ফলে এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দু'বার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। বর্তমানে সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

11 months ago
Taapsee: বিদেশের মাটিতে 'দেশি লুক'! শাড়ির সঙ্গে স্নিকার্স পরে তাক লাগালেন তাপসী

ছুটির (Holiday) মেজাজে বলিউড তথা দক্ষিণী তারকা তাপসী পান্নু (Taapsee Pannu)। কিং খান অভিনীত ছবি 'ডাঙ্কি'-তে প্রথমবারের জন্য শাহরুখের (Shah Rukh Khan) বিপরীতে দেখা যাবে তাপসীকে। ছবির শ্যুটিং-এর মাঝেই সামান্য ব্রেক নিয়ে চলে গিয়েছেন ঘুরতে। তিনি এখন নিউ ইয়র্কে (New York)। নিজের প্রেমিক ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন ম্যাথিয়াস বো ও বোন শগুন পান্নুর সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। তবে নিউ ইয়র্কে গিয়ে তাঁর পোশাক ছিল দেখার মতো। বিদেশে গিয়ে দেশি গার্ল হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বিদেশে গিয়েও তাঁকে জিন্স, স্কার্টের বদলে শাড়িতে দেখা গেল তাঁকে। তাঁর এই লুক দৃষ্টি আকর্ষণ করেছেন নেটিজেনদের।


তাপসী পান্নুকে সবসময়ই স্টাইলিশ দেখায়। তাঁর পোশাকের জন্য তিনি প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন। এবারে তাঁকে দেখা যায় ডার্ক পার্পল রংয়ের শাড়ি ও সাদা রংয়ের করসেট টপে। আবার পায়ে ছিল স্নিকার্স। শাড়ির সঙ্গে সাধারণত হিল পরতেই দেখা যায়। তবে তিনি হিল ও স্নিকার্রসের মধ্যে স্নিকার্সকেই বেছে নিয়েছেন। এককথায় শাড়ি ও স্নিকার্সে তাঁকে মোহময়ী দেখাচ্ছিল।


নিউ ইয়র্কের অলি-গলিতে তাঁকে এই লুকেই ঘুরতে দেখা গিয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর নিউ ইয়র্ক ভ্রমণের ছবি শেয়ার করেছেন। কোনও ছবিতে দেখা গিয়েছে, এক ক্যাফের বাইরে বসে হাতে তাঁর কফি, আবার কোনও ছবিতে দেখা গিয়েছে, সূর্যের দিকে একমনে তাকিয় রয়েছেন। ছবি শেয়ার করতেই সেগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল।

12 months ago


Radhika: অভিনেত্রী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল 'স্তনযুগল'!'স্বীকারোক্তি' রাধিকার

'আন্ধাধুন' (Andhadun) খ্যাত অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte), বর্তমানে বলিউডের চেনা মুখ। সামাজিক মাধ্যমে রাধিকার ভক্ত সংখ্যা অনেক। তিনি প্রশংসাও যেমন পেয়ে থাকেন, একইভাবে তাঁর সমালোচনাও করে থাকেন নেটিজেনরা। বলিউডে পা দিয়েও তাঁকে এমন খারাপ কথার সম্মুখীন হতে হয়েছিল। রাধিকা এক সাক্ষাৎকারে বলেছেন, একসময় তাঁকে ভালো কোনও চরিত্রে অভিনয় করতে নেওয়া হত না। আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল তাঁর।

'আন্ধাদুন' ছবি করার সময় নাকি রাধিকাকে ডেকে বলা হয়েছিল, তাঁর স্তন ও নাকের আকার যথার্থ নয়। চরিত্রে অভিনয় করতে হলে, শরীরের এই দুই জায়গা অপারেশন করে ঠিক করতে হবে। যদিও সেই কথায় রাধিকা পাত্তা দেননি। নিজেকে না বদলেই, এখনও অভিনয় জগতে রয়েছেন। তবে সেই স্মৃতি মনে রেখেছেন অভিনেত্রী।

অভিনেত্রী আরও জানিয়েছেন , যেসব কাস্টিং ডিরেক্টর তাঁর চেহারা দেখে কাস্টিং করতে চান, সেসব কাজ তিনি নেন না। রাধিকা বলেন, এই ঘটনা যদি বর্তমানে আবারও পুনরাবৃত্তি হয়, তবে এমন কুমন্তব্য করা মানুষের বিরুদ্ধে মামলা করতে তিনি দু'বার ভাববেন না। তিনি ঠিক যেমন, তেমনভাবেই থাকতে চান বলিউডে। রাধিকাকে সকলে সাহসী বলেই জানেন, রাধিকার এই মন্তব্যে নেটিজেনরা আরও প্রশংসা করছেন তাঁর।


12 months ago
Taapsee: উন্মুক্ত বক্ষ বিভাজিকায় লক্ষ্মীদেবী অলংকৃত গয়না, তাপসীর বিরুদ্ধে অভিযোগ

বিতর্কে নাম জড়াল অভিনেত্রী তাপসী পান্নুর (Taapsee Pannu)। জল এতদূর গড়াল যে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। তাপসীর বিরুদ্ধে অভিযোগ তিনি ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন। চলতি বছরেই 'ল্যাকমে ফ্যাশন উইকে' হেঁটেছিলেন অভিনেত্রী। একটি গহনা প্রস্তুতকারী সংস্থার হয়ে অক্ষয় তৃতীয়ার কালেকশনের প্রচারে মডেল হয়েছিলেন তিনি। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে তাপসী লেখেন, 'গয়নার এই ডিজাইন আমাকে মোহিত করেছে। গয়নার প্রতি আমার ভালোবাসা আবারও বাড়িয়ে দিয়েছে।' তবে কি বিশেষ ওই ডিজাইনের গয়না কাল হল তাঁর জন্য?

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)

তাপসী ওই অনুষ্ঠানে চেরি রেড রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। প্রিন্সেস গাউনের ডিজাইনে উন্মোচিত ছিল বক্ষদেশ। ওই পোশাকের সঙ্গেই এক সংস্থার  গয়না পরেছিলেন তিনি। বুক পর্যন্ত লম্বাকৃত ছিল গয়নাটি। গোলাভর্তি সোনার কাজ মাঝখানে মা লক্ষ্মীর আদল অলংকৃত। তাপসীর বুকের খাঁজ পর্যন্ত ঝুল নেমেছিল মা লক্ষ্মীর প্রতিকৃতির। সেই ছবিই ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। এরপরেই সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। একাংশের বক্তব্য তাপসীর পোশাক নির্বাচন সংস্কৃতি বিরোধী। শুধুমাত্র সমালোচনাতেই শেষ হল না এই ঘটনা, ছত্রিপুরা পুলিশ স্টেশনে তাপসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এই মর্মে।

one year ago