
কাশ্মীর ফাইলসের (The Kashmir Files) সাফল্যের পর একটা গুঞ্জন রটেছিল বিবেক অগ্নিহোত্রীর আগামি ছবিতে কঙ্গনা রানাউত (Kangna Ranaut) কাজ করবেন। কিন্তু সেই গুঞ্জনে জল ঢাললেন খোদ পরিচালক। তাঁর মন্তব্য, 'আমার ছবিতে তারকা নয়, অভিনেতা-অভিনেত্রী প্রয়োজন।' অর্থাৎ কঙ্গনার স্টারডম তাঁর বিপক্ষে গিয়েছে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন দা কাশ্মীর ফাইলসের পরিচালক (Vivek Agnihotri)।
যদিও কাশ্মীর ফাইলসের প্রচারে নানাভাবে সরব হয়েছিলেন বলিউডের ক্যুইন। নেট দুনিয়ার একাংশ এই ছবি দেখে প্রশংসায় ভরালেও, বলিউড চুপ কেন? এই প্রশ্ন তোলেন কঙ্গনা। তারপরই এই ছবির ব্যাপক বক্স অফিস সাফল্যের পর গুঞ্জন রটে, বৈঠক করেছেন বিবেক-কঙ্গনা। পরিচালকের আগামি ছবিতে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে।
কিন্তু কঙ্গনার সঙ্গে কাজ করার গুঞ্জন উড়িয়ে পরিচালক বলেছেন, 'আমি ১২ বছর আগে থেকেই নিজের মতো করে সিনেমা বানানো শুরু করি। আমি মনে করি লেখক এবং পরিচালকের ভাবনা পর্দায় ফুটলে মানুষ এমনিতেই সেই ছবি দেখতে আসবে। সেখানে কোনও তারকা চালিকাশক্তি হবে না।'