
মনি ভট্টাচার্য: পশ্চিমবঙ্গে দ্যা কেরালা স্টোরি (The Kerala Story) ব্যান করাকে নিয়ে যে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাচ্ছেন, ওই ছবির নির্মাতা পরিচালক এ কথা সিএন ডিজিটালই প্রথম জানিয়েছিল। সিএন-ডিজিটালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন তিনি।পাশাপাশি ওইদিন ওই ছবির পরিচালক সুদীপ্ত সেন মনের ক্ষোভও প্রকাশ করেন। আজ অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি বলে খবর। বেলা ১২টা থেকে দুপুর ২ টোর মধ্যে এই মামলার শুনানি হতে পারে বলে সিএন ডিজিটালকে শুক্রবার জানালেন পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)।
পশ্চিমবঙ্গে দ্যা কেরালা স্টোরি ব্যান হওয়া নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। কেরালা স্টোরি ব্যান নিয়ে কলকাতা হাইকোর্টেও জোড়া মামলা হয়েছে বলে খবর, যে মামলার শুনানি পরের সপ্তাহে হতে পারে বলে সূত্রের খবর।
সম্প্রতি নবান্নে একটি সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্যা কেরালা স্টোরি ব্যান করার ঘোষণা করেন। কারণ হিসেবে আইনশৃঙ্খলা বিগড়ে যাওয়ার সম্ভাবনা দর্শান তিনি। যদিও এ প্রসঙ্গে সুদীপ্ত সেন অর্থাৎ ওই সিনেমার পরিচালক সিএন ডিজিটালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন,'আইনশৃঙ্খলার কোনও অবনতি ঘটেনি বাংলায়। চার দিন হাউজ ফুল চলেছে এই সিনেমা। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য অনুরোধ করেন এবং বলেন, 'দিদি আপনাকে অনুরোধ করছি একবার আমার সিনেমাটি দেখুন। তারপর ব্যান করার সিদ্ধান্ত নিন, অন্যের কথা শুনে দয়া করে আমার সিনেমা বন্ধ করবেন না।'