
ইন্দিরা যুগে ভারতের জরুরি অবস্থা নিয়ে কঙ্গনার ছবি এমারজেন্সি (Movie Emergency)। সেই ছবিতে ম্যাডাম গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) চরিত্রে কঙ্গনা রানাউত (Kangna Ranaut)। সেই চরিত্রের প্রথম ঝলক ইতিমধ্যে প্রকাশ্যে। দর্শকের সামনে এসেছে এমারজেন্সি ছবিতে জেপি অর্থাৎ জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অনুপম খেরের চরিত্র। এবার প্রকাশ্যে এলো সেই আমলে অন্যতম বিরোধী নেতা অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) চরিত্র।
এই চরিত্রে অভিনয় করছেন শ্রেয়স তালপাড়ে। তিনিই ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রথম ঝলক। তাঁর শেয়ার করা ছবির সঙ্গে লেখা, 'প্রকৃত দেশপ্রেমী, আদর্শবান, আমজনতার নেতা, সকলের প্রিয় অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত। আশা করি প্রত্যাশা পূরণ করতে পারব। আমায় এই চরিত্রে ভাবার জন্য ধন্যবাদ কঙ্গনা রানাউত। তুমি যেমন গুণী এবং বৈচিত্রপূর্ণ অভিনেত্রী, ততটাই ভাল পরিচালকও বটে।'
যদিও এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অসন্তুষ্ট কংগ্রেস। বিজেপির হয়ে ইন্দিরাকে অপমান করছেন কঙ্গনা। এই অভিযোগে সরব তারা। যদিও এই অভিযোগের পাল্টা প্রতিবাদ জানায় বিজেপিও।