
বি-টাউনে (Bollywood) একাধিক বিয়ের গুঞ্জন। এরই মধ্যে বিয়ের কারণে তুমুল চর্চায় রয়েছেন পরিণীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডা। এবার শোনা যাচ্ছে, মালাইকা অরোরা (Malaika Arora) ও অর্জুন কাপুরের (Arjun Kapoor) বিয়ের গুঞ্জন। মালাইকা অনেক বছর ধরেই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। প্রায় ৪ বছর ধরে চলা এই সম্পর্কে সিলমোহর বসিয়েছেন মালাইকা-অর্জুন। তাঁদের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন, কটূক্তি শুনতে হলেও এসবের তোয়াক্কা না করে সম্পর্কে এগিয়ে গিয়েছেন দু'জনেই। এবার মালাইকা জানিয়েছেন, তিনি অর্জুনের সঙ্গে সম্পর্ককে একটি নতুন ধাপে নিয়ে যেতে চান। ফলে এই খবর ছড়িয়ে পড়তেই জোর জল্পনা তাঁদের বিয়ে নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মালাইকা আরোরা জানান, অনেকেই তাঁর দ্বিতীয় সম্পর্ক বা অর্জুনের সঙ্গে বয়সের পার্থক্যের জন্য কটাক্ষ করেছেন। তবে তিনি এসব নিয়ে চিন্তা করেন না ও দ্বিতীয়বার বিয়ে করার পর মানুষ কী বলবেন, এই নিয়েও ভাবেন না। কারণ তাঁর ভালোবাসা ও বিয়েতে বিশ্বাস রয়েছে। তবে তিনি এও জানিয়েছেন যে, অর্জুনের সঙ্গে তিনি কবে বিয়ে করতে চলেছেন, এটা তিনিও জানেন না। কিন্তু বিয়ে করার আগে তেমন কোনও পরিকল্পনাও করতে চান না কারণ এতে উৎসাহ কমে যায়।
তিনি অর্জুন সম্পর্কেও জানান, অর্জুন ও তাঁর মধ্যে বয়সের পার্থক্য থাকলেও অর্জুন বয়স অনুযায়ী অনেকটা পরিণত আবার যত্নশীলও। তাঁর কথায়, 'অর্জুনের মত মানুষ এখন দেখাই যায় না।' তবে মালাইকার এই সাক্ষাৎকার থেকেই বোঝা যাচ্ছে যে, মালাইকা-অর্জুন যেকোনও দিন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। কারণ তাঁরা সম্পর্কের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। মালাইকাও চান অর্জুনের সঙ্গে এক নতুন জীবন গড়ে তুলতে, চুটিয়ে সংসার করতে।
উল্লেখ্য, ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। তারপর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে প্রেম মালাইকা আরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনও লুকোচুরি নেই তারকা জুটির।